3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
BENGALI QUESTION PAPER
WBBSE Class 9 Bengali Annual Exam Model Question Paper Set-1 | নবম শ্রেণি বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-১
📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
📌 নবম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
Set-1
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় : বাংলা
সময় : ৩ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান : ৯০
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১৮=১৮
১.১ পরীক্ষার ফল বের হওয়ার পর দেখা গেছিল চন্দ্রনাথের অনুমান–
(ক) সম্পূর্ণ ভুল
(খ) আংশিক সত্য
(গ) অনেকাংশে সত্য
(ঘ) সম্পূর্ণ সঠিক
১.২ ইলিয়াস বাস করত—
(ক) উত্তরপ্রদেশে
(খ) মধ্যপ্রদেশে
(গ) উফা প্রদেশে
(ঘ) ভিয়েনা প্রদেশে
১.৩ ‘ভাঙা গান’ কবিতাটির মূল কাব্য গ্রন্থের নাম—
(ক) দোলন চাঁপা
(খ) ছায়ানট
(গ) ভাঙার গান
(ঘ) বিশের বাঁশি
১.৪ ‘এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে’— এখানে খেয়া বলতে কবি বুঝিয়েছেন
(ক) মানব জীবন প্রবাহ
(খ) ছোট নৌকা
(গ) ছোট ছোট আকাঙ্খা
(ঘ) কালস্রোত
১.৫ বেগম রোকেয়ার ভুটিয়ানি চাকরানির নাম
(ক) বুলি
(খ) ভালু
(গ) মালু
(ঘ) কালু
১.৬ ‘কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো’ কাকে চিন্তা করার কথা বলা হয়েছে
(ক) নিবেদিতা
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) মিসেস সেভিয়ার
(ঘ) মিসেস বুল
১.৭. শকুন্তলার প্রকৃত পিতার নাম—
(ক) কশ্যপ
(খ) বিশ্বামিত্র
(গ) কম্ব
(ঘ) দুর্বাসা
১.৮ শকুন্তলার বিবাহের সময় মহর্ষি কম্ব গিয়েছিলেন—
(ক) তীর্থে
(খ) মৃগয়ায়
(গ) শচীতীর্থে
(ঘ) তপোবনে
১.৯ সর্ব রোগনাশক বড়ি বা মিরা কিউরেল এর পরেই শঙ্কু আবিষ্কার করেছিলেন—
(ক) অ্যানাইহিলিন পিস্তল
(খ) ক্যাথেরাপিড
(গ) ম্যাঙ্গোরেঞ্জ
(ঘ) সমনোলিন
১.১০ পুনর্জীবন লাভের পর জেরেমি সন্ডার্স সরাসরি এসে হাজির হন—
(ক) কলকাতায়
(খ) স্কটিশ চার্চ কলেজে
(গ) গিরিডির বাড়িতে
(ঘ) বোম্বেতে
১.১১ আমার কত কাজ পড়ে আছে। চিহ্নিত পদটি কী ধরণের পদ ?
(ক) আত্মবাচক সর্বনাম
(খ) নির্দেশক সর্বনাম
(গ) ব্যক্তিবাচক সর্বনাম
(ঘ) পারস্পরিক সর্বনাম
১.১২ ‘বোধ হয়’ কোন্ শ্রেণীর অব্যয় ?
(ক) আলংকারিক
(খ) সংশয়সূচক
(গ) সমর্থন সূচক
(ঘ) আবেগ সূচক
১.১৩ সংস্কৃত ভাষায় উপসর্গের সংখ্যা—
(ক) উনিশটি
(খ) পনেরোটি
(গ) কুড়িটি
(ঘ) বাইশটি
১.১৪ ‘এবার সবাই বসে পড়ুন। চিহ্নিত পদগুলি কী ধরণের পদ ?
(ক) অসমাপিকা ক্রিয়া
(খ) নামধাতুজ ক্রিয়া
(গ) প্রযোজক ক্রিয়া
(ঘ) সংযোগমূলক ক্রিয়া
১.১৫ ডাক্তার খানা কোন্ জাতীয় শব্দ ?
