WBBSE Class 9 Physical Science Annual Exam Model Question Paper Set-1 | নবম শ্রেণি ভৌত বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-১

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER

WBBSE Class 9 Physical Science Annual Exam Model Question Paper Set-1 | নবম শ্রেণি ভৌত বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-১

📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় : ভৌত বিজ্ঞান
সময় : ৩.১৫ ঘণ্টা পূর্ণমান : ৯০

বিভাগ-ক

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ 1×26=26

(i) প্রতিমিত বল বস্তুর (গতিশক্তির / ভরবেগের / আকারের /বেগের) পরিবর্তন করে।

(ii) ধাক্কা এক প্রকার (বল / শক্তি / চাপ / ঘাত)।

(iii) রকেটের গতি ব্যাখ্যা করা যায় (নিউটনের ১ম গতিসূত্রের সাহায্যে / নিউটনের ২য় গতিসূত্রের সাহায্যে / নিউটনের ৩য় গতিসূত্রের সাহায্যে / নিউটনের মহাকর্ষের সূত্রের সাহায্যে)।

(iv) তরলের চাপ (তরলের গভীরতার / তরলের আয়তনের / তরলের সান্দ্রাতার / তরলের ঘনত্বের) উপর নির্ভর করে না।

(v) কোনো স্প্রিং-এ F বল প্রয়োগের ফলে স্প্রিংটির x একক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটল।
তাহলে (Fx= ধ্রুবক / `fracF{X}` = ধ্রুবক / Fx²= ধ্রুবক / `fracF{X²}`= ধ্রুবক)।

(vi) তরলের সান্দ্রতা বেশি হলে ওটির সচলতা হবে (কম / বেশি / বেশি ও কম হতে পারে / কোনটিই নয়)।

(vii) একটি স্থায়ী পরমাণুর নিউক্লিয়াসে প্রধানত (n-p / p-p / n-n / p-e) আকর্ষণ বল আছে।

(viii) দুটি আইসোটোপের (ভৌতধর্ম / নিউট্রন সংখ্যা / রাসায়নিক ধর্ম / পারমানবিক ভর) এর সমান। জাত

(ix) 1 গ্রাম কার্বন পরমাণু সংখ্যা(NA / `frac(NA){12}`/ NAx12 / `frac(NA){6}`)।

(x) একটি N পরমাণুর প্রকৃত ভর (14gm/ 28gm / 14x / 14) ।

(xi) পরন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তিক বেগ লাভ করার কারণ হল (বায়ুর সান্দ্রতা / বায়ুপ্রবাহ / পৃষ্ঠটান / বায়ুর উচ্চঘাত)।

(xii) তেল শোধনাগারে অয়েলের উপাদানগুলিতে যে ভৌতধর্মের সাহায্যে পৃথক করা যায় তা হল (গলনাঙ্ক / স্ফুটনাঙ্ক / পৃষ্ঠটান / দ্রাব্যতা )।

(xiii) (NaOH / Ca(OH)₂ / Mg(OH)₂ / Na₂CO₃) একটি অ্যান্টাসিড।

(xiv) বেকিং পাউডার একটি (অ্যাসিড / ক্ষার / অ্যাসিড লবন / লবন ) ।

(xv) জলে অস্থায়ী ক্ষরতার কারণ (NaHCO₃ / Ca(HCO₃)₂ / MgSO₄ / Fecl₂)।

(xvi) পানীয় জলের PH হওয়া উচিত (<6 / >9 / 6.8 – 8.5 / 6 – 9.2)।

(xvii) নিম্নের কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না— (অ্যাসফ্যাল্ট / কোলগ্যাস / ন্যাপথা / ডিজেল )।

(xviii) হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান হলে কোনটির রৈখিক ভরবেগ বেশি হবে- (ভারী / হালকা / সমান / বলা যাবে না ) ।

(xix) গতিশক্তি-(সর্বদা ধনাত্মক / সর্বদা ঋণাত্মক / ধনাত্মক বা ঋণাত্মক / সর্বদা অসীম হয়।

(xx) ঘরের তাপমাত্রায় শিশিরাঙ্কের সমান
হলে আপেক্ষিক আর্দ্রতা মান হবে-(100% / 0% / 70% / 50%)।

(xxi) 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে (4.2 জুল কাজ করতে হয় / 4.2 আৰ্গ কার্য
করতে হয় / 4.2 কাজ করতে হবে / 4.2 ফুট পাউন্ড কার্য করতে হয়)।

(xxii) 4°C উষ্ণতায় জলের ঘনত্ব (1gm/cc / 1.05gm/cc / 1.005gm/cc / .99gm/cc)।

(xxiii) শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে নূন্যতম দূরত্ব হবে- (শব্দের বেগ 330 m/s )(16.5 m/ 33m / 66m / 99m)।

(xxiv) বাদুড় তার গতিপথের নিয়ন্ত্রণের জন্য কোনটি ব্যবহার করে (শ্রুতিগোচর / শব্দের শব্দ / শব্দোত্তর তরঙ্গ‌ / কোনটিই নয়)।

(xxv) শব্দ এক প্রকার (তির্যক তরঙ্গ / অনুদৈর্ঘ্য তরঙ্গ / তড়িৎচুম্বকীয় তরঙ্গ / কোনটিই)।

(xxvi) খুব কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলকে ফোটাতে হয় ( বুনসেন শিখা / জল গ্রাহ / হিটার / মাইক্রোওভেন ) দ্বারা।

বিভাগ- ‘খ’

2. নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ) 1×14=14

(i) দ্রুতির একক কী ?

