WBBSE Madhyamik Geography Question Paper 2017 With Solution | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2017 উত্তরসহ

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

MADHYAMIK GEOGRAPHY QUESTION PAPER 2017


MADHYAMIK GEOGRAPHY QUESTION PAPER 2017

WBBSE Madhyamik Geography Question Paper 2017 Solution | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2017

Geography Question Paper 2017 with answers for Madhyamik students of West Bengal Board of Secondary Education. Question and Answers of the question paper are given below.
মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য ২০১৭ সালের উত্তরসহ ভূগোল বিষয়ের প্রশ্নপত্র।
📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র | Madhyamik Previous Years Question Paper CLICK HERE

2017
Geography
Time — Three Hours Fifteen Minutes
(First FIFTEEN minutes for reading the question paper only)

Full Marks — 90
(For Regular and Sightless Regular Candidates)
Full Marks — 100
(For External and Sightless External candidates)

Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

[‘ক’ বিভাগ থেকে ‘চ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য এবং ‘ছ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]

[‘ক’ বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়। ‘চ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।]

Madhyamik Geography Question Paper With Answer 2017 WBBSE

বিভাগ—’ক’

১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ১x১৪=১৪

১.১ যে-প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে—
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) গিরিজনি আলোড়ন
(ঘ) মহিভাবক আলোড়ন

উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া

১.২ লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল—
(ক) অবঘর্ষ ক্ষয় (খ) ঘর্ষণ ক্ষয় (গ) জলপ্রবাহ ক্ষয় (ঘ) দ্রবণ ক্ষয়

উত্তরঃ (ঘ) দ্রবণ ক্ষয়

১.৩ হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল—
(ক) হাইড্রোজেন স্তর
(খ) হিলিয়াম স্তর
(গ) পারমাণবিক অক্সিজেন স্তর
(ঘ) আণবিক নাইট্রোজেন স্তর

উত্তরঃ (ক) হাইড্রোজেন স্তর

১.৪ যে-যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয়—
(ক) থার্মোমিটার (খ) ব্যারোমিটার (গ) হাইগ্রোমিটার (ঘ) অ্যানিমোমিটার

উত্তরঃ (গ) হাইগ্রোমিটার

১.৫ এল নিনোর প্রভাব দেখা যায়—
(ক) আটলান্টিক মহাসাগরে
(খ) প্রশান্ত মহাসাগরে
(গ) ভারত মহাসাগরে
(ঘ) সুমেরু মহাসাগরে

উত্তরঃ (খ) প্রশান্ত মহাসাগরে


👉আরো দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


১.৬ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে-জোয়ার সৃষ্টি হয় তাকে বলে—
(ক) ভরা কোটাল
(খ) মরা কোটাল
(গ) পেরিজি জোয়ার
(ঘ) অ্যাপোজি জোয়ার

উত্তরঃ (গ) পেরিজি জোয়ার

১.৭ বর্জ্যব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল—
(ক) বর্জ্যের পুনর্ব্যবহার
(খ) বর্জ্যের পুনর্নবীকরণ
(গ) বর্জ্যের পরিমাণগত হ্রাস
(ঘ) সবগুলিই প্রযোজ্য

উত্তরঃ (ঘ) সবগুলিই প্রযোজ্য

১.৮ ভারতের নবীনতম রাজ্যটি হল—
(ক) উত্তরাখণ্ড (খ) তেলেঙ্গানা
(গ) ছত্তিশগড় (ঘ) গোয়া

উত্তরঃ (খ) তেলেঙ্গানা

১.৯ উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল—
(ক) কালবৈশাখী (খ) আঁধি
(গ) পশ্চিমী ঝঞ্ঝা (ঘ) লু

উত্তরঃ (খ) আঁধি

১.১০ ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল—
(ক) জলসেচ (খ) জুমচাষ (গ) ফালিচাষ (ঘ) পশুচারণ

উত্তরঃ (গ) ফালিচাষ

১.১১ ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল—
(ক) মহারাষ্ট্র (খ) উত্তরপ্রদেশ (গ) বিহার (ঘ) পশ্চিমবঙ্গ

উত্তরঃ (ক) মহারাষ্ট্র

১.১২ ভারতের ‘সিলিকন ভ্যালি’ বলা হয়—
(ক) চেন্নাইকে (খ) বেঙ্গালুরুকে
(গ) কলকাতাকে (ঘ) দিল্লিকে

উত্তরঃ (খ) বেঙ্গালুরুকে

১.১৩ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল—
(ক) 1 নং জাতীয় সড়ক
(খ) 2 নং জাতীয় সড়ক
(গ) 6 নং জাতীয় সড়ক
(ঘ) 7 নং জাতীয় সড়ক

