WBBSE Class 9 Physical Science First Unit Test Question Paper Set-4 | নবম শ্রেণি ভৌতবিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট সেট-৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
PHY SCIENCE QUESTION PAPER
CLASS 9 WBBSE

Set-4

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- নবম          বিষয়- ভৌত বিজ্ঞান
সময়- ১.৩০ মিনিট          পূর্ণমান- ৪০

GROUP – A

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×8=8

(i) নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন এককটি ব্যবহৃত হয় ?
(a) অ্যাংস্ট্রম (b) AU (c) x-একক
(d) ফার্মি

উত্তরঃ (b) AU

(ii) ওজনেরর মাত্রীয় সংকেত হল—
(a) MLT⁻² (b) MLT⁻² (c) ML-IT⁻²
(d) MLT⁻³

উত্তরঃ (b) MLT⁻²

(iii) নীচের কোন্‌ দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই ?
(a) দ্রুতি, বৈগ (b) সরণ, কার্য
(c) বল, ভরবেগ (d) বেগ, ত্বরণ

উত্তরঃ (a) দ্রুতি, বৈগ

(iv) চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হল—
(a) স্থিতিজাড্য (b) গতিজাড্য
(c) ঘূর্ণন গতি (d) আপেক্ষিক গতি

উত্তরঃ (b) গতিজাড্য

(v) রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল—
(a) রৈখিক ভরবেগ (b) বল (c) ভর
(d) গতিশক্তি

উত্তরঃ (a) রৈখিক ভরবেগ

(vi) একটি ইলেকট্রনের তড়িদাধানের পরিমাণ—
(a) 1.6×10⁻¹⁰ᵉˢᵘ
(b) 4.802 stat coulomb
(c) –1.602 x 10⁻¹⁹ᶜ
(d) 1.6 x 10⁻¹⁹ᶜ

উত্তরঃ (c) –1.602 x 10⁻¹⁹ᶜ

(vii) সবচেয়ে হালকা পরমাণু কোনটি ?
(a) ডয়টেরিয়াম (b) ট্রাইটিয়াম
(c) হিলিয়াম (d) প্রোটিয়াম

উত্তরঃ (c) হিলিয়াম

(viii) `{}^{18}O_8` -এ নিউট্রন সংখ্যা—
(a) 10টি (b) ৪ টি (c) 9 টি
(d) কোনোটিই নয়

উত্তরঃ (a) 10টি

GROUP – B

2. অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×7=7

(i) নিউটনের কোন্ গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় ?

উত্তরঃ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়।

অথবা,

বলের CGS পদ্ধতি ও SI-তে পরম এককের সম্পর্ক কী ?

উত্তরঃ বলের CGS পদ্ধতিতে পরম একক ডাইন এবং SI-তে নিউটন।

1 নিউটন = 10⁵ ডাইন।

(ii) মৌলগুলির শেষ ক নিষ্ক্রিয় মৌলগুলির শেষ কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে।

উত্তরঃ নিষ্ক্রিয় মৌলগুলির শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে।

অথবা,

পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে ?

উত্তরঃ ইলেকট্রন।

(iii) কোনো পরমাণু M কক্ষে ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা ……………।

উত্তরঃ 2×3² = 2×9 =18 টি

(iv) বিশুদ্ধ ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণাক্ষ সর্বদাই ……….. ।

উত্তরঃ অপরিবর্তিত।

(v) সত্য / মিথ্যা নিরূপণ করো।

দ্রুতি শূন্য হলে বেগ শূন্য নাও হতে পারে।

উত্তরঃ মিথ্যা।

(vi) একটি এককবিহীন রাশির উদাহরণ দাও।

উত্তরঃ আপেক্ষিক গুরুত্ব।

(vii) সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত কত ?

উত্তরঃ 5:2:2:1

GROUP – C

3. সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)। 2×8=16

(i) সাধারণ স্কেল ধাতুর না হয়ে কাঠের তৈরি হয় কেন ?

উত্তরঃ ধাতু তাপে প্রসারিত হয় এবং শীতল করলে সংকুচিত হয়। তাই ধাতুর তৈরি স্কেল উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে প্রসারিত সংকুচিত হয় ফলে স্কেলের অঙ্ক দুটি দাগের মাঝের দূরত্বও পরিবর্তিত হয় ফলের সঠিক পাঠ দেয় না।কিন্তু কাঠ তাপের কুপরিবাহী হওয়ায় উষ্ণতা বৃদ্ধি কিংবা হ্রাসে সঠিক পাঠ দেয়। তাই সাধারণ স্কেল ধাতুর না হয়ে কাঠের তৈরি হয়।

অথবা,

তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কী অসুবিধা হত ?

