FIRST SUMMATIVE EVALUATION
GEOGRAPHY QUESTION PAPER
CLASS 9 WBBSE
Set-4
পাঠ্যসূচী / Syllabus :
প্রাকৃতিক ভূগোলঃ ১. গ্রহ রূপে পৃথিবী, ২. পৃথিবীর গতি সমূহ
আঞ্চলিক ভূগোলঃ ৭.ভারতের সম্পদ
মানচিত্রঃ (ভারতের সম্পদ)
BANSDRONI BENOY BALIKA VIDYALAYA
1st Summative Evaluation – 2023
Class – IX Subject: GEOGRAPHY
Time: 1 Hrs. 30 Mins. Full Marks : 40
১. শূন্যস্থান পূরণ করো : ১×১০=১০
(ক) _________ পৃথিবীকে গোলাকার ধরেই জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন।
উত্তরঃ এরাটোস্থেনিস।
(খ) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস _______।
উত্তরঃ 12757 কিমি।
(গ) _________ গ্রহের আবর্তনের সময় সর্বাধিক।
উত্তরঃ নেপচুন
(ঘ) রাত্রিবেলা উত্তর গোলার্ধে ________ সাহায্যে অবস্থান নির্ণয় করা হয়।
উত্তরঃ ধ্রুবতারার।
(ঙ) আন্তর্জাতিক তারিখ রেখা ________ মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত।
উত্তরঃ প্রশান্ত।
(চ) ________ গ্রিনিচের সময় নির্ধারণকারী ঘড়ি।
উত্তরঃ ক্রনোমিটার।
(ছ) ___________ একটি মহাবৃত্ত।
উত্তরঃ নিরক্ষরেখা।
(জ) একটি বামন গ্রহ হল __________।
উত্তরঃ প্লুটো।
(ঝ) ২৩শে সেপ্টেম্বরকে __________ বলে।
উত্তরঃ জলবিষুব।
(ঞ) ________ অঞ্চলে দিন ও রাত্রির দৈর্ঘ্য সর্বদা সমান।
উত্তরঃ নিরক্ষীয়।
২। অতি সংক্ষিপ্ত উত্তর লেখো : ১×৮=৮
(ক) G.P.S. এর পুরো কথাটি কি ?
উত্তরঃ Galobal Positioning System
(খ) কোন গ্রহ দক্ষিণ থেকে উত্তর দিকে আবর্তন হয় ? উত্তরঃ শুক্র।
(গ) রবিমার্গ কাকে বলে ?
উত্তরঃ রবি কথার অর্থ হল সূর্য এবং মার্গ কথার অর্থ হল পথ। আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিনে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ।
(ঘ) পৃথিবীর আবর্তন বেগ কোথায় সর্বাধিক ?
উত্তরঃ নিরক্ষরেখায়।
(ঙ) অক্ষাংশ কাকে বলে ?
উত্তরঃ নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থান এবং পৃথিবীর নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে।
(চ) একটি পূর্ণ আবর্তনের জন্য পৃথিবীর কত সময় লাগে ?
উত্তরঃ 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড।
(ছ) ছায়াবৃত্ত কাকে বলে ?
উত্তরঃ পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
(জ) ‘নিশীথ সূর্যের দেশ’ কাকে বলে ?
উত্তরঃ নরওয়ে।
৩। টীকা লেখ : ২×৩=৬
(ক) অপসূর ও অনুসুর (খ) অধিবর্ষ
(গ) প্রতিপাদ স্থান
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ৩×২=৬
(ক) কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি বলতে কী বোঝ ?
(খ) দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্যগুলি লেখো।
৫। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ৫×২=১০
(ক) ভূজালক কী ? অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্যগুলি লেখ। ১+৪
(খ) স্থানীয় সময় কাকে বলে ? লন্ডনে (০°) যখন সকাল ১১টা তখন (৫০° প) নামক
স্থানের স্থানীয় সময় কত হবে ? ২+৩
Pingback: WBBSE Class 9 All Subject Unit Test Question Papers - Prosnodekho -