WBCHSE Class 11 Economics Question Paper 2018 with Answer | একাদশ শ্রেণি অর্থনীতি প্রশ্নপত্র ২০১৮

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

New Syllabus
ECONOMICS
(2018)

Time: 3 Hours 15 Minutes
Full Marks: 80

* পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

* Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

GROUP – A

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 1×10=10

সঠিক উত্তরটি নির্বাচন করো :

(a) নীচের কোনটি মিশ্র অর্থব্যবস্থার অঙ্গ ?
(i) প্রতিরক্ষা ব্যবস্থার সম্পূর্ণ বেসরকারিকরণ
(ii) বৈদেশিক নীতি সরকারি নিয়ন্ত্রণাধীন নয়
(iii) সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থান
(iv) আয় বণ্টনে সম্পূর্ণ সমতা।

উত্তরঃ (iii) সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থান

(b) নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির সরবরাহকৃত সেবাকার্যাদির মধ্যে কোনটি ‘সামাজিক দ্রব্য’ হিসেবে পরিগণিত হবে ?
(i) রাজ্য পরিবহণ
(ii) ভারতীয়।
(iii) ভারতের জীবন বিমা নিগম
(ⅳ) প্রতিরক্ষা ব্যবস্থা।

উত্তরঃ (ⅳ) প্রতিরক্ষা ব্যবস্থা।

(c) নীচের কোনটি স্বল্পোন্নত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নয় ?
(i) নিম্ন মাথাপিছু আয়
(ii) নিম্ন সঞ্চয় ও মূলধন গঠনের হার
(iii) নিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার
(iv) নিম্ন স্বাক্ষরতার হার।

উত্তরঃ (iii) নিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার

(d) নীচের কোনটি বাণিজ্য চক্রের নিম্নতম পর্যায় ‘মন্দা’র বৈশিষ্ট্য নয় ?
(i) অত্যন্ত কম আয়স্তর
(ii) বিনিয়োগের হারে বৃদ্ধি
(iii) সামগ্রিক চাহিদার পরিমাণ খুব কম
(iv) বিপুল কর্মহীনতা।

উত্তরঃ (ii) বিনিয়োগের হারে বৃদ্ধি

(e) নীচের করগুলির মধ্যে কোনটি ভারতের কেন্দ্রীয় সরকার আরোপ করে ?
(i) কৃষি আয়কর
(ii) ভূমি রাজস্ব
(iii) আমদানি শুল্ক
(iv) বিদ্যুৎ কর।

উত্তরঃ (iii) আমদানি শুল্ক

(f) নীচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় ?
(i) আমানত গ্রহণ করা
(ii) ঋণদান করা
(iii) দেশে মোট ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা
(iv) গ্রাহকদের প্রতিনিধি হিসেবে কাজ করা।

উত্তরঃ (iii) দেশে মোট ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা

(g) যৌধ মূলধনি কোম্পানির শেয়ার হোল্ডাররা অর্জন করে
(i) সুদ
(ii) খাজনা
(iii) মজুরি
(iv) লভ্যাংশ।

উত্তরঃ (iv) লভ্যাংশ।

(h) নিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপাদানের দাম বৃদ্ধি পেতে থাকলে গড় উপাদান ব্যয় হবে
(i) ঋণাত্মক
(ii) শূন্য
(iii) ক্রমহ্রাসমান
(iv) ক্রমবর্ধমান।

উত্তরঃ (iv) ক্রমবর্ধমান।

(i) নিম্নোক্ত উৎসগুলির কোনটি প্রাথমিক রাশিতথ্য সংগ্রহে ব্যবহৃত হয় ?
(i) কেন্দ্র ও রাজ্য সরকারগুলির বিভিন্ন প্রকাশনা
(ii) বিভিন্ন কমিটি ও কমিশনের প্রতিবেদন
(iii) গবেষণা প্রতিষ্ঠানগুলির প্রকাশিত তথ্য
(iv) পত্রযোগে প্রেরিত প্রশ্নগুচ্ছের মাধ্যমে অনুসন্ধান।

উত্তরঃ (iv) পত্রযোগে প্রেরিত প্রশ্নগুচ্ছের মাধ্যমে অনুসন্ধান।

(j) নীচের কোন্ সংস্থাটি সরকারি ক্ষেত্রের অন্তর্গত নয় ?

(i) WIPRO (ii) SAIL (iii) BHEL
(iv) BSNL

উত্তরঃ (i) WIPRO

GROUP – B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×10=10

(a) শূন্যস্থান পুরণ করো:

_________ হল এমন একটি উপাদান যার কোনো উৎপাদন ব্যয় নাই।

উত্তরঃ জমি

অথবা,

__________ কে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান।

উত্তরঃ মূলধন।

(b) সত্য বা মিথ্যা লেখো:

সম্পদের দুষ্প্রাপ্যতা থেকেই অর্থব্যবস্থার মৌলিক সমস্যাগুলির উদ্ভব হয়।

উত্তরঃ সত্য

অথবা,

উৎপাদন সম্ভাবনা রেখার ওপর অবস্থিত কোনো বিন্দুতেই একমাত্র দক্ষতার সঙ্গে উৎপাদন সম্ভব।

উত্তরঃ সত্য

(c) সত্য বা মিথ্যা লেখো:

যে কর ব্যবস্থায় করযোগ্য আয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে করের হার হ্রাস পায়, তাকে প্রগতিশীল কর ব্যবস্থা বলে।

উত্তরঃ মিথ্যা

(d) সত্য বা মিথ্যা লেখো:

প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়া সম্ভব।

উত্তরঃ সত্য

(e) শূন্যস্থান পূরণ করো:

বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা _________ এর একটি কাজ।

উত্তরঃ অর্থ

অথবা

খোলা বাজারে কার্যকলাপ কেন্দ্রীয় ব্যাংকের _________ নিয়ন্ত্রণের একটি পদ্ধতি।

উত্তরঃ ঋণ

(f) শূন্যস্থান পুরণ করো:

একমালিকানা প্রতিষ্ঠানে মালিকের দায় ___________ ।

উত্তরঃ সীমাহীন

অথবা,

যৌথ মূলধনি কোম্পানির শেয়ারহোল্ডারদের দায় _________।

উত্তরঃ সীমিত।

(g) সত্য বা মিথ্যা লেখো:

উপাদানসমূহের চাহিদাকে _________ চাহিদা বলে।

উত্তরঃ উদ্ভূত।

অথবা,

__________ মাত্রাবৃদ্ধির প্রতিদান দেখা দেয় যখন সমস্ত উপাদানগুলিকে একই সঙ্গে এবং একই অনুপাতে বৃদ্ধি করার ফলে উৎপাদন অধিক মাত্রায় বৃদ্ধি পায়।

উত্তরঃ ক্রমবর্ধমান।

(h) সত্য বা মিথ্যা লেখো:

দণ্ড বা স্তম্ভচিত্রের আয়তাকার দণ্ডগুলির প্রস্থ অসমান হয়।

উত্তরঃ মিথ্যা

অথবা,

মধ্যমা কোনো রাশিমালার চরম মানগুলি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়।

উত্তরঃ মিথ্যা

(i) শূন্যস্থান পূরণ করো:

যে ক্ষেত্রে পরম পরিবর্তন অপেক্ষা আপেক্ষিক পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ, সেখানে ________ গড়ই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হিসাবে উপযুক্ত।

উত্তরঃ জ্যামিতিক বা, গুণোত্তর

(j) সত্য বা মিথ্যা লেখো:

ভারতের নতুন শিল্পনীতি ঘোষিত হয় 1991 সালে।

উত্তরঃ সত্য

অথবা,

ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচির মূল উদ্দেশ্য সরকারি ক্ষেত্রের সম্প্রসারণ।

উত্তরঃ মিথ্যা

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 2×10 = 20

( a) যৌথ মালিকানাধীন সম্পত্তি বলতে কী বোঝায় ?

অথবা,

একটি উন্নত অর্থব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

(b) মানবিক মূলধন কাকে বলে ?

উত্তরঃ শ্রমেরই অপর নাম মানবিক মূলধন।

অথবা,

প্রযুক্তিগত উন্নতির সংজ্ঞা দাও।

(c) বাণিজ্যচক্র কাকে বলে ?

(d) একমালিকানা প্রতিষ্ঠানের দুটি সুবিধা উল্লেখ করো।

অথবা,

যৌথ মূলধনি কোম্পানির অর্থসংগ্রহের দুটি উৎস কী কী ?

(e) উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা দাও।

অথবা,

প্রান্তিক রেভিনিউ উৎপাদন বলতে কী বোঝায় ?

(f) নীচে দেওয়া বাশিমালার মধ্যমা নির্ণয় করো:
58, 40, 63, 31, 54, 48 এবং 36.

উত্তরঃ 48

(g) অর্থনীতির মাধ্যমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত হয় এমন দুটি অর্থনৈতিক ক্রিয়াকলাপের উল্লেখ করো।

অথবা,

ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে 1921 সালটিকে ‘মহাবিভাজিকা’ বৎসর বলা হয় কেন ?

(h) খাদ্যশস্যের বিক্রয়যোগ্য উদ্বৃত্ত বলতে কী বোঝ ?

অথবা,

‘অপারেশন বর্গা’ কী ?

অথবা,

(i) যৌথ ক্ষেত্র কাকে বলে ?

অথবা,

ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা দাও।

(j) মাথাপিছু আয় ও জনসংখ্যা বৃদ্ধির হারের ভিত্তিতে ভারত ও চিনের অর্থনীতির মধ্যে তুলনা করো।

GROUP – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5×6=30

(a) দেখাও কীভাবে বাজারে মোট চাহিদা ও মোট জোগানের ঘাত ও প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের ভারসাম্য দাম নির্ধারিত হয়।

অথবা,

উদাহরণ সহযোগে উৎপাদনের স্থির ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। দীর্ঘকালে এই ধরনের কোনো পার্থক্য থাকে না কেন ?

(b) তিনটি ভিন্ন ধরনের বেকারত্বের সংজ্ঞা দাও। বেকারত্বের হার কীরুপে নির্ধারিত হয় ?

(c) দুটি দেশের মধ্যে অবাধ বাণিজ্যের ফলে উভয় দেশই কীভাবে লাভবান হতে পারে, তা ব্যাখ্যা করো।

অথবা,

অবাধ বাণিজ্যের অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো।

(d) প্রাথমিক রাশিতথ্য ও গৌণ রাশি তথ্যের মধ্যে উদাহরণ সহযোগে পার্থক্য দেখাও।

(e) অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও ভারতে কেন পেশাগত কাঠামোতে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হয়নি, তা সংক্ষেপে ব্যাখ্যা করো।

অথবা,

পশ্চিমবঙ্গে গত পাঁচ দশকে জনসংখ্যাগত বৈশিষ্ট্যের মূল প্রবণতাটি সংক্ষেপে আলোচনা করো।

(f) ভারতীয় অর্থনীতিতে ক্ষুদ্রশিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো।

অথবা,

ভারতের সরকারি সংস্থাগুলির দুর্বলতাগুলি আলোচনা করো।

GROUP – E

5. নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 10×1 = 10

(a) ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রকৃতি এবং ফলাফল বিশদভাবে আলোচনা করো।

অথবা,

ভারতে গণবণ্টন ব্যবস্থার মূল উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো।

Leave a Reply