2019 Geography Question Paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০১৯ সালের উত্তরসহ ভূগোল বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে।
Annual Question Paper (XI)
GEOGRAPHY
2019
(New Syllabus)
Time : 3 Hours 15 Minutes
Full Marks: 70
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপাত্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.
এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
GROUP – A
1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি) : 1×21=21
(i) ‘Geography’ শব্দটি প্রথম ব্যবহার করেন—
(a) হেরোডোটাস (b) কোপারনিকাস
(c) এরাটোসথেনিস (d) কার্ল রিটার
উত্তরঃ (c) এরাটোসথেনিস
(ii) পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতির নাম হল—
(a) সান আন্দ্ৰিজ চ্যুতি
(b) হিমালয়ান চ্যুতি
(c) কারাকোরাম চ্যুতি
(d) নর্মদা চ্যুতি
উত্তরঃ (a) সান আন্দ্রিজ চ্যুতি
(iii) গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের
মধ্যবর্তী সীমানাকে বলে—
(a) মোহো বিযুক্তি (b) কনরাড বিযুক্তি
(c) লেহম্যান বিযুক্তি (d) গুটেনবার্গ বিযুক্তি
উত্তরঃ (d) গুটেনবার্গ বিযুক্তি
(iv) ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল
ফাটলের মধ্যে জমাট বাঁধলে
তাকে বলে—
(a) সিল (b) ডাইক (c) ল্যাকোলিথ
(d) ফ্যাকোলিথ
উত্তরঃ (a) সিল
(v) ভূকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয়—
(a) ভূমিকম্পের কেন্দ্রে (b) প্রতিপাদ কেন্দ্রে
(c) উপকেন্দ্রে (d) ছায়া অঞ্চলে
উত্তরঃ (c) উপকেন্দ্রে
(vi) নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয়—
(a) ট্রান্সফর্ম চ্যুতি
(b) বেনিয়ফ জোন
(c) মধ্য-মহাসাগরীয় শৈলশিরা
(d) ত্রিপাত সংযোগ
উত্তরঃ (b) বেনিয়ফ জোন
(vii) নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের জলের গড় তাপমাত্রা হল—
(a) 25°C (b) 26°C (c) 27°C (d) 27.5°C
উত্তরঃ (c) 27°C
(viii) কোন্টি চুন-জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ ?
(a) রেডিয়োল্যারিয়ান (b) প্রবাল (c) টেরোপড
(d) ডায়াটম
উত্তরঃ (c) টেরোপড
(ix) নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে যে উম্ন ও শীতল স্রোত মিলিত হয়েছে, তা হল—
(a) উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোত
(b) উপসাগরীয় ও ক্যানারি স্রোত
(c) উত্তর আটলান্টিক সঞ্চরণ ও ক্যালিফোর্নিয়া স্রোত
(d) উত্তর আটলান্টিক সঞ্চরণ ও বেঙ্গুয়েলা স্রোত
উত্তরঃ (a) উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোত
(x) ‘বাস্তুবিদ্যা’ (Ecology) শব্দটি প্রথম প্রবর্তন করেন—
(a) লিন্ডেম্যান (b) ট্যান্সলে (c) হেকেল
(d) ওডাম
উত্তরঃ (c) হেকেল
(xi) উদ্ভিদ ও প্রাণীজগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলে-
(a) ইকোটোন (b) জীবভর (c) বায়োম
(d) বাস্তুকুলুঙ্গি (Ecological Niche)
উত্তরঃ (c) বায়োম
(xii) বিয়োজকের একটি উদাহরণ হল—
