3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
HISTORY QUESTION PAPER
WBBSE Class 9 History Annual Exam Model Question Paper Set-4 | নবম শ্রেণি ইতিহাস বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৪
📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
Set-4
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় : ইতিহাস
সময় : ৩ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান : ৯০
BAHARU HIGH SCHOOL (H.S.)
3rd Summative Evaluation 2022
Class – IX Sub-History
Time: 3 Hours Full Marks-90
বিভাগ- ‘ক’
1. সঠিক উত্তরটি খুঁজে লেখো : 1×20=20
(i) ওয়েলিংটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
(a) 1941 খ্রিঃ (b) 1942 খ্রিঃ (c) 1943 খ্রিঃ (d) 1944 খ্রিঃ।
(ii) ‘আটলান্টিক সনদ’ ঘোষণা করেন-
(a) স্ট্যালিন ও চার্চিল
(b) রুজডেন্ট ও চার্চিল
(c) কোকিআন্নান ও চার্চিল
(d) এরিখ ড্রমন্ড ও চার্চিল।
(iii) ‘কোড নেপোলিয়নে’র ধারার সংখ্য ছিল- (a) 2000 টি (b) 2003 টি (c) 2050 টি (d) 2287 টি।
(iv) পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটে- (a) 1809 খ্রিঃ (b) 1806 খ্রিঃ (c) 1810 খ্রিঃ (d) 1805 খ্রিঃ।
(v) বলশেভিকদের নেতৃত্বে কাদের দাবিতে ধর্মঘট শুরু হয়-
(a) পেট্রোগাড শহরে (b) আলসাসে
(c) অস্ট্রিয়াতে (d) মরক্কোয়।
(vi) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা- (a) 5 (b) 6 (c) 12 (d) 15
(vi) নেপোলিয়ন সারাজীবনের মত কনসালে পদে নিযুক্ত হন-
(a) 1800 খ্রিঃ (b) 1602 খ্রিঃ (c) 1804 খ্রিঃ (d) 1807 খ্রিঃ।
(vi) নিহিলস্টদের আন্দোলন পরবর্তী সময়ে রূপান্তরিত হয়-
(a) নারদনিক আন্দোলন
(b) সাম্যবাদী আন্দোলন
(c) পুঁজিবাদী আন্দোলন
(d) উগ্রজাতীয়তাবাদী আন্দোলন।
(ix) দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন-
(a) 1939 খ্রিঃ (b) 1940 খ্রিঃ (c) 1941 খ্রিঃ (d) 1942 খ্রিঃ।
(x) নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন-
(a) ট্রাফালগারের যুদ্ধে
(b) ওয়াটারলুর যুদ্ধে
(c) নীলনদের যুদ্ধে
(d) স্যালামাংকার যুদ্ধে।
(xi) ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়-
(a) 1021 খ্রিঃ (b) 1919 খ্রিঃ (c) 1925 খ্রিঃ (d) 1918 খ্রিঃ।
(xii) ‘ফ্যাসেস’ কথার অর্থ হল-
(a) সততা (b) শক্তি (c) নিয়মানুবর্তিতা
(d) নিষ্ঠা।
(xiii) নেপোলিয়ন ইউরোপকে কার হাত থেকে মুক্ত করেন ?
(a) গণতন্ত্র (b) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
(c) সামন্ততন্ত্র (d) গণতন্ত্র।
(xiv) আনশ্লুস কথার অর্থ কী ?
