3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER
WBBSE Class 9 Physical Science Annual Exam Model Question Paper Set-4 | নবম শ্রেণি ভৌত বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৪
📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
Set-4
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি
বিষয় : ভৌত বিজ্ঞান
সময় : ৩.১৫ ঘণ্টা পূর্ণমান : ৯০
বিভাগ- ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×13=13
১.১ গভীরতা কমলে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ—
(ক) একই থাকে,
(খ) কমে,
(গ) বাড়ে,
(ঘ) একই থাকে
১.২ রকেটের গতি কোন সংরক্ষন নীতি মেনে চলে—
(ক) রৈকিখ ভরবেগ,
(খ) ভর,
(গ) গতিশক্তি,
(ঘ) বল
১.৩ সোডাওয়াটারে দ্রাবের ভৌত অবস্থা—
(ক) কঠিন,
(খ) তরল,
(গ) গ্যাসীয়,
(ঘ) বাষ্পীয়
১.৪ কোনটি স্কেলার রাশি ?
(ক) বেগ, (খ) ক্ষমতা, (গ) বল, (ঘ) সরন
১.৫ সেপারেটরি ফানেলের সাহায্যে পৃথক করা যায় এমন মিশ্রন—
(ক) জল ও তেল,
(খ) জল ও গ্লকোজ,
(গ) জল ও স্পিরিট,
(ঘ) দুধের উপাদান
১.৬ কোন পরমানুতে নিউট্রন অনুপস্থিত ?
(ক) প্রোটিয়াম,
(খ) ডয়টেরিয়াম,
(গ) ট্রিটিয়াম,
(ঘ) হিলিয়াম
১.৭ শব্দের তীব্রতা পরিমাপের একক—
(ক) জুল, (খ) নিউটন, (গ) হার্জ, (ঘ) বেল
১.৮ বাষ্পীভবনের লীনতাপ হল—
(ক) 537Cal/g,
(খ) 80 cal/g,
(গ) 22.63 × 10 cal/g,
(ঘ) কোনটিই নয়।
১.৯ প্রশম দ্রবনে PH এর মান—
(ক) 4, (খ) 9, (গ) 7, (ঘ) 10
১.১০ ব্ল্যাকফুট ডিজিজ হয় প্রদত্ত কোন ধরনের দূষনের জন্য ?
(ক) আসেনিক দুষন,
(খ) ফ্লুওরাইড দূষন,
(গ) ক্যাডসিয়াম দুষন,
(ঘ) কোনটিই নয়
১.১১ SIতে কার্যের পরম একক—
(ক) জুল, (খ) আর্গ, (গ) গ্রাম-সেন্টিমিটার, (ঘ) ওয়াট
১.১২ প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড ?
(ক) P₂O₃
(খ) ZnO,
(গ) CaO,
(ঘ) কোনটিই নয়।
১.১৩ ২ গ্রাম অণু নাইট্রোজেন বলতে বোঝায়—
(ক) 2g N₂,
(খ) 14g N₂,
(গ) 28g N₂,
(ঘ) 56 g N
বিভাগ- ‘খ’
২। নীচের প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও : 1×23=23
২.১ জলের মধ্যে খাদ্য লবন দ্রবীভূত থাকলে জলের পৃষ্ঠটানের কী পরিবর্তন হবে ?
২.২ বায়ু শূন্য স্থানে কী সাইফন কাজ করে ?
২.৩ নিউক্লিয়ন কারা ?
২.৪ 6 g জল কত মোল জল ?
২.৫ দ্রাব্যতা কী লেখ ?
২.৬ একটি তীব্রক্ষারের নাম ও সংকেত লেখো।
২.৭ শূন্যস্থান পূরণ করো : মিথানলের স্ফুটনাঙ্ক _________।
অথবা, অ্যালকোহল ও জলের মিশ্রন থেকে অ্যালকোহল ও জল পৃথক করা হয় কোন পদ্ধতিতে ?
২.৮ শৈবাল ব্লুম কী ?
২.৯ নক্-মি সিমড্রোম দেখা যায় কীসের জন্য ?
২.১০ কার্য কী স্কেলার রাশি ?
২.১১ সত্য না মিথ্যা লেখো : Q = mst
অথবা,
সত্য না মিথ্য লেখোঃ লীনতাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার নয়।
২.১২ [MLT] কোন রাশির মাত্রীয় সংকেত ?
২.১৩ সত্য না মিথ্যা লেখো : দ্রাব্যতা একটি মাত্রাহীন রাশি।
২.১৪ নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি লেখো।
২.১৫ শজোত্তর শব্দ শুনতে পায় এমন একটি প্রাণীর নাম লেখো।
২.১৬ অ্যাভোগাড্রো সংখ্যার মান কতো ?
