New Syllabus
ECONOMICS
(2023)
Time: 3 Hours 15 Minutes
Full Marks: 80
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ।
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates:
1. Special credit will be given for answers which are brief and to the point.
2. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. Figures in the margin indicate full marks for the questions.
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
GROUP – A
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 1×10 = 10
সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i) সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উপকরণের বণ্টন হয়…………-এর মাধ্যমে।
(a) পরিকল্পনা কর্তৃপক্ষ
(b) বাজার ব্যবস্থা
(c) প্রশাসনিক কর্তৃপক্ষ
(d) দাম ব্যবস্থা।
উত্তরঃ (a) পরিকল্পনা কর্তৃপক্ষ।
(ii) কোনো দ্রব্য উৎপাদনের ফলে পরিবেশ দূষণ ঘটলে সেই দ্রব্য উৎপাদনের সামাজিক ব্যয় হবে ব্যক্তিগত ব্যয়ের তুলনায়
(a) বেশি (b) সমান (c) কম
(d) অত্যন্ত কম।
উত্তরঃ (a) বেশি
(iii) নিচের কোনটি অর্থনৈতিক প্রসারের উৎস নয় ?
(a) জমি (b) শ্রম (c) মূলধন (d) প্রযুক্তি।
উত্তরঃ (d) প্রযুক্তি।
(iv) বাণিজ্যচক্রে পর্যায়ের সংখ্যা কয়টি
(a) দুইটি (b) তিনটি (c) চারটি (d) পাঁচটি
উত্তরঃ (c) চারটি।
(v) নিচের কোনটি সরকারের অ-কর রাজস্ব ?
(a) আয়কর থেকে গ্রাহ্য রাজস্ব
(b) সরকারি প্রতিষ্ঠানের মুনাফা
(c) আবগারি শুল্ক থেকে প্রাপ্ত রাজস্ব
(d) আমদানি শুল্ক থেকে প্রাপ্ত রাজস্ব।
উত্তরঃ (b) সরকারি প্রতিষ্ঠানের মুনাফা
(vi) নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাঙ্কের কাজ নয় ?
(a) নোট ছাপানো
(b) বাণিজ্যিক ব্যাঙ্কের আমানতের একটি অংশ রিজার্ভ আকারে জমা রাখা
(c) আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত লেনদেনে সহায়তা করা
(d) ঋণ নিয়ন্ত্রণ।
উত্তরঃ (c) আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত লেনদেনে সহায়তা করা
(vii) কোন বিষয়টি একমালিকানা কারবারের সুবিধা নয় ?
(a) সহজসাধ্য গঠন
(b) দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
(c) অধিকতর পুঁজি সংগ্রহ
(d) ব্যবসা সংক্রান্ত গোপনীয়তা রক্ষা।
উত্তরঃ (c) অধিকতর পুঁজি সংগ্রহ
(viii) যখন প্রান্তিক উৎপাদন > গড় উৎপাদন, তখন গড় উৎপাদন
(a) ক্রমবর্ধমান (b) ক্রমহ্রাসমান
(c) স্থির থাকে (d) সবকটি সত্য।
উত্তরঃ (a) ক্রমবর্ধমান
(ix) যদি কোনো ছাত্রী তার পাঁচটি বিষয়ে 60, 82, 90, 85 এবং 70 নম্বর পায়, তবে তার মধ্যমা নম্বর কত ?
(a) 60 (b) 82 (c) 85 (d) 90.
উত্তরঃ (b) 82
(x) নিচের কোনটি হুগলি শিল্পাঞ্চলের সর্বপ্রধান শিল্প ?
(a) বস্ত্র শিল্প (b) পাট শিল্প (c) কাগজ শিল্প
(d) চর্ম শিল্প।
উত্তরঃ (b) পাট শিল্প
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)
GROUP – B
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×10=10
(i) সত্য অথবা মিথ্যা লেখো:
অর্থনীতি হল সমাজবিজ্ঞান।
উত্তরঃ মিথ্যা
অথবা,
মূলধন সঞ্চয়ের ফল।
উত্তরঃ মিথ্যা
(ii) সঠিক উত্তরটি লেখো:
যে দেশে মূলধন সুলভ কিন্তু শ্রমিক দুষ্প্রাপ্য, সে দেশ __________ প্রগাঢ় দ্রব্য উৎপাদনে সুবিধা ভোগ করে। (শ্রম / মূলধন)
উত্তরঃ মূলধন।
অথবা,
সমগ্র পৃথিবীতে _________ ধরনের মুখ্য অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়। (তিন/চার)
উত্তরঃ তিন।
(iii) সত্য অথবা মিথ্যা লেখো:
ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে ‘বাদ দেওয়ার নীতি’ কার্যকর হয় না।
উত্তরঃ মিথ্যা।
অথবা,
শূন্যস্থান পূরণ করো:
দ্রব্য উৎপাদন করতে ফার্মের যে ব্যয় হয় তাকে _________ ব্যয় বলা হয়।
উত্তরঃ মোট উৎপাদন।
(iv) সত্য অথবা মিথ্যা লেখো:
পরোক্ষ করের প্রভাবে দ্রব্য সামগ্রীর দাম পরিবর্তিত হয়।
উত্তরঃ সত্য।
অথবা,
কোম্পানির মুনাফার উপর কর বসিয়ে রাজস্ব আদায় করে রাজ্য সরকার।
উত্তরঃ মিথ্যা।
(v) সত্য অথবা মিথ্যা লেখো:
কোনো দেশের সমস্ত ব্যাঙ্ক মিলে তাদের বাড়তি রিজার্ভের কয়েকগুণ পর্যন্ত ঋণ সৃষ্টি করতে পারে।
উত্তরঃ সত্য।
(vi) শূন্যস্থান পূরণ করো:
ভারতীয় কোম্পানি আইন অনুসারে ব্যাঙ্কিং ব্যবসায়ে লিপ্ত অংশীদারির সর্বোচ্চ সংখ্যা _________ জন।
উত্তরঃ ১০
(vii) শূন্যস্থান পূরণ করো:
দ্রব্যের দাম যদি স্থির থাকে, তাহলে প্রান্তিক উৎপাদনকে দ্রব্যের দাম দিয়ে গুণ করলে পাওয়া যায় __________।
উত্তরঃ প্রান্তিক আয়।
(viii) সত্য অথবা মিথ্যা লেখো:
গাণিতিক গড় নির্ণয়ের জন্য মানগুলিকে ক্রমানুসারে সাজানো প্রয়োজন।
উত্তরঃ মিথ্যা।
অথবা,
শূন্যস্থান পূরণ করো:
রাশিতথ্যের শতকরা ভাগ মান (1%) পাই চিত্রের কেন্দ্রে ________ ডিগ্রী কোণ উৎপন্ন করে।
উত্তরঃ ৩.৬°
(ix) শূন্যস্থান পূরণ করো:
কোনো শ্রেণির উর্ধ্বসীমানা থেকে নিম্ন সীমানাকে বিয়োগ করলে পাওয়া যায় শ্রেণি ____________।
উত্তরঃ ব্যবধান।
(x) শূন্যস্থান পূরণ করো:
___________ সালে ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয়।
উত্তরঃ ১৯৪৮
অথবা,
সত্য অথবা মিথ্যা লেখো:
1991 সালের নতুন শিল্পনীতিতে বিদেশি বিনিয়োগের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
উত্তরঃ মিথ্যা।
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)
GROUP – C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 2×10=20
(a) কোনো অর্থনীতির মূল সমস্যাগুলি কী কী ?
অথবা,
উন্নয়নশীল অর্থনীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
(b) অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা দাও।
অথবা,
অর্থনৈতিক প্রসার ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।
(c) বাণিজ্যচক্রে মন্দাবস্থা বলতে কী বোঝো ?
(d) এক মালিকানা কারবারের দুটি অসুবিধা লেখো।
অথবা,
শেয়ার কী ?
(e) কোনো উপাদানের প্রান্তিক ব্যয় বলতে কী বোঝো ?
অথবা,
প্রান্তিক আয় উৎপন্ন-এর সংজ্ঞা দাও।
(f) সংখ্যাগুরুমান কী ?
অথবা,
নিম্নের রাশি সমূহ থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো:
5, 7, 9, 7, 8, 5, 9, 7, 4, 2, 7, 5, 3, 7
(g) জাতীয় আয়ের ক্ষেত্রগত বণ্টন বলতে কী বোঝো ?
(h) দুটি নগদ শস্যের উদাহরণ দাও।
অথবা,
সবুজ বিপ্লব নামে পরিচিত কৃষি প্রযুক্তির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
(i) ভারতীয় সরকারি ক্ষেত্রের সম্মুখীন হওয়া দুটি সমস্যার উল্লেখ করো।
অথবা,
একটি ভারী শিল্পের উদাহরণ দাও।
(j) মাথাপিছু আয় ও জনসংখ্যার বৃদ্ধির হারের ভিত্তিতে ভারত ও চীনের অর্থনীতির মধ্যে তুলনা করো।
GROUP – D
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 5×6=30
(a) চাহিদার সূত্রটি উল্লেখ করো। চাহিদার সূত্রের ব্যতিক্রমগুলি কী কী ? 2+3
অথবা,
স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় ও প্রান্তিক ব্যয়ের ধারণাগুলি ব্যাখ্যা করো।
(b) ভোগ্যদ্রব্য ও মূলধনি দ্রব্যের মধ্যে পার্থক্য লেখো।
অথবা,
সূচক সংখ্যা কী ? দাম সূচক সংখ্যার বিভিন্ন ব্যবহার উল্লেখ করো। 2+3
(c) রিকার্ডোর তুলনামূলক ব্যয় তত্ত্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা,
অবাধ বাণিজ্যের অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো।
(d) একটি ছকের বিভিন্ন অংশগুলির বর্ণনা দাও।
অথবা,
নিচের পরিসংখ্যা বিভাজন থেকে গাণিতিক গড় নির্ণয় করো:
(c) মানব উন্নয়ন বলতে কী বোঝো ? মানব উন্নয়ন সূচক কীভাবে গঠন করা হয় ? 2+3
ভারতীয় অর্থনীতিতে ক্ষুদ্রশিল্পের গুরুত্ব আলোচনা করো।
GROUP – E
5. নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) : 10×1=10
ভারতীয় কৃষির স্বল্প উৎপাদনশীলতার কারণগুলি আলোচনা করো।
অথবা,
ভূমি সংস্কার কী ? এই কার্যক্রমের উদ্দেশ্যগুলি কী ছিল ? ভারতে ভূমি সংস্কার কর্মসূচীতে গৃহীত ব্যবস্থাগুলির বিবরণ দাও। 2+2+6