WBCHSE Class 11 Education Solved Question Paper 2017

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE CLASS 11 EDUCATION QUESTION PAPER WITH ANSWER 2017 (একাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৭)

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার দর্শন বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র যত্নসহকারে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে দেওয়া হলো। ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। উত্তরপত্রে কোন ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।

EDUCATION (XI)
(New Syllabus)
2017

Time: 3 hrs 15 mts Full Marks: 80

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে পূর্ণমান সূচিত আছে।

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

Group – A

1. নিম্নলিখিত বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। 1×9=9

(i) “শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হল শিক্ষা।”- উক্তিটি করেছেন—
(a) বিবেকানন্দ (b) প্লেটো (c) ডিউই
(d) গান্ধিজি

উত্তরঃ (d) গান্ধিজি

(ii) নীচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় ?
(a) শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া
(b) শিক্ষা হল একটি দ্বিমুখী প্রক্রিয়া
(c) শিক্ষা হল একটি ধারাবাহিক প্রক্রিয়া
(d) শিক্ষা একটি জ্ঞানার্জনের প্রক্রিয়া

উত্তরঃ (b) শিক্ষা হল একটি দ্বিমুখী প্রক্রিয়া

(iii) বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা _________ সহপাঠক্রমিক কার্যাবলির অন্তর্গত।
(a) সামাজিক (b) সাংস্কৃতিক
(c) সৃজনশীল (d) আত্মপ্রকাশমূলক

উত্তরঃ (b) সাংস্কৃতিক

(iv) শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলি তা হল—
(a) মাদার প্লে (b) লেখা (c) ব্যায়াম
(d) গল্প

উত্তরঃ (a) মাদার প্লে

(v) ‘Environment’ কথাটি যে শব্দ থেকে উদ্ভব তা হল—
(a) Environ (b) Envirance
(c) Envirment (d) Envaron

উত্তরঃ (a) Environ

(vi) সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হল —
(a) কম্পিউটার (b) রেডিয়ো (c) সংবাদ পত্র
(d) দূরদর্শন

উত্তরঃ (c) সংবাদপত্র

(vii) “বিদ্যালয় হল সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ।” – এ কথা বলেছেন—
(a) জন ডিউই (b) রুশো (c) রবীন্দ্রনাথ
(d) বিবেকানন্দ

উত্তরঃ (a) জন ডিউই

(viii) পশ্চিমবঙ্গে প্রথম মুক্ত বিদ্যালয়টি হল—
(a) রবীন্দ্র মুক্ত বিদ্যালয়
(b) জাতীয় মুক্ত বিদ্যালয়
(c) নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
(d) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

উত্তরঃ (c) নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়

(ix) পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান ?
(a) নিয়ন্ত্রিত শিক্ষা (b) অনিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা (d) দূরাগত শিক্ষা

উত্তরঃ (b) অনিয়ন্ত্রিত শিক্ষা


👉আরো দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্ন গুলি লক্ষণীয়) । 1x 5 = 5

(i) সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তরঃ ব্যাপক অর্থে শিক্ষা – শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির বিকাশসাধন ।

* সংকীর্ণ অর্থে শিক্ষা – কিছু জ্ঞান ও কৌশল আয়ত্ত করা।

(ii) প্রাচীন যুগে ভারতের শিক্ষার যে-কোনো একটি লক্ষ্য উল্লেখ করো।

উত্তরঃ প্রাচীন যুগে ভারতে শিক্ষার একটি লক্ষ্য- পরম জ্ঞানলাভ বা মোক্ষলাভ।

অথবা,

সহপাঠক্রমিক কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তরঃ সহপাঠক্রমিক কার্যাবলীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। ভাগগুলি হল—
১. শারীরিক বিকাশে সহায়ক কার্যাবলী,
২. মানসিক বিকাশে সহায়ক কার্যাবলি,
৩. সামাজিক বিকাশে সহায়ক কার্যাবলী,
৪. প্রাক্ষোভিক বিকাশে সহায়ক কার্যাবলী ইত্যাদি।

(iii) পরিবারের একটি শিক্ষামূলক কার্য উল্লেখ করো।

উত্তরঃ পরিবারের একটি শিক্ষামূলক কার্য হল পরিবার শিশুকে বিভিন্ন ধরনের সু-অভ্যাস গড়ে তুলতে শেখায়।

(iv) নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি উল্লেখ করো।

উত্তরঃ নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো- এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব হয় না।

অথবা,

জাতীয় মুক্ত বিদ্যালয় কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ 1979 সালের জুলাই মাসে দিল্লিতে জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

(v) ভারতের প্রথম কোথায় দূরশিক্ষা পঠনপাঠন চালু হয় ?

