উচ্চমাধ্যমিক বাংলা ভারতবর্ষ গল্পের মক্ টেস্ট | WBCHSE Bengali Bharatbarsha Golper MCQ Mock Test

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE Bengali Bharatbarsha Golper MCQ Mock Test | উচ্চমাধ্যমিক বাংলা ভারতবর্ষ গল্পের মক্ টেস্ট


👉HS বাংলা সমস্ত অধ্যায়ের মক্ টেস্ট👈


1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

Q ➤ ১. বাজারে জমাটি ভাব থাকে— (ক) রাত ৮টা অবধি (খ) রাত ৯টা অবধি (গ) সন্ধে ৭টা অবধি (ঘ) রাত ১০টা অবধি


Q ➤ ২. “বুড়িমা ! তুমি মরনি !” – বক্তা হলাে— (ক) চৌকিদার (খ) গাঁয়ের দারােগা (গ) নিবারণ বাগদি (ঘ) গাঁয়ের পুলিশ ।


Q ➤ ৩. “জোর কথা কাটাকাটি হয় এবং বিক্রিবাটা বাড়ে”— (ক) কাপড় দোকানির (খ) আড়তদারের (গ) খাবারের দোকানির (ঘ) চা-দোকানির


Q ➤ ৪. “মাথার ওপর আর কোনাে শালা নেই রে— কেউ নেই” — কথাটি বলেছিল— (ক) গ্রামের কোনাে যুবক চাষি (খ) গ্রামের মােড়লেরা (গ) গ্রামের এক গণমান্য চাষি (ঘ) এক ভবঘুরে


Q ➤ ৫. বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে ডাকে— (ক) প্যাঁচা (খ) ঘুঘু (গ) শালিক পাখি (ঘ) কোকিল


Q ➤ ৬. থুত্থুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো— (ক) তুলোর কম্বল (খ) ছেঁড়া কাপড় (গ) নোংরা চাদর (ঘ) দামি শাল


Q ➤ ৭. “জোর কথা কাটাকাটি চলে” – চায়ের দোকানে এর ফলে কী হয় ? (ক) চা বিক্রি বাড়ে (খ) ঝগড়া হয় (গ) সময় কাটে (ঘ) বিরক্তি লাগে


Q ➤ ৮. ডাকপুরুষের বচন অনুযায়ী সোমবারের পউষে বাদলা কতদিন চলে ? (ক) সাত দিন (খ) পাঁচ দিন (গ) তিন দিন (ঘ) এক দিন


Q ➤ ৯. ভারত বর্ষ গল্পে ঘটনার সময়টা ছিল— (ক) গরমের (খ) বর্ষার (গ) শীতের (ঘ) বসন্তের


Q ➤ ১০. বুড়িকে নদীতে ফেলে দিতে কে বলেছিল ? (ক) চৌকিদার (খ) জগা (গ) ভটচাযমশাই (ঘ) মোল্লা


Q ➤ ১১. “চোখের মাথা খেয়েছিস মিনষেরা”- কার উক্তি ?(ক) মোল্লার (খ) ভট্টাচার্যমশায়ের (গ) বুড়ির (ঘ) নাপিতের


Q ➤ ১২. বাজারের উত্তর দিকে আছে— (ক) বিশাল মাঠ (খ) বিশাল পুকুর (গ) বিশাল নদী (ঘ) বিশাল গাছ


Q ➤ ১৩. সেখানকার শীত খুব জাঁকালাে বলে লেখক জানিয়েছেন তা হল— (ক) বাংলাদেশের (খ) দার্জিলিঙের (গ) আমেদাবাদের (ঘ) রাঢ় বাংলার


Q ➤ ১৪. নদীর চর থেকে বুড়িকে তুলে এনেছিল— (ক) একদল ছােকরা (খ) মুসলমান পাড়ার লােকেরা (গ) চৌকিদারের লােকেরা (ঘ) বুড়ির আত্মীয়রা


Q ➤ ১৫. “আমি স্বকর্ণে শুনেছি, বুড়ি লা ইলাহা বলেছে।”— কথাটি বলেছিল– (ক) করিম ফরাজি (খ) মোল্লা সাহেব (গ) ফজলু শেখ (ঘ) মৌলবি সাহেব


Q ➤ ১৬. রাত ৯টার পরে বাজারের রাস্তার পিচের ওপর ঘােরাফেরা করে কিছু — (ক) দুষ্কৃতির ছায়া (খ) শিয়ালের ছায়া (গ) নেড়িকুত্তার ছায়া (ঘ) আড্ডাবাজদের ছায়া


Q ➤ ১৭. এ বারের বাদলা কী বারে লেগেছিল ? (ক) সোমবারে (খ) মঙ্গলবারে (গ) বুধবারে (ঘ) শনিবারে


Q ➤ ১৮. রাঢ় বাংলার ভদ্রলােকেরা শীতকালীন বৃষ্টিকে বলেন— (ক) শীতবৃষ্টি (খ) পৌষে বাদলা (গ) ডাওর (ঘ) ফাঁপি


