FIRST SUMMATIVE EVALUATION
PHY SCIENCE QUESTION PAPER
CLASS 9 WBBSE
Set-3
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন : 40
মূল্যায়নের মাস : এপ্রিল
অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন : 10
সিলেবাস/Syllabus :
1. পরিমাপ
2. বল ও গতি
3. পরমাণুর গঠন
বাহাদুরপুর হাইস্কুল (উঃ মাঃ)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৩
শ্রেণি- নবম বিষয়- ভৌত বিজ্ঞান
সময়- ১.৩০ মিনিট পূর্ণমান- ৪০
1. নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×7=7
1.1 বলের মাত্রীয় সংকেত হল—
(a) `MLT^{-1}` (b) `MLT^{-2}`
(c) `ML²T^{-1}` (d) `ML²T^{-2}`
1.2 নিচের কোনটি স্কেলার রাশি—
(a) বল (b) ভরবেগ (c) ত্বরণ (d) কার্য
1.3. নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায়—
(a) বলের সংজ্ঞা (b) বলের পরিমাপ
(c) ভরবেগ (d) সবগুলি।
1.4. সমবেগে গতিশীল বস্তুর—
(a) ত্বরণ বাড়তে থাকে
(b) ত্বরণ কমতে থাকে
(c) মসৃণ থাকে
(d) ত্বরণ থাকে না।
1.5. নীচের কোনটি স্থায়ী কনা নয়—
(a) ইলেকট্রন (b) মেসন (c) প্রোটন
(d) নিউট্রন।
1.6. ইলেকট্রনের আবনি কত—
(a) 1.602×`10^{–19}`C
(b) −1.602×`10^{–2}`C
(c) 1.602 x `10^{–22}`C
(d) –1.602×`10^{–19}`C
1.7. S.T.P. তে মোল 1 গ্যাসের আয়তন—
(a) 22.3 লিটার (b) 22.1 লিটার
(c) 22.4 লিটার (d) 22.8 লিটার
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (যে-কোনো সাতটি) : 1×7=7
2.1. ভরবেগের মাত্রীয় সংকেত লেখ।
2.2. ক্ষমতা হল একটি রাশি।
2.3. নিউক্লিয় বল কি ?
2.4. একটি স্থির বস্তুর বেগ কত ?
2.5. 1 dyne সমান ________N
2.6. Mg এর শেষ কক্ষপথে কটি ইলেকট্রন থাকে ?
2.7. ভরসংখ্যা কাকে বলে ?
2.8. H₂SO₄ এর আনবিক ভর কত (H এর পারমানবিক ভর 1, S এর পারমানবিক ভর 32, O এর পারমানবিক ভর 16)।
2.9. 96 গ্রাম অক্সিজেনে কত মোল O₂ অণু আছে।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (যে-কোনো সাতটি) : 2×7=14
3.1 মৌলিক ও লব্ধি একক কাকে বলে ?
3.2 তুলা যন্ত্রের সুবেদিতা কাকে বলে ?
3.3 5kg ভরের একটি বস্তু 10 m/s বেগে গতিশীল। বস্তুটির ভরবেগ কত ?
3.4 রৈখিক ভরবেগের সংরক্ষন সূত্রটি লিখ।
3.5 ক্রিয়া ও প্রতিক্রিয়া বল যুগপৎ- ব্যাখ্যা করো।
3.6. `{}_{20}Ca` এর ইলেকট্রন বিন্যাস লেখো।
3.7 আইসোবার কাকে বলে উদাহরণ সহ লেখো।
3.8. 1 মোল NO অনু এবং 0.5 মোল NO₂ অনুর মধ্যে কোনটি ভারী।
3.9. 12.044×`10^{23}` সংখ্যক সেডিয়াম পরমানুতে মোল সংখ্যা নির্নয় করো।
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়) : 3×4 = 12
4.1. চলন গতি ও ঘূর্নন গতির পার্থক্য লেখ। অথবা, দ্রুতি ও বেগের পার্থক্য লিখ।
1 4.2. প্রমান কর : s = ut +`frac1{2}` = at²
4.3. একটি স্কুটার 10 m/s বেগে গতিশীল। ব্রেক প্রয়োগ করে স্কুটারটি থামানো হল। এক্ষেত্রে সৃষ্ট মন্দনের মান 0.5m/s²। স্কুটারটি থামানোর আগে কত দূরত্ব অতিক্রম করবে।
অথবা,
নিউটনের তৃতীয় সূত্র থেকে রকেটের গতি ব্যাখা করো।
4.4. রাদারফোর্ডের পরমানু মডেলটি লেখো।
👉নবম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