FIRST SUMMATIVE EVALUATION
CLASS 9 HISTORY (WBBSE)
MODEL QUESTION PAPER
Set-3
বিষয় : ইতিহাস ও পরিবেশ
Subject: History and Environment
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন : পূর্ণমান ৪০
অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন : পূর্ণমান – ১০
মূল্যায়নের মাস : এপ্রিল
পাঠ্যসূচী / Syllabus :
অধ্যায়- ১ : ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
অধ্যায়- ২ : বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় – ইতিহাস
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান – ৪০
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১x১০=১০
১.১ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন—
(ক) চতুর্দশ লুই (খ) পঞ্চদশ লুই
(গ) ষোড়শ লুই (ঘ) নেপোলিয়ন
উত্তরঃ (গ) ষোড়শ লুই
১.২ সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল—
(ক) 1790 খ্রিস্টাব্দে (খ) 1791 খ্রিস্টাব্দে
(গ) 1792 খ্রিস্টাব্দে (ঘ) 1793 খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) 1792 খ্রিস্টাব্দে
১.৩ অঁসিয়া রেজিম-এর অর্থ হল—
(ক) নতুন সমাজব্যবস্থা
(খ) পুরাতন সমাজব্যবস্থা
(গ) বর্তমান সমাজব্যবস্থা
(ঘ) ভবিষ্যৎ সমাজব্যবস্থা
উত্তরঃ (খ) পুরাতন সমাজব্যবস্থা
১.৪ ফ্রান্সের ধর্মকরকে বলা হত—
(ক) করভি (খ) গ্যাবেল (গ) টেইল (ঘ) টাইথ
উত্তরঃ (ঘ) টাইথ
১.৫ “জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস”—উক্তিটি কার ?
(ক) রুশোর (খ) মন্তেস্কুর (গ) ভলতেয়ারের
(ঘ) ডেনিস দিদেরোঁর
উত্তরঃ (ক) রুশোর
১.৬ টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়—
(ক) 1805 খ্রিস্টাব্দে (খ) 1807 খ্রিস্টাব্দে
(গ) 1809 খ্রিস্টাব্দে (ঘ) 1813 খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) 1807 খ্রিস্টাব্দে
১.৭ কনকর্ডাটের মাধ্যমে খুশি হন—
(ক) পোপ (খ) নেপোলিয়ন (গ) ফ্রান্সের মানুষ (ঘ) রোবসপিয়র
উত্তরঃ (গ) ফ্রান্সের মানুষ
১.৮ নেপোলিয়ন জন্মগ্রহণ করেন—
(ক) ইটালিতে (খ) জার্মানিতে (গ) ফ্রান্সে
(ঘ) কর্সিকা দ্বীপে
উত্তরঃ (ঘ) কর্সিকা দ্বীপে
১.৯ পোড়ামাটির নীতি অনুসরণ করে—
(ক) ইংরেজরা (খ) রুশরা (গ) জার্মানরা
(ঘ) পোর্তুগিজরা
উত্তরঃ (খ) রুশরা
১.১০ উপদ্বীপের যুদ্ধ শুরু হয়েছিল—
(ক) 1808 খ্রিস্টাব্দে (খ) 1813 খ্রিস্টাব্দে
(গ) 1809 খ্রিস্টাব্দে (ঘ) 1818 খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) 1808 খ্রিস্টাব্দে
২. নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও। ১×৬=৬
উপবিভাগ : ২.১
২.১ একটি বাক্যে উত্তর দাও:
২.১.১ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি কে ছিলেন ?
উত্তরঃ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন মারি আঁতোয়ানেত।
২.১.২ ফরাসি জাতীয় সভার নাম কী ছিল?
