ANNUAL EXAMINATION
CLASS 8 (VIII) WBBSE
PORIBESH O BIGGAN QUESTION PAPER
WBBSE Class 8 Poribesh O Biggan 3rd Unit Test Question Paper Set-2 | অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-২
📌 1. অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper Click Here
Set-2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ ঘণ্টা
LIFE SCIENCE Full Marks- 35
বিভাক- ‘ক’
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যটি লেখো : 1×5=5
(i) অ্যান্টিডায়াবেটিক হরমোন হল–
(ক) অ্যাড্রিনালিন
(খ) ইনসুলিন
(গ) ইস্ট্রোজেন
(ঘ) টেস্টোস্টেরন
(ⅱ) ট্যানিন পাওয়া যায়–
(ক) আম
(খ) শাল
(গ) বাঁশ
(ঘ) নিমগাছে
(iii) পশ্চিমবঙ্গের রাজ্যপশু হল–
(ক) বাঘ
(খ) গরু
(গ) বন্যবিড়াল
(ঘ) হাতি
(iv) কচুরিপানাতে বায়োগ্যাসের উৎস রূপে যে গ্যাস প্রচুর পরিমাণে পাওয়া যায় তা হল-
(ক) O₂ গ্যাস
(খ) CO₂ গ্যাস
(গ) N₂ গ্যাস
(ঘ) H₂ গ্যাস
উত্তরঃ (গ) N₂ গ্যাস
(v) আন্তর্জাতিক বনবর্ষ হল–
(ক) 2009 সাল
(খ) 2010 সাল
(গ) 2011 সাল
(ঘ) 2012 সাল
2. শূন্যস্থান পূরণ করো : 1×5=5
(i) হলুদে _________ নামে একটি জীবানুনাশক যৌগ পাওয়া যায়।
উত্তরঃ কারকিউমিন।
(ⅱ) থর মরুভূমিতে সবচেয়ে বড় পাখী হল ___________।
উত্তরঃ বাস্টার্ড।
(iii) এস্কিমো শব্দের অর্থ হল __________।
উত্তরঃ যারা কাঁচা মাংস খায়।
(iv) শকুনের একটি পুনর্বাসন কেন্দ্র হল পশ্চিমবঙ্গের ____________।
উত্তরঃ রাজাভাতখাওয়া।
(v) আগে শ্যাগ্রীন ___________ কাজে ব্যবহার করা হত। (হাঙরের চামড়া)
উত্তরঃ কাঠ পালিশ করার।
বিভাক – ‘খ’
3. প্রশ্নগুলির উত্তর সম্পূর্ণ বাক্যে লেখো : (যে কোনো পাঁচটি) : 1×5=5
(i) WHO এর পুরো নাম কী ?
(ⅱ) কেল্প কী ?
উত্তরঃ কেল্প হল এক ধরনের সামুদ্রিক শ্যাওলা।
(ii) বায়োলুমিনিসেন্স বলতে কী বোঝো ?
(iv) পুয়েবলা কী ?
উত্তরঃ আমেরিকার মরু অঞ্চলে পাথরের তৈরি বাড়িগুলিকে পুয়েবলা বলে।
(v) বনে আগুন লাগলে কী কী ক্ষতি হয় ?
(vi) গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে ?
4. A স্তম্ভের সাথে B স্তম্ভ মিল করো : 1×5=5
A স্তম্ভ | B স্তম্ভ |
(ⅰ) একশৃঙ্গ গণ্ডার | (a) মিশ্রগ্রন্থি |
(ii) তবাশির | (b) হিং |
(ⅲ) অগ্নাশয় | (c) জলদাপাড়া |
(iv) ক্ষরিত পদার্থ | (d) বাঁশ |
(v) টেস্টোস্টেরন | (e) শাল |
(f) জনন গ্রন্থি |
বিভাক- ‘গ’
5. প্রশ্নগুলির যথাযথ উত্তর লেখো : (যে কোনো পাঁচটি) : 3×5=15
(ⅰ) টীকা লেখো : অ্যালগাল ব্লুম
(ⅱ) মরুভূমিতে বসবাসকারী প্রাণীরা কীভাবে প্রখর তাপ থেকে নিজেদের রক্ষা করে ?