Q ➤ ১৯. “তোর শতগুষ্টি মরুক”— উক্তিটি কার ? (ক) জগার (খ) মোল্লার (গ) নকড়ির (ঘ) বুড়ির


Q ➤ ২০. লােকের মেজাজ বিগড়ে যাওয়ার কারণ— (ক) বৃষ্টির সঙ্গে জোর বাতাস বইছে বলে (খ) পৌষ মাসে বৃষ্টি হচ্ছে বলে (গ) অকাল-দুর্যোগে ধানের প্রচণ্ড ক্ষতি হবে বলে (ঘ) কনকনে বাতাস বইছিল বলে


Q ➤ ২১. “এক সময় দাগি ডাকাত ছিল”– কে দাগি ডাকাত ছিল ? (ক) ফজলু শেখ (খ) নিবারণ বাগদি (গ) করিম ফরাজি (ঘ) নকড়ি নাপিত


Q ➤ ২২. বুড়িকে ‘হরিবোল’ বলতে স্পষ্ট শুনেছে— (ক) নিবারণ বাগদি (খ) নকড়ি নাপিত (গ) ভটচামশাই (ঘ) ফজলু শেখ


Q ➤ ২৩. রাঢ় বাংলার ছােটোলােকেরা শীতকালে বৃষ্টি হলে তাকে বলে— (ক) ডাওর (খ) ফাঁপি (গ) পৌষে বাদলা (ঘ) শীত বাদলা


Q ➤ ২৪. গ্রামে বসবাসকারী যুবক-যুবতিদের পোশাক তৈরি হয়— (ক) আমেদাবাদের কারখানায় (খ) ইংল্যান্ডের কারখানায় (গ) নিজেদের বাজারে (ঘ) নিজেদেরই হস্তচালিত মেশিনে


Q ➤ ২৫. বুড়িকে ঝােলানাে হয়েছিল— (ক) কাঠের চ্যাংদোলায় (খ) বস্তার ভেতরে পুরে (গ) বাঁশের চ্যাংদোলায় (ঘ) দোলনায়


Q ➤ ২৬. বাজারের পিছনে গ্রামটিতে যেটি নেই বলে লেখক জানিয়েছেন সেটি হল— (ক) সভ্যতার ছোঁয়া (খ) বাঁশবন (গ) বিদ্যুৎ (ঘ) কারখানা


Q ➤ ২৭. পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটি— (ক) বড়াে কারখানা। (খ) বড়াে বাজার (গ) ছােট্ট বাড়ি (ঘ) ছােট্ট বাজার


Q ➤ ২৮. বাজারের পিছনে আছে একটি– (ক) বড়াে বাড়ি (খ) বড়াে কারখানা। (গ) ইঁট ভাটা (ঘ) চায়ের দোকান


Q ➤ ২৯. চায়ের দোকানে জোর কথা কাটাকাটি চলাকালীন চায়ের দোকানে এসেছিল— (ক) বােম্বাইয়ের এক অভিনেতা (খ) এক গায়ক (গ) এক এমএলএ (ঘ) এক থুত্থুরে কুঁজো বুড়ি


Q ➤ ৩০. চাষাভুষাে মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে অপেক্ষা করছিল— (ক) রােদে ঝলমল একটা দিনের (খ) অতিবর্ষণের (গ) প্রবল ঝড়ের (ঘ) একটি বুড়ির হেঁটে আসার


Q ➤ ৩১. চায়ের দোকানে বসে চাষাভুষােরা কাদের মুণ্ডুপাত করতে থাকল ? (ক) জমিদারদের (খ) প্রকৃতির (গ) ঝড়-বৃষ্টির (ঘ) আল্লা-ভগবানের


Q ➤ ৩২. ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় শুরু হয়— (ক) মারামারি (খ) তর্ক (গ) হাসি-তামাশা (ঘ) নীতিকথা


Q ➤ ৩৩. সবাই সভ্যতার ছােট্ট উনােনের পাশে আসে কারণ— (ক) উনান নিভিয়ে দিতে (খ) উনানে আগুনের তেজ দেখতে (গ) হাত-পা সেঁকে নিতে (ঘ) উনানে রান্না করবে বলে


Q ➤ ৩৪. আজ না-হােক, কাল পয়সা পাবেই চায়ের দোকানদার। যার ফলে বেড়ে চলে— (ক) চা খাওয়া (খ) বিক্রিবাট্টা (গ) ধারের অঙ্ক (ঘ) আয়-উপার্জন


Q ➤ ৩৫. থুত্থুরে বুড়িটি কোথায় থাকে ?— এই প্রশ্নের উত্তরে সে জানিয়েছিল— (ক) তােমাদের মাথায় (খ) বটতলায় (গ) তােমাদের ঘাড়ে। (ঘ) স্বর্গে


Q ➤ ৩৬. যে মরশুম হওয়ায় আজ না-হােক, কাল পয়সা পাবে বলে চা-দোকানির ধারণা— (ক) বৃষ্টির মরশুম (খ) ধানের মরশুম মি (গ) ইলিশের মরশুম (ঘ) সবজির মরশুম


