3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER
WBBSE Class 9 Life Science Annual Exam Model Question Paper Set-5 | নবম শ্রেণি জীবন বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৫
📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
Set-5
3RD SUMMATIVE EVALUATION
Class – IX Sub : Life Science
Time – 3.15 hours Full Marks – 90
GROUP – A
1. বন্ধনীর সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লিখ: 1×15=15
(i) উদ্ভিদ বিদ্যার জনক হলেন- (হিপোক্রেটিস/অ্যারিস্টটল/ থিওফ্রাসটাস / লিনিয়াস)।
(ⅱ) পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানকে বলে (অরনিথোলজি / অঙ্কোলজি / এন্টোমোলজি /হিস্টোলজি)।
(ⅲ) ‘মাইক্রোস্ফিয়ার হল প্রথম কোষীয় জীব’ এটি কার উক্তি ? (ওপারিন / ফক্স / হ্যালডেন / পাস্তুর)।
(iv) প্রাণীকোষের ‘প্রোটিন কারখানা’ হল (প্লাস্টিড / গলগি বস্তু / রাইবোজোম / লাইসোজোম)।
(v) বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ (একমুখী/ দ্বিমুখী / উভমুখী / চতুর্মুখী)।
(vi) প্রাণীদেহের অঙ্গ ও তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে- (আবরণী কলা / যোগকলা / পেশিকলা / স্নায়ুকলা)।
(vii) প্রোটিনের ক্ষুদ্রতম এককটি হল (মনোস্যাকারাইড / অ্যামিনো অ্যাসিড / ফ্যাটি অ্যাসিড /গ্লিসারল)।
(viii) সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায়টি হল (ক্রেবস চক্র / গ্লাইকোলাইসিস / ফোটোলাইসিস / প্রান্তীয় শ্বসন)।
(ix) যে প্রকার শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হল- (মনোসাইট / বেসোফিল / ইওসিনোফিল / নিউট্রোফিল)।
(x) পাকস্থলীর অন্তর্গাত্রে অবস্থিত যে কোশ থেকে HCI ক্ষরিত হয় তা হল (অক্সিনিটক কোশ / পেপটিক কোশ / B কোশ / T কোশ)।
(xi) টিটেনাসের জীবাণু হল (ব্যাকটেরিয়া / ভাইরাস / প্রোটোজোয়া / ছত্রাক)।
(xii) বৃহত্তম ইমিউনোগ্লোবিউলিনটি হল (IgA / IgD / IgE / IgM)।
(xii) বায়োফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয় কোন্ সায়ানোব্যাকটেরিয়া ? (রাইজোবিয়াম / অ্যানাবিনা / ক্লসট্রিডিয়াম / অ্যাজোটোব্যাক্টর)।
(xiv) উজ্জ্বল আলোতে জন্মায় যে উদ্ভিদ, তাকে বলে- (হেলিওফাইট / হ্যালোফাইট / সিওফাইট / হাইড্রোফাইট)।
(xv) পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হল (বন / প্রাকৃতিকগ্যাস / মাটি সল)।
GROUP – B
2. নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও : 1×21=21
A. একটি বাক্যে উত্তর দাওঃ (যে কোন 6টি) : 1×6=6
(i) তারামাছ কোন্ পর্বভুক্ত প্রাণী ?
(ii) কোন্ বিজ্ঞানী কোশের নিউক্লিয়াস আবিষ্কার করেন ?
(iii) আরশোলার শ্বাসঅঙ্গের নাম কী ?
(iv) সালোকসংশ্লেষের প্রধান রঞ্জকটির নাম লেখো।
(v) কোন মশা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে ?
(vi) শক্তি স্থানান্তরের সময় প্রতি ধাপে মোট শক্তির কত শতাংশে দেহ গঠনের কাজে লাগে ?
(vii) একটি অন্তঃপরজীবীর নাম লেখো।
(viii) AIDS-এর পুরো নাম কী ?
B. শূন্যস্থান পূরণ করে উত্তর সম্পূর্ণ বাক্যে লেখো (যে কোন 5টি) : 1×5=5
(i) জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে ___________ বলে।
(ⅱ) গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমে কোন অঙ্গানু থাকে না। এই গুলিকে ___________ বলে।
(iii) বৃক্কের বাইরের স্তরকে __________ বলে।
(iv) হৃদপিন্ডের স্বাভাবিক পেসমেকার বলে __________ কে।
(v) _________ প্রথম ভ্যাকসিন অবিষ্কার করেন।
(vi) __________ শৈবালকে প্রোটিন যুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয়।
C. নীচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নিরূপন করো (যে কোন 5টি) : 1×5=5
(i) ব্যাকটেরিয়া প্রোটিস্টার অন্তর্গত।
(ii) প্রোক্যারিওটিক কোশে 70S প্রকৃতির রাইবোজোম থাকে।
(iii) অভিস্রবণ কেবলমাত্র বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে ঘটে।
(iv) WASH -এর সম্পূর্ণ কথা হল Water, Sensation And Hygine.
