WBBSE Class 9 Physical Science 2nd Unit Test Question Paper | নবম শ্রেণি ভৌতবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER

Set-1

সিলেবাস/Syllabus—
» মোলের ধারণা » পদার্থ : গঠন ও ধর্ম » দ্রবণ
» অ্যাসিড, ক্ষার ও লবণ » কার্য, ক্ষমতা ও শক্তি

2nd Summative Evaluation
Class – IX, Sub : Physical Science,
Time : 1 hrs 30 mts F.M – 40

GROUP – A

1. সঠিক উত্তর নির্বাচন করোঃ 1×8=8

(i) গ্যাসের উষ্ণতা বাড়লে সান্দ্রতা—
(a) বাড়ে (b) কমে (c) অপরিবর্তিত থাকে (d) প্রথমে কমে পরে বাড়ে।

(ii) পীড়নের মাত্রা প্রদত্ত কোন রাশির মাত্রার সমান ?
(a) বল    (b) বেগ   (c) চাপ    (d) ত্বরণ।

(iii) মিউরেটিক অ্যাসিডের সংকেত—
(a) HCI (b) HI (c) HBr (d) HNO₃

(iv) গ্রিন ভিট্রিয়ল হল—
(a) Na₂SO₄, 10H₂O    (b) CuSO₄, 5H₂O
(c) FeSO₄, 7H₂O        (d) MgCl₂

(v) ক্ষমতা/প্রযুক্ত বল = কত ?

(a) সরণ   (b) বেগ   (c) ত্বরণ   (d) শক্তি।

(vi) উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি পদার্থ হল—
(a) KNO₃ (b) Ca(OH)₂ (c) NaCl (d) সবগুলি ।

(vii) একটি ক্ষারকীয় লবণ হল—
(a) NaHSO₄   (b) Na₂SO₄   (c) CaCl₂ (d) Pb(OH)NO₃ I

(viii) কোনটি স্পর্শ করলে বেশি ঠাণ্ডা মনে হয় ?
(a) 0°C জল (b) 0°C বরফ
(c) বরফ ও জলের মিশ্রন
(d) বরফ ও নুনের মিশ্রন।

GROUP – B

2. সংক্ষিপ্ত উত্তর দাওঃ (নির্দেশ লক্ষনীয়) 1×7=7

(i) সম্পৃক্ত দ্রবণ + দ্রাবক = __________
শূন্যস্থান পুরণ করো।

(ii) PH (স্কেলে) এর পাঠ কত থেকে কত পর্যন্ত হয় ?

(iii) 1 HP এর মান কত ?

(iv) C.G.S পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত ?

(v) হুকের সূত্রটি লেখো।

(vi) একটি উভধর্মী অক্সাইডের নাম ও সংকেত লেখো।

(vii) ঝামা পাথর-এর বিস্তৃত দশা কী ?

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 2×5=10

(i) প্লবতা কাকে বলে ? অথবা, পৃষ্ঠটান কাকে বলে ?

(ii) স্টোন ক্যানসার কী ? (সমীকরন সহ ব্যাখ্যা করো)

(iii) গতিশক্তি ও স্থিতিশক্তির গাণিতিক রূপগুলি লেখ।

(iv) ভালো শিশির জমার শর্তগুলি লেখো।

(v) জিঙ্ক ধাতুর সঙ্গে লঘু ও শীতল H₂SO₄ এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয় সমীকরন সহ লেখ।

অথবা, H₂SO₄ এর শনাক্তকরন কিভাবে করা হয় বিক্রিয়াসহ লেখো।

GROUP – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 3×5=15

(i) দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন ? “40°C উষ্ণতায় জলে KNO₃ এর দ্রাব্যতা 65” বলতে কী বোঝ ?

(ii) কার্যহীন বল কাকে বলে উদাহরণসহ লেখো।

(iii) আরহেনিয়াস তত্ত্বের সীমাবদ্ধতাগুলি লেখো।

অথবা, H₂SO₄ এর জলাকর্ষী ধর্ম সমীকরন সহ লেখ।

(iv) অশান্ত প্রবাহ কাকে বলে ? জল ও মধু এর মধ্যে কার সান্দ্রতা কম ?

(v) –10°C তাপমাত্রা 50gm বরফকে 30°C উষ্ণতার জলে পরিণত করতে কী পরিমান তাপের প্রয়োজন হবে ?, (বরফের গলনের লীনতাপ = 80 Cal/gm বরফের আপেক্ষিক তাপ = .5 Calg⁻¹⁰C⁻¹)

অথবা, জলের ব্যাতিক্রান্ত প্রসারন কী বুঝিয়ে লেখো।

This Post Has One Comment

Leave a Reply