উত্তরঃ (ঘ) 7 নং জাতীয় সড়ক

১.১৪ 15′ x 15′ অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (RF) হল—
(ক) 1 : 2,50,000 (খ) 1 : 1,00,000 (গ) 1 : 50,000 (ঘ) 1 : 25,000

উত্তরঃ (গ) 1 : 50,000

উত্তরসহ মাধ্যমিক ভূগোল ২০১৭ প্রশ্নপত্র

বিভাগ—’খ’

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে-কোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও) : ১x৬=৬

২.১.১ বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়।

উত্তরঃ ‘শু’

২.১.২ ওজোনস্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়।

উত্তরঃ ‘শু’

২.১.৩ ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।

উত্তরঃ ‘অ’

২.১.৪ সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।

উত্তরঃ ‘শু’

২.১.৫ ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসেবে চাষ করা হয়।

উত্তরঃ ‘অ’

২.১.৬ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ।

উত্তরঃ ‘অ’

২.১.৭ উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।

উত্তরঃ ‘অ’

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ছ-টির উত্তর দাও) : ১x৬=৬

২.২.১ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে _______ বলে।

উত্তরঃ পর্যায়ন।

২.২.২ হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে _______ বলে।

উত্তরঃ এসকার।

২.২.৩ কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি _______ গোলার্ধে অবস্থিত।

উত্তরঃ দক্ষিণ।

২.২.৪ পৃথিবীর _______ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়।

উত্তরঃ কেন্দ্র বহির্মুখী (centrifugal)।

২.২.৫ শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এয়ার কন্ডিশনার) ব্যবহারের ফলে বায়ুমন্ডলে ________ গ্যাস নির্গত হয়।

উত্তরঃ ক্লোরোফ্লুরোকার্বন (CFC)।

২.২.৬ দেবপ্রয়াগে ভাগীরথী ও _______ নদীর মিলনে গঙ্গানদীর সৃষ্টি হয়েছে।

উত্তরঃ অলকানন্দা।

২.২.৭ ________ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়।

উত্তরঃ কোয়াম্বাটোর।

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছ-টি) : ১x৬=৬

২.৩.১ যে-উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো।

উত্তরঃ জলবিভাজিকা।

২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত ?

উত্তরঃ 100%

২.৩.৩ ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় ?

উত্তরঃ উষ্ণ সমুদ্রস্রোত।

২.৩.৪ প্লাস্টিক কোন ধরনের বর্জ্য ?

উত্তরঃ জৈব-অভঙ্গুর বর্জ্য।

২.৩.৫ ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি ?

উত্তরঃ খারদুংলা অথবা মানাপাস।

২.৩.৬ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ?

উত্তরঃ গঙ্গা-পদ্মা-মেঘনা ব-দ্বীপে অবস্থিত।

২.৩.৭ ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ ?

উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা।

২.৩.৮ কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে ?

উত্তরঃ সোনালী চতুর্ভূজ এর মাধ্যমে।

২.৪ বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো : ১x৪=৪

বাম দিক ডান দিক
২.৪.১ ইসরো (১) কেরল
২.৪.২ ভেম্বানাদ (২) ভারতের শুল্কমুক্ত বন্দর
২.৪.৩ আঁধি (৩)ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা
২.৪.৪ কান্ডালা (৪) রাজস্থান

উত্তরঃ
২.৪.১ — ৩
২.৪.২ — ১
২.৪.৩ — ৪
২.৪.৪ — ২

বিভাগ—গ

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : ২x৬=১২

৩.১ পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয় ?

উত্তরঃ নদীর মোহনায়, সমুদ্রস্রোতের প্রভাব কম থাকলে নদীবাহিত পলি সঞ্চিত হয়। এর ফলে, নদী বক্ষে সজ্জিত পদার্থ প্রধান নদীকে ছোটো ছোটো শাখানদীতে বিভক্ত করে এবং শাখানদীগুলির দুই তীর বরাবর পলি সঞ্চিত হয়। বিভক্ত অংশগুলি পাখির পায়ের আঙুলের মতো দীর্ঘ ও সংকীর্ণ আকারে সমুদ্রের দিকে অগ্রসর হয়। এইভাবে পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়। উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি-মিসৌরি নদী-দ্বীপ।

অথবা,

বার্গস্রুন্ড কী ?

