WBBSE Class 9 Life Science Annual Exam Model Question Paper Set-5 | নবম শ্রেণি জীবন বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৫

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER

WBBSE Class 9 Life Science Annual Exam Model Question Paper Set-5 | নবম শ্রেণি জীবন বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৫

📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

Set-5

3RD SUMMATIVE EVALUATION
Class – IX   Sub : Life Science
Time – 3.15 hours     Full Marks – 90

GROUP – A

1. বন্ধনীর সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লিখ: 1×15=15

(i) উদ্ভিদ বিদ্যার জনক হলেন- (হিপোক্রেটিস/অ্যারিস্টটল/ থিওফ্রাসটাস / লিনিয়াস)।

(ⅱ) পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানকে বলে (অরনিথোলজি / অঙ্কোলজি / এন্টোমোলজি /হিস্টোলজি)।

(ⅲ) ‘মাইক্রোস্ফিয়ার হল প্রথম কোষীয় জীব’ এটি কার উক্তি ? (ওপারিন / ফক্স / হ্যালডেন / পাস্তুর)।

(iv) প্রাণীকোষের ‘প্রোটিন কারখানা’ হল (প্লাস্টিড / গলগি বস্তু / রাইবোজোম / লাইসোজোম)।

(v) বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ (একমুখী/ দ্বিমুখী / উভমুখী / চতুর্মুখী)।

(vi) প্রাণীদেহের অঙ্গ ও তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে- (আবরণী কলা / যোগকলা / পেশিকলা / স্নায়ুকলা)।

(vii) প্রোটিনের ক্ষুদ্রতম এককটি হল (মনোস্যাকারাইড / অ্যামিনো অ্যাসিড / ফ্যাটি অ্যাসিড /গ্লিসারল)।

(viii) সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায়টি হল (ক্রেবস চক্র / গ্লাইকোলাইসিস / ফোটোলাইসিস / প্রান্তীয় শ্বসন)।

(ix) যে প্রকার শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হল- (মনোসাইট / বেসোফিল / ইওসিনোফিল / নিউট্রোফিল)।

(x) পাকস্থলীর অন্তর্গাত্রে অবস্থিত যে কোশ থেকে HCI ক্ষরিত হয় তা হল (অক্সিনিটক কোশ / পেপটিক কোশ / B কোশ / T কোশ)।

(xi) টিটেনাসের জীবাণু হল (ব্যাকটেরিয়া / ভাইরাস / প্রোটোজোয়া / ছত্রাক)।

(xii) বৃহত্তম ইমিউনোগ্লোবিউলিনটি হল (IgA / IgD / IgE / IgM)।

(xii) বায়োফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয় কোন্ সায়ানোব্যাকটেরিয়া ? (রাইজোবিয়াম / অ্যানাবিনা / ক্লসট্রিডিয়াম / অ্যাজোটোব্যাক্টর)।

(xiv) উজ্জ্বল আলোতে জন্মায় যে উদ্ভিদ, তাকে বলে- (হেলিওফাইট / হ্যালোফাইট / সিওফাইট / হাইড্রোফাইট)।

(xv) পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হল (বন / প্রাকৃতিকগ্যাস / মাটি সল)।

GROUP – B

2. নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও : 1×21=21

A. একটি বাক্যে উত্তর দাওঃ (যে কোন 6টি) : 1×6=6

(i) তারামাছ কোন্ পর্বভুক্ত প্রাণী ?

(ii) কোন্ বিজ্ঞানী কোশের নিউক্লিয়াস আবিষ্কার করেন ?

(iii) আরশোলার শ্বাসঅঙ্গের নাম কী ?

(iv) সালোকসংশ্লেষের প্রধান রঞ্জকটির নাম লেখো।

(v) কোন মশা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে ?

(vi) শক্তি স্থানান্তরের সময় প্রতি ধাপে মোট শক্তির কত শতাংশে দেহ গঠনের কাজে লাগে ?

(vii) একটি অন্তঃপরজীবীর নাম লেখো।

(viii) AIDS-এর পুরো নাম কী ?

B. শূন্যস্থান পূরণ করে উত্তর সম্পূর্ণ বাক্যে লেখো (যে কোন 5টি) : 1×5=5

(i) জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে ___________ বলে।

(ⅱ) গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমে কোন অঙ্গানু থাকে না। এই গুলিকে ___________ বলে।

(iii) বৃক্কের বাইরের স্তরকে __________ বলে।

(iv) হৃদপিন্ডের স্বাভাবিক পেসমেকার বলে __________ কে।

(v) _________ প্রথম ভ্যাকসিন অবিষ্কার করেন।

(vi) __________ শৈবালকে প্রোটিন যুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয়।

C. নীচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নিরূপন করো (যে কোন 5টি) : 1×5=5

(i) ব্যাকটেরিয়া প্রোটিস্টার অন্তর্গত।

(ii) প্রোক্যারিওটিক কোশে 70S প্রকৃতির রাইবোজোম থাকে।

(iii) অভিস্রবণ কেবলমাত্র বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে ঘটে।

(iv) WASH -এর সম্পূর্ণ কথা হল Water, Sensation And Hygine.

