WBCHSE Bengali Online Mock Test Set-5 | উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা মক্ টেস্ট দ্বাদশ শ্রেণি।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Bengali Online Mock Test, Prosnodekho.com

WBCHSE Bengali Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। বাংলা প্রশ্নপত্রে অথবা সহ মোট ২২টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য Practice Set দেওয়া হল।

HS Bengali MCQ Test - 5

1 / 23

১.১ মন্দিরের চাতালে বসে তিনটি ছেলে—

2 / 23

১.২ ‘বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল–

3 / 23

১.৩ করিম ফরাজি একদা ছিল—

4 / 23

১.৪ বেচারা চৌকিদার যে রঙের উর্দি পরেছিল—

5 / 23

১.৫ ‘বাসিনী লুকিয়ে উচ্ছবকে খেতে দিয়েছিল'—

6 / 23

১.৬ ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে’–

7 / 23

১.৭ ‘চোখ তো সবুজ চায় / দেহচায়' –

8 / 23

১.৮ ‘রক্তের অক্ষরে দেখিলাম।'—

9 / 23

১.৯ “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত”—

10 / 23

অথবা, রজনীকান্তবাবু রামব্রীজকে বকশিস দিয়েছিলে—

11 / 23

১.১০ ‘বহুরূপী তখন লাঠে উঠবে’– ‘বহুরূপী’ একটি—

12 / 23

অথবা, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার নেই—

13 / 23

১.১১ ‘বাঙালিরা কাঁদুনে জাত'- কথাটি বলেন–

14 / 23

অথবা, গ্রীনরুমে ঘুমান—

15 / 23

১.১২ ‘রাজনীতি বড়ো কূট'- বলেছিলেন–

16 / 23

অথবা, ‘The night is calling me me me' সংলাপটি কার লেখা ?

17 / 23

১.১৩ ‘সেখানে কি সবাই প্রাসাদেই থাকত ?' কোথায় ?

18 / 23

অথবা, ‘মর্দানা' শব্দটির অর্থ হ'ল—

19 / 23

১.১৪ ‘রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজপাঠ' গ্রন্থের অলংকরণ করেছেন—

20 / 23

১.১৫ সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হ'ল–

21 / 23

১.১৬ ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স'-এর প্রতিষ্ঠাতা হলেন—

22 / 23

১.১৭ ‘রূপমূল’ হল—

23 / 23

১.১৮ ছোটোকাকা > ছোটকা— উদাহরণ হ'ল—

Your score is

The average score is 76%

0%


১. সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১×১৮ =১৮

১.১ মন্দিরের চাতালে বসে তিনটি ছেলে–
(ক) দাবা খেলছিল (খ) তাস পেটাচ্ছিল
(গ) লুডো খেলছিল (ঘ) ছক কাটছিল।

উত্তরঃ (খ) তাস পেটাচ্ছিল

১.২ ‘বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল–
(ক) বিরাশি বছর (খ) আশি-বছর
(গ) চুরাশি বছর (ঘ) তিরাশি বছর।

উত্তরঃ (ক) বিরাশি বছর

১.৩ করিম ফরাজি একদা ছিল—
(ক) পেশাদার কুস্তিগির
(খ) পেশাদার লাঠিয়াল
(গ) পেশাদার বন্দুকবাজ
(ঘ) পেশাদার ডাকাত।

উত্তরঃ (খ) পেশাদার লাঠিয়াল

১.৪ বেচারা চৌকিদার যে রঙের উর্দি পরেছিল—
(ক) লাল (খ) সাদা (গ) গেরুয়া (ঘ) নীল।

উত্তরঃ (গ) গেরুয়া

১.৫ ‘বাসিনী লুকিয়ে উচ্ছবকে খেতে দিয়েছিল’—
(ক) চিঁড়ে (খ) মুড়ি (গ) ছাতু (ঘ) বাতাসা।

উত্তরঃ (গ) ছাতু

১.৬ ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে’–
(ক) নির্জন নিঃসঙ্গতার মতো
(খ) উজ্জ্বল স্তব্ধতার মতো
(গ) সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো
(ঘ) শীতের দুঃস্বপ্নের মতো

উত্তরঃ (ঘ) শীতের দুঃস্বপ্নের মতো

১.৭ ‘চোখ তো সবুজ চায় / দেহচায়’ –
(ক) সবুজবাগান (খ) সবুজ গাছ
(গ) সুখ (ঘ) আরাম

উত্তরঃ (ক) সবুজবাগান

১.৮ ‘রক্তের অক্ষরে দেখিলাম।’—
(ক) মৃত্যুর রূপ (খ) প্রকৃতির রূপ
(গ) আপনার রূপ (ঘ) রূপনারানের রূপ।