(iii) এস্কিমোদের জীবনে কুকুর অপরিহার্য কেন ?
(iv) ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো ? উদাহরণ দাও। 2+1
(v) আমলকির তিনটি ঔষধিগুণ লেখো।
(vi) জীবনকুশলতা কী ? জীবনকুশলতা চর্চার দুটি দিক আলোচনা করো। 1+2
PHYSICAL SCIENCE
Full Marks-35
1. এক কথায় উত্তর দাও : 1×8=8
(i) গলিত ক্যালশিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে কী পাওয়া যাবে ?
(ⅱ) অক্সিজেন শোষক একটি তরলের নাম লেখো।
(ⅲ) CO₂ , ZnO, CaO -এদের মধ্যে কোনটি ক্ষারকীয় অক্সাইড ?
(iv) চাপ = _________ ÷ ক্ষেত্রফল
(v) সরষের তেল জলের ওপর ভাসে। তাহলে কার ঘনত্ব বেশি ?
(vi) দুটি আয়নার মধ্যবর্তী কোণ 60°, তাহলে আয়না দুটির মাঝখানে রাখা একটি বস্তুর মোট প্রতিবিম্বের সংখ্যা কটি হবে ?
(vii) আলো কত ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মি পরস্পর সমকোণে থাকবে ?
(viii) তড়িৎ বিশ্লেষনে কোন প্রকার তড়িৎ ব্যবহৃত হয় ?
2. কী দেখা যাবে ?
(i) লাল হয়ে যাওয়া কাঠকয়লা অক্সিজেন পূর্ণ গ্যাসজারে ঢুকিয়ে দেওয়া হলো।
(ii) স্বচ্ছ চুনজলের মধ্যে কার্বন-ডাই-অক্সাইড চালনা করা হলো।
(iii) হাইড্রোজেন পূর্ণ গ্যাসজারে জ্বলন্ত পাটকাঠি ধরা হল। 1+1+1=3
3. কী ঘটে রায়াসনিক সমীকরণ সহ লেখো : (যে কোনো দুটি) : 2×2=4
(i) উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হল।
(ii) লোহিত তপ্ত জিঙ্কের ওপর দিয়ে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস চালনা করা হলো।
(iii) উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলো।
4. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো : 1×5=5
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
(ⅰ) পিভিসি | (a) তরল জ্বালানি |
(ⅱ) কার্বন-ডাই-অক্সাইড | (b) নন-বায়োডিগ্রেডেবল |
(iii) অক্সিজেন | (c) বায়োডিগ্রেডেবল |
(iv) বায়োডিজেল | (d) গ্রীনহাউস গ্যাস |
(v) সেলুলোজ | (e) দহনে সহায়ক |
5. কারণসহ ব্যাখ্যা করো : (যে কোনো দুটি) : 2×3=6
(i) জলের ভেতর বুদবুদ চকচকে দেখায়।
(ⅱ) কোল্ড ড্রিঙ্কের বোতল খুললে প্রচুর ফেনা বেরিয়ে আসে।
(iii) লোহার পেরেক জলে ডুবে যায় কিন্তু জাহাজ জলে ভাসে।
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো তিনটি) : 3×3=9
6.1 (ⅰ) রুপোর তৈরি গয়নায় সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোডে কী ব্যবহার করতে হবে ?
(ⅱ) একটি মৃদু তড়িৎবিশ্লেষ্যের নাম লেখো।
2+1
6.2 একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো ও এর উভধর্মীতা প্রমাণ করো। 1+2
6.3 (ⅰ) পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে অণুঘটক হিসাবে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের নাম কী ?
(ii) এক্ষেত্রে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লেখো। 1+2
6.4 (i) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে কী কী শর্ত পূরণ হলে ?
(ii) বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ কত ? 2+1
6.5 (i) মৌলের বহুরূপতা ধর্ম কী ?
(ii) কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম লেখো। 2+1
📌আরও পড়ুনঃ
📌 অষ্টম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here