WBBSE madhyamik geography mcq test-3 Question Answer | মাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট
Geography MCQ Test -3
GEOGRAPHY
বিভাগ-‘ক’
নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো।
১. সমপ্রায় ভূমিতে ইনসেলবার্জ দেখা যায়।
উত্তরঃ অশুদ্ধ।
২. পর্বতের অনুবাত ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে।
উত্তরঃ অশুদ্ধ।
৩. চিল্কা হল ভারতের বৃহত্তম উপহ্রদ।
উত্তরঃ শুদ্ধ।
৪. দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা।
উত্তরঃ অশুদ্ধ।
৫. মরু অঞ্চলে লবণাম্বু উদ্ভিদ যায়।
উত্তরঃ অশুদ্ধ।
৬. ১নং জাতীয় জলপথটি হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত।
উত্তরঃ শুদ্ধ।
৭. মৌজা ম্যাপ হল একটি বৃহৎ স্কেলের মানচিত্র।
উত্তরঃ শুদ্ধ।
৮. পার্বত্য এলাকায় হিমরেখাগুলি সবসময় স্থির থাকে।
উত্তরঃ অশুদ্ধ।
৯. সিফ বালিয়াড়ি দেখতে অর্ধ চন্দ্রাকার।
উত্তরঃ অশুদ্ধ।
১০. ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে।
উত্তরঃ অশুদ্ধ।
১১. ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে।
উত্তরঃ শুদ্ধ।
১২. লৌহ ইস্পাত শিল্প একটি স্থানু শিল্পের উদাহরণ।
উত্তরঃ শুদ্ধ।
১৩. NH-44 হল ভারতের দীর্ঘতম সড়কপথ।
উত্তরঃ শুদ্ধ।
১৪. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ – স্পুটনিক।
উত্তরঃ অশুদ্ধ।
১৫. নিউমুর দ্বীপটি হলদি মোহনায় অবস্থিত।
উত্তরঃ অশুদ্ধ
১৬. দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশকে বলে নব।
উত্তরঃ শুদ্ধ
১৭. আশ্বিনের ঝড় দেখা যায় অক্টোবর – নভেম্বর মাসে।
উত্তরঃ শুদ্ধ
১৮. বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।
উত্তরঃ অশুদ্ধ
১৯. দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রয়োজনীয় চুনাপাথর আসে রানীগঞ্জ থেকে।
উত্তরঃ অশুদ্ধ
২০. পেট্রোরসায়ন শিল্পকে ‘আধুনিক শিল্পদানব’ বলা হয়।
উত্তরঃ শুদ্ধ
২১. Namma Metro হায়দ্রাবাদে দেখা যায়।
উত্তরঃ অশুদ্ধ