(ক) তদ্ভব
(খ) দেশি
(গ) মিশ্র বা সংকর
(ঘ) বিদেশী
১.১৬ ‘হৃদয় উচ্ছ্বসিত হয়ে উঠল’- এখানে ‘উচ্ছ্বসিত’ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে
(ক) উদ্-স্বসিত
(খ) উৎ+শ্বসিত
(গ) উদ্-শ্বসিত
(ঘ) কোনটিই নয়
১.১৭ কোনো শব্দে অতিরিক্ত ধ্বনির আগমন ঘটলে তাকে বলে—
(ক) স্বরাগম
(খ) ধ্বন্যাগম
(গ) ব্যঞ্জনাগম
(ঘ) কোনটিই নয়
১.১৮ ‘বিজ্ঞান’ শব্দটির ‘জ্ঞ’- এই সংযুক্ত ব্যঞ্জনটিকে ভাঙলে পায়—
(ক) ‘ঞ’ ও ‘জ’
(খ) ‘ঞ’ ও ‘ভ’
(গ) ‘জ’ ও ‘ঞ’
(ঘ) ‘জ’ ও ‘ঙ’
২। কম-বেশী ১৫টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১×১৮=১৮
২.১. খবরের কাগজে কীসের বিজ্ঞাপন বেরিয়েছিল ?
২.২. ‘ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকত।’- এখানে ‘তাঁরা’ বলতে কাদের কথা বলা
হয়েছে ?
২.৩. রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কী ?
২.৪. ‘আকাশে সাতটি তারা’ কবিতাটি কী ধরণের কবিতা ?
২.৫. বিদ্যাসাগর আরবি-ফারসি কোথায় ব্যবহার করতেন ?
২.৬. স্ত্রীলোকেরা কীসে ভয় পায় না ?
২.৭. ধীবর কোথায় থাকে ?
২.৮. শকুন্তলাকে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন কেন ?
২.৯ প্রোফেসর শঙ্কুর বাবা কে ছিলেন ?
২.১০ গোয়রিং-এর পরিকল্পনা কী ছিল ?
২.১১ বাংলা ভাষায় প্রসূত বা প্রসারিত স্বরধ্বনি কোন্ গুলি ?
২.১২ প্রতি বর্গের কোন্ কোন্ ধ্বনি দুটি অঘোষ ?
২.১৩ উপসর্গের প্রধান কাজ কী ?
২.১৪ কোন্ শব্দগুলিকে অর্ধতৎসম শব্দ বলা হয় ?
২.১৫ সমাপিকা ক্রিয়া বাক্যের কোন্ অংশে বসে ?
২.১৬ ধ্বন্যাত্মক অব্যয় ব্যবহার করে একটি বাক্য লেখ।
২.১৭ নাসিক্যীভবন বলতে কী বোঝ ?
২.১৮ অভি অথবা উপ উপসর্গটি দিয়ে শব্দগঠন করে একটি বাক্যে ব্যবহার করো।
৩। প্রসঙ্গ নির্দেশ সহ কম-বেশী ৬০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ৩×৫=১৫
৩.১. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :
৩.১.১ ‘আপনি একটু দাঁড়ান, আমি আসছি’– বক্তা কে ? তাঁর এরূপ মন্তব্যের কারণ কী ? ১+২=৩
৩.১.২ ‘ইলিয়াসের তখন বোলবোলাও।’– ‘বোলবোলাও’ বলতে কী বোঝানো হয়েছে ? এর ফল কী হয়েছিল ? ১+২=৩
৩.২ যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও :
৩.২.১ ‘আমরা বাঁচিয়া আছি।’– আমরা কারা ? তারা কীভাবে বেঁচে আছে ? ১+২=৩
৩.২.২ ‘আমার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে।’– উদ্ধৃতাংশটির মূল তাৎপর্যটি বিশ্লেষণ করো। ৩
৩.৩ যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও :
৩.৩.১ ‘সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল।’– লেখক কেন এ রূপ মন্তব্য করেছেন ? ৩
৩.৩.২ ‘এদেশের স্ত্রীলোকেরা জোক দেখলে ভয় পায় না’– এদেশের বলতে কোন্ দেশকে বোঝানো হয়েছে ? সেখানকার মেয়েদের কী বলা হত ? জোঁক সম্পর্কে তাদের কী মতামত ? ১+১+১
৩.৪ যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও :
৩.৪.১ ‘যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন’– বক্তা কে ? তার এমন উক্তির কারণ কী ? ১+২
৩.৪.২ ‘স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহবল ভাবে চেয়ে রইলেন’– বক্তাকে রাজার আংটি দেখে বিহ্বলতার কারন কী ? ১+২
৩.৫ যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও :
৩.৫.১ ‘এত অল্প সময়ে আমার অভিযান সফল হবে সেটা ভাবতে পারিনি’– বক্তা কোন অভিযানের কথা বলেছেন ?
