ANNUAL EXAMINATION
CLASS 8 (VIII) WBBSE
PORIBESH O BIGGAN QUESTION PAPER
WBBSE Class 8 Poribesh O Biggan 3rd Unit Test Question Paper Set-3 | অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৩
📌 1. অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper Click Here
Set-3
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ ঘণ্টা
PHYSICAL SCIENCE
১। শূন্যস্থান পূরণ করে খাতায় লেখো (৭টি) : ১×৭=৭
১.১ ……….. যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা হয়।
১.২ Co₂ থেকে ………….. উৎপাদন হল কার্বন আত্তিকরণ।
১.৩ যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে ………….. বলে।
১.৪ বল = …………. × বলয় প্রবাহে বস্তুতে উৎপন্ন তরণ।
১.৫ জীবদেহের সমস্ত জৈব অনু তৈরিতে ………….. অপরিহার্য।
১.৬ সবচেয়ে বেশি ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত সার …………..।
১.৭ নিউক্লিয়াস উপস্থিত ……… সংখ্যাকে তার পরমানু ক্রমাঙ্ক বলে।
১.৮ বায়ুর চাপ …………… সেমি উঁচু পারদস্তম্ভের সমান।
২। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখো : ১×৮=৮
২.১ দু-মুখ বিশিষ্ট গ্যাস তৈরির পাত্রকে বলা হয়-(বিকার / গোলতল ফ্লাক্স / উল্ল্ফ বোতল / কনিক্যাল ফ্ল্যাক্স)।
২.২ প্রদত্ত কোন ক্ষেত্রে ত্বরণ শূন্য হয় ? (বস্তুকে উপরের দিকে ছুঁড়লে / বস্তু সমবেগে চললে / বস্তুকে ধাক্কা দিলে / বস্তুকে টান দিলে)।
২.৩ নিউট্রন কনা আবিষ্কার করেন— (স্যাডউইক / ডালটন / রাদার ফোর্ড / নিউটন)।
২.৪ পেরিস্কোপ যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল (প্রতিফলন / প্রতিসরণ / অপবর্তন / সমাবর্তন)।
২.৫ ঘর্ষণ বল সবসময়ে সংস্পর্শে থাকা তলদুটির সঙ্গে (লম্বভাবে / তির্যক ভাবে / সমান্তরাল ভাবে) ক্রিয়া করে।
২.৬ বৃষ্টির সময়ে Co₂ জলের সঙ্গে বিক্রিয়া করে (কার্বনিক অ্যাসিড / নাইট্রিক অ্যাসিড / সালফিউরিক অ্যাসিড) গঠন করে।
২.৭ কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে বলে (ঊর্ধ্বপাতন / স্ফুটন / বাষ্পায়ন)।
২.৮ পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা প্রায়— (5000°C / 6000°C / 7000°C)।
৩। যে কোন দশটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও : ২×১০=২০
৩.১ ইউরিয়া কীভাবে তৈরি করা হয় বিক্রিয়া সহ লেখো।
৩.২ ভরসংখ্যা কাকে বলে ?
৩.৩ চাপ কাকে বলে ?
৩.৪ প্লবতা কাকে বলে ?
৩.৫ অন্তধৃতি কাকে বলে ?
৩.৬ বায়োগ্যাস কাকে বলে ?
৩.৭ পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির রাসায়নিক সমীকরণ লেখো।
৩.৮ অধিশেষেন ধর্ম কাকে বলে ?
৩.৯ সংকেত লেখো : সোডিয়াম ক্লোরাইড, জিংক অক্সাইড।
২.১০ আপতন কোনের মান মাধ্যম দুটির সংকট কোনের চেয়ে বড়ো হলে কী হবে ?
৩.১১ দুটি দর্পনের মাঝের কোন 30° হলে, এবং মাঝে একটি ইরেজার রাখলে কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে ?
