WBCHSE Class 11 Economics Question Paper 2017 with Answer | একাদশ শ্রেণি অর্থনীতি প্রশ্নপত্র ২০১৭

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

New Syllabus
ECONOMICS
(2017)

Time: 3 Hours 15 Minutes
Full Marks: 80

* পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

* Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

GROUP – A

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 1×10=10

সঠিক উত্তরটি নির্বাচন করো-

(a) বর্তমানে ভারতে যে অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে, তা হল-
(i) সমাজতান্ত্রিক ব্যবস্থা
(ii) পরিকল্পিত অর্থব্যবস্থা
(iii) ধনতান্ত্রিক ব্যবস্থা
(iv) মিশ্র অর্থব্যবস্থা।

উত্তরঃ (iv) মিশ্র অর্থব্যবস্থা।

(b) স্বাভাবিক একচেটিয়া কারবারের উদ্ভব হয় যখন-
(i) উৎপাদন বৃদ্ধির সাথে গড় ব্যয়। বহু দূর পর্যন্ত ক্রমাগত কমতে থাকে
(ii) সর্বোত্তম পরিমাণে উৎপাদনের জন্য। সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজন থাকে
(iii) উৎপাদন বৃদ্ধির সাথে গড় ব্যয় বহু দূর পর্যন্ত ক্রমাগত বাড়তে থাকে
(iv) তুলনামূলকভাবে স্থির ব্যয়ের অনুপাতে পরিবর্তনীয় ব্যয় অনেক বেশি হয়।

উত্তরঃ (i) উৎপাদন বৃদ্ধির সাথে গড় ব্যয়। বহু দূর পর্যন্ত ক্রমাগত কমতে থাকে

(c) নীচের কোনটি উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য নয় ?
(i) মূলধনের প্রাচুর্য
(ii) উচ্চ মাথাপিছু আয়
(iii) কৃষিক্ষেত্রের প্রাধান্য
(iv) জনসংখ্যা বৃদ্ধির নিম্নহার।

উত্তরঃ (iii) কৃষিক্ষেত্রের প্রাধান্য

(d) বাণিজ্য চক্রের মোট পর্যায়ের সংখ্যা হল-
(i) দুই (ii) তিন (iii) চার (iv) ছয়।

উত্তরঃ (iii) চার

(e) নীচের কোনটি প্রত্যক্ষ কর নয় ?
(i) অন্তঃশুল্ক (ii) সম্পদ কর (iii) আয়কর
(iv) কোম্পানি কর।

উত্তরঃ (i) অন্তঃশুল্ক

(f) নীচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় ?
(i) নোট প্রচলন
(ii) আমানত গ্রহণ
(iii) ঋণ নিয়ন্ত্রণ
(iv) বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ

উত্তরঃ (ii) আমানত গ্রহণ

(g) নীচের কোনটি যৌথ মূলধনি কোম্পানির বৈশিষ্ট্য নয় ?
(i) বিধিবদ্ধ সত্তা
(ii) হস্তান্তরযোগ্য শেয়ার
(iii) চিরন্তন অস্তিত্ব
(iv) সীমাহীন দায়।

উত্তরঃ (iv) সীমাহীন দায়

(h) কোনো উপাদানের গড় উৎপাদন যখন কমে, তখন প্রান্তিক উৎপাদন-
(i) গড় উৎপাদনের থেকে বেশি হয়
(ii) গড় উৎপাদনের থেকে কম হয়
(iii) গড় উৎপাদনের সমান হয়
(iv) ঊর্ধ্বগামী হয়।

উত্তরঃ (ii) গড় উৎপাদনের থেকে কম হয়

(i) 1 থেকে 8 পর্যন্ত পর পর সকল সংখ্যাগুলির মধ্যমা হবে-
(i) 3 (ii) 4 (iii) 4.5 (iv) 5

উত্তরঃ (iii) 4.5

(j) ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয়-
(i) 1981 সালে (ii) 1985 সালে
(iii) 1991 সালে‌ (iv) 1996 সালে।

উত্তরঃ (iii) 1991 সালে‌

GROUP – B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×10=10

(a) সত্য বা মিথ্যা লেখো:

অর্থবিজ্ঞানে অর্থকে মূলধন হিসেবে গণ্য করা হয়।

উত্তরঃ মিথ্যা

অথবা,

উৎপাদন সম্ভাবনা রেখা মূলবিন্দুর দিকে অবতল হয়।

উত্তরঃ সত্য

(b) শূন্যস্থান পূরণ করো:

________ ব্যবস্থাকে অদৃশ্য হস্ত বলা হয়।।

উত্তরঃ বাজার।

অথবা,

সংরক্ষিত বনাঞ্চল হল একটি _________ মালিকানাধীন সম্পত্তি।

উত্তরঃ সাধারণ

(c) সত্য বা মিথ্যা লেখো :