উত্তরঃ (গ) আপনার রূপ

১.৯ “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত”—
(ক) স্বভাব নাটক (খ) বিভাব নাটক
(গ) অভাব নাটক (ঘ) একাঙ্ক নাটক

উত্তরঃ (গ) অভাব নাটক

অথবা, রজনীকান্তবাবু রামব্রীজকে বকশিস দিয়েছিলেন—
(ক) চার টাকা (খ) তিন টাকা
(গ) এক টাকা (ঘ) দুই টাকা

উত্তরঃ (খ) তিন টাকা

১.১০ ‘বহুরূপী তখন লাঠে উঠবে’– ‘বহুরূপী’ একটি—
(ক) প্রতিষ্ঠান (খ) নাট্যগোষ্ঠী
(গ) পাঠশালা (ঘ) সংস্থা

উত্তরঃ (খ) নাট্যগোষ্ঠী

অথবা, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার নেই—
(ক) মৃত্যু (খ) জরা (গ) বার্ধক্য
(ঘ) আত্মসচেতনতা

উত্তরঃ (গ) বার্ধক্য

১.১১ ‘বাঙালিরা কাঁদুনে জাত’- কথাটি বলেন–
(ক) গান্ধিজি (খ) বল্লভভাই
(গ) কেদারনাথ (ঘ) রাধাকৃষ্ণান

উত্তরঃ (খ) বল্লভভাই

অথবা, গ্রীনরুমে ঘুমান—
(ক) রজনী (খ) রামব্রীজ
(গ) কালীনাথ (ঘ) কাশীনাথ

উত্তরঃ (গ) কালীনাথ

১.১২ ‘রাজনীতি বড়ো কূট’- বলেছিলেন–
(ক) রজনী (খ) মোহম্মদ (গ) কালীনাথ
(ঘ) কিংলিয়ার

উত্তরঃ (ক) রজনী

অথবা, ‘The night is calling me me me’ সংলাপটি কার লেখা ?
(ক) শেলি (খ) শেক্‌সপিয়র (গ) বার্নার্ড শ (ঘ) বায়রন।

উত্তরঃ (গ) বার্নার্ড শ

১.১৩ ‘সেখানে কি সবাই প্রাসাদেই থাকত ?’ কোথায় ?
(ক) ব্যাবিলন (খ) রোম (গ) বাইজেনটিয়াম (ঘ) আটলান্টিস্।

উত্তরঃ (গ) বাইজেনটিয়াম

অথবা, ‘মর্দানা’ শব্দটির অর্থ হ’ল—
(ক) ঈশ্বরের সেবিকা
(খ) ক্ষমতাশালী মহিলা
(গ) পৌরুষ
(ঘ) নরম মনের মহিলা

উত্তরঃ (গ) পৌরুষ

১.১৪ ‘রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজপাঠ’ গ্রন্থের অলংকরণ করেছেন—
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) যামিনী রায়
(গ) নন্দলাল বসু
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) নন্দলাল বসু

১.১৫ সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হ’ল—
(ক) অপুর সংসার (খ) পথের পাঁচালী
(গ) অপরাজিত (ঘ) শাখা প্রশাখা

উত্তরঃ (খ) পথের পাঁচালী

১.১৬ ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স’-এর প্রতিষ্ঠাতা হলেন—
(ক) জগদীশচন্দ্ৰ বসু (খ) সত্যেন্দ্রনাথ বসু
(গ) মেঘনাদ সাহা (ঘ) প্রফুল্লচন্দ্র রায়

উত্তরঃ (গ) মেঘনাদ সাহা

১.১৭ ‘রূপমূল’ হল—
(ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক
(খ) শব্দার্থের উপাদান
(গ) ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক
(ঘ) পদের গঠন বৈচিত্র্য

উত্তরঃ (ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক

১.১৮ ছোটোকাকা > ছোটকা— উদাহরণ হ’ল—
(ক) বিকল্পন (খ) বর্গান্তর (গ) ক্লিপিংস
(ঘ) ক্র্যানবেরি রূপমূল।

উত্তরঃ (গ) ক্লিপিংস

This Post Has One Comment

  1. Rahan sekh

    Dada top notch questions gulo chelo first ai 90 paye gache.

Leave a Reply