WBBSE Class 9 Set-2 Life Science First Unit Test | নবম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

 
LIFE SCIENCE MODEL QUESTION PAPER Set-2

পাঠ্যসূচি –
1. জীবন ও তার বৈচিত্র্য
2 জীবন সংগঠনের স্তর
3. জৈবনিক প্রক্রিয়া
4. জীববিদ্যা ও মানবকল্যাণ
5. পরিবেশ ও তার সম্পাদ
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 40
মূল্যায়নের মাস : এপ্রিল মাস
অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন : 10

যোত শিবরামপুর গার্লস হাইস্কুল
প্রথম পার্বিক অভীক্ষা ২০২২
বিষয় : জীবন বিজ্ঞান
শ্রেণী নবম
সময় 1 ঘন্টা 20 মিনিট পূর্ণমান – 40

১। অতি সংক্ষিপ্ত উত্তবভিত্তিক প্রশ্ন :
সঠিক উত্তরটি নির্বাচন করো। ১×৭=৭

১.১ Labeo rohita কোন প্রানীর বিজ্ঞান সম্মত নাম?
(ক) গিনিপিগ (খ) রুইমাছ (গ) টিকটিকি (ঘ) হাঙর

উত্তরঃ (খ) রুইমাছ।

১.২ লিনিয়াস প্রবর্তিত হায়ারর্কিতে মোট ধাপের সংখ্যা –
(ক) ৭টি (খ) ৯টি (গ) ৬টি ঘ) ৮টি

উত্তরঃ (ক) ৭টি।

১.৩ নিমাটোডা পর্বের অন্তর্গত জীব হল-
(ক) যকৃৎ কমি (ঘ) হাইড্রো (গ) গোলকৃমি
(ঘ) জোঁক

উত্তরঃ (গ) গোলকৃমি।

১.৪ উভচর উদ্ভিদ হল –
(ক) শৈবাল (খ) মস (গ) ফার্ন (ঘ) গুপ্তবীজী উদ্ভিদ।

উত্তরঃ (খ) মস।

১.৫ অস্টিওম্যালেশিয়া হয় যে ভিটামিনের অভাবে –
(ক) vit – A (খ) vit – D (গ) vit-E (ঘ) vit K

উত্তরঃ (খ) vit – D

১.৬ আয়োডিনের আভাবে হয়—
(ক) অ্যানিমিয়া (খ) দন্তক্ষয় (গ) রিকেট
(ঘ) গলগন্ড

উত্তরঃ (ঘ) গলগন্ড।

১.৭ ক্রিস্টি যে কোশ অঙ্গানুতে দেখা যায় তা হল—
(ক) ক্লোরোপ্লাস্ট (খ) গলগি বডিস
(গ) মাইটোকনড্রিয়া (ঘ) সেন্ট্রোজোম

উত্তরঃ (গ) মাইটোকনড্রিয়া।

• শূন্যস্থান পূরণ করো : ১×৫=৫

১.৮ অ্যামাইলোপ্লাস্টে __________ জাতীয় খাদ্য জমা থাকে।

উত্তরঃ শর্করা।

১.৯ __________ কে সুইসাইড ব্যাগ বলে।

উত্তরঃ লাইসোজোম।

১.১০ মানুষের দ্বিপদ নাম হল _________।

উত্তরঃ Homo sapiens.

১.১১ ব্যাকটেরিয়া ___________ রাজ্যের অন্তর্গত।

উত্তরঃ মনেরা।

১.১২ সাপ ____________ শ্ৰেণীভুক্ত প্রাণী৷

উত্তরঃ সরীসৃপ।

• স্তম্ভ মেলাও :

বাম ‘স্তম্ভ’ ডান ‘স্তম্ভ’
১.১৩ নিডোব্লাস্ট কোশ্ (ক) কেঁচো
১.১৪ দেহে আংটির মতো (খ) জলশামুক
১.১৫ ম্যান্টল পর্দা (গ) হাইড্রা

বাম ‘স্তম্ভ’
১.১৩ নিডোব্লাস্ট কোশ্
১.১৪ দেহে আংটির মতো
১.১৫ ম্যান্টল পর্দা

ডান ‘স্তম্ভ’
(ক) কেঁচো
(খ) জলশামুক
(গ) হাইড্রা

• সত্য / মিথ্যা নির্ণয় করো: ৩× ১=৩

১.১৬ সিঙ্গার ও নিকলসন কোশ পর্দার তরল মোজাইক নকশা আবিষ্কার করেন।

উত্তরঃ সত্য।

১.১৭ কোশের মস্তিষ্ক মাইটোকনড্রিয়াকে বলে।

উত্তরঃ মিথ্যা।

১৮। হাঙরের লেজ হোমোসারকেল প্রকৃতির।

উত্তরঃ সত্য।

২. সংক্ষিপ্ত উত্তর দাও : ৬×২=১২

২.১ অপচিতি বিপাক বলতে কী বোঝ? উদাহরণ দাও।

২.২ মহাকাশযানে ক্লোরেল্লা (এককোশী শৈবাল) রাখার কারণ কী?

২.৩ দ্বিপদ নামকরণের দুটি নিয়ম লেখো।

২.৪ ভাসকুলার ক্রিপটোগ্যামস কাদের বলে? উদাহরণ দাও।

২.৫ জীবদেহে লিপিডের দুটি ভূমিকা উল্লেখ করো।

২.৬ DNA ও RNA এর দুটি পার্থক্য লেখো।

৩. দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন : ৫×২ = ১০

৩.১ স্তন্যপায়ী শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখো। গিনিপিগ ও পায়রার বিজ্ঞানসম্মত নাম
লেখো। শুষ্ক ও এপিডারমাল আঁশ কোন শ্রেণীর প্রাণীতে দেখা যায়? ২+২+১=৫

৩.২

এটি কোন কোশ অঙ্গানু ? 1,2,3,4 নং অংশগুলির নাম লেখো। এই কোশ অঙ্গানুর
দুটি কাজ লেখো। ১+২+২=৫

This Post Has One Comment

Leave a Reply