উত্তরঃ হিমবাহ পার্বত্য উপত্যকা বেয়ে নামার সময়, অনেকসময় পর্বতের থেকে ফাঁক এর দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। হিমবাহ থেকে পর্বতের পাদদেশ পর্যন্ত বিস্তৃত সুবিশাল (সুগভীর) ফাটলকে বার্গস্রুন্ড বলে।
তবে অনেকে মনে করেন আগের হিমবাহ ও নতুন হিমবাহের মধ্যে যে ফাঁক সৃষ্টি হয় তাকে বার্গস্রুন্ড বলে। এটি পর্বতারোহীদের পক্ষে বিপজ্জনক।

৩.২ জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ জেট বায়ু হল ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বত্তর দিয়ে উচ্চবেগে প্রবাহিত পশ্চিমা বায়ু। এর ২টি বৈশিষ্ট্য হল—

(i) এই বায়ু ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তর (7-14.5 km) দিয়ে প্রবাহিত হয়। (ii) এটি একপ্রকার জিওস্ট্রফিক বায়ু। (iii) এটি উচ্চবেগে প্রবাহিত হয়।

অথবা,

বান ডাকা কী ?

উত্তরঃ জোয়ারের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা থেকে নদীপ্রবাহের বিপরীত মুখে নদীখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল স্ফীত হলে (৫-৮ মিটার উঁচু) নদী মোহনার মধ্য দিয়ে সশব্দে দ্রুতগতিতে নদী অভ্যন্তরে প্রবেশ করে প্রবল জলচ্ছ্বাস ঘটায়। একে বানডাকা বলে। নদী মোহনা ফানেলাকৃতি হলে, নদীর মোহনায় বালির চড়া থাকলে এবং নদীতে প্রবল জলস্রোত থাকলে বান খুব প্রবল হয়। উদাহরণ- হুগলি ও সুন্দরবনের নদনদী, টেমস নদী।

৩.৩ বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো ?

উত্তরঃ বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে বোঝায় উৎপন্ন কঠিন বর্জ্যকে দিয়ে কোনো অবনমিত স্থান ভরাট করাকে। অর্থাৎ, পরিবেশের কোনো কঠিন বর্জাকে কোনো অবনমিত স্থানে মাটির নীচে ভরাট করাকে ভরাটকরণ (Landfill) বলে। এর থেকে Landfill gas (যেমন মিথেন) উৎপন্ন হয়।

অথবা,

বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে ?

উত্তরঃ এমন কিছু বর্জ্য দ্রব্য আছে যেগুলি পরিবর্তন না করে পুনরায় ব্যবহার করা যায়। যার ফলে বর্জ্যের পরিমান কমে এবং অর্থের সাশ্রয় হয় ও সম্পদ বাঁচে। একে বর্জ্যের পুনর্ব্যবহার বলে। উদাহরণ (i) কাচকে পৃথক করে – অ্যাসফান্টের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। (ii) তরকারির খোসা, গোবর, মল-মূত্র, পচা ডাল পাতা ইত্যাদিকে গর্তের মধ্যে চাপ দিয়ে পচিয়ে জৈবসার তৈরী করে কৃষিক্ষেত্রে পুনরায় ব্যবহার করা যায়।

৩.৪ মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও।

উত্তরঃ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরবসাগরীয় শাখা প্রচুর জলীয়বাষ্প নিয়ে জুন মাসের প্রথম সপ্তাহে কেরালার মালাবার উপকূলে পৌঁছায়। এই জলীয়বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে হঠাৎ ঊর্ধ্বমুখী হয় এবং বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত ঘটায়। একেই মৌসুমি বিস্ফোরণ বা Burst of Monsoon বলে। এই বৃষ্টিপাতের ফলে ঐ অঞ্চলের তাপমাত্রা অনেকটা কমে যায়।

অথবা,

সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো।

উত্তরঃ দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নতির উদ্দেশ্যে এবং বাস্তুতন্ত্র রক্ষার জন্য নির্দিষ্ট অরণ্যসীমার বাইরে বৃক্ষরোপণ করাই হল সামাজিক বনসৃজন। এর দুটি উদ্দেশ্য হল—
(i) সেই অঞ্চলের দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নতিসাধন।
(ii) মৃত্তিকাক্ষয়, পরিবেশ দূষণ হ্রাস করা এবং বাস্তুতন্ত্রের অনুকূল পরিবেশ গড়ে তোলা।

৩.৫ জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো ?

উত্তরঃ যে প্রকার কৃষিতে কৃষক নিজের জীবন ও জীবিকার প্রয়োজনে শস্য বা কৃষিজ ফসল উৎপাদন করে, বাণিজ্যিক উদ্দেশ্যসাধন তেমন গুরুত্ব পায় না, তাকে জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলে। এটি ভারতীয় কৃষির অন্যতম বৈশিষ্ট্য।

অথবা,

তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।

উত্তরঃ মানুষের প্রয়োজনভিত্তিক নানান তথ্য বিভিন্ন উপায়ে মুহূর্তেই পৌঁছে দেবার কৌশলই হল তথ্যপ্রযুক্তি। এর মাধ্যমে তথ্যসংগ্রহ, অন্বেষণ, পুনরুদ্ধার, পরিবর্তন, বিশ্লেষণ, সংরক্ষণ, পরিমার্জন, প্রেরণ ইত্যাদি হয়ে থাকে। অর্থাৎ তথ্যপ্রযুক্তি পরিসেবা সংক্রান্ত কাজকর্মকে তথ্যপ্রযুক্তি শিল্প বলে।

৩.৬ জিয়োস্টেশনারি উপগ্রহ কী ?

