WBBSE Class 9 Life Science Annual Exam Model Question Paper Set-3 | নবম শ্রেণি জীবন বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER

WBBSE Class 9 Life Science Annual Exam Model Question Paper Set-3 | নবম শ্রেণি জীবন বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৩

📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

Set-3

3RD SUMMATIVE EVALUATION
Class – IX    Sub – Life Science
Time – 3.15 hours       Full Marks – 90

GROUP – A

1. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো : 1×15=15

(i) জীবনের কোন অবস্থায় নোটোকর্ড থাকে না-
(a) হেমিকর্ডাটায়,
(b) ইউরোকর্ডাটায়,
(c) মেলালোকর্ডাটায়
(d) ভাটিব্রাটায়।

(ii) কোয়ানোসাইট কোষ থাকে-
(a) নিমাটোডাতে, (b) ফিতাকৃমিতে, (c) নিডারিয়ায়, (d) টিনোফোয়ায়।

(iii) ট্যাক্সনমি হায়ারার্কির ট্যাক্সনের সংখ্যা-
(a) ৫টি, (b) ৬টি, (c) ৭টি, (d) ৮টি।

(iv) পাতার ন্যায় ফাইলিড থাকে-
(a) অ্যালগিতে, (b) ছত্রাকে, (c) মসে, (d) ফার্ণে।

(v) Systema Naturae (সিস্টেমা ন্যাচুরী) গ্রন্থের রচয়িতা-
(a) লিনিয়াস, (b) থ্রিওফাসটাস, (c) অ্যারিস্টটল, (d) ক্যানডোলে।

(vi) পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হল-
(a) মাইটোকনড্রিয়া, (b) গলজিবডি, (c) লাইসোজোম, (d) রাইবোজোম।

(vii) DNA-তে কত অণু কার্বনযুক্ত শর্করা থাকে-
(a) 3, (b) 4, (c) 5, (d) 6

(viii) O₂ পরিবহনকারী খনিজ মৌল হল-
(a) Na, (b) P, (c) Mg, (d) Fe

(ix) সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম-
(a) প্লীহা, (b) যকৃৎ, (c) বৃক্ক, (d) অগ্ন্যাশয়।

(x) সংকোচী গহ্বর দেখা যায়-
(a) প্যারামেসিয়াম, (b) ইউগ্নিনায়, (c) হাইড্রায়, (d) ভলভক্সে।

(xi) অ্যান্টিজেন থাকে কোষের-
(a) প্লাজমায়, (b) WBC-তে, (c) RBC-তে, (d) অণুচক্রিকায়।

(xii) নিউমোনিয়া একটি-
(a) প্রোটোজোয়া গঠিত রোগ।
(b) ব্যাক্টেরিয়া গঠিত রোগ।
(c) ভাইরাস গঠিত রোগ।
(d) ফানজাই গঠিত রোগ।

(xii) জীবদেহের লালাগ্রন্থিতে প্রাপ্ত অ্যান্টিবডি হল-
(a) IgG, (b) IgM, (c) IgD, (d) IgA.

(xiii) কী ধরণের বাস্তুতন্ত্র তৈরী হবে তা প্রধানত নির্ভর করে-
(a) উৎপাদকের উপর
(b) হারবিভোর এর উপর
(c) কনজিউমারের উপর
(d) সবগুলি

(xiv) ট্রিপাসিন্ পাওয়া যায়-
(a) পাকস্থলীতে, (b) লালা গ্রন্থিতে, (c) অগ্ন্যাশয়ে, (d) যকৃতে।

(xv) প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ট্রাকিড- উপরে উল্লেখিত কলার মধ্যে কয়টি সজীব ?
(a) 1টি, (b) 2টি, (c) 3টি, (d) সবগুলি।

GROUP – B

2. শূন্যস্থান পূরণ করো। 1 x 5=5

2.1. ফুসফুসের বাইরের আবরণীর নাম ___________।

2.2. প্রতিবর্তক্রিয়া হল, স্বতঃস্ফূর্ত, দ্রুত ও ____________।

2.3. ফানজাই-এর কোষপ্রাচীর ___________ উপাদান দিয়ে তৈরী।

2.4. রক্তে সর্বদায় উপস্থিত একটি প্রোটিন যা রক্ত তঞ্চনে সাহায্য করে, তা হল ___________।

2.5. WWF-এর প্রতীক হল ____________।

• সত্য/মিথ্যা নির্বাচন করো : 1 x 5=5

2.6 পুনঃস্থাপন যোগ্য সম্পদ হল বন।

2.7 আরশোলার বদ্ধ রক্তসংবহন দেখা যায়।

2.8 মানুষের BMR হল 3000 K.cal

2.9 রেসারপিন সর্পগন্ধার মূল থেকে পাওয়া যায়।

2.10 প্রান্তপ্রাচীর বিহীন কোষ হল ট্রাকিড।

• বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও।

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11 লিম্ফোসাইট পরিণতি লাভ করে (a) লিন্ডেম্যান
2.12 মানুষের বর্গ হল (b) ঐচ্ছিক পেশী
2.13 অনুপ্রস্থরেখা দেখা যায় (c) হোমিনিডি
2.14 শক্তিপ্রবাহে 10% নিয়ম (d) জাইমাসে
2.15 ABO রক্ত শ্রেণি চালু করেন (e) ল্যান্ড স্টেইনার

• এককথায় উত্তর দাও : 1×6=6

2.16 দৃশ্যমান আলোকের তরঙ্গদৈর্ঘ্য কত ?

