WBBSE Class 9 Geography 2nd Unit Test Question Paper Set-2 | নবম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

Set-2

সিলেবাস/Syllabus—
৩. পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়
৪. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
৫. আবহবিকার
৮. পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্ৰাকৃতিক পরিবেশ)

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণী বিষয় : ভূগোল
সময় : ১ ঘ. ৩০ মিনিট পূর্ণমান : ৪০

বিভাগ – ‘ক’

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো : [১×৭ = ৭]

১.১ পৃথিবীর মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত 0° কাল্পনিক রেখাটির নাম হলো—
(ক) মূলমধ্যরেখা (খ) কর্কটক্রান্তিরেখা
(গ) মকরক্রান্তি রেখা (ঘ) নিরক্ষরেখা।

১.২ ঘড়িতে দুপুর 2 টো 56 বাজে। এটিকে প্রকাশ করার ঠিক বিকল্পটি হলো—
(ক) 2:56 (খ) 2 টো 56 মি. (গ) 2:56 a.m
(ঘ) 2:56 p.m

১.৩ নীচের যে জোড়াটি পরস্পর সম্পর্কযুক্ত তা হলো—
(ক) অগ্ন্যুদগম– অন্তর্জাত প্ৰক্ৰিয়া
(খ) স্তূপ পর্বত– ভাঁজ
(গ) গ্রস্ত উপত্যকা– গিরিজনি আলোড়ন
(ঘ) ভঙ্গিল পর্বত– মহীভাবক আলোড়ন।

১.৪ জাপানের ফুজিয়ামা যে শ্রেণির পর্বতের উদাহরণ তা হলো—
(ক) আগ্নেয় পর্বত (খ) ভঙ্গিল পর্বত
(গ) স্তূপ পর্বত (ঘ) ক্ষয়জাত পর্বত

১.৫ আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার ওপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো—
(ক) আদি শিলা (খ) রেগলিথ (গ) মৃত্তিকা
(ঘ) স্ক্রী

১.৬ উত্তরবঙ্গের একটি নদী হলো—
(ক) কাঁসাই (খ) ইছামতী (গ) দামোদর
(ঘ) তিস্তা

১.৭ পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম—
(ক) অসম (খ) ত্রিপুরা (গ) সিকিম
(ঘ) ঝাড়খণ্ড।

বিভাগ – ‘খ’

২.১ বাক্যটি সত্য হলে ‘ঠিক’ ও অসত্য হলে ‘ভুল’ লেখো : [১ ×২ = ২]

২.১.১ একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না।

২.১.২ পশ্চিমবঙ্গের নবীনতম জেলা আলিপুরদুয়া।

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : [ ১ ×২ = ২]

২.২.১ পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেলস্টেশন ___________।

২.২.২ নদীবাহিত পলি সঞ্চিত হয়ে ______
সমভূমি গঠন করে।

২.৩ স্তম্ভ মেলাও : [১×৩ = ৩]
‘ক’ স্তম্ভ
২.৩.১ বিষমসত্ত্ব শিলা
২.৩.২ উদ্ভিদের শিকড়
২.৩.৩ প্রাকৃতিক শক্তি

‘খ’ স্তম্ভ
(ক) ক্ষয়জাত পৰ্বত
(খ) ক্ষুদ্রকণা বিশরণ
(গ) জৈবিক আবহবিকার

২.৪. একটি বা দুটি শব্দে উত্তর দাও : [১×১ = ১]

২.৪.১ ৯০° পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান কত হবে?

বিভাগ – ‘গ’

৩. নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো : [২×৪ = ৮]

৩.১ মূলমধ্যরেখার দুটি তাৎপর্য উল্লেখ করো।

অথবা, অক্ষাংশ কাকে বলে ?

৩.২ ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হবার দুটি শর্ত লেখো।

অথবা, আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

৩.৩ মানুষের নানা অবৈজ্ঞানিক কাজকর্মে মাটির গুণগত মান ক্রমশ হ্রাস পাচ্ছে। এমন দুটি পদ্ধতি বা উপায় উল্লেখ করো যাতে মৃত্তিকার গুণগত মান পুনরুদ্ধার করা সম্ভব হয়।

অথবা, আবহবিকার কাকে বলে ?

৩.৪ পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত এবং শুষ্কতম স্থানদুটির নাম লেখো।

অথবা, পশ্চিমবঙ্গের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

বিভাগ – ‘ঘ’

৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : [৩×৪ = ১২]

৪.১ তিনটি বিষয়ের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নিরূপণ করো।

অথবা, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও।
সেখানের ক্ষেত্র

৪.২ পৃথিবীর বেশিরভাগ মানুষই সমভূমি অঞ্চলকে বাসস্থানের ক্ষেত্র হিসাবে বেছে নিয়েছেন। বক্তব্যটির স্বপক্ষে তিনটি যুক্তি দাও।

অথবা, ভঙ্গিল পর্বতের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

৪.৩ তিনটি বিষয়ের ভিত্তিতে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে তুলনামূলক আলোচনা করো।

অথবা, চিত্রসহ শল্কমোচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।

৪.৪ সুন্দরবন অঞ্চলের নদীগুলির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

অথবা, পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্পের তিনটি সমস্যা উল্লেখ করো।

বিভাগ – ‘ঙ’

৫. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়) [৫×১ = ৫]

৫.১ টোকিও (১৩৯°৪৫ পূ:) থেকে ২০১৬ সালের ১লা মার্চ মঙ্গলবার ভোর ৩টের সময়
একটি ই-মেল কলকাতায় (৮৮°২৪ পৃ:) পাঠানো হয়েছিল। সেটি কলকাতায় কোন্ দিন, কোন্ তারিখ ও কোন সময় এসে পৌঁছেছিলো ?

অথবা, পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির – এই বক্তব্যটির সত্যতা বিচার করো।

Leave a Reply