WBBSE Madhyamik 2017 Question Paper Life Science Solution | মাধ্যমিক জীবন বিজ্ঞান সমাধান ২০১৭ | Madhyamik Life Science Previous Year Question Paper

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBBSE Madhyamik 2017 Question Paper Life Science Solution | মাধ্যমিক জীবন বিজ্ঞান সমাধান ২০১৭ | Madhyamik Life Science Previous Year Question Paper

2018

LIFE SCIENCE
Time – 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)
Full Marks – 90
(For Regular and Sightless Regular Candidates)
Full Marks – 100
(For External and Sightless External Candidates)

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

(নতুন পাঠক্রম)

বিভাগ – ‘ক’
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)


মাধ্যমিক সমস্ত বিষয়ের মক্ টেস্ট


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ। ১×১৫ = ১৫

১.১ কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়। এটি হলো-
(ক) ফটোন্যাস্টি (খ) সিসমোন্যাস্টি
(গ) কেমোন্যাস্টি (ঘ) থার্মোন্যাস্টি

উত্তরঃ (ক) ফটোন্যাস্টি ।

১.২ ডায়াবেটিস মেলিটাস -এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম
(ক) অ্যাড্রেনালিন (খ) ইনসুলিন
(গ) থাইরক্সিন (ঘ) টেস্টোস্টেরন

উত্তরঃ (খ) ইনসুলিন।

১.৩ দৈনিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো—
(ক) থ্যালামাস (খ) লঘু মস্তিষ্ক
(গ) হাইপোথ্যালামাস (ঘ) সুষুম্নাশীর্ষক

উত্তরঃ (গ) হাইপোথ্যালামাস।

১.৪ তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হল—
(ক) প্রফেজ (খ) টেলোফেজ
(গ) অ্যানাফেজ (ঘ) মেটাফেজ

উত্তরঃ (গ) অ্যানাফেজ।


মাধ্যমিক সমস্ত বিষয়ের প্রশ্নপত্র


১.৫ নিচের কোন জোড়টি সঠিক—
(ক) কোরকোদ্গম – ইস্ট
(খ) খন্ডীভবন – কেঁচো
(গ) রেনু উৎপাদন – অ্যামিবা
(ঘ) পুনরুৎপাদন – ড্রায়োপটেরিস

উত্তরঃ (ক) কোরকোদ্গম – ইস্ট।

১.৬ জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরনের—
(ক) শৈশব দশায়
(খ) বয়ঃসন্ধি দশায়
(গ) বার্ধক্য দশায়
(ঘ) সদ্যোজাত দশায় ৷

উত্তরঃ (খ) বয়ঃসন্ধি দশায়।

১.৭ মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো—
(ক) কুঞ্চিত বীজ (খ) হলুদ রঙের বীজ
(গ) বেগুনি রঙের ফুল (ঘ) কাক্ষিক পুষ্প

উত্তরঃ (ক) কুঞ্চিত বীজ৷

১.৮ Y,R জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়—
(ক) ১ (খ) ৪ (গ) ২ (ঘ) ৩

উত্তরঃ (খ) ৪

১.৯ হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো—
(ক) ৭৫% (খ) ৫০% (গ) ১০০% (ঘ) ০%

উত্তরঃ (ঘ) ০%

১.১০ পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো—
(ক) হাইড্রোজেন (খ) অক্সিজেন (গ) মিথেন
(ঘ) অ্যামোনিয়া

উত্তরঃ (খ) অক্সিজেন

১.১১ সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল—
(ক) উৎপত্তিগত ভাবে ভিন্ন এবং কাজ ও ভিন্ন
(খ) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই
(গ) অপসারী বিবর্তন কে নির্দেশ করে
(ঘ) উৎপত্তিগত ও গঠনগতভাবে একা

উত্তরঃ (খ) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই।

১.১২ নিচের কোনটি অস্থি যুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়—
(ক) রেড গ্রন্থি (খ) অগ্র প্রকোষ্ঠ
(গ) গ্যাস্ট্রিক গ্রন্থি (ঘ) রেটি মিরাবিলি

উত্তরঃ (ঘ) রেটি মিরাবিলি

১.১৩ সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোনটির সাথে যুক্ত ?
(ক) নাইট্রোজেন আবদ্ধ কারণ
(খ) নাইট্রিফিকেশন
(গ) ডিনাইট্রিফিকেশন
(ঘ) অ্যামোনিফিকেশন