উত্তরঃ ভারতে 1962 সালে দূরশিক্ষার পঠনপাঠন চালু হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে।

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)। 8×2 = 16

(i) সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝায় ? বিভিন্নপ্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো।

(ii) প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।

অথবা,

দূরাগত শিক্ষা কী ? দূরাগত শিক্ষার সুবিধাগুলি বর্ণনা করো। 2+6

Group-B (Mark – 30)

4. নিম্নলিখিত বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো : 1×9=9

(i) ব্যুৎপত্তিগতভাবে ‘Psychology’ কথাটির অর্থ হল—
(a) আত্মার বিজ্ঞান (b) সমাজবিজ্ঞান
(c) আচরণের বিজ্ঞান (d) শিক্ষামনোবিজ্ঞান

উত্তরঃ (a) আত্মার বিজ্ঞান

(ii) শিশুর ব্যক্তিত্ব বিকাশে যেটা সাহায্য করে তা হল—
(a) বিতর্কসভা (b) খেলাধুলা
(c) বয়স্কশিক্ষা (d) অঙ্কন

উত্তরঃ (a) বিতর্কসভা

(iii) মনোবিদ Pikunuss জীবনবিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন ?
(a) দশটি (b) নয়টি (c) আটটি (d) সাতটি

উত্তরঃ (a) দশটি

(iv) ‘আত্মসক্রিয়তার তত্ত্ব __________
শিক্ষা চিন্তা।
(a) মন্তেসরির (b) রুশোর (c) বিবেকানন্দের
(d) ফ্রয়েবেলের

উত্তরঃ (d) ফ্রয়েবেলের

(v) শিখন হল একটি _________ প্রক্রিয়া।
(a) কৃত্রিম (b) স্বাভাবিক (c) সহজ
(d) জটিল

উত্তরঃ (a) কৃত্রিম

(vi) সংবেদন সৃষ্টি হয়—
(a) চাহিদা থেকে (b) উদ্দীপক থেকে
(c) আচরণ থেকে (d) প্রতিক্রিয়া থেকে

উত্তরঃ (b) উদ্দীপক থেকে

(vii) প্রত্যক্ষণ যে দুটির সংমিশ্রণ তা হল—
(a) সংবেদন ও ধারণা
(b) সংবেদন ও প্রত্যক্ষণ
(c) সংবেদন ও স্মৃতি
(d) ধারণা ও স্মৃতি

উত্তরঃ (c) সংবেদন ও স্মৃতি

(viii) ধারণা গঠনের একটি তত্ত্ব হল—
(a) স্বয়ং-শিক্ষার নীতি
(b) শর্তসাপেক্ষ তত্ত্ব
(c) সমস্যা সমাধানের তত্ত্ব
(d) সংযোগমূলক তত্ত্ব

উত্তরঃ (d) সংযোগমূলক তত্ত্ব

(ix) ডাইড্যাকটিক উপকরণটি ব্যবহৃত হয়
(a) কিন্ডারগার্টেনে
(b) মন্তেসরি শিক্ষালয়ে
(c) নার্সারি বিদ্যালয়ে
(d) প্রাথমিক বিদ্যালয়ে

উত্তরঃ (b) মন্তেসরি শিক্ষালয়ে

5. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1x 5 = 5

(i) শৃঙ্খলাবাদের তত্ত্বে কে বিশ্বাসী ছিলেন ?

উত্তরঃ শৃঙ্খলাবাদের তত্ত্বে প্লেটো বিশ্বাসী ছিলেন।

(ii) শৈশবের একটি বিকাশমূলক বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ শৈশবে শিশুদের দৈহিক বিকাশ খুব দ্রুত গতিতে ঘটে।

অথবা,

বাল্যকালের একটি সামাজিক চাহিদা লেখো।

উত্তরঃ বাল্যকালের একটি সামাজিক চাহিদা হল সহপাঠীদের সঙ্গে মেলামেশার চাহিদা।

(iii) কৈশোরের একটি মানসিক চাহিদা লেখো।

উত্তরঃ কৈশোরের একটি মানসিক চাহিদা হল সৃষ্টিমূলক কাজের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে চাওয়া।

অথবা,

মন্তেসরি পদ্ধতিতে ‘পরিচালিকা’ কারা ?

উত্তরঃ মন্তেসরি পদ্ধতিতে ‘পরিচালিকা’ হলেন শিক্ষিকা।

(iv) ‘House of Children’ অপর কী নামে পরিচিত ?