2.17 ইনসুলিন কোন্ অংশ থেকে ক্ষরিত হয় ?

2.18 রিকেট কোন বয়সের মানুষের মধ্যে হয় ?

2.19 মেটামেরিজম কোন্ পর্বের প্রাণীদের দেখা যায় ?

2.20 প্যারা রাবার তৈরী হয় কোন্ গাছ থেকে তার বিজ্ঞানসম্মত নাম লেখো।

2.21. বাস্তুতন্ত্রের একক কোনটি ?

GROUP – C (Any twelve)

3. একটি বাক্যে উত্তর দাও : 2×12=24

3.1 এককোষী ইউক্যারিওটিক কোন্ রাজ্যকে বলে ? অগ্রাধিকার আইন কে প্রবর্তন করেন ?

3.2 স্পঞ্জি অস্থি কোন্ শ্রেণির প্রাণীতে থাকে ? এই শ্রেণীর দুটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো।

3.3 কোন্ ভিটামিনের অভাবে ফিনোডার্মা ও অস্টিওম্যাসেসিয়া রোগ হয়‌ ?

3.4 রক্ত তঞ্চনে ফ্রাইব্রিনোজের ভূমিকা লেখো।

3.5 দ্বিপত্র কপাটিকার কাজ লেখো।

3.6 একটি উদ্ভিদ ও একটি প্রাণী নিউক্লিয়াস বিহীন কোশের উদাহরণ দাও।

3.7 সালোকসংশ্লেষ কোন্ দশায় NADPH, ও গ্লুকোজ তৈরী হয় ?

3.8 মানুষের শ্বাসপ্রশ্বাসে ডায়াফ্রামের ভূমিকা কী ?

3.9 ইমিউনিটি কাকে বলে ?

3.10 দুটি জীবাণুর নাম লেখ যারা জমির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে।

3.11 ট্রিপল অ্যান্টিজেন কাকে কেন বলে ?

3.12. শিরা ও ধমনীর গঠনগত দুটি পার্থক্য লেখো।

3.13 প্যারাসাইটিজম ও মিউচিয়ালিজম্ এর উদাহরণ দাও।

3.14 খাদ্য শৃঙ্খল সাধারণত কয়টি পুষ্টিস্তরের মধ্যে সম্পন্ন হয় ?

3.15 শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কী ?

3.16 T লিম্ফোসাইট ও ẞ লিম্ফোসাইটের দুটি পার্থক্য লেখো।

3.17 অ্যান্টিবডির পরিবর্তনশীল জোন কোন্ অংশ দ্বারা তৈরী ?

GROUP – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশমতো উত্তর দাও : 5×5=25

4.1 খাদ্যশৃঙ্খলে শক্তিপ্রবাহ সর্বদা একমুখী কেন ? খাদক ও বিয়োজকের পার্থক্য লেখো।

অথবা, দুটি বিপন্ন প্রজাতির বিজ্ঞান সম্মত নাম লেখো। বিকল্প খাদ্য ও সাধারণভাবে উৎপাদিত খাদ্যের মধ্যে কোনটি বেশী গ্রহণযোগ্য ও কেন ?

4.2. অ্যান্টিবডির গঠন চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা করো।

অথবা, সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রম্যতা বলতে কী বোঝ ? অ্যারিথ্রেরাস্টোসিস ফিটালিস প্রথম সন্তানের ক্ষেত্রে কার্যকরী নয় কেন ?

4.3 সবাত শ্বসন ও অবাত শ্বসনের ৩টি পার্থক্য লেখো। পেশীক্লান্তি কী ?

অথবা, N, বিহীন দুটি রেচন পদার্থের নাম ও উৎস লেখ। মানুষ ও কুমীরের প্রধান রেচন পদার্থ-এর নাম লেখ।

4.4 নিম্নলিখিত প্রাণীগুলি কোন পর্ব/শ্রেণীর অন্তর্ভূক্ত তা উল্লেখ করো- উচেরিয়া, ফেরিটিমা, পাইলা, বেরো, সাইকন।

অথবা, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোন্ পর্ব/রাজ্যে অন্তর্ভুক্ত তা লেখ- টিউবফিট, সিউডোসিলোম, পেপটাইডোগ্লাইকন, প্যাটাজিয়াম, ফ্লেমকোশ।

4.5. রাতকানা রোগের প্রধান কারণ কী ? চর্বিজাতীয় খাদ্য কীভাবে পাচিত হয় ?

অথবা, প্রোটিনের ক্ষুদ্রতম একক কোনটি ? একটি জলে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ দাও। ভিটামিন ও উৎসেচকের পার্থক্য লেখো।

GROUP – E

5. চিহ্নি চিত্রাঙ্কন করো। নেফ্রন অথবা নিউরোন। 3+2=5

📌আরও পড়ুনঃ

📌 নবম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply