New Syllabus
ECONOMICS
(2019)
Time: 3 Hours 15 Minutes
Full Marks: 80
* পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
* Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.
GROUP – A
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 1×10=10
সঠিক উত্তরটি নির্বাচন করো:
(a) বাজার ব্যবস্থায় অর্থনীতিতে দাম নির্ধারিত হয়
(i) চাহিদা ও জোগানের ঘাত প্রতিঘাতে
(ii) কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের দ্বারা
(iii) রাষ্ট্রের (সরকারের) মাধ্যমে
(iv) প্রশাসনিক কর্তৃপক্ষের দ্বারা
উত্তরঃ (i) চাহিদা ও জোগানের ঘাত প্রতিঘাতে
(b) আয় বৈষম্য কমানোর জন্য। -কর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
(i) পরোক্ষ (ii) উর্ধ্বগতিশীল
(iii) সমানুপাতিক (iv) অধোগতিশীল
উত্তরঃ (ii) উর্ধ্বগতিশীল
(c) দ্বৈত অর্থনীতি বলতে বোঝায়
(i) উন্নত অনুন্নত ক্ষেত্রের সহাবস্থান
(ⅱ) ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সহাবস্থান
(iii) প্রাথমিক ও মাধ্যমিক ক্ষেত্রের সহাবস্থান
(iv) মাধ্যমিক ও সেবাক্ষেত্রের সহাবস্থান
উত্তরঃ (i) উন্নত অনুন্নত ক্ষেত্রের সহাবস্থান
(d) দীর্ঘকালে সামগ্রিক জোগান রেখাটি হবে
(i) ঊর্ধ্বমুখী (ii) নিম্নমুখী (iii) উল্লম্ব
(ⅳ) অনুভূমিক
উত্তরঃ (iii) উল্লম্ব
(e) সরকারি কর্মচারীদের বেতন দিতে সরকারের যে ব্যয় হয় তা হল ________ খাতে ব্যয়।
(i) মূলধনি (ii) রাজস্ব (iii) উন্নয়ন
(iv) বিনিয়োগ
উত্তরঃ (ii) রাজস্ব
(f) ভারতে 200 টাকার কাগজি নোট _________ অর্থের উদাহরণ।
(i) সসীম বৈধ (ii) ঐচ্ছিক
(iii) নিদর্শন বা টোকেন (iv) ধাতব
উত্তরঃ (iii) নিদর্শন বা টোকেন
(g) অংশীদারি কারবারে ন্যূনতম সদস্য সংখ্যা হল
(i) 5 (ii) 3 (iii) 2 (iv) 20
উত্তরঃ (iii) 2
(h) প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন হবে
(i) শূন্য (ii) ক্রমবর্ধমান (iii) ক্রমহ্রাসমান
(iv) সর্বোচ্চ
উত্তরঃ (iv) সর্বোচ্চ
(i) কোনো রাশিতথ্যের সমগ্র অংশের উপাংশগুলিকে প্রকাশ করার জন্য _________ চিত্র ব্যবহার করা হয়।
(i) সরলরৈখিক (ii) দন্ড (iii) পাই
(iv) আয়তলেখ
উত্তরঃ (iii) পাই
(j) ভারতের বুঢ় নামে অভিহিত করা হয় পশ্চিমবঙ্গের _________ শিল্পাঞ্চলকে।
(i) হুগলি (ii) হলদিয়া (iii) দুর্গাপুর
(iv) শিলিগুড়ি
উত্তরঃ (iii) দুর্গাপুর
GROUP – B
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×10=10
(a) শূন্যস্থান পূরণ করো: অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হল ________ বিজ্ঞান।
উত্তরঃ সম্পদের
অথবা,
যে সামাজিক প্রতিষ্ঠান উৎপাদনের সঙ্গে যুক্ত সেটি হল _________।
উত্তরঃ বাজার
(b) সত্য বা মিথ্যা লেখো:
উন্নত অর্থনীতিতে প্রাথমিক ক্ষেত্রের প্রাধান্য দেখা যায়।
উত্তরঃ মিথ্যা
(c) সত্য বা মিথ্যা লেখো:
বাজার ব্যবস্থার ব্যর্থতার কারণেই সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা যায়।
উত্তরঃ সত্য
অথবা,
সামাজিক দ্রব্যের ক্ষেত্রে বাজার ব্যবস্থা পাওয়া যায়।
উত্তরঃ মিথ্যা
(d) সত্য বা মিথ্যা লেখো:
কেন্দ্রীয় সরকার ভূমি রাজস্ব আদায় করে।
উত্তরঃ মিথ্যা
অথবা,
ধনী ব্যক্তিদের তুলনায় দরিদ্র ব্যক্তিদের পরোক্ষ করের বোঝা বেশি বহন করতে হয়।
উত্তরঃ সত্য
(e) শূন্যস্থান পুরণ করো:
আন্তর্জাতিক অর্থ ভান্ডার (IMF)-এর সকল হিসাব ________ নামক মুদ্রায় প্রকাশ করা হয়।
উত্তরঃ SDR
অথবা,
আমাদের দেশে ________ ব্যাংকের নোট প্রচলনের একচ্ছত্র অধিকার আছে।
উত্তরঃ রিজার্ভ
(f) শূন্যস্থান পূরণ করো:
একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কমপক্ষে ______ জন সদস্য প্রয়োজন।
উত্তরঃ দশ
অথবা,
এক মালিকানা প্রতিষ্ঠানে মালিকের দায় ___________ ।
উত্তরঃ সীমাহীন
(g) শূন্যস্থান পূরণ করো:
উপাদান নিয়োগের পরিমাণ এবং উৎপন্ন দ্রব্যের পরিমাণের মধ্যে সম্পর্ককে উৎপাদন __________ বলে।
উত্তরঃ অপেক্ষক
(h) সত্য বা মিথ্যা লেখো:
সাধারণত কালীন সারির ক্ষেত্রে উল্লম্ব দণ্ডচিত্র ব্যবহৃত হয়।
উত্তরঃ সত্য
অথবা,
অবিচ্ছিন্ন চলকের অন্যতম উদাহরণ হল পরিবারের সদস্য সংখ্যা।
উত্তরঃ মিথ্যা
(i) 24, 55, 38, 65, 59, 33, 60- সংখ্যাগুলির মধ্যমা নির্ণয় করো।
উত্তরঃ 55
(j) ভারতের একটি ভারী শিল্পের উদাহরণ দাও।
উত্তরঃ লৌহ ও ইস্পাত শিল্প
GROUP – C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×10 = 20
(a) কোনো অর্থনীতির মৌলিক সংখ্যা কয়টি ও কী কী ?
অথবা,
পরিকল্পিত অর্থনীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
(b) অর্থনৈতিক প্রসার ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো।
অথবা,
জীবনযাত্রার মান উন্নয়ন হওয়ার নির্দেশক কোনগুলি ?
(c) বাণিজ্যচক্রে অবনতি দশা কেন সৃষ্টি হয় ?
(d) অংশীদারি কারবারের দুটি অসুবিধা লেখো।
অথবা,
কোম্পানীর শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে। পার্থক্য লেখো।
(e) গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক লেখো।
অথবা,
কোনো উৎপাদনের প্রান্তিক ব্যয় কাকে বলে?
(f) কোনো সরলরেখার নতি বলতে কী বোঝ ?
অথবা,
কেন্দ্রীয় প্রবণতায় পরিমাপক হিসাবে গাণিতিক গড়ের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
(g) ‘মানব উন্নয়ন সূচক’ বলতে কী বোঝ ?
(h) কাঠামোগত অধোগমন (retrogression) কাকে বলে ?
(i) নগদ শস্য ও খাদ্যশস্যের মধ্যে দুটি পার্থক্য লেখো।
অথবা,
ভারতে সবুজ বিপ্লবের দুটি প্রভাব লেখো।
(j) জনসংখ্যা ও মাথাপিছু আয়ের ভিত্তিতে ভারত ও জাপানের অর্থনীতির তুলনা করো।
GROUP – D
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5×6 = 30
(a) চাহিদার সূত্রটি লেখো। চাহিদার নিয়মের কিছু ব্যতিক্রম উল্লেখ করো। 1+4
অথবা,
পূর্ণ প্রতিযোগিতার বাজারের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
(b) মাথাপিছু আয় বলতে কী বোঝ ? অর্থনীতিতে এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 2+3
অথবা,
সূচক সংখ্যার সংজ্ঞা দাও। দাম সূচক সংখ্যা গঠনের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। 1+4
(c) দুটি দেশের মধ্যে বাণিজ্যের ভিত্তি হিসাবে রিকার্ডোর তুলনামূলক ব্যয় পার্থক্যের নীতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো।
(d) একটি আদর্শ ছকের বিভিন্ন অংশগুলি বর্ণনা দাও।
অথবা,
একটি বিদ্যালয়ের একাদশ শ্রেণির 50 জন শিক্ষার্থীর অর্থবিদ্যায় প্রাপ্ত নম্বর নীচে দেওয়া হল :
প্রদত্ত রাশিতথ্যটি থেকে গাণিতিক গড় নির্ণয় করো।
(e) ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত বণ্টনের প্রকৃতি আলোচনা করো।
(f) ভারতের 1991 সালের শিল্পনীতির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
অথবা,
পশ্চিমবঙ্গের শিল্পায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
GROUP – E
5. নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়): 10×1=10
ভারতের কৃষিক্ষেত্রের স্বল্প উৎপাদনশীলতার কারণ ও ফলাফল আলোচনা করো।
অথবা,
পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে গৃহীত ভূমিসংস্কার কর্মসূচি বিষয়টি আলোচনা করো।