উত্তরঃ (গ) ডিনাইট্রিফিকেশন।

১.১৪ পূর্ব হিমালয় জীব বৈচিত্র হটস্পট এর একটি বিপন্ন প্রজাতি হলো—
(ক) লায়ন টেন্ড ম্যাকাক
(খ) ওরাং ওটান
(গ) রেড পান্ডা
(ঘ) নীলগিরি থর

উত্তরঃ (গ) রেড পান্ডা৷

১.১৫ বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগ গুলি হল—
(ক) ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস
(খ) হেপাটাইটিস, ব্রংকাইটিস, বধিরতা
(গ) ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার
(ঘ) ফুসফুসের ক্যান্সার, পোলিও, ম্যালেরিয়া

উত্তরঃ (গ) ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার।

বিভাগ – ‘খ’

২। নীচের ২৬ টি প্রশ্ন থেকে যে কোন ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ : ২১×১ = ২১

নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ কর ( যেকোনো পাঁচটি) : ১×৫ = ৫

২.১ মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনমত পরিমার্জন করার পদ্ধতিকে _________বলে।

উত্তরঃ উপযোজন।

২.২ অ্যাডেনিন একটি __________ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক।

উত্তরঃ পিউরিন।

২.৩ __________ হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ।

উত্তরঃ হিমোফিলিয়া।

২.৪ ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল __________।

উত্তরঃ ইউহিপ্পাস।

২.৫ ধানক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হল _________।

উত্তরঃ মিথেন।

২.৬ _________ হল পশ্চিমবঙ্গে অবস্বঙ্গে এক্তি বায়োস্ফিয়ার রিজার্ভ।

উত্তরঃ সুন্দরবন।

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ কর (যেকোনো পাঁচটি) : ১×৫ = ৫

২.৭ জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।

উত্তরঃ মিথ্যা।

২.৮ ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিস -এর ফলে উৎপন্ন হয়।

উত্তরঃ মিথ্যা।

২.৯ মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্ব-পরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়।

উত্তরঃ সত্য।

২.১০ প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য

উত্তরঃ সত্য।

২.১১ ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী৷

উত্তরঃ মিথ্যা।

২.১২ ফ্ল্যাজেলা হল প্যারমিশিয়ামের গমন অঙ্গ।

উত্তরঃ মিথ্যা।

A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখ (যেকোনো পাঁচটি) ১×৫ = ৫

A- স্তম্ভ B – স্তম্ভ
২.১৩ অন্ধবিন্দু (ক) ভূগর্ভস্থ জল দূষণ
২.১৪ সাইটোকাইনেসিস (খ) রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল
২.১৫ 44A+XY (গ) সমসংস্থ অঙ্গ
২.১৬ বাদুর ও পাখির ডানা (ঘ) কোশপাত গঠন
২.১৭ আর্সেনিক (ঙ) পরাগরেনু
২.১৮ গৰ্ভমুণ্ডে স্থানান্তকরন (চ) শব্দ দূষণ
(ছ) পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস

উত্তরঃ

২.১৩ অন্ধবিন্দু (খ) রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল
২.১৪ সাইটোকাইনেসিস (ঘ) কোশপাত গঠন
২.১৫ 44A+XY (ছ) পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস
২.১৬ বাদুর ও পাখির ডানা (গ) সমসংস্থ অঙ্গ
২.১৭ আর্সেনিক (ক) ভূগর্ভস্থ জল দূষণ
২.১৮ গর্ভমুণ্ডে স্থানান্তকরন (ঙ) পরাগরেনু

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যেকোনো ছটি) ১×৬ = ৬

২.১৯ বিসদৃশটি বেছে লেখ : TSH, ACTH, GTH, CSF

উত্তরঃ CSF

২.২০ মায়েলিন আবরণীর একটি কাজ লেখো।

উত্তরঃ মায়েলিন আবরণীর একটি কাজ হল— এই আবরণটি স্নায়ু স্পন্দনের বিকিরণে বাধা দেয়।

২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : প্রফেজ :নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি : : __________ নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব।

উত্তরঃ টেলোফেজ ।

২.২২ মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত হয় একটি প্রকরনের উদাহরণ দাও।

উত্তরঃ রোলার জিভ।

২.২৩ থ্যালাসেমিয়া রোগের অন্য দায়ী জিন মানুষের কোন্ ধরনের ক্রোমোজোম বহন করে ?

