WBBSE Madhyamik Bangla MCQ Mock Test for MP candidates | মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বাংলা মক্ টেস্ট

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বাংলা
প্রথম ভাষা
(নতুন পাঠ্যক্রম)

WBBSE Madhyamik Bangla MCQ Mock Test for MP candidates | মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বাংলা মক্ টেস্ট

BENGALI MOCK TEST – 3

মাধ্যমিক বাংলা মক্ টেস্ট -৩

1 / 17

১.১ তপনের লেখা গল্পটা ছোট মেসোমশাই কে দেখায়—

2 / 17

১.২ জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসীটি থাকেন—

3 / 17

১.৩ অপূর্বর সাথে গিরীশ মহাপাত্রের দ্বিতীয়বার যেখানে দেখা হয়েছিল—

4 / 17

১.৪ ব্লটিং পেপার ব্যবহৃত হতো—

5 / 17

১.৫ ডট পেনের আরেকটি নাম হল—

6 / 17

১.৬ 'ধুয়ে দিল আমার পায়ের দাগ'- কে ধুয়ে দিল ?

7 / 17

১.৭ 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতাটির মূল কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল—

8 / 17

১.৮ 'সেই হোক তোমার সভ্যতার শেষ পূণ্য বাণী'- সভ্যতার শেষ পূণ্য বাণী হলো—

9 / 17

১.৯ 'অভিষেক' কবিতাটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত ?

10 / 17

১.১০ বিভক্তি সাধারণত ________ প্রকার।

11 / 17

১.১১ যে কোন কারকের যে কোন পদকে অন্বিত করে যে বিভক্তি, কাকে বলে—

 

12 / 17

১.১২ 'বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা।'- নিম্ন রেখো পদটি—

13 / 17

১.১৩ 'বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়।'- নিম্ন রেখো পদটি—

14 / 17

১.১৪ দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদটি যুক্ত করা হয়—

15 / 17

১.১৫ সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে, তাকে বলে—

16 / 17

১.১৬ 'আগাগোড়া লোহার নাল বাঁধানো।'- নিম্ন রেখো পদটি কোন সমাসের উদাহরণ ?

17 / 17

১.১৭ 'জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া।'- নিম্ন রেখো পদটি যে সমাসের উদাহরণ—

Your score is

The average score is 65%

0%

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১×১৭=১৭

১.১ তপনের লেখা গল্পটা ছোট মেসোমশাই কে দেখায়—
(ক) ছোট পিসেমশাই
(খ) ছোট দিদা
(গ) ছোট মাসি
(ঘ) ছোট ভাই

উত্তরঃ (গ) ছোট মাসি।

১.২ জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসীটি থাকেন—
(ক) হিমগিরিতে (খ) তিব্বতে (গ) কৈলাসে
(ঘ) হিমালয়ে

উত্তরঃ (ঘ) হিমালয়ে।

১.৩ অপূর্বর সাথে গিরীশ মহাপাত্রের দ্বিতীয়বার যেখানে দেখা হয়েছিল—
(ক) বার্মায় (খ) বিমান বন্দরে (গ) থানায়
(ঘ) রেল স্টেশনে

উত্তরঃ (ঘ) রেল স্টেশনে।

১.৪ ব্লটিং পেপার ব্যবহৃত হতো—
(ক) লেখার জন্য
(খ) কালি শুকানোর জন্য
(গ) কালি তৈরির জন্য
(ঘ) কালি ছেকে নেওয়ার জন্য

উত্তরঃ (খ) কালি শুকানোর জন্য।

১.৫ ডট পেনের আরেকটি নাম হল—
(ক) বল পেন (খ) ঝরনা কলম
(গ) ফাউন্টেন পেন (ঘ) নিব পেন

উত্তরঃ (ক) বল পেন।

১.৬ ‘ধুয়ে দিল আমার পায়ের দাগ’- কে ধুয়ে দিল ?
(ক) বৃষ্টি (খ) মেয়েটি (গ) বক্তার মা
(ঘ) কবির বোন

উত্তরঃ (ক) বৃষ্টি।

১.৭ ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির মূল কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল—
(ক) ২০০২ খ্রী: (খ) ২০০৩ খ্রী: (গ) ২০০৪ খ্রী:
(ঘ) ২০০৫ খ্রী:

উত্তরঃ (গ) ২০০৪ খ্রী।

১.৮ ‘সেই হোক তোমার সভ্যতার শেষ পূণ্য বাণী’- সভ্যতার শেষ পূণ্য বাণী হলো—
(ক) ভালোবাসো (খ) মঙ্গল করো
(গ) ক্ষমা করো (ঘ) বিদ্বেষ ত্যাগ করে

উত্তরঃ (গ) ক্ষমা করো।

১.৯ ‘অভিষেক’ কবিতাটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত ?
(ক) প্রথম স্বর্গ (খ) ষষ্ঠ সর্গ (গ) অষ্টম সর্গ
(ঘ) নবম সর্গ

উত্তরঃ (ক) প্রথম স্বর্গ।

১.১০ বিভক্তি সাধারণত ________ প্রকার।
(ক) চার (খ) ছয় (গ) দুই (ঘ) পাঁচ

উত্তরঃ (গ) দুই।

১.১১ যে কোন কারকের যে কোন পদকে অন্বিত করে যে বিভক্তি, কাকে বলে—
(ক) তির্যক বিভক্তি (খ) ধাতু বিভক্তি
(গ) কর্মপ্রবচনীয় (ঘ) নির্দেশক

উত্তরঃ (ক) তির্যক বিভক্তি।

১.১২ ‘বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা।’- নিম্ন রেখো পদটি—
(ক) কর্ম কারক (খ) অধিকরণ কারক
(গ) অপাদান কারক (ঘ) কর্তৃকারক

উত্তরঃ (খ) অধিকরণ কারক।

১.১৩ ‘বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়।’- নিম্ন রেখো পদটি—
(ক) সম্বোধন পদ (খ) সম্বন্ধ পদ
(গ) অকারক পদ (ঘ) করণ কারক

উত্তরঃ (খ) সম্বন্ধ পদ।

১.১৪ দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদটি যুক্ত করা হয়—
(ক) সম্বোধন সূচক অব্যয় দ্বারা
(খ) বৈকল্পিক অব্যয় দ্বারা
(গ) নিত্য সম্বন্ধীয সর্বনাম দ্বারা
(ঘ) সংযোজক অব্যয়

উত্তরঃ (ঘ) সংযোজক অব্যয়।

১.১৫ সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে, তাকে বলে—
(ক) পূর্বপদ (খ) পরপদ (গ) সমস্ত পদ
(ঘ) সমস্যমান পদ

উত্তরঃ (গ) সমস্ত পদ।

১.১৬ ‘আগাগোড়া লোহার নাল বাঁধানো।’- নিম্ন রেখো পদটি কোন সমাসের উদাহরণ ?
(ক) দ্বন্দ্ব সমাস
(খ) অপাদান তৎপুরুষ সমাস
(গ) কর্মধারয় সমাস
(ঘ) বহুব্রীহি সমাস

উত্তরঃ (খ) অপাদান তৎপুরুষ সমাস।

১.১৭ ‘জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া।’- নিম্ন রেখো পদটি যে সমাসের উদাহরণ—
(ক) বহুব্রীহি সমাস (খ) দ্বিগু সমাস
(গ) অব্যয়ীভাব সমাস (ঘ) কর্মধারয় সমাস

উত্তরঃ (ক) বহুব্রীহি সমাস।

Leave a Reply