WBBSE Madhyamik History Online True / False MCQ Mock Test | মাধ্যমিক ইতিহাস অনলাইন ঠিক / ভুল MCQ মক্ টেস্ট

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBBSE Madhyamik History Online True / False MCQ Mock Test | মাধ্যমিক ইতিহাস অনলাইন ঠিক / ভুল MCQ মক্ টেস্ট

MP MCQ Mock Test -3

মাধ্যমিক ইতিহাস ঠিক/ভুল মক্ টেস্ট -৩

1 / 20

১. 'হুতোম প্যাঁচা' রামমোহন রায়ের ছদ্মনাম।

2 / 20

২. 'ভারতমাতা' চিত্রটি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর।

3 / 20

৩. আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স' এর প্রতিষ্ঠাতা।

4 / 20

৪. 'খুঁৎকাঠি' প্রথা প্রচলিত ছিল মুন্ডাদের মধ্যে।

5 / 20

৫. ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা হল সোমপ্রকাশ।

6 / 20

৬. ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।

7 / 20

৭. কার্ল মার্কস মহাবিদ্রোহ (১৮৫৭ খ্রিস্টাব্দ) কে সামন্ত বিদ্রোহ বলেছিলেন।

8 / 20

৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় ১৮৫৫ খ্রিস্টাব্দে।

9 / 20

৯. ফরাজী একটি প্রাচীন উপজাতির নাম।

10 / 20

১০. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম.এ. কাদম্বিনী গাঙ্গুলী।

11 / 20

১১. মেধা পাটেকর ‘নর্মদা বাঁচাও আন্দোলনের বিপক্ষে ছিলেন।

12 / 20

১২. ‘বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়।

13 / 20

১৩. ফুটবল 'খেলার রাজা' নামে পরিচিত।

14 / 20

১৪. লালন ফকির নদীয়া জেলার সন্তান।

15 / 20

১৫. রানি শিরোমনি কোল বিদ্রোহের নেতা ছিলেন।

16 / 20

১৬. সিলভ্যাঁ লেভি শ্রীনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন।

17 / 20

১৭. ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল 'রাজা হরিশচন্দ্র'।

18 / 20

১৮. 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ।

19 / 20

১৯. সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায়।

20 / 20

২০. বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন পঞ্চানন কর্মকার।

Your score is

The average score is 71%

0%

ঠিক বা ভুল নির্ণয় করো :

১. ‘হুতোম প্যাঁচা’ রামমোহন রায়ের ছদ্মনাম।

উত্তরঃ ভুল

২. ‘ভারতমাতা’ চিত্রটি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ ভুল

৩. আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ এর প্রতিষ্ঠাতা।

উত্তরঃ ভুল

৪. ‘খুঁৎকাঠি’ প্রথা প্রচলিত ছিল মুন্ডাদের মধ্যে।

উত্তরঃ ঠিক

৫. ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা হল সোমপ্রকাশ।

উত্তরঃ ভুল

৬. ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ ভুল

৭. কার্ল মার্কস মহাবিদ্রোহ (১৮৫৭ খ্রিস্টাব্দ) কে সামন্ত বিদ্রোহ বলেছিলেন।

উত্তরঃ ভুল

৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় ১৮৫৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ঠিক

৯. ফরাজী একটি প্রাচীন উপজাতির নাম।

উত্তরঃ ভুল

১০. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম.এ. কাদম্বিনী গাঙ্গুলী।

উত্তরঃ ঠিক

১১. মেধা পাটেকর ‘নর্মদা বাঁচাও আন্দোলনের বিপক্ষে ছিলেন।

উত্তরঃ ভুল

১২. ‘বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়।

উত্তরঃ ঠিক

১৩. ফুটবল ‘খেলার রাজা’ নামে পরিচিত।

উত্তরঃ ভুল

১৪. লালন ফকির নদীয়া জেলার সন্তান।

উত্তরঃ ভুল

১৫. রানি শিরোমনি কোল বিদ্রোহের নেতা ছিলেন।

উত্তরঃ ভুল

১৬. সিলভ্যাঁ লেভি শ্রীনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন।

উত্তরঃ ঠিক

১৭. ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল ‘রাজা হরিশচন্দ্র’।

উত্তরঃ ঠিক।

১৮. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ।

উত্তরঃ ঠিক

১৯. সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায়।

উত্তরঃ ঠিক

২০. বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন পঞ্চানন কর্মকার।

উত্তরঃ ঠিক

Leave a Reply