(v) লবণাক্ত মৃত্তিকায় জন্মানো উদ্ভিদদের হেলিওফাইট বলে।
(vi) বাস্তুতন্ত্রে প্রতিটি পুষ্টিস্তরে 90% শক্তি নানাভাবে বিনষ্ট হয়।
D. বামদিকের সহিত ডানদিক মিলিয়ে লেখো : (5 টি) : 1×5=5
বামদিক | ডানদিক |
(i) মাইটোকনড্রিয়া | (a) বনসংরক্ষণ |
(ii) পরাগরেণু | (b) পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস |
(iii) হুইটেকার | (c) পিত্তরস |
(iv) আলোক নিরপেক্ষ দশা | (d) কোশের শক্তিঘর |
(v) বৃক্ষরোপন | (e) অ্যান্টিজেন |
(vi) যকৃৎ | (f) শর্করা উৎপাদন |
(g) গ্রানা |
GROUP – C
3. যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দাও : 2×12=24
(i) আর্থ্রোপোডা পর্বের প্রাণীর দুটি বৈশিষ্ট্য লেখো।
(ii) আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ লেখো।
(ⅲ) অগ্রাধিকার আইন কাকে বলে ?
(iv) প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের মধ্যে 2টি পার্থক্য লেখো।
(v) উদ্ভিদদেহে ভাজককলার দুটি কাজ উল্লেখ করো।
(vi) মানবদেহে ভিটামিন K ও সোডিয়ামের 1টি করে ভূমিকা লেখো।
(vii) আবরণী কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো।
(viii) রসের উৎস্রোত কাকে বলে ? রসের উৎস্রোত সংক্রান্ত সর্বাধুনিক মতবাদ কোনটি ?
(ix) শিরা ও ধমনীর মধ্যে দুটি পার্থক্য লেখো।
(x) অ্যাথেরোস্ক্লেরোসিস ও ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ কী ?
(xi) ডাটুরিন কোন্ গাছ থেকে পাওয়া যায় ? এর অর্থকারী গুরুত্ব লেখো।
(xii) ডেঙ্গু রোগের দুটি উপসর্গ উল্লেখ করো।
(xiii) রসভিত্তিক অনাক্রম্যতা কাকে বলে ?
(xiv) মানব কল্যাণে জীবাণুদের ২টি ভূমিকা লেখো।
(xv) খাদ্যশৃঙ্খল কাকে বলে উদাহরণসহ লেখো।
(xvi) সৌরশক্তি ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো।
(xvii) পরিপোষক চক্র কাকে বলে ?
GROUP – D
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5×6=30
(i) দ্বিপদ নামকরণের তিনটি নিয়মাবলি লেখো। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে ২টি পার্থক্য লেখো। 3+2=5
অথবা, নিডারিয়া পর্বের প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লেখো। জীববৈচিত্র্য কাকে বলে ? 3+2=5
(ii) একটি উদ্ভিদকোশের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- (a) ক্লোরোপ্লাস্ট (b) মাইটোকনড্রিয়া (c) কোশ প্রাচীর (d) গলগিবস্তু। 3+2=5
অথবা, একটি প্রাণীকোশের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- (a) কোশপর্দা (b) সেন্ট্রিওল (c) লাইসোজোম (d) মাইটোকনড্রিয়া। 3+2
(iii) রেখাচিত্রের মাধ্যমে কোশীয় শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। 5
অথবা, হলোফাইটিক ও হলোজোয়িক পুষ্টির তিনটি পার্থক্য লেখো। মানবদেহে বৃক্কের 2টি কার্য লেখো। 3+2
(iv) রক্ত তঞ্চন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। রেচনে যকৃতের ভূমিকা লেখো। 3+2=5
অথবা, সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষদশার বিক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করো। 5
(v) একটি অ্যান্টিবডির গঠন বর্ণনা করো। টিকাকরণের দুটি গুরুত্ব লেখো।
অথবা, নিউমোনিয়া রোগের সংক্রমণ পদ্ধতি ও উপসর্গগুলি সংক্ষেপে লেখো। ধৌতকরণ কেন প্রয়োজনীয় ? 3+2=5
(vi) বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ কাকে বলে ? বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পর্যায়গুলি বর্ণনা করো। 2+3=5
অথবা, বাস্তুতন্ত্র কাকে বলে ? বাস্তুতন্ত্রের উপাদানগুলি একটি চার্টের দ্বারা বুঝিয়ে দাও। 2+3=5
📌আরও পড়ুনঃ
📌 নবম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here