উত্তরঃ ফরাসি জাতীয় সভার নাম ছিল স্টেট জেনারেল।
উপবিভাগ : ২.২
২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:
২.২.১ ফরাসি গির্জা টাইথ বা ধর্মকর হিসেবে আয়ের দশ শতাংশ আদায় করত৷
উত্তরঃ ঠিক
২.২.২ নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্যনীতিকে বর্জন করেছিলেন।
উত্তরঃ ভুল
উপবিভাগ : ২.৩
২.৩ নীচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৩.১ বিবৃতি : নেপোলিয়ন ফ্রান্সে কনসুলেটের শাসন চালু করেন।
ব্যাখ্যা-১ : নেপোলিয়ন ফ্রান্সে বিপ্লব আনার চেষ্টা করেন।
ব্যাখ্যা-২ : নেপোলিয়ন ফ্রান্সে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন।
ব্যাখ্যা-৩ : নেপোলিয়ন দেশে নতুন চিন্তাধারা প্রসারের চেষ্টা করেন।
উত্তরঃ ব্যাখ্যা-২ : নেপোলিয়ন ফ্রান্সে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন।
২.৩.২ বিবৃতি : নেপোলিয়ন ইউরোপের প্রায় সব শক্তিকে পদানত করতে সক্ষম হলেও ইংল্যান্ডকে পদানত করতে ব্যর্থ হন।
ব্যাখ্যা-১ : নেপোলিয়নের নৌবাহিনী ইংল্যান্ডের তুলনায় দুর্বল ছিল।
ব্যাখ্যা-২ : নেপোলিয়ন ইংল্যান্ডকে তুচ্ছ মনে করেছিলেন।
ব্যাখ্যা-৩ : নেপোলিয়নের সেনাবাহিনীতে প্রচুর ইংরেজ সৈনিক ছিল।
উত্তরঃ ব্যাখ্যা-১ : নেপোলিয়নের নৌবাহিনী ইংল্যান্ডের তুলনায় দুর্বল ছিল।
৩. নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) 2×4=8
(ক) টেনিস কোর্টের শপথ কী ?
উত্তরঃ ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন ফ্রান্সের নব নির্বাচিত জাতীয় সভার প্রথম অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সকল সদস্যের একই কক্ষে বসা এবং মাথাপিছু ভোটের দাবিতে টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত।
(খ) একশত দিবসের রাজত্ব বলতে কী বোঝো ?
উত্তরঃ এলবা দ্বীপে নির্বাসিত নেপোলিয়ন ফ্রান্সের আভ্যন্তরীণ গোলযোগের সুযোগে 1815 খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রত্যাবর্তন করেন এবং ক্ষমতাসীন বুঁরবো সরকারের অধিকাংশ সেনার সহযোগিতায় নিজেকে পুনরায় সম্রাট বলে ঘোষণা করেন। এই কালপর্বে নেপোলিয়ন 1815 খ্রিস্টাব্দের 20শে মার্চ থেকে 1815 খ্রিস্টাব্দের 22শে জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেছিলেন বলেই একে শত দিবসের রাজত্ব বলা হয়।
(গ) লিজিয়ন অফ্ অনার কী ?
উত্তরঃ নেপোলিয়নের সামাজিক সংস্কারে একটি উল্লেখযোগ্য দিক হলো লিজিয়ন অব অনার। বংশমর্যাদার পরিবর্তে প্রকৃত যোগ্যতার মর্যাদা বা সম্মান দেয়ার জন্য 1802 সালে তিনি রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মানকে লিজিয়ন অব অনার বলে।
(ঘ) কোড নেপোলিয়ন কী ?
উত্তরঃ নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন ১৮০৪ খ্রিষ্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি ‘কোড নেপোলিয়ন বা ‘নেপোলিয়নের আইনসংহতি’ নামে পরিচিত।
(ঙ) বার্লিন ডিক্রি কী ?
উত্তরঃ নেপোলিয়ন 1806 সালের 11 নভেম্বর বার্লিনে এক আদেশ বা হুকুম জারি করেন যা বার্লিন ডিক্রি নাম পরিচিত।
৪. নীচের প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি) 4×2=8
(ক) বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক করব্যবস্থার পরিচয় দাও।
(খ) টীকা লেখো: ব্যক্তি ও নাগরিকদের অধিকারের ঘোষণা।
(গ) নেপোলিয়ন কী উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন ?
৫. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (পনেরো-ষোলোটি বাক্যে) ৮×১=৮
(ক) ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো।
(খ) নেপোলিয়ন ফরাসি বিপ্লবের কোন্ কোন্ ভাবধারা ধ্বংস করেন ?
Pingback: WBBSE Class 9 All Subject Unit Test Question Papers - Prosnodekho -