২.১৭ BOD এর পুরো কথাটি কী ?
২.১৮ শব্দ বিস্তারের জন্য কী মাধ্যমের প্রয়োজন হয় ?
২.১৯ একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কী উৎপন্ন হয় ?
বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো :
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
২.২০ তীব্র ক্ষার | (ক) কস্টিক পটাশ |
২.২১ মৃদু ক্ষার | (খ) অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড |
২.২২ NH,CIও বালির মিশ্রন | (গ) সেপারেটরি কানেল |
২.২৩ তেল ও জলের মিশ্রন | (ঘ) পাতন |
(ঙ) উর্ধ্বপাতন |
বিভাগ- ‘গ’
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 2×15=30
৩.১ সাইফনের দুটি প্রয়োগ উল্লেখ করো।
৩.২ 17m তরঙ্গ দৈর্ঘ্য একটি শব্দতরঙ্গের গতিবেগ 340 mS হলে, শব্দের কম্পাঙ্ক কত ?
৩.৩ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে রাসায়নিক পদ্ধতিতে শনাক্ত করা হয় কি ভাবে?
অথবা, অম্লরাজ কী ?
৩.৪ ঘনত্ব কাকে বলে ? SI একক কী ?
অথবা, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো বিপজ্জনক কেন ?
৩.৫ শব্দের শুন বা জাতি বলতে কী বোঝ ? শব্দের প্রাবল্য কি ?
অথবা, শব্দদূষনের একটি ক্ষতিকারক প্রভাব ও তার প্রতিকারের উপায় লেখো।
৩.৬ তাপগ্রাহিতা ও জলসমের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, আপেক্ষিক তাপ কাকে বলে ?
৩.৭ নিউক্লিয় বল কাকে বলে ? `{}_1^{3}H` ও `{}_2^{4}He` এদের মধ্যে কি সম্পর্ক ?
৩.৮ মোলার আয়তনের সংজ্ঞা দাও।
৩.৯ ৪০°উেষ্ণতায় পটাসিয়াম নাইট্রেটর দ্রাব্যতা ৪৪ বলতে কী বোঝ ?
৩.১০ জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন ?
৩.১১ আয়নমুক্ত জল ও পাতিত জলের মধ্যে কে অধিক বিশুদ্ধ এবং কেন ?
৩.১২ ক্যালরিমিতির মূলনীতির শর্তগুলি লেখো।
৩.১৩ পিতলের ইয়ং গুনাঙ্ক 9.8×10¹⁰ dyna/cm³ কথাটির অর্থ কি ?
৩.১৪ রৈখিক ভরবেগের সংরক্ষন নীতিটি লেখো।
৩.১৫ একটি ভারী ও হালকা বস্তু সমবেগে চলমান। কোনটি বেশি কাজ করবে ?
অথবা, কার্যহীন বল বলতে কী বোঝ ?
বিভাগ- ‘ঘ’
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 3×8=24
৪.১ বেগ- সময় লেখচিত্র দ্বারা S=ut+½, at² সমীকরনটি প্রতিষ্ঠা করো।
৪.২ বারনৌলির নীতিটি লেখো ও গাণিতিক ভাবে প্রমান করো।
অথবা, স্থিতিস্থাপকতা সংক্রান্ত হকের সূত্রটি লেখো।
৪.৩ 0°C থেকে 4°C পর্যন্ত জলের প্রসারনকে কি বলে ? কাঁচের গ্লাসে বরফ লাগলে গ্লাসের গায়ে জলবিন্দু জমে কেন ?
৪.৪ শব্দের কম্পাঙ্ক, শব্দের বেগ ও শব্দের তরঙ্গ দৈর্ঘ্য মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।
অথবা, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য গুলি কী কী ?
৪.৫ `32^{X^{80}}` পরমাণুতে দুটি প্রোটিন, দুটি নিউট্রন যোগ করে পরমাণু পাওয়া গেল y পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক, ও ভর সংখ্যা নির্ণয় করো।
অথবা, Na⁺ এর সম ইলেকট্রন যুক্ত একটি পরমাণুর উদাহরণ দাও। পরমাণুটির ইলেকট্রনবিন্যাস ও পরমাণুটির নাম লেখো।
৪.৬ অম্লবৃষ্টি কী ? এর দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।
৪.৭ পানীয় জলের আবশ্যকীয় গুনাগুন গুলি কী কী ?
৪.৮ নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষাটি সমীকরণ সহ লেখো।
অথবা, টুথপেষ্ট কীভাবে দাঁতের ক্ষয় নিয়ন্ত্রণ করে ?