2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER
Set-2
সিলেবাস/Syllabus—
» মোলের ধারণা » পদার্থ : গঠন ও ধর্ম » দ্রবণ
» অ্যাসিড, ক্ষার ও লবণ » কার্য, ক্ষমতা ও শক্তি
2nd Summative Evaluation
Class – IX Sub : Physical Science
Time : 1 hrs 30 mts F.M – 40
বিভাগ – ‘ক’
1. সঠিক উত্তরটি নির্বাচন করে টিক (✓) চিহ্ন দাও : 1×7=7
1.1 1 মোল H₂S= কত গ্রাম ?
(a) 18 g (b) 36 g (c) 34g (d) 68 g
1.2 1 মোল হাইড্রোজেনের অনুসংখ্যা—
(a) 6.022 x 10²² (b) 60.22 x 10²³
(c) 60.22 × 10²⁴ (d) 6.022 x 10²¹
1.3 ঘাত একটি—
(a) ভেক্টর রাশি (b) স্কেলার রাশি
(c) সাধারণ রাশি (d) কোনোটিই নয়
1.4 বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ-
(a) সাম্প্রতা (b) পৃষ্ঠটান (c) প্লবতা (d) কোনোটিই নয়
1.5 উচ্চতা বৃদ্ধিতে বর্ণীয়তা হ্রাস পায়—
(a) KNO₃ (b) Ca(OH)₂ (c) NaCl (d) NH₄CI
1.6 কোন দ্রবণটি লাল লিটমাসকে নীল করবে ?
(a) লেবুর রস (b) ভিনিগার (c) সাধান জল (d) বৃষ্টির জ
1.7 NaHCO একটি—
(a) শমিত লংশ (b) আম্লিক লবণ
(c) ক্ষারকীয় লবণ (d) কোনোটিই নয়
1.8 ‘m’ ভরের বস্তুর গতিশক্তি E হলে, ভরবেগ—
(a) `\sqrt{2m}` = E (b) `\sqrt{\frac m{2E}}`
(c) `\sqrt{2E/m}` (d) `\sqrt{2mE}`
বিভাগ – ‘খ’
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×7=7
2.1 জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কী ?
অথবা, বাঁধে জলে কি শক্তি সঞ্চিত থাকে ?
2.2 একটি উভধর্মী অক্সাইডের নাম ও সংকেত লেখো।
অথবা, একটি প্রশম অক্সাইডের নাম ও সকেত লেখো।
2.3 তরল এরোসল ?
2.4 চাপের মাত্রীয় সংকেত কী ?
2.5 সাইফনের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো।
অথবা, বস্তুর ওজোনের আপাত হ্রাস ও অপাসারিত তরলের ওজোনের সম্পর্ক কী ?
2.6 প্রবাহীর কোন ধরনের প্রবাহে ঘূর্ণির সৃষ্টি হয় ?
2.7 মোলার আয়তন কাকে বলে ?
বিভাগ – ‘গ’
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 2×5=10
3.1 11.5 গ্রামে সোডিয়াম পরমাণু সংখ্যা কত ?
অথবা, 36 গ্রাম জলে অণু সংখ্যা কত ? [Na = 23, H = 1, 0 = 16]
3.2 ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কীভাবে দেওয়া হয় ?
অথবা, তরলের বস্তুর ভাসনের এবং ডুবে যাওয়ার শর্ত দুটি লেখো।
3.3 অতিপৃক্ত দ্রবণ কাকে বলে ? একটি উদাহরণ দাও।
3.4 প্রশমন কাকে বলে? রাসায়নিক সমীকরণ লেখো।
3.5 বলের পক্ষে কার্য বলতে কী বোঝ ? উদাহরণ লেখো।
অথবা, কার্যহীন বল কী ? উদাহরণ দাও।
বিভাগ – ‘ঘ’
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 3×5=15
4.1 গতিশক্তি কাকে বলে ? m ভরের বস্তু v বেগে চললে গতিশক্তির রাশিমালাটি প্রতিষ্ঠিত করো।
অথবা, 2 kg ভরের একটি গতিশীল বস্তুর গতিশক্তি 16J । বস্তুর ভরবেগ কত ?
4.2 স্টোন ক্যানসার কী ? এরূপ ঘটার কারণ লেখো।
অথবা, বলয় পরীক্ষা কী ? কীজন্য এটি ব্যবহৃত হয় ?
4.3 উদাহরণসহ কোলয়েড দ্রবণের সংজ্ঞা লেখো। বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা চিহ্নিত করো।
অথবা,
সুক্রোজের (আঃ ভর = 342) একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব 1.2 mol L⁻¹। এই দ্রবণের 2.5 L আয়তনে স্বীকৃত সুক্রোজের ভর নির্ণয় করো।