উত্তরঃ যে সব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানের সাথে সামগ্রস্য রেখে পৃথিবীর আবর্তন গতির (২৪ ঘণ্টায়) সমান লয়ে পশ্চিম থেকে পূর্বদিকে পৃথিবীকে প্রদক্ষিণ করে, তাদের জিওস্টেশনারী উপগ্রহ বলে।

বৈশিষ্ট্য : (i) এগুলি 36000 km উচ্চতায় অবস্থিত।
(ii) এরা নিরক্ষীয় তলে পৃথিবীকে প্রদক্ষিণ করে।
(iii) পৃথিবীর অর্ধাংশের ছবি তুলতে পারে।

উদা: GOMS, GOES W, GOES E প্রভৃতি।

অথবা,

দূর সংবেদন কী ?

উত্তরঃ যখন ভূপৃষ্ঠের অন্তর্গত বস্তু বা বিষয়সমূহকে স্পর্শ না করে ভূপৃষ্ঠের অনেক উঁচু থেকে উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরার সাহায্যে বিমান থেকে অথবা কৃত্রিম উপগ্রহে সংযুক্ত সেন্সরের মাধ্যমে তথ্যাবলি আহরণ করে ভূপৃষ্ঠে কম্পিউটারে পাঠানো হয় তখন এই ব্যবস্থাকে দূর সংবেদন বলে।

বিভাগ—ঘ

৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : ৩x৪=১২

৪.১ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন ?

অথবা,

সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো।

৪.২ জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য করো।

অথবা,

বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী ?

৪.৩ পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো।

অথবা,

ভারতের নগর ও নগরায়ণের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো।

৪.৪ উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার ও আলোচনা করো।

অথবা,

ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।

বিভাগ—ঙ

৫.১ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্ককন আবশ্যিক নয়) : ৫x২=১০

৫.১.১ শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র-সহ বর্ণনা করো।

৫.১.২ বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো।

৫.১.৩ পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।

৫.১.৪ বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো।

৫.২ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২=১০

৫.২.১ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো।

৫.২.২ ভারতে ইক্ষুচাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

৫.২.৩ পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।

৫.২.৪ ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো।

বিভাগ—চ

৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১x১০=১০

৬.১ নীলগিরি পর্বত;
৬.২ তাপ্তি নদী;
৬.৩ বছরে দু-বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল;
৬.৪ পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল;
৬.৫ পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল;
৬.৬ ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র;
৬.৭ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল;
৬.৮ ভারতের হাইটেক বন্দর;
৬.৯ পূর্বভারতের একটি মহানগর;
৬.১০ দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমান বন্দর ।

📌 আরও দেখুনঃ

» Madhyamik Geography Q.P 2024

» Madhyamik Geography Q.P 2023

» Madhyamik Geography Q.P 2022

» Madhyamik Geography Q.P 2020

» Madhyamik Geography Q.P 2019

» Madhyamik Geography Q.P 2018

» Madhyamik Geography Q.P 2017

📌 আরও দেখুনঃ

» মাধ্যমিক বাংলা সিলেবাস ২০২৫

» মাধ্যমিক বাংলা পাঠ্যবই সমাধান

» মাধ্যমিক ইংরেজি পাঠ্যবই সমাধান

» মাধ্যমিক ইতিহাস পাঠ্যবই সমাধান

» মাধ্যমিক ভূগোল পাঠ্যবই সমাধান

» মাধ্যমিক জীববিজ্ঞান পাঠ্যবই সমাধান

» মাধ্যমিক ভৌতবিজ্ঞান পাঠ্যবই সমাধান

» দশম শ্রেণি সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র

» মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫

» মাধ্যমিক সমস্ত বিষয়ের MCQ মক টেস্ট

This Post Has 2 Comments

  1. Raja Purkait

    But, there is no option for download or copy your content!

    1. proshnodekho

      আমার আর্টিকেল যাতে চুরি না হয়ে যায় সেজন্য কপি করা যাবে না। পিডিএফ এর জন্য আলাদা করে পরিশ্রম করে লিংক দিতে হয়। আমি অত সময় দিতে পারছি না।

Leave a Reply