WBBSE Class 9 Geography First Unit Test Set-3 | নবম শ্রেণি ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
GEOGRAPHY QUESTION PAPER
CLASS 9 WBBSE

Set-3

পাঠ্যসূচী / Syllabus :
প্রাকৃতিক ভূগোলঃ ১. গ্রহ রূপে পৃথিবী, ২. পৃথিবীর গতি সমূহ
আঞ্চলিক ভূগোলঃ ৭.ভারতের সম্পদ
মানচিত্রঃ (ভারতের সম্পদ)

Khanpur Hirendra Lal Sarkar High School
First Summative Evaluation 2023
Class – IX Sub: Geography
Time: 1 hrs. 30 mins Full Marks : 40

1. সঠিক উত্তর বেছে নিয়ে লেখো : 1×8=8

(i) পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ স্থানটি হল—
(a) মাউন্ট এভারেস্ট (b) পামীর মালভূমি (c) তিব্বত মালভূমি (d) সুমেরু

উত্তরঃ (a) মাউন্ট এভারেস্ট

(ii) পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে— (a) 36 দিন (b) 20 দিন (C) 27 দিন (d) 27 দিন (d) 27½ দিন

উত্তরঃ (d) 27½ দিন

(iii) শনির একটি উপগ্রহের নাম—
(a) চাঁদ (b) হামিয়া (c) টাইটান (d) ফোবস

উত্তরঃ (c) টাইটান

(iv) পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা হল—
(a) হাওড়া (b) বাঁকুড়া (c) দার্জিলিং (d) কোলকাতা

উত্তরঃ (b) বাঁকুড়া

(v) সুন্দরবনে সাধারণত যে ধরনের বিপর্যয় বেশি দেখা যায়, সেটি হল— (a) ঘূর্ণিঝড় (b) দাবানল (c) ভূমিকম্প (d) ধ্বস

উত্তরঃ (a) ঘূর্ণিঝড়

(vi) পৃথিবীর যেকোন দেশে ব্যবহার করা হয়—
(a) রৈখিক স্কেল (b) ভগ্নাংশ সূচক (c) বিবৃতিমূলক স্কেল (d) কর্নিয় স্কেল

উত্তরঃ (a) রৈখিক স্কেল

(vii) ডায়াগোনাল স্কেল এক ধরনের—
(a) লৈখিক স্কেল (b) ভগ্নাংশ সূচক স্কেল (c) বিবৃতিমূলক স্কেল (d) রৈখিক স্কেল

উত্তরঃ (b) ভগ্নাংশ সূচক স্কেল

(viii) 1 মাইল সমান— (a) 0.162 কিমি (b) 1.609 কিমি (c) 1.320 কিমি (d) 1.960 কিমি

উত্তরঃ (b) 1.609 কিমি

2. নিচের বাক্যগুলি শুদ্ধ হলে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখ (যে-কোনো চারটি) 1×4=4

(i) ‘জিওয়েড’ কথার অর্থ হল সম্পূর্ণ গোলক। উত্তরঃ (অ)

(ii) এরাটোস্থেনিস ছিলেন গ্রীক দার্শনিক। উত্তরঃ (শু)

(iii) বায়ুমন্ডল থাকার জন্যই আপাত সূর্যরশ্মিকে সাদা বলে মনে হয়। উত্তরঃ (অ)

(iv) একটি বায়ুমন্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হল সুনামি। উত্তরঃ (অ)

(v) ভগ্নাংশসূচক স্কেলের একক থাকে না। উত্তরঃ (শু)

3. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো তিনটি) : 1×3=3

(i) মহাকাশ থেকে পৃথিবীকে _____ রং এর দেখায়।

উত্তরঃ নীল।

(ii) পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে __________ বলে।

উত্তরঃ কক্ষপথ

(iii) __________ এর সূত্রানুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে যায়।

উত্তরঃ ফোয়েলের।

(iv) ঘূর্ণিঝড়ের কেন্দ্রে _______ চাপ থাকে।

উত্তরঃ বায়ু।

4. একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো তিনটি) : 1×3=3

(i) ঘুর্ণিঝড় ‘ফনী’ কোন সাগরে উৎপন্ন হয়েছিল ?

উত্তরঃ ফণী ২৬ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দে ভারত মহাসাগরে উৎপন্ন হয়েছিল।

(ii) পার্বত্য অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যাকে কী বলে ?

উত্তরঃ পার্বত্য অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যাকে বলে ‘হড়পা বান’।

(iii) ভার্নিয়ার স্কেল দেখা যায় এমন একটি যন্ত্রের নাম লেখো।

উত্তরঃ স্লাইড ক্যালিপার্স।

(iv) টোপোগ্রাফিক্যাল মানচিত্রে নীল রঙের সাহায্যে কী দেখানো হয় ?

উত্তরঃ জলরাশি।

5. সংক্ষিপ্ত উত্তর দাও : 2×3=6

(i) ছায়াবৃত্ত কী ? অথবা, অপসূর অবস্থান কী ?

(ii) জলবিষুব কী ? অথবা, কোথায় নিশীথ সূর্য দেখা যায় ?

(iii) তুষারঝড় কী ? অথবা, অগ্নুৎপাত কী ?

6. সংক্ষিপ্ত উত্তর দাও : 3×2=6

(i) দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো।

অথবা,

ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি কী কী ?

(ii) আবর্তন গতি ও পরিক্রমন গতির পার্থক্য লেখ।

অথবা,

অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয় কেন ?

7. প্রশ্নের উত্তর লেখো : 5×2=10

(i) সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও কেবল পৃথিবীতে মানুষ সহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে উঠেছে কেন ?

অথবা,

পৃথিবীর আহ্নিক গতির প্রমাণগুলি লেখ।

(ii) বন্যা সৃষ্টির প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণগুলি কী কী ?

অথবা,

মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো।

This Post Has One Comment

Leave a Reply