(v) লবণাক্ত মৃত্তিকায় জন্মানো উদ্ভিদদের হেলিওফাইট বলে।

(vi) বাস্তুতন্ত্রে প্রতিটি পুষ্টিস্তরে 90% শক্তি নানাভাবে বিনষ্ট হয়।

D. বামদিকের সহিত ডানদিক মিলিয়ে লেখো : (5 টি) : 1×5=5

বামদিক ডানদিক
(i) মাইটোকনড্রিয়া (a) বনসংরক্ষণ
(ii) পরাগরেণু (b) পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস
(iii) হুইটেকার (c) পিত্তরস
(iv) আলোক নিরপেক্ষ দশা (d) কোশের শক্তিঘর
(v) বৃক্ষরোপন (e) অ্যান্টিজেন
(vi) যকৃৎ (f) শর্করা উৎপাদন
(g) গ্রানা

GROUP – C

3. যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দাও : 2×12=24

(i) আর্থ্রোপোডা পর্বের প্রাণীর দুটি বৈশিষ্ট্য লেখো।

(ii) আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ লেখো।

(ⅲ) অগ্রাধিকার আইন কাকে বলে ?

(iv) প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের মধ্যে 2টি পার্থক্য লেখো।

(v) উদ্ভিদদেহে ভাজককলার দুটি কাজ উল্লেখ করো।

(vi) মানবদেহে ভিটামিন K ও সোডিয়ামের 1টি করে ভূমিকা লেখো।

(vii) আবরণী কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো।

(viii) রসের উৎস্রোত কাকে বলে ? রসের উৎস্রোত সংক্রান্ত সর্বাধুনিক মতবাদ কোনটি ?

(ix) শিরা ও ধমনীর মধ্যে দুটি পার্থক্য লেখো।

(x) অ্যাথেরোস্ক্লেরোসিস ও ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ কী ?

(xi) ডাটুরিন কোন্ গাছ থেকে পাওয়া যায় ? এর অর্থকারী গুরুত্ব লেখো।

(xii) ডেঙ্গু রোগের দুটি উপসর্গ উল্লেখ করো।

(xiii) রসভিত্তিক অনাক্রম্যতা কাকে বলে ?

(xiv) মানব কল্যাণে জীবাণুদের ২টি ভূমিকা লেখো।

(xv) খাদ্যশৃঙ্খল কাকে বলে উদাহরণসহ লেখো।

(xvi) সৌরশক্তি ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো।

(xvii) পরিপোষক চক্র কাকে বলে ?

GROUP – D

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5×6=30

(i) দ্বিপদ নামকরণের তিনটি নিয়মাবলি লেখো। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে ২টি পার্থক্য লেখো। 3+2=5

অথবা, নিডারিয়া পর্বের প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লেখো। জীববৈচিত্র্য কাকে বলে ? 3+2=5

(ii) একটি উদ্ভিদকোশের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- (a) ক্লোরোপ্লাস্ট (b) মাইটোকনড্রিয়া (c) কোশ প্রাচীর (d) গলগিবস্তু। 3+2=5

অথবা, একটি প্রাণীকোশের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- (a) কোশপর্দা (b) সেন্ট্রিওল (c) লাইসোজোম (d) মাইটোকনড্রিয়া। 3+2

(iii) রেখাচিত্রের মাধ্যমে কোশীয় শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। 5

অথবা, হলোফাইটিক ও হলোজোয়িক পুষ্টির তিনটি পার্থক্য লেখো। মানবদেহে বৃক্কের 2টি কার্য লেখো। 3+2

(iv) রক্ত তঞ্চন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। রেচনে যকৃতের ভূমিকা লেখো। 3+2=5

অথবা, সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষদশার বিক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করো। 5

(v) একটি অ্যান্টিবডির গঠন বর্ণনা করো। টিকাকরণের দুটি গুরুত্ব লেখো।

অথবা, নিউমোনিয়া রোগের সংক্রমণ পদ্ধতি ও উপসর্গগুলি সংক্ষেপে লেখো। ধৌতকরণ কেন প্রয়োজনীয় ? 3+2=5

(vi) বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ কাকে বলে ? বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পর্যায়গুলি বর্ণনা করো। 2+3=5

অথবা, বাস্তুতন্ত্র কাকে বলে ? বাস্তুতন্ত্রের উপাদানগুলি একটি চার্টের দ্বারা বুঝিয়ে দাও। 2+3=5

📌আরও পড়ুনঃ

📌 নবম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply