WBBSE Class 9 History Annual Exam Model Question Paper Set-5 | নবম শ্রেণি ইতিহাস বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৫

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
HISTORY QUESTION PAPER

WBBSE Class 9 History Annual Exam Model Question Paper Set-5 | নবম শ্রেণি ইতিহাস বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৫

📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

Set-5

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় : ইতিহাস
সময় : ৩ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান : ৯০

BAHADURPUR HIGH SCHOOL (H.S.)
3rd Summative Evaluation
Class-IX       Sub: History
Timo-3 Hrs                 F.M-90

বিভাগ- ‘ক’

১. সঠিক উত্তরটি নির্বাচন করে দেখো : ১×২০=২০

১.১ মহীশুরের রাজা টিপু সুলতানের সঙ্গে সংযোগ ছিল-
(ক) জেকোবিনদের
(খ) জিরন্ডিস্টদের
(গ) ষোড়শ লুইয়ের
(ঘ) বুর্জোয়াদের।

উত্তরঃ (ক) জেকোবিনদের

১.২ ‘আমার ইচ্ছায় আইন’ উক্তিটি-
(ক) চর্তুদশ লুই
(খ) পঞ্চদশ লুই
(গ) ষোড়শ লুই
(ঘ) লুই ফিলিপের।

উত্তরঃ (গ) ষোড়শ লুই

১.৩ ‘কাঁদিদ’ গ্রন্থের লেখক ছিলেন-
(ক) রুশো
(খ) ভলতেয়ার
(গ) মন্তেস্কু
(ঘ) দ্য এলেমবার্ট।

উত্তরঃ (খ) ভলতেয়ার

১.৪ নেপোলিয়ানকে, ‘বিপ্লবের সন্তান’ বলেছেন ঐতিহাসিক-
(ক) ট্রেভেলিয়ান
(খ) লিও টলস্টয়
(গ) টমসন
(ঘ) ফিশার।

উত্তরঃ (ঘ) ফিশার।

১.৫ বাস্তিল দূর্গের পতন হয় ১৭৮৯ খ্রিষ্টাব্দের-
(ক) ১৩ জুলাই
(খ) ১৪ জুলাই
(গ) ১৮ জুলাই
(ঘ) ১২ জুলাই।

উত্তরঃ (খ) ১৪ জুলাই

১.৬ সিজালপাইন প্রজাতন্ত্র ছিল-
(ক) ফ্রান্সে
(খ) ইতালি
(গ) জার্মানীতে
(ঘ) রাশিয়ায়।

উত্তরঃ (খ) ইতালি

১.৭ ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন-
(ক) ওয়ার্টসন
(খ) নেলসন
(গ) দশম চার্লস
(ঘ) ক্যাসলরি।

উত্তরঃ (খ) নেলসন

১.৮ ‘ন্যাশনাল গার্ড ‘একটি-
(ক) সৈনবাহিনী
(খ) রক্ষী বাহিনী
(গ) সংবাদপত্র
(ঘ) গোষ্ঠী

উত্তরঃ (গ) সংবাদপত্র

১.৯ ‘হেটাইরিয়া ফিলিকে কথায় অর্থ-
(ক) জাতীয়তাবাদী
(খ) গুপ্ত সমিতি
(গ) স্বাধীনতার অনুরাগী।

উত্তরঃ (গ) স্বাধীনতার অনুরাগী।

১.১০ টিলসিটের সন্ধি সাক্ষরিত হয়-
(ক) ১৮১৩ খ্রিষ্টাব্দে
(খ) ১৮০৫ খ্রিষ্টাব্দে
(গ) ১৮০৭ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮০৯ খ্রিষ্টাব্দে।

উত্তরঃ ১৮০৭ খ্রিষ্টাব্দে

১.১১ ‘কার্বোনারি’ নামক গুপ্ত সমিতিটি গড়ে উঠেছিল-
(ক) ইংল্যান্ডে
(খ) ইতালিতে
(গ) রাশিয়ায়
(ঘ) অস্ট্রিয়ায়।

উত্তরঃ (খ) ইতালিতে

১.১২ উড়ন্ত মাকুর উদ্ভাবন করেন-
(ক) আর্কবাইট
(খ) জন কে
(গ) হারগ্রিভস
(ঘ) কার্টবাইট

উত্তরঃ (খ) জন কে

১.১৩ ‘শিল্পবিপ্লব’ কথাটি প্রথম ব্যবহার করেন-
(ক) ফ্রেডারিক এঙ্গেলস
(খ) কার্ল মার্কস
(গ) চার্লস ফ্যুরিয়ের
(ঘ) অগাষ্টি ব্ল্যাঙ্কি।

উত্তরঃ (ঘ) অগাষ্টি ব্ল্যাঙ্কি।

১.১৪ আদি সমাজতন্ত্রী কাকে বলা হয়-
(ক) কার্ল মার্কস
(খ) ফ্যুরিয়ের
(গ) এঙ্গেলস
(ঘ) লেনিন কে।

উত্তরঃ (খ) ফ্যুরিয়ের

১.১৫ ‘দাস ক্যাপিট্যাল’ গ্রন্থটি প্রকাশিত হয়-
(ক) ১৮৬৭ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৬৬ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৬৮ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিষ্টাব্দে।

উত্তরঃ (ক) ১৮৬৭ খ্রিষ্টাব্দে

১.১৬ নতুন শিশু জগৎ গ্রন্থটির রচয়িতা—
(ক) কার্ল মার্কস
(খ) লুই ব্ল‍্যাঙ্কি
(গ) চার্লস ফ্যুরিয়ের
(ঘ) এঙ্গেলস।

উত্তরঃ (গ) শার্ল ফ্যুরিয়ের

১.১৭ রাশিয়ার মুদ্রার নাম—
(ক) ফ্রাঙ্ক (খ) রুবল (গ) টাকা (ঘ) রুপী

উত্তরঃ (খ) রুবল

১.১৮ রাশিয়ার পার্লামেন্টকে বলা হয়—
(ক) পার্লমেন্ট (খ) লোকসভা (গ) ডুমা (ঘ) ইলদুচে।

উত্তরঃ (গ) ডুমা

১.১৯ D Day নামে পরিচিত ছিল ১৯৪৪ খ্রিষ্টাব্দের—
(ক) ৫ জুন (খ) ৬ জুন (গ) ৭ জুন (ঘ) ৮ জুন

উত্তরঃ (খ) ৬ জুন

১.২০ বর্তমান জাতিপুঞ্জের জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য রাষ্ট্রের সংখ্যা—
(ক) ১৯১ টি (খ) ১৯৩ টি (গ) ১৯৫ টি (ঘ) ১৯৭ টি।

উত্তরঃ (খ) ১৯৩ টি

বিভাগ- ‘খ’

২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ১×১৬=১৬

(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলটি প্রশ্নের উত্তর দিতে হবে)

উপবিভাগ – ‘ক’

২.১ একটি বাক্যে উত্তর দাওঃ

(ক) Law of Maximum কী ?

উত্তরঃ ফান্সি সন্ত্রাসের রাজত্বকালে সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয় যা Law of Maximum নামে পরিচিত।

(খ) সাঁ সিমো কে ছিলেন ?

(গ) মন্তেস্কু রচিত দুটি গ্রন্থের নাম লেখো ?

(ঘ) ১৮০৪ খ্রিষ্টাব্দে ফ্রান্সে আইন সংহিতা সংকলন করেন কে ?

উপবিভাগ (খ)

২.২ সত্য বা মিথ্যা নির্ণয় করো :

(ক) নেপোলিয়ান সমগ্র দেশকে মোট ৫৪৭ টি ডিপার্টমেন্টে বিভক্ত করেন।

উত্তরঃ মিথ্যা

(খ) হ্যানোভার, স্যাক্সনি, হেসি, ক্যাসেল প্রভৃতি রাজ্যের সমন্বয় গঠিত হয়’গ্রান্ড ডাচি অফ ওয়ারশ’ নামে এক নতুন রাজ্য।

উত্তরঃ মিথ্যা

(গ) হিরোসিমা জাপানের শহর।

উত্তরঃ সত্য

(ঘ) মেইন ক্যাম্ফ রচনা করেন হিটলার।

উত্তরঃ সত্য

উপরিভাগ (গ)

২.৩ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও:

বামস্তম্ভ ডানস্তম্ভ
(ক) রুগ্ন মানুষ (i) মেটারনিক
(খ) কমিউনিস্ট ম্যানিফেস্টো (ii) তুরস্ক
(গ) অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী (iii) ১৮৪৮ খ্রিষ্টাব্দে
(ঘ) চোদ্দ দফা নীতি (iv) ১৯১৮ খ্রিষ্টাব্দে

উপবিভাগ (ঘ)

২.৪ শূণ্যস্থান পূরণ করো :

(ক) স্পোর্টস মাউতের সন্ধি হয়েছিল ___________ খ্রিষ্টাব্দে।

উত্তরঃ ১৯০৪-০৫

(খ) আইনের মর্ম লিখেছেন __________।

উত্তরঃ মন্তেস্কু

(গ) হিটলার _________ জনক।

উত্তরঃ নাৎসিবাদের

(ঘ) জাতিসংঘের প্রধান কার্যলয় হল সুইজারল্যান্ডের ________ শহর।

উত্তরঃ জেনেভা

উপবিভাগ (ঙ)

২.৫. নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :

(ক) বিবৃতি : নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেন, কারণ—

ব্যাখা : (১) ব্রিটিশ অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার মাধ্যমে ইংল্যান্ডকে নত করার উদ্দেশ্যে।

ব্যাখাঃ (২) ফ্রান্সকে শক্তিশালী করার উদ্দেশ্যে।

ব্যাখা: (৩) ইংল্যান্ডের সঙ্গে মিত্রতা স্থাপনের উদ্দেশ্যে।

(খ) বিবৃতি : বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হত, কারণ—

ব্যাখা : (১) বিসমার্ক জাদুকরদের কূটনীতি শিক্ষা দিয়েছিলেন।

ব্যাখা : (২) বিসমার্ক দীর্ঘদিন জাদুকরদের সঙ্গে ছিলেন।

ব্যাখা : (৩) বিসমার্ক কূটনৈতীক চাতুর্যের মাধ্যমে জার্মানীকে ঐক্যবদ্ধ করত সক্ষম হয়েছিলেন।

(গ) বিবৃতি : ১৯১৭ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে রাশিয়াতে সংঘটিত বিপ্লবকে বলশেভিক বিপ্লব বলা হয়, কারণ—

ব্যাখা : (১) এই বিপ্লব লেনিন ও তাঁর বিপ্লবী বলশেভিক দলের নেতৃত্বে সম্মত হয়েছিল।

ব্যাখা : (২) রাশিয়ার ক্যালেন্ডার অনুসারে নভেম্বর মাস বলশেভিক নামে পরিচিত ছিল।

ব্যাখা : (৩) এই বিপ্লবে বলশেভিকদের ভূমিকা প্রায় ছিল না।

(ঘ) বিবৃতি : সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রে যে কোন প্রস্তাব নাকচ করে দিতে পারে, কারণ—

ব্যাখা : (১) এই পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র খুব শক্তিশালী।

ব্যাখা : (২) এই পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রের ‘ভেটো’ (Veto) প্রয়োগের ক্ষমতা রয়েছে।

ব্যাখা : (৩) এই পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্যের সেনাবাহিনী খুবই শক্তিশালী ছিল।

৩. নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও : (যে কোন এগারোটি) : ২×১১=২২

(ক) ‘মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষনা’ বলতে কী বোঝ ?

(খ) কবে টেনিস কোর্টের শপথ হয়েছিল ?

(গ) ‘অ্যাসাইনেট’ কী ?

(ঘ) কোলভেরাইন কাকে বলে ?

(ঙ) শিল্প বিপ্লব কাকে বলে ?

(চ) কোন ঘটনাকে ‘হুভার মরাটোরিয়াম’ বলা হয়েছে ?

(ছ) কবে কাদের মধ্যে ‘ট্রিপল আঁতাত’ গড়ে ওঠে ?

(জ) NEP কী ? এটি কে প্রবর্তর করেন ?

(ঝ) ‘রক্তাত্ত রবিবার’ বলতে কী বোঝ ?

(ঞ) মেনশেভিক ও বলশেভিক কাদের বলা হত ?

(ট) সেরাজেভো হত্যাকান্ড কী ছিল ?

(ঠ) UNO দিবস কবে পালন করা হয় ? UNO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

(ড) রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি কবে, কাদের মধ্যে হয়েছিল ?

(ঢ) UNESCO-এর পুরো নাম কী ?

(ন) ভেটো কী ?

বিভাগ- ঘ

৪. নিম্নলিখিত প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাওঃ ৪×৬ = ২৪

(প্রতিটি উপরিভাগ থেকে অন্তত একটি করে মোট ছটি প্রশ্নের উত্তর দিতে হবে)

 উপবিভাগ- (ক)

৪.১.১ টীকা লেখ- সাঁকুলোৎ,
৪.১.২ ‘নেপোলিয়ান ছিলেন বিপ্লবের সন্তান-যুক্তি দাও।

 উপবিভাগ-(খ)

৪.২.১ টীকা লেখ- এমস টেলিগ্রাম,  ৪.২.২ ভিয়ানা সম্মেলনের উদ্দেশ্যে কী ছিল?

 উপবিভাগ-(গ)

৪.৩.১ শিল্পবিপ্লব ইংল্যান্ডে প্রথম কেন হয়েছিল ? ৪.৩.২ রুশ বিপ্লবের সামাজিক কারন লেখো।

 উপবিভাগ-(ঘ)

৪.৪.১ জাতিসংঘের ব্যার্থতার কারন লেখো।
৪.৪.২ টীকা লেখো- পাল হারবারের ঘটনা।

 উপবিভাগ-(ঙ)

৪.৫.১ ফ্রাক্টরী প্রথা কী ?
৪.৫.২ ফ্রেরুয়ারী বিপ্লবের প্রভাব আলোচনা কর।

 উপবিভাগ-(চ)

৪.৬.১ ফরাসী বিপ্লব ও নারী।
৪.৬.২ আটলান্টিক সনদ।

বিভাগ- ঙ

৫. নিম্নলিখিত প্রশ্নগুলির পনেরো-ষোলটি বাক্যে উত্তর দাও (যে কোন একটি) : ৮×১=৮

(ক) বিসমার্কের নেতৃত্ব জার্মানীর ঐক্য আন্দোলনের ইতিবৃত্ত আলোচনা করো।

(খ) ১৯১৭ খ্রিষ্টাব্দের রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো।

(গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারনগুলি লেখো।

(ঘ) মেটারনিক ব্যবস্থা আলোচনা করো।

📌আরও পড়ুনঃ

📌 নবম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply