WBCHSE Class 11 Education Solved Question Paper 2023 | একাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE CLASS 11 EDUCATION QUESTION PAPER WITH ANSWER 2023
একাদশ শ্রেণির দর্শন প্রশ্নপত্র ২০২৩ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার শিক্ষা বিজ্ঞান বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র যত্নসহকারে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে দেওয়া হলো। ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে।

New Syllabus
EDUCATION
(2023)

Time: 3 Hours 15 Minutes
Full Marks: 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জনা বিশেষ মূল দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1. নিম্নলিখিত বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো : 1 x 24 = 24

GROUP – A

(i) “শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হল শিক্ষা ।” – উক্তিটি করেছেন—
(a) বিবেকানন্দ (b) প্লেটো (c) জন ডিউই
(d) গান্ধিজী

উত্তরঃ (d) গান্ধিজী

(ii) সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হল—
(a) কম্পিউটার (b) রেডিও (c) সংবাদপত্র
(d) দূরদর্শন

উত্তরঃ (c) সংবাদপত্র

(iii) পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান ?
(a) নিয়ন্ত্রিত শিক্ষা (b) অনিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথা বহির্ভূত শিক্ষা (d) দূরাগত শিক্ষা।

উত্তরঃ (b) অনিয়ন্ত্রিত শিক্ষা

(iv) শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠ্যক্রমিক কার্যাবলি তা হল—
(a) মাদার প্লে (b) ব্যায়াম (c) লেখা (d) গল্প

উত্তরঃ (a) মাদার প্লে

(v) সংকীর্ণ অর্থে শিক্ষা হল—
(a) অভিজ্ঞতার পুনর্গঠন করা
(b) সার্বিক উন্নয়ন করা
(c) জীবনের বিকাশ ঘটানো
(d) তাত্ত্বিক জ্ঞান আহরণ করা

উত্তরঃ (d) তাত্ত্বিক জ্ঞান আহরণ করা

(vi) “শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম”– বলেছেন—
(a) পেইনি (b) ফ্রয়বেল (c) রুশো
(d) কিলপ্যাট্রিক।

উত্তরঃ (a) পেইনি (সম্ভবত)

(vii) পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হল—
(a) রবীন্দ্র মুক্ত বিদ্যালয়
(b) জাতীয় মুক্ত বিদ্যালয়
(c) নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
(d) রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়

উত্তরঃ (a) রবীন্দ্র মুক্ত বিদ্যালয়

(viii) “মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য” — শিক্ষার এই প্রকার লক্ষ্যকে
বলা হয়—
(a) বৃত্তিমূলক লক্ষ্য (b) নৈতিক লক্ষ্য,
(c) কৃষ্টিমূলক লক্ষ্য (d) সামাজিক লক্ষ্য

উত্তরঃ (a) বৃত্তিমূলক লক্ষ্য

(ix) ‘School is a simplified, purified, better balanced society’ বলেছেন—
(a) রবীন্দ্রনাথ (b) রুশো (c) ডিউই
(d) ফ্রয়েবেল।

উত্তরঃ (c) ডিউই


👉আরো দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


GROUP – B

(x) ‘Psychology’ কথাটির অর্থ হলো—
(a) আত্মার বিজ্ঞান
(b) সমাজ বিজ্ঞান
(c) আচরণের বিজ্ঞান
(d) শিক্ষা মনোবিজ্ঞান

উত্তরঃ (a) আত্মার বিজ্ঞান

(xi) সংবেদন সৃষ্টি হয়—
(a) চাহিদা থেকে (b) উদ্দীপক থেকে
(c) আচরণ থেকে (d) প্রতিক্রিয়া থেকে

উত্তরঃ (b) উদ্দীপক থেকে

(xii) শিখন হল একটি ………….প্রক্রিয়া ।
(a) কৃত্রিম (b) স্বাভাবিক (c) সহজ (d) জটিল

উত্তরঃ (a) কৃত্রিম

(xiii) মনোবিদ পিকুলাস জীবনবিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন ?
(a) দশটি (b) নয়টি (c) আটটি (d) সাতটি

উত্তরঃ (a) দশটি

(xiv) প্রত্যক্ষণ যে দুটির সংমিশ্রণ তা হল—
(a) সংবেদন ও ধারণা
(b) সংবেদন ও প্রত্যক্ষণ
(c) সংবেদন ও স্মৃতি
(d) ধারণা ও স্মৃতি ।

উত্তরঃ (c) সংবেদন ও স্মৃতি

(xv) কাসা দাই বামবিনি’-র প্রতিষ্ঠাতা হলেন—
(a) মন্তেসরী (b) ফ্রয়েবেল (c) রুশো
(d) ডিউই।

উত্তরঃ (a) মন্তেসরী

(xvi) শৈশবে শিশুর শিক্ষালয় হলো—
(a) প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয়
(b) প্রাথমিক বিদ্যালয়
(c) পরিবার
(d) মাধ্যমিক বিদ্যালয়

উত্তরঃ (a) প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয়

(xvii) …………. জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না। (শূন্যস্থান পূর্ণ করো)
(a) পরিণমনের (b) পুনরুদ্রেকের
(c) শিখনের (d) প্রত্যভিজ্ঞার

উত্তরঃ (a) পরিণমনের

(xviii) “শিক্ষা মনোবিজ্ঞান হল আচরণের বিজ্ঞান”- এটির প্রবক্তা হলেন—
(a) ওয়াটসন (b) ম্যাকডুগাল (c) জেমস্
(d) রুশো

উত্তরঃ (a) ওয়াটসন

GROUP – C

(xix) ইসলামীয় শিক্ষাব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে বলা হত—
(a) উপনয়ন (b) প্রব্রজ্যা (c) মক্তব
(d) সমাবর্তন

উত্তরঃ (c) মক্তব

xx) ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত—
(a) সকল ধর্মের শিক্ষার্থীরা
(b) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও শুদ্র শিক্ষার্থীরা
(c) কেবল ব্রাহ্মণ শিক্ষার্থীরা
(d) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থীরা।

উত্তরঃ (d) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থীরা।

(xxi) উডের দলিল ভারতে পাশ হয়—
(a) 1847 সালে (b) 1853 সালে
(c) 1854 সালে (d) 1817 সালে

উত্তরঃ (c) 1854 সালে

(xxii) ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা হলেন—
(a) রাজা রামমোহন রায় (b) গান্ধিজী
(c) বিদ্যাসাগর (d) বিবেকানন্দ

উত্তরঃ (a) রাজা রামমোহন রায়

(xxiii) আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়—
(a) 1815 সালে (b) 1828 সালে
(c) 1817 সালে (d) 1854 সালে।

উত্তরঃ (a) 1815 সালে

(xxiv) ‘মাতৃভাষাই মাতৃদুগ্ধ এটির প্রবক্তা হলেন—
(a) বিদ্যাসাগর (b) গান্ধিজী (c) রামমোহন
(d) রবীন্দ্রনাথ

উত্তরঃ (d) রবীন্দ্রনাথ।

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

GROUP – A

(i) শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য লেখো।

উত্তরঃ শিক্ষার দুটি লক্ষ্য– ব্যাক্তিত্বের বিকাশ ও চরিত্র গঠন।

(ii) একজন আদর্শ শিক্ষকের যে-কোনো দুটি গুণ উল্লেখ করো।

উত্তরঃ সুব্যাক্তিতের অধিকারী ও জ্ঞান পিপাসু।

(iii) পরিবারের যে কোনো একটি শিক্ষামূলক কার্য উল্লেখ করো।

উত্তরঃ পরিবারের একটি শিক্ষামূলক কার্য সুঅভ্যাস গঠন।

অথবা,

নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি উল্লেখ করো।

উত্তরঃ যে কোনো বয়সের শিক্ষার্থীরা সুযোগ পায় না।

(iv) সহপাঠ্যক্রমিক কার্যাবলি কাকে বলে ?

উত্তরঃ শিশুর বৌদ্ধিক বিকাশের সঙ্গে অনান্য দিকের বিকাশ যে প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়।

অথবা,

পাঠ্যক্রম রচনার যে কোনো একটি নীতির উল্লেখ করো।

উত্তরঃ বিষয়বস্তু নির্বাচন সংক্রান্ত।

(v) ইন্দিরা গান্ধি জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU ) কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ ১৯৮৫ সালে।

GROUP – B

(vi) শিক্ষা মনোবিজ্ঞানের যে কোনো একটি সংজ্ঞা দাও।

উত্তরঃ এটি মনোবিজ্ঞানের সেই শাখা যা মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন করে।

অথবা,

মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার কে প্রথম স্থাপন করেন ?