উত্তরঃ ‘House of Children’ অপর যে নামে পরিচিত তা হল – ‘কাসাদাই – বামবিনি’।

(v) শিখন ও পরিণমনের একটি পার্থক্য উল্লেখ করো।

উত্তরঃ * শিখন − (১) শিখন অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া। (২) শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া।

* পরিণমন – (১) পরিণমন অনুশীলন সাপেক্ষ নয়। (২) পরিণমন একটি
স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।

6. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 x2 = 16

(i) শৈশবকালে সামাজিক ও প্রাক্ষোভিক বিকাশ কীভাবে গড়ে ওঠে ? প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে অঙ্গনওয়াড়ির অবদান লেখো।

(ii) পরিণমন কী ? পরিণমনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

অথবা,

ধারণা কাকে বলে? শিক্ষার গুরুত্ব আলোচনা করো।

Group – C (Mark – 20)

7. নিম্নলিখিত বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। 1×6=6

(i) বৈশ্যদের জন্য উপনয়নের বয়স ছিল—
(a) এগারো (b) দশ (c) তেরো (d) বারো

উত্তরঃ (d) বারো

(ii) ইসলামীয় শিক্ষাব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে বলা হতো—
(a) উপনয়ন (b) প্ৰব্ৰজ্যা
(c) মক্তব অনুষ্ঠান (d) সমাবর্তন

উত্তরঃ (c) মক্তব অনুষ্ঠান

(iii) ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠিত হয় _______
সালে।
(a) 1815 সালে (b) 1828 সালে
(c) 1817 সালে (d) 1854 সালে

উত্তরঃ (a) 1815 সালে

(iv) ‘নঈ তালিম’ শিক্ষার প্রবর্তন করেন—
(a) বিবেকানন্দ (b) রামমোহন
(c) গান্ধিজি (d) বিদ্যাসাগর

উত্তরঃ (c) গান্ধিজি

(v) ‘মক্তব’ কথাটি যে আরবি শব্দ থেকে উদ্ভূত তা হল—
(a) কুতুব (b) মুকুব (c) মুক্তি (d) মুক্তার

উত্তরঃ (a) কুতুব

(vi) উডের দলিল ভারতে পাস হয়—
(a) 1847 সালে (b) 1853 সালে
(c) 1854 সালে (d) 1817 সালে

উত্তরঃ (c) 1854 সালে

8. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্ন গুলি লক্ষণীয়)। 1×6=6

(i) বৌদ্ধশিক্ষার একটি ‘অষ্টমার্গ’ উল্লেখ করো।

উত্তরঃ বৌদ্ধশিক্ষার একটি অষ্টমার্গ হল- সম্যক দৃষ্টি / সম্যক সংকল্প / সম্যক বাক্য সম্যক জীবিকা।

অথবা,

নালন্দার একজন বিখ্যাত শিক্ষাবিদের নাম লেখো।

উত্তরঃ নালন্দার একজন বিখ্যাত শিক্ষাবিদ হলেন ধর্মপাল / শীলভদ্ৰ/চন্দ্রপাল / জ্ঞানচন্দ্র।

(ii) লর্ড কার্জনের শিক্ষানীতি কত সালে পাস হয় ?

উত্তরঃ লর্ড কার্জন 1904 খ্রিস্টাব্দের 11 মার্চ একটি সরকারি সিদ্ধান্তের আকারে তাঁর শিক্ষানীতি প্রকাশ করেন।

(iii) বিদ্যাসাগরের রচিত যে-কোন দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো ।

উত্তরঃ বর্ণপরিচয়, কথামালা, বোধদয়, ব্যাকরণ কৌমুদি।

অথবা,

CABE কার সভাপতিত্বে গড়ে উঠেছিল ?

উত্তরঃ CABE স্যার জন সার্জেন্ট-এর সভাপতিত্বে গড়ে উঠেছিল।

(iv) সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেন ?

উত্তরঃ সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।

অথবা,

রাধাকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তরঃ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, জনগণের সেবা ছিল তার Bengal উদ্দেশ্য। শিক্ষার প্রসার, চিকিৎসার সুযোগ এবং প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সেবাই ছিল এর লক্ষ্য।

(v) বুনিয়াদি শিক্ষার কয়টি স্তর ?

উত্তরঃ বুনিয়াদি শিক্ষার 4টি স্তর।

(vi) ওয়ার্ধা পরিকল্পনা কী ?

উত্তরঃ শিক্ষাকেন্দ্রিক স্বনির্ভর শিক্ষাব্যবস্থা প্রবর্তন করার উদ্দেশ্যে 1937 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ওয়ার্ধায় ড. জাকির হোসেনের নেতৃত্বে সাতটি প্রদেশের শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন ‘ওয়ার্ধা পরিকল্পনা’ নামে পরিচিত।

9. নিম্নলিখিত যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়)। 8×1=8

(i) হান্টার কমিশন কত সালে গঠিত হয় ? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। 2+6

(ii) বিপিনচন্দ্র পাল রামমোহনকে কী বলে আখ্যা দিয়েছেন ? জনশিক্ষা ও নারীশিক্ষা বিস্তারে রামমোহনের অবদান লেখো।

অথবা,

বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগর যে অবদান রেখে গেছেন তা আলোচনা করো।

This Post Has One Comment

Leave a Reply