৩.৫.২ ‘শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য একটি বিদেশি যুবক প্রায় আধঘন্টা হলো বসে আছে।’— বক্তা কে ? বিদেশি যুবকটি কে ? কেন সে শম্ভুর সাথে দেখা করতে চায় ? ১+১+১
৪। নীচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো (কম-বেশি ১৫০ শব্দে) : ৫×৫=২৫
৪.১ যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও :
৪.১.১ ছাত্র এবং শিক্ষকের মানবিক সম্পর্কের এক অসামান্য দলিল হিসেবে ‘দাম’ ছোটগল্পের সার্থকতা বিচার করো। ৫
৪.১.২ ‘চন্দ্রনাথের সহিত সংস্রব রাখিব না।’- কে চন্দ্রনাথের সাথে সংস্রব রাখবে না ? সংস্রব না রাখার কারণ কী ? কথক শেষ পর্যন্ত কী করেছিল ? ১+২+২=৫
৪.২ যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও :
৪.২.১ আকাশে সাতটি তারা কবিতাটির প্রথম স্তবকে গ্রাম বাংলার সন্ধ্যার যে ছবি ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। ৫
৪.২.২ ‘ভাঙার গান’ কবিতায় কবি নজরুলের প্রতিবাদী মন এবং স্বাধীন সত্ত্বার যে স্বরূপ উদ্ঘাটিত হয়েছে তা বিশ্লেষণ করো। ৫
৪.৩ যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও :
৪.৩.১ হিমালয় দর্শন রচনাংশ অবলম্বনে ভুটিয়ানিদের জীবনযাত্রার বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখ। ৫
৪.৩.২ ‘বিদেশী শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর।’– কে এমন মনে করেন ? তার এমন মনে হওয়ার কারণ কী ? ২+৩=৫
৪.৪ যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও :
৪.৪.১ ‘কীভাবে এই আংটি আমার কাছে এল তা বললাম’– বক্তার আংটি প্রাপ্তির ঘটনাটি উল্লেখ করো। নাট্যাংশের কোন্ ঘটনা প্রমাণ করে আংটিটা রাজার প্রিয় ছিল ? ৩+২=৫
৪.৪.২ ‘এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে।’ কারা পরস্পরের বন্ধু
হয়েছে ? এমন বন্ধুত্বের কারণ কী ? ১+৪=৫
৪.৫ যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও :
৪.৫.১ স্বর্ণপর্ণী আবিষ্কারের যে কাহিনী গল্পে রয়েছে তা সংক্ষেপে নিজের ভাষায় লেখ। ৫
৪.৫.২ ‘আমার মন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে গেল।’ এখানে কোন্ অন্ধকারের কথা বলা হয়েছে ? তা কীভাবে দূর হয়ে গেল ? ৩+২=৫
৫। যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৪
৫.১ ভাবসম্প্রসারণ:
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস,
ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে।
কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।
৫.২ ভাবার্থ:
আসক্তির মতো নিষ্ঠুর শক্ত কিছু নেই, সে নিজেকেই জানে, সে কাউকে দয়া করে না, সে কারো জন্য কিছু মাত্র পথ ছাড়তে চায় না। এই আসক্তিই হচ্ছে জীবনের ধর্ম; সমস্তকেই সে নেবে বলে সকলের সঙ্গেই সে কেবল লড়াই করছে। ত্যাগ বড়ো সুন্দর, বড়ো কোমল। সে দ্বার খুলে দেয়। সঞ্চয়কে সে কেবল এক জায়গায় স্তূপাকাররূপে উদ্ধত হয়ে উঠতে দেয় না। সে ছড়িয়ে দেয়, বিলিয়ে দেয়।
৬। কমবেশী ৩০০ শব্দে যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ১০
৬.১ বিদ্যাসাগর।
৬.২ পরিবেশের ভারসাম্য রক্ষায় চাত্র-ছাত্রীদের ভূমিকা।
৬.৩ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ।