WBBSE Class 9 Life Science 2nd Unit Test Question Paper Set-3 | নবম শ্রেণি জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER

Set-3

সিলেবাস/Syllabus—
অধ্যায় ৩. জৈবনিক প্রক্রিয়া : সালোকসংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন, শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন।

2nd Summative Evaluation-2022
CLASS-IX (WBBSE)
Life Science & Environment
F.M : 40      Time : 1 hrs 30 mints

GROUP-A

1. সঠিক উত্তর নির্বাচন করে বাক্য গঠন করো : 1×5=5

সালোকসংশ্লেষের সময় CO₂ গ্রাহক হল– (NADP / PGAId / PGA D) /RuBP) I

(ii) সার্বিক গ্রহীতা হল– (শ্রেণি-A / শ্রেণি-B / শ্রেণি-AB / শ্রেণি-O)-র রক্ত।

(iii) স্বল্পমাত্রিক মৌল হল– (Zn / C / H / N)।

(iv) যে খনিজের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় সেটি হল– (Ca / K / N / Mg)।

(v) যে প্রকার শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হলো– (মনোসাইট / বেসোফিল / ইওসিনোফিল / নিউট্রোফিল)।

GROUP-B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও : 1×8 = 8

A. অতি সংক্ষেপে উত্তর দাও : (ছয়টি) 1×6=6

(i) সালোকসংশ্লেষের কার্য বর্ণালি কোন্ 2টি আলোকে বলে ?

(ii) পেরিস্টলসিস চলন কী ?

(iii) কপ্রোফ্যাগি কাকে বলে ?

(iv) পরিণত মানুষের দন্ত সূত্রটি লেখো।

(v) সন্ধান প্রক্রিয়ার দুটি ব্যবহারিক গুরুত্ব লেখো।

(vi) লসিকার একটি কাজ উল্লেখ করো।

(vii) কোন কোন উদ্ভিদ বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে ?

B. নীচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য / মিথ্যা লেখো : (দুটি) 1×2=2

(i) জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন হয়।

(ii) সবাত শ্বসনে 668 KCal শক্তি নির্গত হয়।

(iii) ট্যানিন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ।

C. শুন্যস্থান পূরণ কর : (দুটি) 1×2=2

(i) শ্বসন প্রক্রিয়ায় মোট _______ অণু ATP উৎপন্ন হয়।

(ii) টায়ালিন শ্বেতসার কে ________ পরিণত করে।

(iii) ________ হল একটি পূর্ণ পরজীবিত উদ্ভিদ।

GROUP-C

3. সংক্ষেপে উত্তর : (পাঁচটি) 2×5=10

(i) সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি ছকের মাধ্যমে লেখো।

(ii) দ্বিপত্রক ও ত্রিপত্রক কপাটিকার অবস্থান ও কাজ লেখো।

(iii) বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে 2টি পার্থক্য লেখো।

(iv) রেচনে যকৃতের ভূমিকা লেখো।

(v) ব্যাপন ও অভিস্রবণের মধ্যে 2টি পার্থক্য লেখো।

(vi) শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন ?

(vii) রক্তের শ্রেণিবিভাগের দুটি তাৎপর্য লেখো।

GROUP-D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×3=15

(i) মানুষের পৌষ্টিকতন্ত্রের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো– (a) পাকস্থলী (b) যকৃৎ (c) গ্রাসনালি (d) ডিওডিনাম। 3+2

অথবা, মানবদেহের হৃদপিন্ডের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে এর মধ্যে দিয়ে রক্তপ্রবাহের পথ তীরচিহ্নের সাহায্যে দেখাও। 3+2

(ii) উদ্ভিদদেহে উদাহরণসহ তিনপ্রকার রেচনপদ্ধতি উল্লেখ করো। ধূমপানের 2টি ক্ষতিকারক প্রভাব লেখ। 3+2

অথবা, সালোকসংশ্লেষের আলোক-নিরপেক্ষ দশার সংক্ষিপ্ত বর্ণনা দাও। রসের উৎস্রোত বলতে কী বোঝ ? 3+2

(iii) হলোফাইটিক পুষ্টি ও হলোজোয়িক পুষ্টির মধ্যে 3টি পার্থক্য লেখো। রক্তের শ্রেণিবিভাগের দুটি তাৎপর্য লেখ। 3+2

অথবা, উদ্ভিদদেহে অপরিহার্য খনিজ পদার্থের সাধারণ কার্যগুলি লেখো। সক্রিয় পরিবহন কাকে বলে ? 3+2

Leave a Reply