উত্তরঃ বয়স বন্ধুরও মাসে প্রকাশ করলে একটি সুবিধাজনক সংখ্যা পাওয়া যায় যা বুঝতে সুবিধা হয় কিন্তু যদি সেকেন্ডে প্রকাশ করা হয় তাহলে খুব বড় একটি সংখ্যা হয় যা বুঝতে বা প্রকাশ করতে অসুবিধা হয়।

(ii) কোনো তরলের ঘনত্ব 0.8 g/cm³ হলে 200 cm³ তরলের ভর কত ?

উত্তরঃ 200 cm³ তরলের ভর = আয়তন × ঘনত্ব = 200×0.8 গ্রাম = 160 গ্রাম

(iii) জড়ত্বীয় ভর বলতে কী বোঝ ?

উত্তরঃ বস্তুর ভর তাদের স্থিতি ও গতি জাড্যের মান নির্দেশ করে। এই কারণে এই ভরকে জড় ভর বা জড়ত্বীয় ভর (inertial mass)।

স্পষ্টত F = ma সমীকরণে বস্তুর যে ভর নির্দেশ করা হয়েছে তা হলো জড়ত্বীয় ভর ।

(iv) কামান থেকে গোলা ছুড়লে কামান পিছু হঠে কেন ?

উত্তরঃ যখন কোন কামান থেকে গোলা ছোড়া হয় তখন গলার ওপর একটি বল ক্রিয়া করে ফলে গোলাটি সামনের দিকে এগিয়ে যায়। গোলা কামানের ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। ফলে কামানটি ও পিছন দিকে সরে যায়। তৃতীয় গতিসূত্রের সাহায্যে এর ব্যাখ্যা করা যায়।

অথবা,

সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার দুটি শর্ত উল্লেখ করো।

উত্তরঃ সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা শর্ত গুলি হলো বাহু দুটি দীর্ঘ হবে। সূচকটি লম্বা হবে। তুলাদন্ড হালকা হবে।

(v) ভরই বস্তুর জাড্যের পরিমাপ-ব্যাখ্যা করো।

উত্তরঃ কোনো স্থির বস্তুর স্থির কিংবা গতিশীল বস্তুর গতিশীলতা কার প্রবণতায় হলো বস্তুর জাড্যে বা জড়তা। যে বস্তুর ভর যত বেশি তার জাড্য তত বেশি। অর্থাৎ, কোনো হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বেশী বল প্রয়োগ করতে হয়। তাই কোনো জড় বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাপ।

(vi) ইলেকট্রন কে সব পদার্থের মূল কণা বলা হয় কেন ?

উত্তরঃ ক্যাথোড রশ্মী উৎপাদনের সময় তড়িৎ মোক্ষণ নলে যে কোন ধাতু নির্মিত ক্যাথোড এবং যে কোন গ্যাস ব্যবহার করা হোক না কেন, প্রতি ক্ষেত্রে একই আধান এবং একই ভর বিশিষ্ট ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন উৎপন্ন হয়। তাই ইলেকট্রন কে পরমাণুর একটি মূল উপাদান কণিকা রূপে গণ্য করা হয় যা সমস্ত মৌলের পরমাণুতে বিদ্যমান।

(vii) আইসোটোপের রাসায়নিক ধর্ম একই হয় কেন ?

উত্তরঃ কোনো মৌলের আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ায় ভরসংখ্যা আলাদা হয়। এদের ইলেকট্রন বিন্যাস একইরকম হওয়ায় এদের রাসায়নিক ধর্ম এক হয়।

(viii) রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি প্রধান ত্রুটি উল্লেখ করো।

উত্তরঃ রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান দুটি অসঙ্গতি দেখা যায়। যেমন- বিজ্ঞানী নীলস বোর (Niels Bohr) জানান যে, ধনাত্মক চার্জ বাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক কার্যবাহী ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে আবর্তন করতে থাকলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুযায়ী এগুলো থেকে সর্বদা শক্তি বিকিরণ হতে থাকবে। ফলে ইলেকট্রনগুলি শক্তি হারাবে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে। একসময় ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের ওপর গিয়ে পড়বে। অর্থাৎ, পরমাণুর আর কোনো ইলেকট্রনীয় গঠন থাকবে না। কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না যা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি ত্রুটি।

নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন গুলো অবিরাম ঘুরতে থাকে ওই ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো থেকে অবিরাম শক্তি বিকীর্ণ হতে থাকে। এর ফলে পরমাণুর যে বর্ণালী পাওয়া যাবে, সেটা সূর্যরশ্মির বর্ণালীর মতে নিরবচ্ছিন্ন হবে। কিন্তু বাস্তবে দেখা যায় পরমাণু রেখা বর্ণালি সৃষ্টি করে। রাদারফোর্ডের পরমাণু মডেল এই ঘটনার ব্যাখ্যা করতে পারে না।যা রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর একটি ত্রুটি বা সীমাবদ্ধতা।

GROUP – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3×3=9

(i) নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে F = ma সমীকরণটি প্রতিষ্ঠা করো।

উত্তরঃ ধরি m ভরের একটি বস্তুর উপর । সময় ধরে F পরিমাণ বল প্রয়গ করায় বস্তুটির বেগ u থেকে বেড়ে হল।

বস্তুটির প্রাথমিক ভরবেগ = mu

বস্তুটির অন্তিম ভরবেগ =mv

ভরবেগের পরিবর্তন = mv–mu

ভরবেগের পরিবর্তনের হার = `frac(mv–mu){t}` = m`frac(v–u){t}` = ma [কারণ, `frac(v–u){t}`= a]

নিউটনের দ্বিতীয় গতিসুত্র অনুযায়ী, F∝ma

বা, F=k.ma [k হল ভেদধ্রুবক। এর মান 1 ]

বা, F=ma

অথবা,

100dyn এর একটি বল 5s ধরে 25g ভরের বস্তুর ওপর ক্রিয়া করল। কত বেগ উৎপন্ন হবে নির্ণয় করো।

উত্তরঃ এক্ষেত্রে F=100 dyn, m = 25g, t=5s, u = 0

এখন, F=ma সমীকরণ থেকে পাই,

100 = 25xa

বা, a = 100/25 =4cm/s²

আবার, v=u+at সমীকরণ থেকে পাই,

V = 0 + 4×5 cm/s = 20 cm/s

∴ বস্তুতে বেগ উৎপন্ন হবে 20 cm/s

(ii) একটি বস্তুর ভর 7.8 kg. আয়তন 1000 cm³ । বস্তুর ঘনত্ব কত?

উত্তরঃ বস্তুর ঘনত্ব = বস্তুর ভর বস্তুর আয়তন

বস্তুর ঘনত্ব = 7.8 kg + 1000

= (7800 + 1000 cm³) গ্রাম/সেমি³

= 7.8 গ্রাম/সেমি³

অথবা,

তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কী বোঝ ? সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার,শর্তগুলি লেখো।

উত্তরঃ যে বিশেষ গুণ এর জন্য কোন তুলা যন্ত্রে তুলা পাত্রে রাখা দুটি ঘরের সামান্য পার্থক্য নির্দেশ করতে পারে তাকে তুলা যন্ত্রের সুবেদিতা বলে।

তুলা যন্ত্র টি হওয়ার শর্ত হলো :

◆ তুলাদণ্ডের দুই বাহুর দৈর্ঘ্য এবং তুলাপাত্র দুটির ভর সমান হবে।

◆ তুলাযন্ত্রটি সুবেদী (Sensitive) হবে। যে তুলা যন্ত্র ভরের সামান্য পার্থক্য মাপতে পারে, সেই তুলাযন্ত্রকে সুবেদী তুলা যন্ত্রের বলে।

◆ তুলাদণ্ডটি হালকা এবং ওর বাহুর দৈর্ঘ্য বেশি হলে তুলাযন্ত্রটি সুবেদী হয়।

◆ যে ধর্মের জন্য সাধারণ তুলা যন্ত্র সামান্যতম ভরের পার্থক্য নির্দেশ করে, তাকে তুলা যন্ত্রের সুবেদিতা বলে।

◆ তুলাযন্ত্রটি সুস্থিত (Stable) হবে। অর্থাৎ, তুলাদণ্ডটির আন্দোলন যেন বেশিক্ষণ স্থায়ী না হয়।

◆ তুলাযন্ত্রটি দৃঢ় (Rigid) হবে। অর্থাৎ, তুলা যন্ত্রের বিভিন্ন অংশগুলি মজবুত হবে।

(iii) পরমাণুর গঠন-সংক্রান্ত নীলস বোরের কার্যাবলী লেখো।

অথবা,

রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষিপ্ত বিবরণ দাও।

👉নবম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


Leave a Reply