কর ব্যবস্থা অধোগতিশীল হলে আয় বৈষম্য বৃদ্ধি পায়।

উত্তরঃ সত্য

অথবা,

রাজ্য সরকারের সড়ক ও সেতু নির্মাণের জন্য ব্যয় হল একটি বিনিয়োগ।

উত্তরঃ সত্য

(d) সত্য বা মিথ্যা লেখো:

বিক্রয় কর ভারতের রাজ্য সরকারগুলির আয়ের একটি প্রধান উৎস।

উত্তরঃ সত্য

(e) শূন্যস্থান পুরণ করো:

_________ অর্থের ক্ষেত্রে মুদ্রিত মূল্য অন্তর্নিহিত মূল্য অপেক্ষা বেশি হয়।

উত্তরঃ টোকেন

অথবা,

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক রেট _________ করে।

উত্তরঃ বৃদ্ধি

(f) শূন্যস্থান পূরণ করো:

যৌথ মূলধনি কোম্পানির ডিবেঞ্চার হোল্ডাররা ______ অর্জন করে।

উত্তরঃ সুদ।

(g) সত্য না মিথ্যা লেখো:

কোনো উপাদানের এক একক নিয়োগ বৃদ্ধির ফলে মোট উৎপাদন যদি বৃদ্ধি পায়, তবে ওই উপাদানের প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়।

উত্তরঃ মিথ্যা

(h) শূন্যস্থান পুরণ করো:

চলকের কোনো মানের পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করলে _________ পরিসংখ্যা পাওয়া যায়।

উত্তরঃ আপেক্ষিক

(i) সত্য বা মিথ্যা লেখো:

বিচ্ছিন্ন চলকের অন্যতম উদাহরণ হল পরিবারের সদস্য সংখ্যা।

উত্তরঃ সত্য

অথবা,

একটি বাগানের ফুলের ভিন্ন ভিন্ন রঙগুলিকে একটি অবিচ্ছিন্ন চলরাশির আকারে করা যায়।

উত্তরঃ মিথ্যা

(j) ভারতের একটি ভারী শিল্পের নাম লেখো।

উত্তরঃ লৌহ ও ইস্পাত

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×10=20

(a) সাধারণ সম্পত্তির বিয়োগান্তক পরিণতির অর্থ কী ?

অথবা

কোনো অর্থনীতির মৌলিক সমস্যাগুলির উদ্ভবের কারণ কী ?

(b) অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা দাও।

অথবা,

মূলধন কাকে বলে ?

(c) বাণিজ্যচক্রের সর্বোচ্চ পর্যায় ‘সমৃদ্ধির’ দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

(d) অংশীদারি প্রতিষ্ঠানের দুটি অসুবিধা উল্লেখ করো।

অথবা,

সমবায়ের দুটি সুবিধা উল্লেখ করো।

(e) গড় রেভিনিউ উৎপাদন এবং প্রান্তিক রেভিনিউ উৎপাদনের মধ্যে সম্পর্কটি কেমন ?

অথবা,

প্রান্তিক উপাদানের ব্যয় বলতে কী বোঝায় ?

(f) নিম্নের রাশিসমূহ থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো : 2,3,6, 2, 2, 3, 4, 4, 2, 3, 5, 6, 3, 5, 3.

(g) জাতীয় আয়ের ক্ষেত্রগত বণ্টন বলতে কী বোঝায় ?

(h) নগদ শস্য কাকে বলে ?

অথবা,

মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের দু’টি বৈশিষ্ট্য উল্লেখ করো।

(i) যুগ্ম ক্ষেত্র বা যৌথ ক্ষেত্র বলতে কী বোঝ ?

(j) জাপানের দুটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম উল্লেখ করো।

উত্তরঃ মোটরগাড়ি এবং বৈদ্যুতিন যন্ত্র

GROUP – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5×6=30

(a) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

অথবা,

প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো।

(b) মোট জাতীয় উৎপাদন পরিমাপের জন্য ব্যবহৃত মূল্য সংযোজন পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো।

অথবা,

ভোগ্য দ্রব্য এবং মূলধনি দ্রব্যের মধ্যে পার্থক্য করো।

(c) পরিকল্পনাকালে ভারতের জীবিকা কাঠামোতে কী ধরনের পরিবর্তন ঘটেছে ?

(d) কোনো রাশিমালার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হিসেবে গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।

অথবা,

দেখাও কীভাবে একটি বিচ্ছিন্ন চলের সরল পরিসংখ্যা বিভাজনকে লেখচিত্রে (পরিসংখ্যা বহুভুজ) অঙ্কন করা হয়।

(e) দুটি দেশের মধ্যে বাণিজ্যের ভিত্তি হিসাবে অ্যাডাম স্মিথের চরম সুবিধার তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো।

(f) ভারতের শিল্পায়নে রাষ্ট্রীয় উদ্যোগের ভূমিকা আলোচনা করো।

GROUP – E

5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 10×1=10

ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো।

অথবা,

পশ্চিমবাংলার কৃষিক্ষেত্রে গৃহীত ভূমিসংস্কার সংক্রান্ত ব্যবস্থাগুলির একটি বিবরণ দাও।

Leave a Reply