WBBSE Class 8 MATH Second Unit Test Question Paper Set-1 | অষ্টম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

CLASS 8 MATH 2ND UNIT TEST

WBBSE Class 8 MATH Second Unit Test Question Paper Set-1 | অষ্টম শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১

📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper

Set-1

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : গণিত
পূর্ণমান : 25 সময় : 50 মিনিট

1. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (5টি) (5×1)

(i) x³-y³ -এর একটি উৎপাদক (x-y) হলে অপরটি কত ?

(ii) সত্য না মিথ্যা লিখ : `frac1(x)` + `frac1(y)` = `frac1{x+y}`

(iii) ax² ও ax এদের গ.সা.গু কত ?

(iv) রমেশ একদিনে কোনো কাজের `frac1(2)` অংশ করলে সম্পূর্ণ কাজটি করতে তার কতদিন লাগবে ?

(v) 15টি কলমের দাম 75 টাকা হলে, 6টি কলমের দাম কত ?

(vi)

চিত্রটিতে `\angleAEG` = 120° হলে `\angleDFE` = কত ?

2. উৎপাদকে বিশ্লেষণ করো : ( যে-কোনো ১টি) : 2

(i) 2a² + 5a + 2

(ii) (a+b)² – 5a – 5b

3. গ.সা.গু নির্ণয় করো : (a² – 1), (a² – 2a + 1), (a³ + a² – 2a) 4

4. ল.সা.গু নির্ণয় করো : x⁴ + x²y² + y⁴, x³y + y⁴, (x² – xy)³

5. সরল করো : 4

`\frac{y^2+yz+z^2}{\left(x-y\right)\left(z-x\right)}` + `\frac{z^2+zx+x^2}{\left(y-z\right)\left(x-y\right)}` + `\frac{x^2+xy+y^2}{\left(z-x\right)\left(y-z\right)}`

6. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (5×2)

(i) একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার `2\frac1{4}` গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে ?

(ii) একপাত্র শরবতে 5 : 2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তাঁর পরিবর্তে সমপরিমান জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে ?

(iii) একটি কাজ মেরি ও ডেভিড একা একা 10 দিন ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড একা 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া এসে বাকি বাকি কাজটি 4 দিনে শেষ করল। মেরি, ডেভিড ও মারিয়া একত্রে কাজটি করলে তা কত দিনে শেষ হতে ?

📌আরও পড়ুনঃ

অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

📌 অষ্টম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply