WBBSE Class 9 History 2nd Unit Test Question Paper Set-3 | নবম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
HISTORY QUESTION PAPER

Set-3

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
বিষয় – ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান ৪০
মূল্যায়নের মাস : আগস্ট
অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন :
পূর্ণমান – ১০

অধ্যায় – ৩ : উনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত।
অধ্যায় – ৪ : শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ।
অধ্যায় – ৫ : বিশ শতকে ইউরোপ।

যোত শিবরামপুর গার্লস হাইস্কুল
দ্বিতীয় সামেটিভ অভীক্ষা
শ্রেণী নবম        বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৪০         সময় : ১ ঘ. ২০ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×8=8

১.১ কার্লসবার্ড ডিক্রি জারি করা হয়েছিল—
(ক) ফ্রান্সে (খ) জার্মানিতে (গ) গ্রিসে (ঘ) বেলজিয়ামে।

উত্তরঃ (খ) জার্মানিতে

১.২ ম্যাৎসিনি বিশ্বাসী ছিলেন—
(ক) রাজতন্ত্রে (খ) অভিজাততন্ত্রে (গ) প্রজাতন্ত্রে (ঘ) গণতন্ত্রে

উত্তরঃ (গ) প্রজাতন্ত্রে।

১.৩ ‘উড়ন্ত মাকু’ আবিষ্কার করেন—
(ক) জেমস্ হারগ্রিভস (খ) জন কে (গ) আর্করাইট (ঘ) ক্রম্পটন

উত্তরঃ (খ) জন কে।

১.৪ ‘ত্রিশক্তি চুক্তি’ গড়ে উঠেছিল—
(ক) ১৮৮০ খ্রিস্টাব্দে (খ) ১৮৯০ খ্রিস্টাব্দে (গ) ১৮৮১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে

১.৫ ইংল্যান্ডের শ্রেষ্ঠ উপনিবেশ ছিল –
(ক) অস্ট্রেলিয়া (খ) চিন (গ) ভারত (ঘ) নিউজিল্যান্ড

উত্তরঃ (গ) ভারত

১.৬ ‘ন্যাশনাল গার্ড একটি—
(ক) সৈন্যবাহিনী (খ) রক্ষীবাহিনী (গ) সংবাদপত্র (ঘ) গোষ্ঠী

উত্তরঃ (খ) রক্ষীবাহিনী

১.৭ চার্টিস্ট আন্দোলন হয়েছিল—
(ক) রাশিয়ায় (খ) ফ্রান্সে (গ) ইংল্যান্ডে (ঘ) আমেরিকায়

উত্তরঃ (গ) ইংল্যান্ডে

১.৮ কোন পণ্যকে কেন্দ্র করে শিল্প বিপ্লব হয়েছিল—
(ক) লোহা (খ) রেলপথ (গ) কয়লা (ঘ) বস্ত্র

উত্তরঃ (ঘ) বস্ত্র

২। শূণ্যস্থান পূরণ কর : 1×4=4

(ক) ঘেটো শব্দের অর্থ হল _______________।

উত্তরঃ ইহুদিদের বসবাসের জন্য সংরক্ষিত।

(খ) সুয়েজ খাল _________ কিমি লম্বা।

উত্তরঃ 193-30

(গ) _________ রক্ত ও লৌহ নীতি প্রবর্তন করেন।

উত্তরঃ বিসমার্ক।

(ঘ) গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম হল __________।

উত্তরঃ হেটাইরিয়া ফিলিকে।

৩। সত্য / মিথ্যা নির্ণয় করো। 1×4=4

(ক) বলকান কথার অর্থ পর্বত।

উত্তরঃ সত্য।

(খ) নব সাম্রাজ্যবাদের অন্যতম শিকার হল আফ্রিকা।

উত্তরঃ মিথ্যা।

(গ) কার্লমার্কস ছিলেন একজন ইহুদি দার্শনিক।

উত্তরঃ সত্য।

(ঘ) ১৮২৯ খ্রিষ্টাব্দে গ্রিস স্বাধীনতা লাভ করে।

উত্তরঃ

৪। একটি বাকে উত্তর দাও : 1×6=6

(ক) রবিনসন রুশো কার লেখা ?

(খ) কে বলেছিলেন– “শিল্প বিপ্লব নতুন প্রাণের স্পন্দন জাগিয়েছিল ?”

(গ) কোন চারটি দেশকে ‘Big Four’ বা চার প্রধান বলা হত ?

(ঘ) দশম চার্লসের মন্ত্রী কে ছিলেন ?

(ঙ) প্রথম আফিমের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

(চ) একজন ‘কল্পনাবিলাসী সমাজতন্ত্রীর নাম লেখো।

৫। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও : 5×2=10

(ক) ইংল্যান্ডে শিল্প বিপ্লব সর্বপ্রথম কেন ঘটেছিল ?

(খ) রাশিয়ার ভূমিদাস প্রথা অবসানের গুরুত্ব কী ?

(গ) টীকা লেখো : সেরাজেভো হত্যাকান্ড

(ঘ) ফ্রান্সে ১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের দুটি কারণ লেখ।

৬. নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও : (যেকোনো ১টি) 8×1=8

(ক) ইটালির ঐক্য আন্দোলনে কাভুর ও গ্যারিবল্ডির অবদান বর্ণনা করো

(খ) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখ।

Leave a Reply