WBBSE Class 9 Life Science 2nd Unit Test Question Paper Set-2 | নবম শ্রেণি জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER

Set-2

সিলেবাস/Syllabus—
অধ্যায় ৩. জৈবনিক প্রক্রিয়া : সালোকসংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন, শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন।

DHAPDHAPI HIGH SCHOOL (H.S.)
2nd Summative Evaluation-2022

Class-IX     Sub : Life Science
Time-1.20 hrs.          F.M : 40

বিভাগ – ‘ক’

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : 1×7=7

১.১ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার উপজাত পদার্থরূপে যে অক্সিজেন উৎপ হয় তার উৎস হল— (ক) CO₂ (খ) H₂O (গ) SO₂ (ঘ) NO₂

১.২ ফ্রেম কোশ কোন প্রাণীর রেচন অঙ্গ ?
(ক) কেঁচো (খ) অ্যামিবা (গ) ফিতাকৃমি (ঘ) বাদুড়

১.৩ ভিটামিন C নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধ করে— (ক) বেরিবেরি (খ) রক্তক্ষরণ (গ) রাতকানা (ঘ) স্কার্ভি

১.৪ বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার—
(ক) বৃদ্ধি পায় (খ) হ্রাস পায় (গ) একই থাকে (ঘ) বৃদ্ধি পেয়ে কমে যায়।

১.৫ একটি স্বল্পমাত্রিক পরিশোষক হল—
(ক) Ca (খ) Mo (গ) N (ঘ) Mg

১.৬ কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয় ? (ক) হিমোসায়ানিন (খ) হিমাটিন (গ) হিমোগ্লোবিন (খ) হিমো এরিথ্রিন।

১.৭ আরশোলার শ্বাস হল— (ক) ফুলকা (খ) ত্বক (গ) ফুসফুস (ঘ) ট্রাকিয়া।

বিভাগ – ‘খ’

২. নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও : 1×8 = 8

A. নীচের বাক্যগুলোর শূন্যস্থান গুলোতে উপযুক্ত শব্দ বসাও : (যে কোনো তিনটি) 1×3=3

২.১ জলের ফটোলাইসিস ঘটালে হাইড্রোজেন ও ___________‌ উৎপন্ন হয়।

২.২ __________ বিভাগের রক্তকে সার্বিক দাতা বলে।

২.৩ সর্পগন্ধা গাছের মূলে ___________ উপক্ষার পাওয়া যায়।

২.৪ মানব দেহে অ্যামেনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় _________ অঙ্গে।

B. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরুপন করো : (যে-কোন তিনটি) 1×3=3

২.৫ সালোক সংশ্লেষের আলোক দশা স্ট্রোমা অঞ্চলে ঘটে।

২.৬ কুমিরের শ্বাস অঙ্গ হল ফুসফুস।

২.৭ পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে।

২.৮ লিম্ফোসাইট শ্বেতকণিকা রক্তে হেপারিন নিঃসরণ করে।

C. A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো : (যে কোনো দুইটি) 1×2=2

A-স্তম্ভ
২.৯ PGA
২.১০ মধ্যচ্ছদা
২.১১ ট্যানিন

B-স্তম্ভ
(ক) চা গাছের পাতা
(খ) সালোক সংশ্লেষে উৎপন্ন
প্রথম 3 কার্বন যুক্ত স্থায়ী যৌগ
(গ) শ্বাসপেশি

বিভাগ -‘গ’

৩. নীচের ৮টি প্রশ্ন থেকে যে-কোনো ৫টি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখো : 2×5=10

৩.১ ফটোফসফোরাইলেশন কাকে বলে ?

৩.২ বাষ্পমোচন ও বাষ্পীভবনের দুটি পার্থক্য উল্লেখ করো।

৩.৩ BMR কাকে বলে ?

৩.৪ রক্ত তঞ্চনের দুটি তাৎপর্য উল্লেখ করো।

৩.৫ যকৃৎ কে রেচন অঙ্গরূপে গণ্য করা হয় কেন?

৩.৬ বাষ্পমোচন কীভাবে রসের উৎস্রোতে সাহায্য করে ?

৩.৭ সালোকসংশ্লেষে CO₂ এর দুটি ভূমিকা উল্লেখ করো।

৩.৮ মিথজীবিয় পুষ্টি কাকে বলে ? একটি উদাহরণ দাও।

বিভাগ-‘ঘ’

৪. নীচের ৩টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো : 5×3=15

৪.১ একটি নেফ্রনের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। 3+2
(ক) গ্লোমেরুলাস (খ) বাওম্যানের ক্যাপসুল (গ) হেনলির লুপ (ঘ) দূরবর্তী সংবর্ত নালিকা।

অথবা,

মানব হৃৎপিন্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। 3+2
(ক) মহাধমনী (খ) বাম অলিন্দ (গ) নিম্ন মহাশিরা (ঘ) ডান নিলয়।

৪.২ সালোক সংশ্লেষের সংজ্ঞা লেখো। সালোক সংশ্লেষের দুটি তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। 2+(1½+1½)

অথবা,

শ্বসন ও দহনের তিনটি পার্থক্য লেখো। সন্ধানের দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। 3+2

৪.৩ পাচক উৎসেচক কাকে বলে ? মানবদেহে বিপাকীয় গোলযোগ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 2+3

অথবা,

উদ্ভিদের রেচনের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। গঁদ ও রজনের অর্থকরী গুরুত্ব লেখো। 3+2

Leave a Reply