WBBSE Madhyamik Physical Science MCQ Online Mock Test | মাধ্যমিক ভৌতবিজ্ঞান অনলাইন মক্ টেস্ট

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBBSE Madhyamik Physical Science MCQ Online Mock Test | মাধ্যমিক ভৌতবিজ্ঞান অনলাইন মক্ টেস্ট

MP Phy Science MCQ Test-1

মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক্ টেস্ট-১

1 / 15

1.1 বায়োগ্যাসের প্রধান উপাদান হল—

2 / 15

1.2 গ্যাসের অণুর গড়বেগ C এবং পরম উষ্ণতা T হলে নীচের কোন্ সম্পর্কটি সঠিক ?

3 / 15

1.3 60g একটি গ্যাসের STP-তে আয়তন 5.6L, গ্যাসটির আনবিক ভর কত ?

4 / 15

1.4 একটি ইস্পাতের স্কেল 20°C উষ্ণতায় সঠিক দৈর্ঘ্য পরিমাপ করে। স্কেলটিকে 35°C-এ ব্যবহার করা হলে পরিমিত দৈর্ঘ্য

5 / 15

1.5 প্রিজমের আপতন কোণ বাড়লে চ্যুতিকোণ

6 / 15

1.6 কোনটি আলোর বর্ণ নির্ধারণ করে ?

7 / 15

1.7 r Q রোধের n সংখ্যক তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধের মান হবে—

8 / 15

1.8 গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলির ক্ষেত্রে কোনটি স্থির থাকে ?

9 / 15

1.9 নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে কোন্ রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ?

10 / 15

1.10 নীচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম ?

11 / 15

1.11 CaO গঠনের সময় Ca কয়টি ইলেকট্রন ত্যাগ করে ?

12 / 15

1.12 উষ্ণতা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষ্যর তড়িৎ পরিবাহিতা

13 / 15

1.13 নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামী বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন করে

14 / 15

1.14 CuSO₄ থেকে Cu-কে প্রতিস্থাপিত করতে পারে

15 / 15

1.15 তিনটি কার্বন পরমাণুবিশিষ্ট অ্যালকাইন যৌগে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে ?

Your score is

The average score is 44%

0%

বিভাগ-‘ক’

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

1.1 বায়োগ্যাসের প্রধান উপাদান হল—
(a) মিথেন
(b) হাইড্রোজেন
(c) কার্বন ডাই অক্সাইড
(d) অ্যাসিটিলিন।

উত্তরঃ (a) মিথেন

1.2 গ্যাসের অণুর গড়বেগ C এবং পরম উষ্ণতা T হলে নীচের কোন্ সম্পর্কটি সঠিক ?
(a) C∝ `frac1{T}`
(b) C∝ √T
(c) C∝T
(d) C ∝ T²

উত্তরঃ (b) C & √T

1.3 60g একটি গ্যাসের STP-তে আয়তন 5.6L, গ্যাসটির আনবিক ভর কত ?
(a) 30 (b) 60 (c) 120 (d) 240

উত্তরঃ (d) 240

1.4 একটি ইস্পাতের স্কেল 20°C উষ্ণতায় সঠিক দৈর্ঘ্য পরিমাপ করে। স্কেলটিকে 35°C-এ ব্যবহার করা হলে পরিমিত দৈর্ঘ্য
(a) একই হবে (b) বেশি হবে (c) কম হবে
(d) বেশি বা কম হবে।

উত্তরঃ (c) কম হবে

1.5 প্রিজমের আপতন কোণ বাড়লে চ্যুতিকোণ
(a) বাড়ে (b) কমে
(c) প্রথমে কমে, পরে বাড়ে
(d) প্রথমে বাড়ে, পরে কমে।

উত্তরঃ (c) প্রথমে কমে, পরে বাড়ে

1.6 কোনটি আলোর বর্ণ নির্ধারণ করে ?
(a) কম্পাঙ্ক (b) তরঙ্গদৈর্ঘ্য (c) প্রতিসরাঙ্ক
(d) বেগ

উত্তরঃ (c) প্রতিসরাঙ্ক

1.7 r Q রোধের n সংখ্যক তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধের মান হবে—
(a) nr (b) `fracn{r}` (c) n²r (d) `fracr{n}`

উত্তরঃ (d) `fracr{n}`

1.8 গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলির ক্ষেত্রে কোনটি স্থির থাকে ?
(a) বিভবপ্রভেদ (b) প্রবাহমাত্রা (c) রোধ
(d) ক্ষমতা

উত্তরঃ (a) বিভবপ্রভেদ

1.9 নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে কোন্ রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ?
(a) α (b) β (c) γ (d) দৃশ্যমান আলো।

উত্তরঃ (c) γ

1.10 নীচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম ?
(a) Mg<Na<K (b) Mg<K<Na<Rb
(c) Na<Rb<Mg (d) K<Mg<Na<Rb

উত্তরঃ (a) Mg<Na<K<Rb

1.11 CaO গঠনের সময় Ca কয়টি ইলেকট্রন ত্যাগ করে ?
(a) 1 (b) 2 (c) 3 (d) 4

উত্তরঃ (b) 2

1.12 উষ্ণতা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষ্যর তড়িৎ পরিবাহিতা
(a) হ্রাস পায়
(b) বৃদ্ধি পায়
(c) বৃদ্ধি বা হ্রাস পেতে পারে তা উপাদানটির প্রকৃতির ওপর নির্ভর করে
(d) অপরিবর্তিত থাকে।

উত্তরঃ (c) বৃদ্ধি বা হ্রাস পেতে পারে তা উপাদানটির প্রকৃতির ওপর নির্ভর করে।

1.13 নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামী বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন করে
(a) HCI (b) HNO₃ (c) NaOH (d) NH₃

উত্তরঃ (d) NH₃

1.14 CuSO₄ থেকে Cu-কে প্রতিস্থাপিত করতে পারে
(a) Au (b) Ag (c) Hg (d) Fe

উত্তরঃ (d) Fe

1.15 তিনটি কার্বন পরমাণুবিশিষ্ট অ্যালকাইন যৌগে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে ?
(a) 3টি (b) 4টি (c) 6টি (d) ৪টি।

উত্তরঃ (b) 4টি

Leave a Reply