WBBSE madhyamik geography mcq test-4 Question Answer | মাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBBSE madhyamik geography mcq test-4 Question Answer | মাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-৪

MP Geography MCQ Test -4

মাধ্যমিক ভূগোল মক্ টেস্ট-৪

1 / 14

১.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে—

2 / 14

১.২ ক্যানিয়ন 'I' আকৃতি হওয়ায় প্রধান কারণ হল—

3 / 14

১.৩ বদ্রীনাথের কাছে অবস্থিত নীলকন্ঠ একটি—

4 / 14

১.৪ তরবারির ন্যায় বালির শৈলশিরাকে বলে—

5 / 14

১.৫ নীলনদের ব-দ্বীপটির আকৃতি—

6 / 14

১.৬ ট্রান্স বা টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হল—

7 / 14

১.৭ ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্তরেখা হল—

8 / 14

১.৮ লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত তা হল—

9 / 14

১.৯ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল—

10 / 14

১.১০ পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম—

11 / 14

১.১১ পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা হয়—

12 / 14

১.১২ ধুঁয়াধর জলপ্রপাতটি অবস্থিত—

13 / 14

১.১৩ কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে—

14 / 14

১.১৪ চন্দন গাছ জন্মায়—

Your score is

The average score is 63%

0%

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে—
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) গিরিজনি আলোড়ন
(ঘ) মহিভাবক আলোড়ন

উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া।

১.২ ক্যানিয়ন ‘I’ আকৃতি হওয়ায় প্রধান কারণ হল—
(ক) নদীর নিম্নক্ষয়
(খ) ভূমির খাড়া ঢাল
(গ) বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল
(ঘ) নদীর পার্শ্বক্ষয়

উত্তরঃ (ক) নদীর নিম্নক্ষয়।

১.৩ বদ্রীনাথের কাছে অবস্থিত নীলকন্ঠ একটি—
(ক) এরিটি (খ) পিরামিড চূড়া (গ) সার্ক
(ঘ) ঝুলন্ত উপত্যকা

উত্তরঃ (খ) পিরামিড চূড়া।

১.৪ তরবারির ন্যায় বালির শৈলশিরাকে বলে—
(ক) বার্খান (খ) অ্যাকলে (গ) সিফ্‌
(ঘ) ধ্রিয়ান

উত্তরঃ (গ) সিফ্‌।

১.৫ নীলনদের ব-দ্বীপটির আকৃতি—
(ক) ধনুকাকৃতি
(খ) খাঁড়ীয়
(গ) করাতের দাঁতের মতো
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) ধনুকাকৃতি।

১.৬ ট্রান্স বা টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হল—
(ক) সান্দাকফু (খ) লিওপারগেল
(গ) হিমরেখা (ঘ) গড উইন

উত্তরঃ (ঘ) গড উইন।

১.৭ ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্তরেখা হল—
(ক) র‍্যাডক্লিভ লাইন (খ) ম্যাকমোহন লাইন
(গ) LOC (ঘ) ডুরান্ড লাইন

উত্তরঃ (ঘ) ডুরান্ড লাইন।

১.৮ লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত তা হল—
(ক) ওড়িশা (খ) রাজস্থান (গ) তামিলনাড়ু
(ঘ) মণিপুর

উত্তরঃ (ঘ) মণিপুর।

১.৯ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল—
(ক) চন্ডীগড় (খ) লাক্ষাদ্বীপ (গ) পুদুচেরী
(ঘ) দমন ও দিউ

উত্তরঃ (খ) লাক্ষাদ্বীপ

১.১০ পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম—
(ক) নাথুলা (খ) জোজিলা (গ) মানা
(ঘ) জেলেপলা

উত্তরঃ (ঘ) জেলেপলা

১.১১ পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা হয়—
(ক) তাল (খ) ধান্দ (গ) কয়াল (ঘ) প্লায়া

উত্তরঃ (গ) কয়াল

১.১২ ধুঁয়াধর জলপ্রপাতটি অবস্থিত—
(ক) নর্মদা (খ) মহানদী (গ) তাপ্তি
(ঘ) শোন নদীতে

উত্তরঃ (ক) নর্মদা

১.১৩ কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে—
(ক) গ্রানাইট (খ) নিস (গ) ব্যাসল্ট
(ঘ) বেলেপাথর শিলা নদীতে

উত্তরঃ (গ) ব্যাসল্ট

১.১৪ চন্দন গাছ জন্মায়—
(ক) শুষ্ক পর্ণমোচী (খ) আর্দ্র পর্ণমোচী
(গ) সরলবর্গীয় (ঘ) চিরহরিৎ অরণ্যে

উত্তরঃ (খ) আর্দ্র পর্ণমোচী।

Leave a Reply