WBBSE Class 9 Bengali First Unit Test Set-3 / নবম শ্রেণী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
BENGALI QUESTION PAPER
CLASS 9 WBBSE

Set-3

প্রথম পর্যায়ক্রমিক (পূর্ণমান ৪০ এবং অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০)

পাঠ্যসূচি—
পদ্য – কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি, নোঙর
গদ্য – ইলিয়াস, দাম
নাটক – ধীবর-বৃত্তান্ত
ব্যাকরণ – ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন- উপসর্গ, অনুসর্গ। ধাতু ও প্রত্যয় নির্মিতি – ভাবসম্প্রসারণ
সহায়ক পাঠ – ব্যোমযাত্রীর ডায়েরি।

বাহাদুরপুর হাইস্কুল (উচ্চমাধ্যমিক)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৩
শ্রেণি- নবম বিষয়- বাংলা
সময়- ১.২০ মিনিট পূর্ণমান- ৪০

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৮=৮

১.১ ‘উড়িল মেঘ সঘনে চিকুর’ – চিকুর শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে—
(ক) মেঘ (খ) বৃষ্টি
(গ) বিদ্যুতের ঝিলিক
(ঘ) মেঘের গর্জন অর্থে।

উত্তরঃ (গ) বিদ্যুতের ঝিলিক

১.২ মহারাজ ধীবরকে দিয়েছিলেন—
(ক) মাছ ধরার জাল
(খ) আংটির মূল্যের সমপরিমান অর্থ
(গ) স্বর্ণমুদ্রা
(ঘ) আংটি।

উত্তরঃ (খ) আংটির মূল্যের সমপরিমান অর্থ

১.৩ ‘ইলিয়াসের বড় ছেলে মারা গিয়েছিল—
(ক) মড়কে (খ) খরায় (গ) দুর্ভিক্ষে
(ঘ) মারামারিতে।

উত্তরঃ (ঘ) মারামারিতে।

১.৪ কার দোরগোড়ায় লেখা ছিল – “যে অঙ্ক জানেনা এখানে তার প্রবেশ নিষেধ”—
(ক) প্লেটো (খ) রুশো (গ) সক্রেটিস
(ঘ) অ্যারিস্টটল।

উত্তরঃ (ক) প্লেটো

১.৫ ‘নোঙর’ কবিতাটি অজিত দত্তের কোন কাব্য গ্রন্থের অন্তর্গত—
(ক) কুসুমের মাস
(খ) শাদা মেঘ কালো পাহাড়
(গ) ছায়ার আলপনা
(ঘ) চৈতালী।

উত্তরঃ (খ) শাদা মেঘ কালো পাহাড়

১.৬ প্রোফেসর শঙ্কু নিরুদ্দেশ ছিলেন—
(ক) দশ বছর (খ) পনের বছর (গ) নয় বছর (ঘ) বারো বছর।

উত্তরঃ (খ) পনের বছর

১.৭ নীচের কোন দুটি বর্ণ অল্পপ্রাণ বর্ণের উদাহরণ—
(ক) র,ল (খ) অ, ই (গ) খ, ঘ (ঘ) প, ব

উত্তরঃ (ঘ) প, ব

১.৮ বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে বলে—
(ক) সমাস (খ) কারক (গ) সন্ধি (ঘ) ধ্বনি।

উত্তরঃ (গ) সন্ধি।

২। কমবেশি ১৫টি শব্দের মধ্যে উত্তর দাও:

২.১ “চন্ডীর আদেশ পান বীর হনুমান।”— আদেশ পেয়ে হনুমান কী করেছিল ?

উত্তরঃ চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খানখান করে দিয়েছিল।

২.২ ঋষি দুর্বাসা শকুন্তলাকে কী অভিশাপ দিয়েছিলেন ?

উত্তরঃ দুর্বাসা শকুন্তলাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন যে, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন।

২.৩ ইলিয়াস কোন জন গোষ্ঠীর মানুষ ছিল ?

উত্তরঃ ইলিয়াস বাসকির জনগােষ্ঠীর মানুষ ছিল।

২.৪ সুকুমার দশ টাকায় কী বিক্রি করেছিলেন ?