Q ➤ ৩৭. “হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল”— (ক) সকালে (খ) বিকালে (গ) দুপুরে (ঘ) সন্ধ্যায়।


Q ➤ ৩৮. পৌষে বাদলা সম্পর্কে গ্রামের কাদের পুরােনাে বচন আছে— (ক) শিক্ষিত ব্যক্তিদের (খ) মহিলামহলের (গ) বৃদ্ধদের (ঘ) ডাকপুরুষের


Q ➤ ৩৯. বুড়িকে চ্যাংদোলা করে রেখে আসা হল— (ক) মাঠের মাঝখানে (খ) নদীর চরে (গ) খালের পাড়ে (ঘ) ভাগাড়ে


Q ➤ ৪০. শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন-বাকি সব— (ক) চারদিন (খ) দিন দিন (গ) আটদিন (ঘ) দশদিন


Q ➤ ৪১. “নির্ঘাত মরে গেছে বুড়িটা”।- কথাটি বলেছিল— (ক) চাওলা জগা। (খ) সরা বাউরি (গ) চৌকিদার (ঘ) গাঁয়ের মােল্লাসাহেব


Q ➤ ৪২. মাঠ পেরিয়ে আসছিল একটি— (ক) চ্যাংদোলা (খ) পালকি (গ) গাড়ি (ঘ) মিছিল


Q ➤ ৪৩. বুড়ির কপাল ছুঁয়ে বােঝা গেল— (ক) প্রচণ্ড গরম (খ) প্রচণ্ড ঠান্ডা (গ) হালকা গরম (ঘ) হালকা ঠান্ডা


Q ➤ ৪৪. বুড়ির মরার খবর প্রথম কাকে দেওয়া হল— (ক) চৌকিদারকে (খ) সরা বাউরিকে (গ) বুড়ির বাড়ির লােককে (ঘ) গাঁয়ের মােল্লা সাহেবকে


Q ➤ ৪৫. বাজারে চ্যাংদোলাটিকে রেখে মুসলমান পাড়ার লােকেরা— (ক) ঝগড়া করছিল (খ) কান্নাকাটি করছিল (গ) আরবি মন্ত্র পড়ছিল (ঘ) হাসাহাসি করছিল।


Q ➤ ৪৬. বাজারে চায়ের দোকান ছিল ? (ক) একটা (খ) দুটো (গ) তিনটে (ঘ) চারটে


Q ➤ ৪৭. বুড়ির গায়ে জড়ানো ছিল ? (ক) কাথা (খ) কম্বল (গ) লেপ (ঘ) চাদর


Q ➤ ৪৮. চায়ের দোকানের আড্ডা বাজরা বুড়ির সঙ্গে তুলনা করেছিল ? (ক) ঘোড়ার (খ) হরিণের (গ) খরগোশের (ঘ) টাট্টুর


Q ➤ ৪৯. বাজার থেকে থানার দুরত্ব ছিল ?‌ (ক) তিন ক্রোশ (খ) চার ক্রোশ (গ) পাঁচ ক্রোশ (ঘ) ছয় ক্রোশ


Q ➤ ৫০. বাজার থেকে নদীর দুরত্ব ছিল ? (ক) এক মাইল (খ) দুই মাইল (গ) তিন মাইল (ঘ) চার মাইল


Q ➤ ৫১. “ফজর” কথাটির অর্থ কি ? (ক) ভোর (খ) দুপুর (গ) বিকেল (ঘ) সন্ধ্যা


Q ➤ ৫২. এক কালে পেশাদার লাঠিয়াল ছিল ? (ক) ফজলু সেখ (খ) নিবারণ বাগদী (গ) করিম ফরাজি (ঘ) নকড়ি নাপিত


Q ➤ ৫৩. চৌকিদার যে রঙের উর্দি পড়েছিল, তা হলো ? (ক) লাল (খ) নীল (গ) কালো (ঘ) হলুদ


Q ➤ ৫৪. “_______ চৌকিদারের পরামর্শ মানা হলো ?” (ক) পন্ডিত (খ) বিচক্ষণ (গ) অভিজ্ঞ (ঘ) বিজ্ঞ


Q ➤ ৫৫. “কতক্ষণ সে এই _______ জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে … ? (ক) মারমুখী (খ) আক্রমানকত (গ) ক্ষিপ্ত (ঘ) মারকুটে


Q ➤ ৫৬. আমেদাবাদ শহরটি যে রাজ্যে অবস্থিত ? (ক) পশ্চিমবঙ্গ(খ) গুজরাট (গ) রাজস্থান (ঘ) মহারাষ্ট্র


Q ➤ ৫৭. “ভারতবর্ষ” গল্পের লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ যুক্ত ছিলেন ? (ক) তরজার সঙ্গে (খ) আলকাপের সঙ্গে (গ) রামযাত্রার সঙ্গে (ঘ) থিয়েটারের সঙ্গে


Q ➤ ৫৮. হাস্কিং মেশিন থেকে ________ হয় ? (ক) তেল (খ) রস (গ) চাল (ঘ) গম


👉HS বাংলা সমস্ত অধ্যায়ের মক্ টেস্ট👈


Leave a Reply