WBBSE Class 9 Set-2 Physical Science First Unit Test | নবম শ্রেণি ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

                               Set-2

             1st. Summative Evaluation.
             Class-IX   Sub:- Phy. Science
             Time : 1 hrs 30 mts F.M.-40
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ 1×8= 8
(i) ত্বরণের মাত্রীয় সংকেত হল –
(a) `LT^{-1}` (b)`LT^{2}` (c)`L^{2}T` (d) LT.
 
(ii) পৃথিবীর আহ্নিক গতি হল এক প্রকার –
(a) বৃত্তীয় (b) ঘূর্ণন (c) মিশ্র (d) চলন ।
 
(iii) নিউট্রনবিহীন একটি পরমাণু হল – 
(a) সাধারণ হাইড্রোজেন 
(b) ভারী হাইড্রোজেন 
(c) ট্রিটিয়াম 
(d) অক্সিজেন।
 
(iv) নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায় – 
(a) বলের সংজ্ঞা
(b) বলের পরিমাণ 
(c) ভরবেগের সংজ্ঞা 
(d) ওজনের সংজ্ঞা ।
 
(v) পরমাণুর সবথেকে হালকা কণা
(a) ইলেকট্রন (b) প্রোটন (c) নিউট্রন (d) মেশন ।
 
(vi) কত বল প্রয়োগ করলে 10g ভরের কোনো বস্তুর 6cm/s² ত্বরণ হবে?- 
(a) 50 ডাইন (b) 60 ডাইন (c) 60 নিউটন (d) 70 ডাইন ।
 
(vii) নিউট্রন কণা আবিস্কার করেন বিজ্ঞানী-
(a) মোজলে (b) স্যাডউইক (c) থমসন (d) প্রিস্টলে।
 
(viii) 1Kg-wt= ………..?
(a) 980 ডাইন (b) IN (c) 980N (d) 9.8N.
 
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 1×7 = 7
(i) তিনটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও ।
       অথবা, 
বলের মাত্রা লেখো।
 
(ii) কোন্ তেজস্ক্রিয় রশ্মিটি আধানহীন ?
 
(iii) আলোকবর্ষ কীসের একক?
অথবা, 
ওজন কীসের সাহায্যে মাপা হয় ?
 
(iv) 1 ফৰ্মি = _________ মিটার । (শূন্যস্থান পূরণ কর)।
 
(v) 1 নিউটন __________ ডাইন । (শূন্যস্থান পূরণ কর)।
 
(vi) `{}_{17}Cl^{35}` এর ইলেট্রন বিন্যাস লেখো। (বি.দ্র বামদিকের তৃতীয় বন্ধনী হবে না,টাইপ জনিত সমস্যা)।
 
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2×8=16
(i) তুলাযন্ত্রের সুবেদিতা কাকে বলে? ইহার একটি শর্ত লেখো ।
 
(ii) নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো।
অথবা, 
রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লেখো ।
 
(iii) নিউক্লিয় বল কী ? ইহার দুটি বৈশিষ্ট্য লেখো।
 
(iv) নিউটনের তৃতীয় সূত্র লেখো। ও একটি উদাহরণ দাও ।
অথবা, 
আইসোটোন কাকে বলে? উদাহরণ দাও ।
 
(v) একটি গাড়ী স্থির অবস্থা থেকে 5 m/s² সমত্বরণে চলতে শুরু করলো। 10s পর গাড়ীটি কত দূরত্ব যাবে ?
 
(vi) `{}_{11}Na^{23}` মৌলটি ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো ।(বি.দ্র বামদিকের তৃতীয় বন্ধনী হবে না,টাইপ জনিত সমস্যা)।
 
(vii) একক বিহীন রাশি কাকে বলে? উদাহরণ দাও ।
                            অথবা, 
দূরত্ব মাপতে কাঠের না ধাতুর স্কেল উপযুক্ত ? যুক্তি দাও ।
 
(viii) পার্থক্যঃ- স্কেলার রাশি, ভেক্টর রাশি ।
 
4. তিনটি প্রশ্নের উত্তর দাওঃ 3×3=9
 
(i) মাপনী চোঙ ও তুলা যন্ত্রের সাহায্যে কীভাবে একটি আনয়তাকার বস্তুর ঘনত্ব নির্ণর করবে?
 
(ii) প্রমাণ করো : v²=u²+2as, (প্রতীকগুলি প্রচলিত অর্থ প্রকাশ করো)
 
(iii) সংজ্ঞা দাওঃ- ডাইন, নিউটন (বলের একক)।
 
(iv) কাকে পরমাণবাদের জনক বলা হয় ? পরমাণুর আদি কণাগুলি কি কি? পরমাণুর একটি অস্থায়ী কণার নাম লেখো ।

This Post Has One Comment

Leave a Reply