(ii) MLT⁻² এর মাত্রা।

(iii) বিকৃতি এককহীন রাশি (সত্য / মিথ্যা )।

(iv) উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। (সত্য / মিথ্যা )।

(v) হাইড্রোজেনের দুটি সমস্থানিকের নাম লেখ।

(vi) NTP তে 1 মোল হাইড্রোজেনের আয়তন কত?

(vii) রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক ?

(viii) অম্লবৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখো ?

(ix) পানীয় জলে WHO নির্দেশিত আর্সেনিক এর মাত্রা কত ?

(x) 1gm-cm = কত আর্গ ?

(xi) কম্পাঙ্কের একক কী ?

(xii) একটি সুর সৃষ্টিকারী উৎসের নাম লেখো।

(xiii) শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।

(xiv) জলে কলিফর্ম কাউন্টের মান কত হওয়া উচিত ?

বিভাগ- ‘গ’

3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ 2×16 = 32

(i) প্রতিমিত কার্যকর বল বলতে কী বোঝ ?

(ii) কোনো মৌলের একটি নিউক্লিয়াসের ভরসংখ্যা 35 এবং পাঃ সংখ্যা 17 । এর নিউক্লিয়াসে আধানযুক্ত ও আধান শূন্য কণার সংখ্যা কত ?

(iii) প্রমাণ কর F=ma [ সাংকেতিক চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে ]

(iv) স্থিতিস্থাপকতা কাকে বলে ?

(v) সোডিয়ামে পারমাণবিক গুরুত্ব 23 কথাটির অর্থ কী ?

(vi) শব্দের প্রতিফলনের সূত্রটি লেখো।

(vii) প্রশমন ক্রিয়া কাকে বলে ?

(viii) নিষ্ক্রিয় রেজিন স্তরকে কীভাবে সক্রিয় করা হয় ?

(ix) আর্সেনিক দূষণ কিভাবে প্রতিরোধ করবে ?

(x) 10 gm ভরের বস্তুর বেগ 1 কিমি/ঘন্টা হলে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো ।

(xi) ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও শ্রোতার নূন্যতম দূরত্ব নির্ণয় কর। (শব্দের বেগ 340 m/s )।

(xii) তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে ?

(xiii) সংপৃক্ত বাষ্প কাকে বলে ?

(xiv) শীতপ্রধান দেশে জলচর প্রাণী কিভাবে বেঁচে থাকে ?

(xv) কার্যহীন বলের দুটি উদাহরণ দাও। তার HCI এর সনাক্তকরণ পরীক্ষাটির সংকেতসহ লেখো।

অথবা, HNO₃ এর দুটি ব্যবহার লেখো।

বিভাগ- ‘ঘ’

4. নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো ছ’টি) 3×6=18

(i) সরন, দ্রুতি, বেগ, ত্বরন, কার্য, চাপ কোনটি কোন রাশি ?

(ii) প্রান্তীয় বেগ কি ব্যাখ্যা করো।

অথবা, উচ্চবেগে ধাবমান ট্রেনের কাছাকাছি দাঁড়ানো উচিত নয় কেন ?

(iii) NTP তে 11gm CO₂ এর আয়তন নির্ণয় করো।

(iv) গাঢ় ও উত্তপ্ত NaOH এর সঙ্গে Al এর বিক্রিয়া কি ঘটে সমীকরন সহ লেখ। NaOH এর ব্যবহার লেখো। 2+1

অথবা, Acid burn ও Alkali burn কি মানবদেহে কোনো স্থানে অ্যাসিড পড়লে কি করা উচিত ? 2+1

(v) জলদূষণ কাকে বলে? আর্সেনিক দূলণের ফলে একটি রোগের নাম লেখো। 2+1

(vi) –10°C উষ্ণতায় 10 gm বরফকে 80°C উষ্ণতায় জলে পরিণত করতে কি পরিমান তাপের প্রয়োজন? (বরফের আঃ তাপ = 15 Cal / gmx°C বরফ গলনের লীনতাপ 80 Call / gm) 2+1

(vii) সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি লেখ।

অথবা, বায়ুতে শব্দের বেগ 340 m/s । একটি সুরশলাকার কম্পাঙ্ক 680 Hz হলে বাতাসে উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর। উপসুর কাকে বলে ? 2+1

Leave a Reply