(a) নিবিড় মৈত্রী (b) বৃহত্তর সাম্রাজ্য
(c) বসবাসের স্থান (d) প্রভু জাতি।
(xv) ফ্রান্সের মার্শাল পেতা সরকারের রাজধানী ছিল-
(a) ভিটি (b) প্যারিস (c) লিয় (d) বোর্দো।
(xvi) আমেরিকার ‘ক্যাশ অ্যান্ড ক্যারি’ নীতির মূল উদ্দেশ্য হল-
(a) গণতন্ত্রকে রক্ষা করা
(b) কুটনীতিতে মত দেওয়া
(c) অস্ত্র সরবরাহ করা
(d) অস্ত্র সরবরাহ না করা।
(xvii) ফ্রান্সের সঙ্গে ‘ক্যাম্পো ফর্মিও’-এর সন্ধি স্বাক্ষরিত হয়—
(a) অস্ট্রিয়া (b) এশিয়া (c) রাশিয়া (d) ইংল্যান্ড।
(xviii) আর্ন্তজাতিক অর্থ ভাণ্ডারের সদর দপ্তর হল-
(a) ওয়াশিংটন (b) নিউইয়র্ক (c) বোস্টন (d) প্যারিশ।
(xix) ‘সভ্যতার সংকট’ গ্রন্থটির লেখক হলেন-
(a) দাস্তে (b) রুশো (c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) অতীন বন্দোপাধ্যায়।
(xx) ‘ফরাসি সমাজের বাইবেল’ নামে পরিচিত ছিলেন-
(a) শার্লামেন (b) মেটারনিখ
(c) নেপোলিয়ন (d) চার্লস মেটাল।
(xxi) জাতি সংঘের প্রধান উদ্দেশ্য ছিল-
(a) যুদ্ধ বন্ধ করা (b) যুদ্ধ চালু করা
(c) বিশ্বশান্তি প্রতিষ্ঠা (d) চিনকে ধ্বংস করা।
বিভাগ- ‘খ’
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
(i) বামদিকের স্তম্ভ-এর সাথে ডানদিকের স্তম্ভ মেলাও : 1×5=5
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
(ক) কোফি আন্নান | (১) এলবাদীপ |
(খ) নারোদ | (২) লিটলবয় |
(গ) নেপোলিয়ন | (৩) হনলুলু |
(ঘ) হিরোশিমা | (৪) জনসাধারণ |
(ঙ) পার্লহারবার | (৫) ঘানা |
৩। শূন্যস্থান পূরণ করো : 1×5=5
(ক) বলশেভিক দলের মুখপাত্রের নাম ___________।
(খ) বিশ্বে প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় __________।
(গ) নেপোলিয়ন ফ্রান্সে _____________ নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
(ঘ) ____________ অভিযান ছিল নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সংগীত।
(ঙ) কমিউনিস্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ____________।
৪। সত্য / মিথ্যা নির্ণয় করো : 1×5=5
(ক) নেপোলিয়ন প্রতিষ্ঠা করেন ব্যাঙ্ক অফ ঠাপ।
(খ) এপ্রিল বিসিসকে বলা হয় নাৎসিম্বলের বাইবেল।
(গ) হিটলার মিউনিখ চুক্তিতে জানান যে, সুযেতন অঞ্চলই ইউরোপের কাছে তার শেষ দাবি।
(ঘ) লিগ অব নেশনস্’-এর প্রধান অঙ্গ ছিল ৫টি।
(ঙ) কার্লমার্কস বার্লিন ডিক্রি জারী করেন।
৫। একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো পাঁচটি) : 1×5=5
(ক) কমিন্টার্ন বিরোধী চুক্তির উদ্দেশ্য কী ছিল ?
(খ) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী ?
(গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন কোন দেশ নিয়ে ‘মিত্রশক্তি’ গঠিত হয় ?
(ঘ) সিজালপাইন প্রজাতন্ত্রের পরের নাম কী ?
(ঙ) লিগ অব নেশনস-এর প্রথম মহাসচিব কে ছিলেন ?
(চ) পোড়ামাটি নীতি কী ?
৬. নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও : 2×10=20
(ক) ইটালী কর্তৃক আবিসিনিয়া আক্রমনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কী পদক্ষেপ নেয় ?
(খ) মস্কো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে কোন কোন রাষ্ট্র যোগদান করে ?
(গ) নাৎসিবাদ বলতে কী বোঝ ?
(ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোথায় পারমানবিক বোমা বিস্ফোরণ হয় ?
(ঙ) জাতি সংঘের মহাসচিবের কাজ কী ?
(চ) কবে, কাদের মধ্যে ওয়াটারলুর যুদ্ধ হয় ?
(ছ) UNICEF কী ?
(জ) মাজিনো লাইন বলতে কী বোঝায় ?
(ঝ) কাকে কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয় ?
(ঞ) লিগ কভেনান্ট কী ?
৮. সংক্ষিপ্ত উত্তপ্রভিত্তিক প্রশ্নাবলিঃ (যে কোন পাঁচটি) : 4×5=20
(ক) আছি পরিষদ কী ?
(খ) নেপোলিয়নের শিক্ষা সংক্রান্ত সংস্কারগুলি লেখ।
(গ) ‘আশ্চর্যজনক নিষ্কৃতি’ (D-Day) কী ?
(ঘ) জাতিপুঞ্জের প্রধান কয়েকটি ব্যর্থতা লেখ।
(ঙ) স্পেনীয় ক্ষত বলতে কী বোঝ ?
5. নীচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 1×10=10
(ক) বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল ? 6+4=10
(খ) প্রথম বিশ্বযুদ্ধে ঘটনাগুলি সময় অনুসারে পরপর বর্ণনা কর। প্রথম বিশ্বযুদ্ধের মূল কয়েকটি কারণ কী ছিল ?
6+4=10
(গ) নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণের বর্ণনা দাও। 10
📌আরও পড়ুনঃ
📌 নবম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here