WBBSE Madhyamik Life Science MCQ Online Test-4 | মাধ্যমিক জীবন বিজ্ঞান মক্ টেস্ট-৪
MADHYAMIK LIFE SCIENCE MCQ MOCK TEST-4
বিভাগ-‘ক’
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:
১.১ সঠিক জোড়টি নির্বাচন করো :
(ক) অ্যাড্রিনালিন— হৃদস্পন্দনের হার ও হার্দ উৎপাদ কমায়
(খ) ইনস্যুলিন— যকৃৎ ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে
(গ) থাইরক্সিন— কোষে অক্সিজেন গ্রহণের মাত্রা কমিয়ে BMR. হ্রাস করে।
(ঘ) TSH— অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
উত্তরঃ (খ) ইনস্যুলিন— যকৃৎ ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে।
১.২ ট্যাকটিক চলন সম্পর্কিত কোন মতবাদটি সঠিক—
(ক) ইহা উদ্দীপকের তীব্রতা নিয়ন্ত্রিত বক্রচলন
(খ) ইহা উদ্ভিদের বৃদ্ধিজনিত বক্রচলন
(গ) ইহা উদ্দীপকের প্রভাবে সংঘটিত সামগ্রিক চলন
(ঘ) ইহা উদ্ভিদের রসস্ফীতজনিত বক্রচলন।
উত্তরঃ (গ) ইহা উদ্দীপকের প্রভাবে সংঘটিত সামগ্রিক চলন
১.৩ ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো—
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
A. সুষুম্নাশীর্ষক | (i) দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। |
B. মধ্যমস্তিষ্ক | (ii) প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার শ্বাসকেন্দ্র রূপে কার্য করে ও লালা নিঃসরণে সাহায্য করে। |
C. হাইপোথ্যালামাস | (iii) দর্শন ও শ্রবণ প্রতিবর্তক্রিয়া কেন্দ্র রূপে কার্য করে। |
(ক) A-(i) B-(ii) C(iii)
(খ) A-(ii) B(iii) C-(i)
(গ) A-(iii) B-(ii) C-(i)
উত্তরঃ (খ) A-(ii) B(iii) C-(i)
১.৪ মিয়োসিস কোশ বিভাজন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা নিরূপণ করো—
(ক) প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে।
(খ) জনুক্রম বজায় রাখতে সাহায্য করে।
(গ) ভেদ বা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে।
(ঘ) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটায়।
উত্তরঃ (ঘ) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটায়।
১.৫ অ্যামাইটোসিস কোশ বিভাজন সম্পর্কিত সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো—
(ক) ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয়।
(খ) ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয় না।
(গ) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে।
(ঘ) একে পরোক্ষ কোশ বিভাজন বলা হয়।
উত্তরঃ (খ) ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয় না।
১.৬ পত্রজ মুকুলের সাহায্যে যে উদ্ভিদ অঙ্গজ বিস্তার করে সেটি হল—
(ক) গোলাপ (খ) পাথরকুচি (গ) মিষ্টি আলু
(ঘ) জবা।
উত্তরঃ (খ) পাথরকুচি
১.৭ নীচের কোনটি প্রকট গুণ শনাক্ত করো—
(ক) ফুলের অবস্থান- কাক্ষিক
(খ) ফুলের বর্ণ- হলুদ
(গ) বীজপত্রের বর্ণ- সবুজ
(ঘ) বীজের আকৃতি- কুঞ্চিত।
উত্তরঃ (ক) ফুলের অবস্থান- কাক্ষিক
১.৮ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F, জনুর ফিনোটাইপ অনুপাত কি হতে পারে ?
(ক) 3:1 (খ) 1:2:1 (গ) 9:3:3:1 (ঘ) 2:2:1
উত্তরঃ (খ) 1:2:1
১.৯ BbRR বৈশিষ্ট্যযুক্ত কোন জীবের সম্ভাব্য গ্যামেটের প্রকৃতি কত ধরনের হবে ?
(ক) 1 প্রকার (খ) 4 প্রকার (গ) 3 প্রকার
(ঘ) 2 প্রকার।
উত্তরঃ (ঘ) 2 প্রকার (BR, bR)
১.১০ মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল—
(ক) 1:2:2 (খ) 2:1:2 (গ) 2:2:1 (ঘ) 1:1:2।
উত্তরঃ (গ) 2:2:1
১.১১ নীচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে—
(ক) পুকুরে রুইমাছের মধ্যে সংগ্রাম
(খ) একই খাদ্যের জন্য বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম
(গ) হরিণ শিকারের জন্য বাঘেদের মধ্যে সংগ্রাম
(ঘ) মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম।
উত্তরঃ (খ) একই খাদ্যের জন্য বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম।
১.১২ সমসংস্থ অঙ্গের উদাহরণ হল—
(ক) ঝুমকোলতার আকর্ষ ও মটর গাছের আকর্ষ
(খ) পতঙ্গের ডানা ও পাখির ডানা
(গ) আলুর গ্রন্থিকাণ্ড ও ফণিমনসার পর্ণকাণ্ড
(ঘ) বেলগাছের শাখাকণ্টক ও মটর গাছের আকর্ষ।
উত্তরঃ (ঘ) বেলগাছের শাখাকণ্টক ও মটর গাছের আকর্ষ।
১.১৩ নীচের কোন জীবাণুটি অ্যামোনিফিকেশানে সাহায্য করে ?
(ক) ব্যাসিলাস (খ) নাইট্রোসোমোনাস
(গ) সিউডোমোনাস (ঘ) রাইজোবিয়াম।
উত্তরঃ (ক) ব্যাসিলাস।
১.১৪ বায়ুতে পরাগরেণু, ধুলিকণার পরিমাণ বেড়ে গেলে নীচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় স্থির করো—
(ক) যক্ষ্মা (খ) অ্যাজমা (গ) ম্যালেরিয়া
(ঘ) ডেঙ্গু।
উত্তরঃ (খ) অ্যাজমা
১.১৫ নীচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয় ?
(ক) জাতীয় উদ্যান
(খ) বোটানিক্যাল গার্ডেন
(গ) অভয়ারণ্য
(ঘ) সংরক্ষিত বন।
উত্তরঃ (খ) বোটানিক্যাল গার্ডেন