উত্তরঃ অটোজোম৷

২.২৪ বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

উত্তরঃ বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে।

২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখঃ ভ্রুন, ভাজক কলা, বীজ, ক্রায়োসংরক্ষন।

উত্তরঃ ক্রায়োসংরক্ষন।

২.২৬ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো৷

উত্তরঃ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি হল– এর প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে।

বিভাগ – ‘গ’

৩। নীচের ১৭ টি প্রশ্ন থেকে যে-কোন ১২ টি প্রশ্নের উত্তর দুই-তিন বাক্যে লেখো। ২×১২ = ২৪

৩.১ ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন -এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তরঃ ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন এর মধ্যে দুটি পার্থক্য—

বিষয়
(i) উদ্দীপনা
(ii) হরমোনের প্রভাব

ট্রপিক চলন—
উদ্দীপকের গতিপথ দ্বারা এই চলন নিয়ন্ত্রিত হয় ৷
এই চলনে অক্সিন হরমোনের প্রভাব রয়েছে।

ন্যাস্টিক চলন—
উদ্দীপকের তীব্রতা দ্বারা এই চলন নিয়ন্ত্রিত হয়।
এই চলনে অক্সিন হরমোনের প্রভাব নেই।

৩.২ মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরনে GTH –এর ভূমিকা লেখো।

উত্তরঃ মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরনে GTH –এর ভূমিকা—

মানবদেহে প্রধানত চার প্রকার GTH হরমোন ক্ষরিত হয় –FSH, LH, ICSH, LTH

(i) FSH হরমোন স্ত্রীদেহে ডিম্বাশয়ে ডিম্বথলির বৃদ্ধিতে ও ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে।

(ii) LH হরমোন পীতগ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরনে সাহায্য করে

(iii) ICSH হরমোন পুরুষদেহে শুক্রাশয়ের লিডিগের আন্তর কোশ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়।

(iv) LTH হরমোন মাতৃদেহে স্তন দুগ্ধ উৎপাদন ও ক্ষরন কে উদ্দীপিত করে।

৩.৩ নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোণগুলি সহজাত বা কোণগুলি অর্জিত প্রতি বর্তমান প্রতিবর্ত ক্রিয়া তা তালিকা ভুক্ত করো।

  • সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা
  • সাইকেল চালানো
  • হাঁচি
  • ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা

উত্তরঃ সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা— সহজাত প্রতিবর্ত ক্রিয়া

সাইকেল চালানো— অর্জিত প্রতিবর্ত ক্রিয়া

হাঁচি— সহজাত প্ৰতিবর্ত ক্রিয়া

ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা— অর্জিত প্রতিবর্ত ক্রিয়া

৩.৪ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র – এর অংশ গুলি লেখো।

উত্তরঃ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র -এর ২টি অংশ । অংশ দুটি হল – মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড।

প্রান্তীয় স্নায়ুতন্ত্র -এর ২ টি অংশ। অংশ দুটি হল- করোটিক স্নায়ু (১২ জোড়া) ও সুষুম্না স্নায়ু (৩১ জোড়া)।

৩.৫ কোশচক্রের দুটি গুরুত্ব লেখো।

উত্তরঃ কোশচক্রের দুটি গুরুত্ব—

১। কোশচক্রের নিয়ন্ত্রিত বিন্দুগুলি বিনষ্ট হলে কোশ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, ফলে টিউমার সৃষ্টি হয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কোশচক্র এই নির্দিষ্ট বিন্দুতে কোশ বিভাজন নিয়ন্ত্রন করে

২। কোশচক্রের মাধ্যমে কোশের বিভিন্ন উপাদানের গুনগত পরিনামগত মান বজায় থাকে। কোশের বৃদ্ধি ও ক্ষয়পুরণ -এর জন্যও কোশচক্র গুরুত্বপূর্ণ।