উত্তরঃ মনোবিদ উইলিয়াম উন্ড 1879 খ্রিস্টাব্দে প্রথম মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার স্থাপন করেন।

(vii) কৈশোরের দুটি সামাজিক চাহিদা উল্লেখ করো।

উত্তরঃ সামাজিক স্বীকৃতির চাহিদা ও সমাজসেবামূলক চাহিদা।

(viii) প্রত্যক্ষণের যে কোনো একটি স্তরের উল্লেখ করো।

উত্তরঃ প্রত্যক্ষণের একটি স্তর হল অবগতি। অবগতি বস্তুর অস্তিত্ব সম্পর্কে ব্যক্তিকে সচেতন করে।

অথবা,

‘জানা’ কী ধরনের প্রক্রিয়া ?

উত্তরঃ জানা এক ধরনের শারীরিক-মানসিক প্রক্রিয়া।

(ix) শিখন ও পরিণমনের একটি পার্থক্য উল্লেখ করো।

উত্তরঃ শিখন অনুশীলন নির্ভর অন্যদিকে পরিণমন অনুশীলন নির্ভর নয়।

(x) সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক লেখো।

উত্তরঃ 1. সংবেদন এবং প্রত্যক্ষণ—উভয়ই ইন্দ্রিয় উদ্দীপকনির্ভর প্রক্রিয়া।
2. সংবেদন এবং প্রত্যক্ষণ উভয়ক্ষেত্রেই
উদ্দীপনা বাহ্যজগৎ থেকে আসে।

GROUP – C

(xi) প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তরঃ ব্রাহ্মণ্য শিক্ষার প্রতিষ্ঠান হল গুরুগৃহ বা গুরুকুল।
বৌদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান হল বৌদ্ধ মঠ বা বিহার।

(xii) CABE এর পুরো নাম কী ?

উত্তরঃ CABE-এর পুরো নাম Central Advisory Board of Education.

অথবা,

মক্তব কী ?

উত্তরঃ মাদ্রাসার প্রাথমিক স্তর হলো মক্তব।

(xiii) ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী ?

উত্তরঃ উইলিয়াম হান্টার শিক্ষা কমিশন ছিল আধুনিক ভারতের সরকারিভাবে প্রথম শিক্ষা কমিশন, যা হান্টার কমিশন নামেই বেশি পরিচিত।

অথবা,

বৌদ্ধযুগের একটি বিখ্যাত শিক্ষাকেন্দ্রের নাম উল্লেখ করো।

উত্তরঃ বৌদ্ধ যুগের একটি বিখ্যাত শিক্ষাকেন্দ্রের নাম হল নালন্দা বিশ্ববিদ্যালয়

(xiv) সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেন ?

উত্তরঃ দ্বারকানাথ বিদ্যাভূষন।

(xv) বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো।

উত্তরঃ বর্ণপরিচয়, কথামালা।

(xvi) বুনিয়াদী শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ শ্রমের প্রতি মর্যাদা বৃদ্ধি ও স্বনির্ভরতার শিক্ষা।

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

GROUP – A

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নটি লক্ষণীয় ) : 8 x 2 = 16

(a) অনিয়ন্ত্রিত শিক্ষা কী ? এই শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা মূল্যায়ন
করো । 2+6

(b) পাঠ্যক্রম কী ? পাঠ্যক্রম নির্ধারণে শিশুর কোন্ কোন্ চাহিদা ও ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া উচিত ? 2+3+3

অথবা,

শিক্ষার সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। 4+4

GROUP – B

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নটি লক্ষণীয় ) : 8×2=16

(a) পরিণমন কী ? পরিণমনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2+6

কৈশোর বলতে কী বোঝো ? কৈশোরের দৈহিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2+6

অথবা,

প্রত্যক্ষণ কাকে বলে ? শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো। 2+6

GROUP-C

5. নিম্নলিখিত যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) : 8×1=8

(a) হান্টার কমিশন কত সালে গঠিত হয় ? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। 1+7

(b) স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো। 8

অথবা,

গান্ধিজীর শিক্ষাচিন্তা আলোচনা করো।

Leave a Reply