(a) ব্যাকটেরিয়া (b) সরীসৃপ
(c) উভচর প্রাণী (d) পতঙ্গ
উত্তরঃ (a) ব্যাকটেরিয়া
(xiii) একটি নবীকরণযোগ্য সম্পদ হল—
(a) কয়লা (b) কাঠ (c) খনিজ তেল
(d) প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ (b) কাঠ
(xiv) চন্দন গাছ দেখা যায়—
(a) নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে
(b) ভূমধ্যসাগরীয় অরণ্যে
(d) সরলবর্গীয় অরণ্যে
(c) ক্রান্তীয় মৌসুমি অরণ্যে
উত্তরঃ (c) ক্রান্তীয় মৌসুমি অরণ্যে
(xv) পোল্ডারভূমি দেখা যায়—
(a) কোরিয়ায় (b) চিলিতে (c) নেদারল্যান্ডে
(d) জাপানে
উত্তরঃ (c) নেদারল্যান্ডে
(xvi) ইউরেশিয়ার নাতিশীতোয় তৃণভূমি যে নামে পরিচিত তা হল—
(a) ভেল্ড (b) স্টেপস (c) ডাউনস
(d) ক্যাম্পোস
উত্তরঃ (b) স্টেপস
(xvii) অ্যানাড্রোমাস মাছ—
(a) সবসময় সমুদ্রে থাকে
(b) সবসময় নদীতে থাকে
(c) ডিম পাড়ার সময় নদী থেকে সমুদ্রে আসে
(d) ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে
উত্তরঃ (d) ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে
(xviii) গুজরাটের লাম্বা ………………. -এর জন্য বিখ্যাত।
(a) জলবিদ্যুৎ কেন্দ্র
(b) বায়ুশক্তি কেন্দ্র
(c) ভূতাপীয় শক্তি কেন্দ্ৰ
(d) তাপবিদ্যুৎ কেন্দ্র
উত্তরঃ (b) বায়ুশক্তি কেন্দ্র
(xix) অতিরিক্ত জলসেচের ফলে—
(a) ফসলের বৃদ্ধি সুনিশ্চিত হয়
(b) মাটির উর্বরতা বাড়ে
(c) মৃত্তিকা লবণাক্ত হয়
(d) মাটির উর্বরতা হ্রাস পায়
উত্তরঃ (d) মাটির উর্বরতা হ্রাস পায়
(xx) তাম্র আকরিক নয়—
(a) চালকোসাইট (c) ম্যালাকাইট
(b) চালকোপাইরাইট (d) ট্যাকোনাইট
উত্তরঃ (d) ট্যাকোনাইট
(xxi) ইউক্রেনের সর্বশ্রেষ্ঠ কয়লা উত্তোলক অঞ্চল হল—
(a) হোয়াংহো নদী অববাহিকা
(b) ডনবাস অববাহিকা
(c) দামোদর নদী অববাহিকা
(d) অ্যাপালেশিয়ান অঞ্চল
উত্তরঃ (b) ডনবাস অববাহিকা
GROUP – B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×14=14
(a) প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে ?
উত্তরঃ প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন এরাটোসথেনিস।
(b) পৃথিবী সৃষ্টির সর্বাধুনিক তত্ত্ব কোন্টি ?
উত্তরঃ পৃথিবী সৃষ্টির সর্বাধুনিক তত্ত্বটি হল ‘বিগ ব্যাং’ তত্ত্ব।
অথবা,
দুটি সমুদ্রপাত যখন পরস্পরের থেকে দূরে সরে যায়, তখন মহাসাগরীয় তলদেশে কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় ?
উত্তরঃ দুটি সমুদ্রপাত যখন পরস্পরের থেকে দূরে সরে যায়, তখন মহাসাগরীয় তলদেশে ভূমধ্যসাগরীয় শৈলশিরা, গ্রস্ত বা সংস্র উপত্যকা সৃষ্টি হয়।
(c) প্যানথালাসা কী ?
উত্তরঃ প্যানজিয়া নামক অখণ্ড মহাদেশীয় ভূখণ্ডকে বেষ্টন করে থাকা অবিভক্ত জলভাগ হল প্যানথালাসা।
অথবা,
দাক্ষিণাত্য মালভূমি কী ধরনের অগ্নুদ্গমের ফলে সৃষ্ট ?
উত্তরঃ দাক্ষিণাত্য মালভূমি বিদার অগ্নুদ্গমের ফলে সৃষ্টি হয়েছে।
(d) ভূমিকম্পের কোন্ তরঙ্গকে দেহতরঙ্গ বলে ?
উত্তরঃ ভূমিকম্পের P ও S তরঙ্গকে দেহতরঙ্গ বলে।
অথবা,
চ্যুতিতল ও অনুভূমিক তল যে কাল্পনিক রেখা বরাবর একে অপরকে ছেদ করে তাকে কী বলে ?
