2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
BENGALI QUESTION PAPER
WBBSE Class 9 Bengali Second Unit Test Model Question Paper with Answer Set-4 | নবম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪
📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
📌 নবম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
Set-4
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
(পূর্ণমান ৪০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০)
মূল্যায়নের সময়কাল : আগস্ট
পাঠ্যসূচী/Syllabus—
গদ্য : (১) নব নব সৃষ্টি, (২) রাধারাণী, (৩)চিঠি।
পদ্য : (১)আকাশে সাতটি তারা, (২) আবহমান।
ব্যাকরণ – বাংলা শব্দ-ভাণ্ডার, শব্দ ও পদ এবং বিশেষ্য-বিশেষণ-সর্বনাম বিস্তারিত আলোচনা।
নির্মিতি – ভাবার্থ ও সারাংশ।
সহায়ক পাঠ – এই বইয়ের ‘ব্যোমযাত্রীর
ডায়রি’,‘কর্ভাস’ এবং ‘স্বর্ণপর্ণী’ গল্প
তিনটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। তিনটি
পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে উপরোক্ত ক্রম অনুসারে একটি করে গল্প পড়াতে হবে।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় : বাংলা
সময় : ১ঘণ্টা ২০ মিনিট পূর্ণমান : ৪০
BAHARU HIGH SCHOOL (H.S)
2nd Summative Evaluation 2022
Class – IX Sub – Bengali
Full Marks – 40 Time : 1.30 Hours
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x১২=১২
১.১ সংস্কৃত ভাষা—
(ক) পরনির্ভরশীল (খ) আত্মনির্ভরশীল
(গ) ভাষা নির্ভরশীল (গ) শব্দ নির্ভরশীল।
২ হিন্দির ‘বঙ্কিম’ বলা হয়—
(ক) রবীন্দ্রনাথকে (খ) শরৎচন্দ্রকে
(গ) নজরুলকে (ঘ) প্রেমচন্দ্রকে।
১.৩ ভাটিয়ালি হল–
(ক) ধৰ্ম (খ) দর্শন (গ) গান (ঘ) যাত্রা।
১.৪ স্বামী বিবেকানন্দ চিঠিটি লিখেছেন—
(ক) ৩০ জুলাই, ১৮৯৭
(গ) ৩০ জুলাই, ১৮৯৮
(খ) ২৯ জুলাই, ১৮৯৮
(গ) ২৯ জুলাই, ১৮৯৭
১.৫ স্বামী বিবেকানন্দ যাঁকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছেন—
(ক) মিঃ ই টি স্টার্ডি (খ) মিস মুলার
(গ) মিস্ নোবল (ঘ) মিসেস কুল।
১.৬ স্বামী বিবেকানন্দ যে স্থান থেকে চিঠি লিখেছেন—
(ক) দার্জিলিং (খ) শিলং (গ) আলমোড়া
(ঘ) দেরাদুন।
১.৭ রাধারাণী রথ দেখতে গিয়েছিল—
(ক) পুরীতে (খ) জয়নগরে (গ) মাহেশে
(খ) শ্রীরামপুরে।
১.৮ রাধারাণীদের সম্পত্তি ছিল প্রায়—
(ক) পাঁচলক্ষ টাকার
(খ) দশ লক্ষ টাকার
(গ) বারো লক্ষ টাকার
(ঘ) কুড়ি লক্ষ টাকার।
১.৯ ‘আকাশে সাতটি তারা’ কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত—
(ক) বনলতা সেন (খ) ধূসর পাণ্ডুলিপি
(গ) রূপসী বাংলা (ঘ) সাতটি তারার তিমির।
১.১০ ‘আসিয়াছে শান্ত অনুগত’—
(ক) গোধূলি (খ) কালো সন্ধ্যা
(গ) নীল সন্ধ্যা (ঘ) সোনালি সন্ধ্যা
১.১১ ‘আবহমান’ কবিতার কবি—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) নজরুল ইসলাম
(গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(ঘ) সুকান্ত ভট্টাচার্য।
১.১২ ‘আবহমান’ কথাটির অর্থ—
(ক) বর্তমান (খ) অতীত (গ) চিরকালীন
(ঘ) প্রাচীনকালের।
২. কমবেশি ১৫টি শব্দে উত্তর দাও : ১×৮=৮
২.১ পদ কাকে বলে ?
২.২ উপসর্গ দিয়ে একটি করে শব্দ গঠন করে দেখাও : খোশ, দর।
২.৩ অনুসর্গের অপর নাম কী ?
২.৪ দুটি মৌলিক ধাতুর উদাহরণ দাও ।
২.৫ শব্দদুটির ব্যুৎপত্তি নির্ণয় করো : গম্ভব্য, দাশরথি।
২.৬ তৎসম শব্দ কাকে বলে ?
২.৭ দুটি বিদেশি শব্দের উদাহরণ দাও, যা বাংলা শব্দভাণ্ডারে প্রচলিত।
২.৮ পিলে, হরতাল– কোন্ প্রাদেশিক ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?
৩. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : (১৫০ শব্দ) ৫×১=৫
৩.১ সৈয়দ মুতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন ? ইংরাজি ও বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল নয় বলেছেন কেন ? 2+3
৩.২ রাধারাণীতে তার মায়ের দুরবস্থার পরিচয় দাও।
৩.৩ ভারতবর্ষে কাজ করতে গেলে কেমন বাঁধার সম্মুখীন হতে হবে বলে বিবেকানন্দ
মিস্ নোবলকে জানিয়েছেন ?
3. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : (১৫০ শব্দ) ৫×১=৫
৪.১ “এরই মাঝে বাংলার প্রাণ” – কার মাঝে কীভাবে বাংলার প্রাণের অস্তিত্ব কবি লক্ষ্য করেছেন ?
৪.২ ‘আবহমান’ কবিতার মূল বক্তব্য বুঝিয়ে দাও।
৫. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : (১৫০ শব্দ) ৫×১=৫
৫.১ ‘কর্ভাস গল্পে কর্ভাসের আশ্চর্য প্রতিভা ও বুদ্ধিমত্তার যে পরিচয় পাও তা নিজের
ভাষায় লেখো।
৫.২ ম্যালি ফাউল ও গ্রিব পাখীর বিশেষত্ব ‘কর্ভাস’ গল্প অবলম্বনে লেখো।
৬. প্রদত্ত সূত্র সহযোগে উপযুক্ত শিরোনাম সহ একটি গল্প রচনা কর : ৫×১=৫
নৌকাযোগে দুই বন্ধুর ভ্রমণ — মাঝ নদীতে ঝড় — নৌকাডুবি — একজন বন্ধু নিমজ্জমান — বন্ধুর সাহায্যে অন্যজনের বিরত থাকা — তৃতীয় অন্যজন, যাকে
প্রথমে বন্ধু হিসাবে গ্রহণে আপত্তি, সেই সাহয্যের হাত বাড়াল — প্রকৃত বন্ধু লাভ।
আরও পড়ুনঃ
নবম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ Click Here
নবম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ Click Here
নবম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ Click Here
নবম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪ Click Here
নবম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫ Click Here
নবম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৬ Click Here
নবম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৭ Click Here
নবম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৮ Click Here
📌আরও পড়ুনঃ
📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
📌 নবম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here