FIRST SUMMATIVE EVALUATION
LIFE SCIENCE QUESTION PAPER
CLASS 9 (WBBSE)
Set-3
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন– 40
মূল্যায়নের মাস : এপ্রিল মাস
অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন : 10
পাঠ্যসূচি –
1. জীবন ও তার বৈচিত্র্য
2 জীবন সংগঠনের স্তর
3. জৈবনিক প্রক্রিয়া
4. জীববিদ্যা ও মানবকল্যাণ
5. পরিবেশ ও তার সম্পাদ
বাহাদুরপুর হাইস্কুল (উঃমাঃ)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৩
শ্রেণি- নবম বিষয় – জীবন বিজ্ঞান
সময়- ১.২০ মিনিট পূর্ণমান- ৪০
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ লেখো : 6×1=6
1.1. জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে ?
(a) উত্তেজিতা (b) শ্বসন (c) বিপাক (d) গমন
1.2. ট্যাক্সোনমি বা শ্রেনিবদ্ধ বিদ্যার জনক হলেন—
(a) ক্যারোলাস লিনিয়াস
(b) বেনথাম ও হুকার
(c) হাচিনসন
(d) ক্যানডোলি
1.3. হায়ারার্কি শ্রেনীবিন্যাসের সর্বনিম্ন একক হল—
(a) বৰ্গ (b) গোত্র (c) পর্ব (d) প্রজাতি
1.4. কোন শ্রেনীর প্রাণী মধ্যছদা বা ডায়াফ্রাম দেখা যায় ?
(a) রেস্টিলিয়া (b) ম্যামেলিয়া
(c) অ্যানিলিডা (d) অ্যাম্ফিবিয়া
1.5. কোশপ্রাচীরে কাইটিন দেখা যায় ?
(a) মোনেরাতে (b) প্রোটিস্টাতে
(c) ফাংগিতে (d) প্ল্যান্টিতে
1.6. তারামাছের গমন ও খাদ্য গ্রহণে সাহায্যে করে—
(a) টিউবফিট (b) অ্যাম্বুল্যাক্রা
(c) ম্যাডিপোরাইট d) প্যালিয়াম
1.7. শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল—
(a) 3:1 (b) 2:1 (c) 1:1 (d) 4:1
2. নীচের বাক্যগুলোর শূন্যস্থান গুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো ৩টি) : 3×1=3
2.1. প্রথম সংবহন কলার আবির্ভাব ঘটে ___________ উদ্ভিদ গোষ্ঠীতে।
2.2 __________ শ্রেনীর প্রাণীর হৃৎপিন্ডে অসম্পূর্ণ ভাবে বিভক্ত নিলয় দেখা যায়।
2.3. জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত আলোচনাকে _________ বলে।
2.4. অ্যাসিড _______ লিটমাসকে _______ করে।
3. নীচের বাক্য গুলি সত্য না মিথ্যা নিরূপন করো (যে কোনো দুটি): 1×2=2
3.1. মানুষ প্রাইমেট বসের একটি প্রাণী।
3.2. ধান একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ।
3.3. জল অনুকে ডাইপোল বলে।
4. বাম-স্তম্ভে সঙ্গে ডান-স্তম্ভ মিল করো : 4×1=4
বাম ‘স্তম্ভ’ | ডান ‘স্তম্ভ’ |
4.1. রেন্টিলিয়া | (a) একবীজপত্রী উদ্ভিদ |
4.2. ম্যামেলিয়া | (b) ব্যক্তবীজি উদ্ভিদ |
4.3. ধান | (c) মধ্যছদা বা ডায়াফ্রাম উপস্থিত |
4.4 পাইন | (d) অবসারনী আড়াআড়ি ভাবে উপস্থিত |
5. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) : 1×4=4
5.1. নিউমেটিক অস্থি কাকে বলে ?
5.2. বিসদৃশ শব্দটি বেছে লেখো ?
অ্যানিলিডা, পরিফেরা, আর্থ্রোপোডা, ম্যামেলিয়া।
5.3. নীচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে প্রথম জোড়াটির সম্পর্ক দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
অরনিথোলজি: পক্ষীসম্পর্কিত বিজ্ঞান ::
এন্টোমলজি : ____________।
5.4. মানবদেহে ভিটামিন D এর কাজ লেখ ?
5.5. গরম তরল স্যুপ কী ?
6. দুই-তিনটি বাক্যে উত্তর দাও (যে কোনো তিনটি) : 2×3=6
6.1. প্রোটোসেল এর দুটি বৈশিষ্ট্য লেখো ?
6.2. দ্বিপদ নামকরণ কাকে বলে ? উদাহরণ দাও।
6.3. কনড্রিকথিস ও অসটিকথিস এর মধ্যে পার্থক্য লেখো ?
6.4. জীবদেহে জলের দুটি ভূমিকা লেখো ?
7. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) : 5×3=15
7.1. একাইনোডারমাটা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখ ? ব্যক্তবীজী ও গুপ্তবীজীর মধ্যে পার্থক্য লেখো ? ম্যান্টল বা প্যালিয়াম কী ? 2+2+1=5
7.2. ট্যাক্সোনমিক হায়ারার্কি কি ? ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কি ? 2+3=5
7.3. “সকল ভার্টিসাটা কর্ডটার অর্ন্তভূক্ত কিন্তু সকল কর্ডাটাই ভার্টিব্রাটা নয়”- ব্যাখ্যা করো কর্ডাটা ও নন কর্ডাটার মধ্যে পার্থক্য লেখো। 3+2=5
7.4. ভিটামিন গুলির কাজ উল্লেখ করো :
ভিটামিন- C, ভিটামিন B12, ভিটামিন – K ভিটামিন- E ভিটামিন- A 1+1+1+1+1=5
👉নবম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