2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
HISTORY QUESTION PAPER
Set-1
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
বিষয় : ইতিহাস, নবম শ্রেণি পূর্ণমান : ৪০
মূল্যায়নের মাস : আগস্ট
অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন :
পূর্ণমান – ১০
অধ্যায় – ৩ : উনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত।
অধ্যায় – ৪ : শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ।
অধ্যায় – ৫ : বিশ শতকে ইউরোপ।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৪০ সময় : ১ ঘ. ২০ মিনিট
বিভাগ : ‘ক’
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : [১×৮ =৮]
১.১ ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল—
(ক) ইংল্যান্ডে (খ) প্রাশিয়াতে
(গ) অস্ট্রিয়াতে (ঘ) ফ্রান্সে
উত্তরঃ (গ) অস্ট্রিয়াতে।
১.২ ইউরোপে বিপ্লবের বছর বলা হয়–
(ক) ১৮৩০ খ্রিস্টাব্দকে (খ) ১৮৪৮ খ্রিস্টাব্দকে
(গ) ১৮৫২ খ্রিস্টাব্দকে (ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দকে
উত্তরঃ (খ) ১৮৪৮ খ্রিস্টাব্দকে।
১.৩ ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন–
(ক) ম্যাৎসিনি (খ) গ্যারিবল্ডি
(ঘ) ভিক্টর ইমানুয়েল (গ) কাভুর
উত্তরঃ (ক) ম্যাৎসিনি
১.৪ মিশ্রিত কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করেছিলেন—
(ক) জেমস ওয়াট (খ) জন স্মিটন
(গ) ম্যাথুবোল্টন (ঘ) আব্রাহাম ডার্বি
উত্তরঃ (ঘ) আব্রাহাম ডার্বি।
১.৫ দাস ক্যাপিটাল লিখেছিলেন –
(ক) সাঁ সিমোঁ (খ) রবার্ট ওয়েন
(গ) কার্ল মার্কস (ঘ) শার্ল ফুরিয়ের
উত্তরঃ (গ) কার্ল মার্কস।
১.৬ ডেভির নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হত—
(ক) খনি গর্ভে (খ) কারখানায়
(গ) রান্নাঘরে (ঘ) অফিসে
উত্তরঃ (ক) খনি গর্ভে।
১.৭ রাশিয়ার পার্লামেন্টের নাম –
(ক) ডুমা (খ) সেনেট (গ) এস্টেট জেনারেল
(ঘ) রাইখস্ট্যাগ
উত্তরঃ (ক) ডুমা।
১.৮ চোদ্দো দফা নীতি ঘোষণা করেন –
(ক) লেনিন (খ) কাইজার দ্বিতীয় উইলিয়ম
(গ) উড্রো উইলসন (ঘ) রুজভেল্ট
উত্তরঃ (গ) উড্রো উইলসন।
বিভাগ : ‘খ’
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : [১×৮ =৮]
২.১ একটি বাক্যে উত্তর দাও : ১×৩=৩
২.১.১ কার্লসবাড ডিক্রি কে জারি করেন ?
উত্তরঃ কার্লসবাড ডিক্রি জারি করেন প্রিন্স মেটারনিক।
২.১.২ ‘কনফেডারেশন অফ দি রাইন’ কে গঠন করেন ?
উত্তরঃ ‘কনফেডারেশন অফ দি রাইন’ গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট।
২.১.৩ বস্ত্রশিল্পের উপযােগী দুটি যন্ত্রের নাম লেখাে।
উত্তরঃ বস্ত্রশিল্পের উপযােগী দুটি যন্ত্রের নাম হল— উড়ন্ত মাকু এবং ওয়াটার ফ্রেম।
২.২ সত্য বা মিথ্যা নির্ণয় করো : ১×৩=৩
২.২.১ ফ্রান্সের দু’জন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন সাঁ সিমোঁ ও লুই ব্ল্যাঙ্ক।
উত্তরঃ সত্য।
২.২.২ 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল।
উত্তরঃ সত্য।
২.২.৩ লেনিন এবং হবসন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন।
উত্তরঃ সত্য।
২.৩ নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো : ১×২=২
২.৩.১ বিবৃতি : ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল।
ব্যাখ্যা –১: শিল্পবিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য।
ব্যাখ্যা –২: ভারতে শিল্পবিপ্লব ঘটানাের জন্য।
ব্যাখ্যা –৩: ভারতে যােগাযােগ ব্যবস্থা উন্নয়ন ঘটানাের জন্য।
২.৩.২বিবৃতি : ১৯১৯ খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল?
ব্যাখ্যা –১: মহামন্দা রােধ করার জন্য।
ব্যাখ্যা –২: বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য।
ব্যাখ্যা –৩: ফ্যাসিবাদ রােধ করার জন্য।
বিভাগ : ‘গ’
৩. দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ৪টি) : ২×৪ = ৮
৩.১ রিসর্জিমেন্টো কী ?
৩.২ জোলভারেইন কাকে বলে ?
৩.৪ শিল্পবিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো ?
৩.৫ সেরাজোভা হত্যাকাণ্ড কী ?
৩.৬ হুভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো ?
বিভাগ – ‘ঘ’
৪. সাত বা আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি) : ৪×২ = ৮
৪.১. টীকা লেখো : ভিয়েনা সম্মেলন (১৮১৫ খ্রিস্টাব্দ)
৪.২. যােগাযােগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্পবিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করাে।
৪.৩. রাশিয়ার অর্থনীতি কীভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল?
বিভাগ : ‘ঙ’
৫. পনেরাে বা ষোলােটি বাক্যে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : (৮×১=৮)
৫.১ বিসমার্কের রক্ত ও লৌহনীতি জর্মন ঐক্য ঘটিয়েছিল —মন্তব্যটি যুক্তিসহ আলােচনা করে। (৮)
৫.২ প্যারি কমিউন বিষয়ে একটি টীকা লেখাে। শিল্পবিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? (৩+৫)
৫.৩ প্রথম বিশ্বযুদ্ধে প্রকৃতি বিশ্লেষণ করাে। ভার্সাই চুক্তির মূল শর্তগুলি কী ছিল?
(৫+৩)।
Pingback: WBBSE Class 9 All Subject Unit Test Question Papers - Prosnodekho -