WBBSE Class 9th Life Science First Unit Test | নবম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

LIFE SCIENCE MODEL QUESTION PAPER Set-1

পাঠ্যসূচি–
1. জীবন ও তার বৈচিত্র্য
2 জীবন সংগঠনের স্তর
3. জৈবনিক প্রক্রিয়া
4. জীববিদ্যা ও মানবকল্যাণ
5. পরিবেশ ও তার সম্পাদ
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40
মূল্যায়নের মাস: এপ্রিল মাস
অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন: 10

First Summative Evaluation
Class- IX
LIFE SCIENCE & ENVIRONMENT
Time – 1.Hr: 30mts. F.M. – 40

বিভাগ – ক

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো: 1×7

(i) কোন্‌টি আম গাছের সঠিক বিজ্ঞানসম্মত নাম ?
(a) Mangifera Indica
(b) Mangifera, indica Linn
(c) Indica Mangifera
(d) Indica Mangifera.

(ii) পলিস্যাকারাইড এর পাচনের অন্তিম ধাপে কোন্‌টি উৎপন্ন হয় ?
(a) অ্যামাইনো অ্যাসিড
(b) ফ্যাটি অ্যাসিড
(c) নিউক্লিওটাইড
(d) একশর্করা।

(iii) কর্ডাটা পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হল—
(a) গলবিলীয় ফুলকাছিদ্রের উপস্থিতি
(b) স্টোমোকর্ডের উপস্থিতি
(c) ম্যান্টলের উপস্থিতি
(d) কম্বপ্লেট-এর উপস্থিতি।

(iv) নিচের কোন্ জোড়াটি সঠিক ?
(a) ভিটামিন A– রোডপসিন সংশ্লেষ
(b) ভিটামিন C– গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধি
(c) ভিটামিন A– হিমোগ্লোবিন সংশ্লেষ
(d) ভিটামিন K– RBCগঠন।

(v) কোন্ কোশ-অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে থাকে ?
(a) মাইটোকন্ড্রিয়া
(৮) এন্ডোপ্লাজমীয় জালিকা
(c) লাইসোজোম
(d) রাইবোজোম।

(vi) লোহিত রক্ত কণিকা কোন্ অঙ্গে ধ্বংস হয়ে থাকে ?
(a) যকৃত (b) বৃক্ক
(c) ফুসফুস (d) প্লীহা।

(vii) সারকোলেমা কোন্ কলায় দেখা যায় ?
(a) স্নায়ুকলা (b) পেশীকলা
(c) আবরণী কলা (d) যোগকলা।

বিভাগ – খ

2. শূন্যস্থান পূরণ করো (যে কোনো দুটি) : 1×2

(i) জীববিদ্যা ও _________ এর সমন্বয়ে গঠিত, জীববিদ্যার শাখা হলো জীবমিতি।

(ii) মানুষের বক্ষ গহ্বরের দু’টি ফুসফুসের মাঝে __________ অবস্থিত।

(iii) নিউক্লিয়াসের মধ্যস্থ ঘন গোলাকার বস্তুকে বলে ___________।

3. একটি বাক্যে উত্তর দাও (যে কোনো তিনটি) : 1×3

(i) বিসদৃশ শব্দটি খুঁজে বের করে লেখো : নিমাটোসিস্ট, নিডোব্লাস্ট, কম্বপ্লেট,
প্লানুলা-লার্ভা।

(ii) পুরুষদেহে শুক্রাণু উৎপন্নকারী অঙ্গের নাম লেখো।

(iii) আণবিক-জীববিদ্যা’-তে কী কী বিষয়ে আলোচনা করা হয়ে থাকে?

(iv) হুইটেকার শ্রেণিবিভাগ অনুসারে, কোন্ রাজ্যভুক্ত সকল জাবই হলো, বাস্তুতন্ত্রের
বিয়োজক ?

4. সঠিক বাক্যের পাশে ‘সত্য’ ও ভুল বিবৃতির পাশে ‘মিথ্যা’ লেখোঁ (যে কোনো
দুটি) : 1×2

(i) RNA-তে পিরিমিডিন বেস হিসাবে থাইমিন থাকে।

(ii) আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের দেহে সন্ধিল উপাঙ্গ থাকে।

(iii) প্রকরণ, জৈববৈচিত্র্য সৃষ্টির একটি প্রধান কারণ।

5. স্তম্ভ ‘A’ ও স্তম্ভ ‘B’-এর মধ্যে সমতা বিধান করো : 1×4

স্তম্ভ ‘A’ স্তম্ভ ‘B’
(i) রাইবোজোম (a) যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা
(ii) প্ল্যাটিহেলমিনথিস (b) নলাকৃতি দেহ
(iii) মোলাস্কা (c) চ্যাপ্টা দেহ
(iv) স্ক্লেরেনকাইমা (d) প্রোটিন সংশ্লেষ
(e) নরম দেহ

বিভাগ – গ

6. সংক্ষিপ্ত উত্তর দাও : 2×6

(i) চিকিৎসাশাস্ত্রে, আধুনিক জীববিদ্যার 2টি প্রয়োগ-এর উদাহরণ দাও।

(ii) ব্রায়োফাইটাকে উদ্ভিদ জগতে উভচর বলা হয় কেন?

(iii) মূল ও কাণ্ডের বাহ্যিক গঠনের ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদকে
পৃথক করো।

(iv) প্রোটিনের দু’প্রকার কাজের উল্লেখ করো।

(v) নালীপদ ও মাংসল পদের উপস্থিতির ভিত্তিতে দু’টি প্রাণী পর্বকে সনাক্ত করো।

(vi) কোশীয় বস্তুর ক্ষরণ ও পাচনে অংশগ্রহণকারী কোশ অঙ্গাণুর নাম লেখো।

বিভাগ – ঘ

7. নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মোনেরা ও প্রোটিষ্টা রাজ্যের মধ্যে
পার্থক্য নিরূপণ করো—
(a) কোশের প্রকৃতি
(b) কোশীয় সংগঠনের প্রকৃতি।
কর্ডাটা পর্বের প্রাণীদের 3টি সনাক্তকারী বৈশিষ্ট উল্লেখ করো। 2+3

অথবা,

বিজ্ঞানসম্মত নাম দেবার তিনটি নিয়ম উল্লেখ করো। ট্যাক্সোনোমির জনক কে?
তাঁর রচিত একটি গ্রন্থের নাম লেখো। 3+2

8. পলিস্যাকাইডের দু’টি উদাহরণ দাও। প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ও ফ্যাটের
মনোমার-এর নাম লেখো। 2+3

অথবা,

প্রাণীকোশে ATP উৎপাদনে সহায়ক কোশ-অঙ্গাণুর চিত্র অঙ্কন করে উহার যেকোনো দুটি অংশকে চিহ্নিত করে দেখাও। 3+2

This Post Has 2 Comments

  1. Anonymous

    Useful

Leave a Reply