WBBSE Class 8 Math 1st Unit Test Model Question Paper | অষ্টম শ্রেণি গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মডেল প্রশ্নপত্র – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

   1st Summative Evaluation 
Class: VIII Sub : Mathematics 
    Time:- 30 Min.                  F.M. 15
1. যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও : 1×4=4
a) 38° কোণের পূরক কোণের মান কত ?
b) 100 থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে ?
c) m এর কোন মানের জন্য (3m – 4) মিটার বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রের পরিসীমা
৪ মিটার হবে?
d) রম্বসের কর্ণদ্বয় পরস্পর কে
করে।
e) তিনটি সমান বৃত্তকলা বিশিষ্ট কোনো বৃত্তে প্রত্যেকটির কেন্দ্রীয় কোণের মান কত?
2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও : (চারটি )
2×4= 8
a) t -এর কোন মান গুলির জন্য x² – tx + ¼ একটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে?
b) একটি সামান্তরিক কী শর্তে রম্বস হবে?
c) একটি কোণ অপর একটি কোণের 5 গুন, কোণ দুটি পরস্পর সম্পূরক হলে
কোণগুলির পরিমাণ কত ?
d) `4x-frac1{5y}=16` হলে `4x-frac1{5y}=` কত ?
e) ( 2x – 3y) এর ঘন নির্নয় কর। [ (a + b)³, আভেদের সাহায্যে ]
3. একটি প্রশ্নের উত্তর দাও : 1×3 = 3
a) উৎপাদকে বিশ্লেষণ করো :
x³ – 9y³ – 3xy(x – y)
b) (2a⁴ –1 + 5a – a³ – 2a²) কে (a – 3 + 2a²) দ্বারা ভাগ করো।

Class 8 1st Summative Evaluation
বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল
(P) বিজ্ঞান গণিত সংস্কৃত

Leave a Reply