WBBSE Class 9 Life Science First Unit Test Question Paper Set-3 | নবম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট সেট-৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
LIFE SCIENCE QUESTION PAPER
CLASS 9 (WBBSE)

Set-3

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন– 40
মূল্যায়নের মাস : এপ্রিল মাস
অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন : 10

পাঠ্যসূচি –
1. জীবন ও তার বৈচিত্র্য
2 জীবন সংগঠনের স্তর
3. জৈবনিক প্রক্রিয়া
4. জীববিদ্যা ও মানবকল্যাণ
5. পরিবেশ ও তার সম্পাদ

বাহাদুরপুর হাইস্কুল (উঃমাঃ)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৩
শ্রেণি- নবম     বিষয় – জীবন বিজ্ঞান
সময়- ১.২০ মিনিট           পূর্ণমান- ৪০

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ লেখো : 6×1=6

1.1. জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে ?
(a) উত্তেজিতা (b) শ্বসন (c) বিপাক (d) গমন

1.2. ট্যাক্সোনমি বা শ্রেনিবদ্ধ বিদ্যার জনক হলেন—
(a) ক্যারোলাস লিনিয়াস
(b) বেনথাম ও হুকার
(c) হাচিনসন
(d) ক্যানডোলি

1.3. হায়ারার্কি শ্রেনীবিন্যাসের সর্বনিম্ন একক হল—
(a) বৰ্গ (b) গোত্র (c) পর্ব (d) প্রজাতি

1.4. কোন শ্রেনীর প্রাণী মধ্যছদা বা ডায়াফ্রাম দেখা যায় ?
(a) রেস্টিলিয়া (b) ম্যামেলিয়া
(c) অ্যানিলিডা (d) অ্যাম্ফিবিয়া

1.5. কোশপ্রাচীরে কাইটিন দেখা যায় ?
(a) মোনেরাতে (b) প্রোটিস্টাতে
(c) ফাংগিতে (d) প্ল্যান্টিতে

1.6. তারামাছের গমন ও খাদ্য গ্রহণে সাহায্যে করে—
(a) টিউবফিট (b) অ্যাম্বুল্যাক্রা
(c) ম্যাডিপোরাইট d) প্যালিয়াম

1.7. শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল—
(a) 3:1 (b) 2:1 (c) 1:1 (d) 4:1

2. নীচের বাক্যগুলোর শূন্যস্থান গুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো ৩টি) : 3×1=3

2.1. প্রথম সংবহন কলার আবির্ভাব ঘটে ___________ উদ্ভিদ গোষ্ঠীতে।

2.2 __________ শ্রেনীর প্রাণীর হৃৎপিন্ডে অসম্পূর্ণ ভাবে বিভক্ত নিলয় দেখা যায়।

2.3. জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত আলোচনাকে _________ বলে।

2.4. অ্যাসিড _______ লিটমাসকে _______ করে।

3. নীচের বাক্য গুলি সত্য না মিথ্যা নিরূপন করো (যে কোনো দুটি): 1×2=2

3.1. মানুষ প্রাইমেট বসের একটি প্রাণী।

3.2. ধান একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ।

3.3. জল অনুকে ডাইপোল বলে।

4. বাম-স্তম্ভে সঙ্গে ডান-স্তম্ভ মিল করো : 4×1=4

বাম ‘স্তম্ভ’ ডান ‘স্তম্ভ’
4.1. রেন্টিলিয়া (a) একবীজপত্রী উদ্ভিদ
4.2. ম্যামেলিয়া (b) ব্যক্তবীজি উদ্ভিদ
4.3. ধান (c) মধ্যছদা বা ডায়াফ্রাম উপস্থিত
4.4 পাইন (d) অবসারনী আড়াআড়ি ভাবে উপস্থিত

5. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) : 1×4=4

5.1. নিউমেটিক অস্থি কাকে বলে ?

5.2. বিসদৃশ শব্দটি বেছে লেখো ?
অ্যানিলিডা, পরিফেরা, আর্থ্রোপোডা, ম্যামেলিয়া।

5.3. নীচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে প্রথম জোড়াটির সম্পর্ক দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

অরনিথোলজি: পক্ষীসম্পর্কিত বিজ্ঞান ::
এন্টোমলজি : ____________।

5.4. মানবদেহে ভিটামিন D এর কাজ লেখ ?

5.5. গরম তরল স্যুপ কী ?

6. দুই-তিনটি বাক্যে উত্তর দাও (যে কোনো তিনটি) : 2×3=6

6.1. প্রোটোসেল এর দুটি বৈশিষ্ট্য লেখো ?

6.2. দ্বিপদ নামকরণ কাকে বলে ? উদাহরণ দাও।

6.3. কনড্রিকথিস ও অসটিকথিস এর মধ্যে পার্থক্য লেখো ?

6.4. জীবদেহে জলের দুটি ভূমিকা লেখো ?

7. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) : 5×3=15

7.1. একাইনোডারমাটা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখ ? ব্যক্তবীজী ও গুপ্তবীজীর মধ্যে পার্থক্য লেখো ? ম্যান্টল বা প্যালিয়াম কী ? 2+2+1=5

7.2. ট্যাক্সোনমিক হায়ারার্কি কি ? ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কি ? 2+3=5

7.3. “সকল ভার্টিসাটা কর্ডটার অর্ন্তভূক্ত কিন্তু সকল কর্ডাটাই ভার্টিব্রাটা নয়”- ব্যাখ্যা করো কর্ডাটা ও নন কর্ডাটার মধ্যে পার্থক্য লেখো। 3+2=5

7.4. ভিটামিন গুলির কাজ উল্লেখ করো :

ভিটামিন- C, ভিটামিন B12, ভিটামিন – K ভিটামিন- E ভিটামিন- A 1+1+1+1+1=5

👉নবম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


Leave a Reply