LIFE SCIENCE
১। পূর্ণবাক্যে উত্তর দাওঃ ১x৫=৫
১.১ কোন হরমোন দৌড়ানের সময় শক্তির যোগান দেয় ?
১.২ পেঙ্গুইন কোন ঋতুতে ডিম পাড়ে ?
১.৩ উদ্ভিদের বর্ণহীন প্লাসটিডকে কী বলে ?
১.৪ ‘তবাশির’-এ কোন অ্যাসিড থাকে ?
১.৫ প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটির নাম কী ?
২। শূন্যস্থান পূরণ করে খাতায় লেখোঃ ১x৫=৫
২.১ উদ্ভিদের ভার বহন ও দৃঢ়তা প্রদান করে …………. কলা।
২.২ …………….. এর রাজ্য পশু হল বাঘরোল।
২.৩ সুন্দরী গাছ প্রতিপালন ও সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে ………… তে।
২.৪ ছত্রাকের দেহ যে সুরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি হয় তাকে …………… বলে।
২.৫ প্রাণীকোশ বিভাজনে অংশ নেয় …………… নামক অঙ্গানু।
৩। বামদিকের সঙ্গে ডানদিক মেলাও : ১x৫=৫
বামদিক | ডানদিক |
(ক) অভয়ারন্য | (i) গঙ্গার শুশুক |
(খ) বেল | (ii) অনাল গ্রন্থি |
(গ) ইকোলোকেশন | (iii) প্রাণী কোশ |
(ঘ) সেন্ট্রোজোম | (iv) ইনসিটুসংরক্ষণ |
(ঙ) হরমোন | (v) কোষ্ঠকাঠিন্য |
৪। বন্ধনীর সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর লেখো : ১x৫= ৫
৪.১ স্লিপিং সিকনেস কী ঘটিত রোগ ?
(ক) ব্যাকটেরিয়া (খ) ভাইরাস
(গ) ছত্রাক (ঘ) আদ্যপ্রাণী।
৪.২ অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হল—
(ক) ইনসুলিন (খ) ADH
(গ) অ্যাড্রিনালিন (ঘ) সোমাট্রোট্রাফিন।
৪.৩ কাঁচা আম, যাম, লেবু, বাঁধাকপি, পেয়াজ-এ ভিনিগার যোগ করাকে বলে— (ক) সাল্টিং (খ) ক্যানিং (গ) পিকলিং (ঘ) প্যাকেজিং।
৪.৪. বহুবর্ষজবী বীরুৎ জাতীয় গাছের উদাহরণ হল—
(ক) এলাচ (খ) বেল (গ) নয়নতারা (ঘ) সবগুলিই।
৪.৫. চাপড়া মারি হল একটি–
(ক) ন্যাশনাল পার্ক (খ) অভয়ারন্য (গ) সংরক্ষিত বন (ঘ) বায়োস্ফিয়ার রিজার্ভ।
৫। যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ৩×৫=১৫
৫.১ মরুভূমির জাহাজ কাকে বলে ? মরুদ্যান কীভাবে সৃষ্টি হয় ? ১+২
৫.২ আন্টার্কটিকার পরিবেশ দূষণের দুটি কারণ লেখো ? ট্যানিন কোথা থেকে পাওয়া যায় ? ২+১
৫.৩ অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলাহয় কেন ? মা অক্টোপাস কীভাবে সন্তানের যত্ন নেয় ? ২+১
৫.৪ সমুদ্র দূষণের দুটি কারণ লেখো ? তারামাছের প্রিয় খাবার কী ? ২+১
৫.৫ রসুনের দুটি ঔষধি গুন লেখো ? ত্রিফলা কী ? ২+১
৫.৬. উদ্ভিদ কোশ ও প্রাণী কোশের মধ্যে পার্থক্য লেখো ? বেল কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ কেন ?
📌আরও পড়ুনঃ
📌 অষ্টম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here