৩.৬ নিম্নলিখিত বৈশিষ্ট্য –এর ভিত্তিতে DNA ও RNA -এর মধ্যে পার্থক্য নিরূপন করো।

পিরিমিডিন ক্ষারক, 5-C যুক্ত শর্করা

উত্তরঃ DNA ও RNA – এর মধ্যে পার্থক্য—

বৈশিষ্ট্য
(i) পিরিমিডিন ক্ষারক
(ii) 5-C যুক্ত শর্করা

DNA
(i) এতে উপস্থিত থাকে T (থাইমিন C (সাইটোসিন)।
(ii) 5-C যুক্ত ডি-অক্সিরাইবোজ শর্করা থাকে।

RNA
(i) এতে উপস্থিত থাকে C (সাইটোসিন) ও U (ইউরাসিল)
(ii) 5-C যুক্ত রাইবোজ শর্করা থাকে।

৩.৭ কোন্ কোন্ বাহক নীচের উদ্ভিদ গুলিতে পরাগযোগ সম্পন্ন করে ৷

ধান, পাতাঝাঝি, শিমূল, আম৷

উত্তরঃ

উদ্ভিদ    বাহক
ধান—     বায়ু
পাতাঝাঝি— জল
শিমূল—  পাখি
আম—    পতঙ্গ

৩.৮ সংকরায়নের পরীক্ষায় কীভাবে প্রকট গুন প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো।

উত্তরঃ দুটি বিপরীত বৈশিষ্ট্য ধর্মী জীবের মধ্যে সংকরায়ন হলে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় সেটি হল প্ৰকট গুণ।

যেমন— বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে গাছের মধ্যে সংকরায়ন ঘটলে প্রথম অপত্য জনুতে সমস্ত গাছ লম্বা হবে। এক্ষেত্রে লম্বা গুণটি প্রকাশ হওয়ায়, লম্বা গুণটি প্রকট বৈশিষ্ট্য।
(পরীক্ষার ছবি দিতে হবে)

৩.৯ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F₂ – জনুতে – ফিনোটাইপ ও জিনোটাইপ এর অনুপাত কী হবে ?

উত্তরঃ 

অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F₂ – জনুতে ফিনোটাইপ -এর অনুপাত হবে ১ : ২ : ১

অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F₂ – জনুতে জিনোটাইপ-এর অনুপাত হবে ১ : ২ : ১

৩.১০ বর্ণান্ধতার কীভাবে বংশগত সঞ্চরন ঘটে তা একটি ক্রশের সাহায্যে দেখাও।

উত্তরঃ

৩.১১ জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরে -এর পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো।

উত্তরঃ

জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরে –এর পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির নাম- মিথেন,অ্যামোনিয়া হাইড্রোজেন ও জল।

জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরে -এর পরীক্ষায় উৎপন্ন একটি জৈব যৌগের নাম- গ্লাইসিন।

৩.১২ ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে।

উত্তরঃ ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল

১। দৌড়ের জন্য অগ্রপদ ও পশ্চাদপদ– এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে।

২। শক্ত মাটিতে দৌড়ের জন্য খুরের আবির্ভাব হয়েছে।

৩। পায়ের ৩ নং আঙুলের দৈর্ঘ্যের ও প্রস্থের বৃদ্ধি হয়েছে।

৪। উভয় পদের আঙুলের সংখ্যা হ্রাস ঘটেছে।

৩.১৩ সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবন কীভাবে রেচিত করে ?

উত্তরঃ অতিরিক্ত লবন রেচনের জন্য সুন্দরী গাছের অভিযোজন—

১। জলশোষনের মাধ্যমে গৃহীত অতিরিক্ত লবন পাতায় সঞ্চিত হয় এবং লবন গ্রন্থির মাধ্যমে নির্গত হয়ে যায়৷

২। মূলের ত্বক ও অধস্তক পুরু হওয়ায় অন্তঃঅভিস্রবনের মাধ্যমে জল শোষিত হওয়ার সময় অতিরিক্ত লবন শোষন বাধা পায়।

৩। বাকল মোচনের মাধ্যমে অতিরিক্ত লবণ অপসারণ ঘটে।

৪। কখনো কখনো মূলের মাধ্যমেও অতিরিক্ত লবন অপসারণ ঘটে।

৩.১৪ জীবজ নাইট্রোজেন আবদ্ধকরন পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবানুর নাম লেখো।

