WBBSE Class 8 Science 1st Unit Test Model Question Paper | অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মডেল প্রশ্নপত্র – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

          প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
  শ্রেণী অষ্টম        বিষয় – পরিবেশ ও বিজ্ঞান
   সময় – ৩০ মি.                    পূর্ণমান – ১৫
                      বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x২=২
ক) S.I. পদ্ধতিতে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান হল-
অ) `frac{6.67}{10^{11}}“frac{N.cm^2}{kg^2}`
আ) `6.67times10^{-11}“frac{Nm^2}{Kg^2}`
ই) `6.67times10^{-10}“frac{Nm^2}{Kg^2}`
ঈ)

 খ) কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হল-
(অ) ঢালাই লোহা (আ) বরফ (ই) মোম (ঈ) মার্কারি
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১x২=২
ক) কাঁচকে এবোনাইট দিয়ে ঘষলে কোন পদার্থে ঋনাত্মক আধান আহিত হবে?
খ) ডিওয়ার ফ্লক্ উদ্ভাবন করেন কোন্ দেশের বিজ্ঞানী?
৩। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×২=৪
ক) আর্কিমিডিসের নীতিটি লেখো।
খ) 1 esu বা 1 স্ট্যাটিকুলম্ব কাকে বলে?
গ) বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
                           বিভাগ-‘খ’
১। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ ১x৫=৫
ক) AIDS এর পুরো নাম কী?
খ) একটি পদাবিহীন কোশীয় অঙ্গানু হল—
(অ) গলগি বস্তু (আ) রাইবোজোম (ই) ER (ঈ) প্লাসটিড।
গ) যক্ষমা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কী?
ঘ) কোন বিজ্ঞানী প্রথম সজীব কোশ পর্যবেক্ষন করেন?
ও) মিষ্টিজলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প ও পত্রবৃত্তে – – কোশ থাকে।
চ) আবরণী কলার প্রধান দুটি কাজ লেখো।
২। বামদিকের সঙ্গে ডানদিকের ছক মেলাওঃ- ½ ×4 = 2
       বাম -‘স্তম্ভ‘           ডান -‘স্তম্ভ’
ক) ডেঙ্গি,                অ) উদ্ভিদ কোশ
খ) প্লেগ                  আ) ফ্ল্যাডিভাইরাস
গ) সেপ্টোজোম,      ই) Yersinia Pestis
ঘ) প্লাসটিড             ঈ) প্রাণীকোশ

Class 8 1st Summative Evaluation
বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল
(P) বিজ্ঞান গণিত সংস্কৃত

Leave a Reply