WBBSE Class 9 Physical Science Annual Exam Model Question Paper Set-2 | নবম শ্রেণি ভৌত বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-২

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER

WBBSE Class 9 Physical Science Annual Exam Model Question Paper Set-2 | নবম শ্রেণি ভৌত বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-২

📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

Set-2

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি
বিষয় : ভৌত বিজ্ঞান

সময় : ৩.১৫ ঘণ্টা               পূর্ণমান : ৯০

GROUP – A

1. সব প্রশ্নের উত্তর নির্বাচন করো :

(a) 1N = কত ডাইন
(i) 10⁴
(ii) 10
(iii) 100
(iv) 10⁵

(b) 1 লিটার জল = কত সিসি ?
(i) 1000 cc
(ii) 200 cc
(ii) 1 cc
(iv) 50 cc

(c) একটি কণা r ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ কত হবে ?
(i) 2Пг
(ії) Пг
(iii) r
(iv) 2r

(d) 1 জুলের মান-
(i) 10º erg
(ii) 10⁵ erg
(iii) 10⁷ erg
(iv) 0 erg

(e) শব্দের তীব্রতা মাপার একক
(i) জুল
(ii) বেল
(iii) হার্ডজ
(iv) নিউটন

(f) বাষ্পী ভবনের লীন তাপ হল –
(i) 537 cal/gm
(ii) 80 cal/gm
(iii) 0 cal/gm
(iv) 7 cal/gm

(g) অ্যাসিডের জলীয় দ্রবণে উৎপন্ন করে
(i) OH⁻ আয়ন
(ii) H⁺ আয়ন
(iii) Cl⁻
(iv) NO₃⁻ আয়ন

(h) 1 amu =
(i) 1 g
(ii) 1.6605 × 10⁻²⁴g
(iii) 1.6605g
(iv) 1.6605 x 10²³g

(i) গ্রিন ভিট্রিয়লের সংকেত হল–
(i) FeSO₄, 7H₂O
(ii) ZnSO₄, 7H₂O
(iii) CuSO₄, 5H₂O
(iv) C₆H₁₂O₆

(j) প্রশম দ্রবনে pH এর মান–
(i) 4
(ii) 9
(iii) 7
(iv) 10

(k) নক-নি-সিনড্রোম রোগ হয়–
(i) Ca
(ii) Ar
(iii) F
(iv) ভিটামিন- এর জন্য

GROUP – B

2. সংক্ষিপ্ত উত্তর দাও (পনেরোটি) : 1×15=15

(ⅰ) শব্দের উৎসকে কী বলে ?

উত্তরঃ স্বনক।

(ii) জলের আপেক্ষিক তাপ কত ?

উত্তরঃ 4200 J/kg/k

(iii) কার্য কী ধরনের রাশি ?

উত্তরঃ স্কেলার

(iv) বৃষ্টির জল মৃদুজল না খর জল ?

উত্তরঃ মৃদু

(v) একটি উভধর্মী অক্সাইড এর উদাহরণ দাও।

উত্তরঃ Al₂O₃

(vi) কীসের প্রভাবে মার্বেল ক্ষতিগ্রস্ত হয় ?

উত্তরঃ অম্ল বৃষ্টির

(vii) দ্রবনের অংশগুলি কী কী?

উত্তরঃ দ্রাবক ও দ্রাব

(viii) NH₃ এর আনবিক ভর কত ?

উত্তরঃ 17-031 g/mol

(ix) পরমানুর কেন্দ্রে আধান নিরপেক্ষ কণাটির নাম কী ?

উত্তরঃ নিউট্রন

(x) চাপের মাত্রা লেখো।

উত্তরঃ ML⁻¹T⁻²

(xi) কোন ভৌতরাশির একক m/s²‌ ?

উত্তরঃ ত্বরণ

(xii) 40°C উষ্ণতায় জলের ঘনত্ব কত ?

উত্তরঃ 10g/cc

(xiii) বেগ কাকে বলে ?

(xiv) অ্যাভোগ্যাড্রো সংখ্যার মান কত?

উত্তরঃ 6.023×10²³

(xv) ইমালসন কারক এর একটি উদাহরণ দাও।

উত্তরঃ সাবান

(xvi) বল, ভর ও ত্বরনের সম্পর্কটি লেখ।

উত্তরঃ বল = ভর× ত্বরণ

GROUP – C

3. প্রশ্নগুলির উত্তর দাও : 2×10 = 20

(i) ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো।

(ii) কম্পাঙ্ক কাকে বলে ?

(iii) শব্দের দুটি বৈশিষ্ট্য লেখো।

(iv) Q = mst সূত্রের উল্লেখ্য ‘Q’ ও ‘S’ রাশিটি কী নির্দেশ করে ?

(v) একটি কার্যহীন বলের উদাহরণ দাও।

(vi) স্থিতিশক্তি থেকে গতিশক্তি রূপান্তরের উদাহরণ দাও।

(vii) প্রশমন ক্রিয়ায় কোন দুটি আয়ন যুক্ত হয়ে জল উৎপন্ন হয় ?

(viii) 40°C উষ্ণতায় KNO₃ এর দ্রাব্যতা 65 – অর্থ কী ?

(ix) 2 মোল জল = কত গ্রাম জল ?

(x) `11^{A^{23}}` পরমানুতে কটি প্রোটন ও নিউট্রন আছে ?

(xi) অসহভার কী ?

GROUP – D

4. যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও : 3×10 =30

(i) ওজন বাক্সে বাটখারা গুলি 5:2:2:1 অনুপাতে কেন থাকে ?

(ii) কোনে চায়ের কাপে কত পরিমান চা আছে তুমি কিভাবে নির্ণয় করবে ?

(iii) দ্রুতি ও বেগ- পার্থক্য লেখো।

(iv) পার্থক্য লেখো- বলের ঘাত ও ঘাত বল।

(v) স্থিতিস্থাপকতার সূত্রে বিভিন্ন চিহ্নগুলি কোন রাশি নির্দেশ করে ?

Y= `frac(mg/πr²){∆L/L}`

(vi) 2, 8, 1 ইলেকট্রন বিন্যাস যুক্ত পরমাণুটির চিত্র অঙ্কন করো।

(vii) STP তে 2.24 লিটার CO₂ এর ভর কত ?

(viii) টীকা লেখো – অ্যান্টাসিড

(ix) 1 মিনিটে 20 নিউটন বল প্রয়োগ করে 1 টি বস্তুকে 6 মিটার সরানো হল। কৃতকার্যের পরিমান কত এবং ক্ষমতা কত হবে ?

(x) জলের ব্যতিক্রান্ত প্রসারন এবং আয়তন ও উষ্ণতা লেখচিত্র আঁকো।

(xi) প্রতিধ্বনি ব্যবহার করে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় কীভাবে তার সূত্রটি নির্ণয় করো। (গাণিতিক)।

GROUP – E              3×5=15

(i) একটি সূরশলাকার কম্পাঙ্ক 420Hz এর থেকে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 10 মিটার হলে শব্দের বেগ কত ?

(ii) জল ও লবনের মিশ্রন কীভাবে পৃথক করবে লেখো।

(iii) দাঁতের ওপর pH এর প্রভাব আলোচনা করো।

(iv) STP তে 8gm O₂ এর আয়তন কত ?

(v) প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন ?

Leave a Reply