উত্তরঃ জীবজ নাইট্রোজেন আবদ্ধকরন পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবানুর নাম হল – আজোটোব্যাক্টর ও ক্লসট্রিডিয়াম৷

৩.১৫ অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো।

উত্তরঃ অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি হল—

১। জমির অম্লতা বৃদ্ধি পায়, ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়৷

২। জলাশয়ের মাছ ও অন্যান্য প্রানীর জীবন সংশয় ঘটে।

৩.১৬ পৃথিবীর উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র্য –এর যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও।

উত্তরঃ পৃথিবীর উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র্য -এর যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ হল

১। মেরু ভাল্লুক— বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের ক্রমাগত বরফ গলার ফলে মেরু ভাল্লুকের বাসস্থানের অভাব ঘটছে।

২। পেঙ্গুইন— বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের ক্রমাগত বরফ গলার ফলে পেঙ্গুইনের বাসস্থানের অভাব হচ্ছে এবং প্রজননের জন্য সঠিক স্থানের অভাব হচ্ছে।

৩। সামুদ্রিক মাছ— বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের তাপীয় উষ্ণতা বৃদ্ধি পায় ফলে সামুদ্রিক মাছেদের জীবন বিপন্ন হচ্ছে

৪। সুন্দরবন— বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ফলে বহু দ্বীপ জলের মধ্যে নিমজ্জিত হচ্ছে।

৩.১৭ পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার (PBR) -এর জীব বৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয় গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখ ৷

উত্তরঃ

পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার (PBR) -এর জীব বৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয় গুলি লিপিবদ্ধ করা হয় তা হল

১। স্থানীয় জীব বৈচিত্র্য সম্পর্কে সঠিক ধারণা দেয়, যার ওপর ভিত্তি করে বিপন্ন জীবগুলির সংরক্ষনের ব্যাবস্থা করা হয় ৷

২। স্থানীয় মানুষকে জীব বৈচিত্র্য সংরক্ষনের ব্যাপারে সজাগ করে সংরক্ষনে অংশীদার করতে সাহায্য করা।

৩। স্থানীয় প্রজাতিগুলি সমন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত ও বিশ্বাস সংক্রান্ত তথ্য ।

বিভাগ – ‘ঘ’

৪। নীচের ৬ টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 5×6 =30

৪.১ মানুষের চোখের অক্ষিগোলোকের লম্বচ্ছেদ-এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নত করো।

অথবা,

একটি উদ্ভিদকোশ বা একটি প্রানীকোশ – এর মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।
(ক) ক্রোমোজোম (খ) বেমতন্তু (গ) মেরু অঞ্চল (ঘ) সেন্ট্রোমিয়ার । (গ) 3+2=5

৪.২ ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃ সম্পর্ক ব্যাখ্যা কর। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন -এর মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো : কুন্ডলী, সক্রিয়তা । ৩+২=৫

অথবা,

মাইক্রোপ্রোপাগেশন কীভাবে সম্পন্ন করা হয় ? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো:
জননকোশ বা গ্যামেট উৎপাদন, নিষেক
ভ্রূণসৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। ২+৩=৫

৪.৩ একটি সংকর কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত করো। ৩+২=৫

অথবা,

থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ কর। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারনাটি যে যথার্থ নয় তা একটি ক্রশের সাহায্যে দেখাও। ২+৩=৫

৪.৪ যে দুটি অন্তর্গঠন গত বৈশিষ্ট্যর ভিত্তিতে ‘তিমির ফ্লিপার’ আর ‘পাখির ডানা’ কে সমসংস্থ অঙ্গ বলে বিবেচিত করা হয় তা উল্লেখ কর। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায় ? ২+৩=৫

অথবা,

অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। ৫

৪.৫ অ্যাজমা বা হাঁপানি’র কারণগুলি কি কি ? জীব বৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট -এর ভূমিকা কি কি ? 2+3=5

অথবা,

জীব বৈচিত্র্য কি কি কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো।

৪.৬ ভারতীয় এক শৃঙ্গ গণ্ডারের বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব কর । মিষ্টি জলের উৎসগুলি কি কি ভাবে দূষিত হয়– তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও । ২+৩=৫

অথবা,

দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীব বৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে ? এক্স –সিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও। ৩+২=৫

Leave a Reply