উত্তরঃ মাস্টারমশাইকে নিয়ে বাল্যস্মৃতি লিখে সুকুমার দশ টাকা পেয়েছিলেন। পরে তার মনে হয়েছিল ওই টাকায় তিনি যেন মাস্টারমশাইকেই বিক্রি করেছেন।

২.৫ ‘কবির বানিজ্য তরী বাঁধা পড়ে আছে।’- কোথায় কবির বানিজ্য তরী বাঁধা পড়ে আছে ?

উত্তরঃ কবি নৌকা নিয়ে দূর সমুদ্রে পাড়ি দিতে চান। কিন্তু তার সেই নৌকো তটের কিনারে নােঙরে বাঁধা পড়ে আছে।

২.৬ কত তারিখে কটার সময় প্রোফেসর শঙ্কু ব্যোম যাত্রা করেছিলেন ?

উত্তরঃ ১৩ই জানুয়ারি ভোর পাঁচটায় প্রোফেসর শঙ্কু ব্যোম যাত্রা করেছিলেন।

২.৭ ‘ঐ’ আর ‘ঔ’ ধ্বনি দুটিকে যৌগিক স্বর বলা হয় কেন ?

উত্তরঃ ‘ঐ’ আর ‘ঔ’ ধ্বনি দুটিকে বিশ্লেষণ করলে এর মধ্যে একাধিক মূল স্বরধ্বনি পাওয়া যায় (ঐ=ও+ই, ঔ=ও+উ)। তাই ধ্বনি দুটিকে যৌগিক স্বর বলা হয়।

২.৮ মধ্যস্বরাগম কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ শব্দের মাঝে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে মধ্যস্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। যেমন– রত্ন রতন ইত্যাদি।

৩। কমবেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোন দুটি প্রশ্নের উত্তর দাও : ৩×২=৬

৩.১ না পায় দেখিতে কেহ রবির কিরণ’– কারা, কেন রবির কিরণ দেখতে পায়নি ? [১+২=৩]

৩.২ “এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে।”– বক্তা কে ? তিনি কেন এরূপ কথা বলেছেন ? [১+২=৩]

৩.৩ ‘সে প্রচুর সম্পত্তি করে ফেলল’— এখানে ‘সে’ বলতে কার কথা বোঝানো হয়েছে। সে কী কী সম্পত্তি করে ফেলল তার বিবরণ দাও। [১+২=৩]

৩.৪ ‘নোঙর’ কবিতাটি কার লেখা। এই কবিতায় কবির নিস্তব্ধ মুহুর্তগুলি কেমন
ছিল। [১+২=৩]

৪। কমবেশি ১৫০ শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও। যে-কোন তিনটি : ৫×৩=১৫

৪.১ ‘আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে’ – এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে ? ছাত্রের নাম কী ? ছাত্র কীভাবে অমর করেছে ? [১+১+৩]

৪.২ “ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর” – কার আংটি সে পেয়েছিল ? আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে তা লেখো। [১+৪=৫]

৪.৩ “আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল।”– সে কে ? তার এরূপ অবস্থার কারণ কী ? শেষ পর্যন্ত সে কী করেছিল ? [১+৩+১=৫]

৪.৪ ‘আজ দিনের শুরুতেই একটি বিশ্রী কান্ড ঘটে গলে।’ – দিনটি কত তারিখ ছিল ? বিশ্রী কান্ডটা কী ? [১+৪=৫]

৪.৫ “বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়।”– উদ্ধৃতাংশটি কোন কবিতার অংশ ? কবির নাম কী ? এখানে ‘রড়’ শব্দের অর্থ কী ? কোথাকার প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল ? [১+১+১+২=৫]

৫। সন্ধি বিচ্ছেদ করো : যে কোন তিনটি : ১×৩=৩
(ক) হিমালয় (খ) পরীক্ষা।
(গ) মহর্ষি (ঘ) যথেষ্ট।

উত্তরঃ (ক) হিমালয় – হিম + আলয়।
(খ) পরীক্ষা – পরি + ঈক্ষা (গ) মহর্ষি – মহা + ঋষি  (ঘ) যথেষ্ট – যথা + ইষ্ট

👉নবম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


This Post Has One Comment

Leave a Reply