উত্তরঃ চ্যুতিতল ও অনুভূমিক তল যে কাল্পনিক রেখা বরাবর একে অপরকে ছেদ করে, তাকে আয়াম রেখা বলে।
(e) গ্র্যান্ড ব্যাংক মগ্নচরা কোথায় অবস্থিত ?
উত্তরঃ গ্র্যান্ড ব্যাংক মগ্নচরা নিউফাউন্ডল্যান্ডের নিকট মহীসোপান অংশে অবস্থিত।
অথবা,
কোন্ সমুদ্রস্রোতের প্রভাবে জাপানের পূর্ব উপকূলের উষ্ণতা বৃদ্ধি পায় ?
উত্তরঃ কুরোশিয়ো স্রোতের প্রভাবে জাপানের পূর্ব উপকূলের উষ্ণতা বৃদ্ধি পায়।
(f) পৃথিবীর গভীরতম অংশটির নাম কী ?
উত্তরঃ পৃথিবীর গভীরতম অংশটি হল মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপ্থ।
(g) ইকোটোন কাকে বলে ?
উত্তরঃ পাশাপাশি দুটি বায়োম তথা বায়ুতন্ত্র যে সংকীর্ণ স্থানে মিশে যায়, সেই অন্তবর্তী অঞ্চলে এক পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে, একেই ইকোটোন বলে।
অথবা,
ইকোক্লাইন কাকে বলে ?
উত্তরঃ দুটি বাস্তুতন্ত্রের মধ্যে উদ্ভিদ ও প্রাণী সমপ্রজাতির ক্রমাগত, নিরবচ্ছিন্ন পরিবর্তনকে ইকোক্লাইন বলে।
(h) সাংস্কৃতিক সম্পদের সংজ্ঞা দাও।
উত্তরঃ মানুষ নিজস্ব সংস্কৃতিকে ভিত্তি করে যে বস্তুগত ও অবস্তুগত সম্পদ সৃষ্টি করে তাকে বলা হয় সাংস্কৃতিক সম্পদ।
অথবা,
সুস্থায়ী উন্নতি বা Sustainable development কাকে বলে ?
উত্তরঃ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটাতে প্রাকৃতিক সম্পদকে এমনভাবে ব্যবহার ও সংরক্ষণ করা হয় যাতে ভবিষ্যৎ প্রজন্মও সমানভাবে তাদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়। একে বলে সুস্থায়ী উন্নয়ন।
(i) সরলবর্গীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তৃতি লেখো।
উত্তরঃ সরলবর্গীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তৃতি হল 50°-70° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ।
(j) পৃথিবীর কোন্ মহাসাগর থেকে সবচেয়ে বেশি মৎস্য সংগ্রহ করা হয় ?
উত্তরঃ পৃথিবীর প্রশান্ত মহাসাগর থেকে সবচেয়ে বেশি মৎস্য সংগ্রহ করা হয়।
অথবা,
একটি উদাহরণ-সহ ডেমার্সাল মাছের সংজ্ঞা দাও।
উত্তরঃ যেসব মাছ সমুদ্রের অনেক গভীরে শীতল জলে বিচরণ বা বসবাস করে এবং কখনোই ওপরে উঠে আসে না, তাদের ডেমার্সাল মাছ বলে। উদাহরণ— কড মাছ।
(k) ইউক্রেনের অধিকাংশ জমি কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় ?
উত্তরঃ ইউক্রেনের অধিকাংশ জমি কৃষিকাজে ব্যবহৃত হয়।
অথবা,
অস্ট্রেলিয়ায় কোন্ নদী অববাহিকার জমি কৃষিতে সর্বাধিক ব্যবহৃত হয় ?
উত্তরঃ অস্ট্রেলিয়ায় মারে-ডার্লিং নদী অববাহিকার জমি কৃষিতে সর্বাধিক ব্যবহৃত হয়।
(l) নাগার্জুন সাগর প্রকল্প কোন্ নদীর ওপর গড়ে উঠেছে ?
উত্তরঃ নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে।
(m) একটি লৌহ-সংকর ধাতব খনিজের নাম লেখো।
উত্তরঃ একটি লৌহ-সংকর ধাতব খনিজের নাম হল ম্যাঙ্গানিজ।
অথবা,
OPEC-পুরো কথাটি কী ?
উত্তরঃ OPEC-এর পুরো কথাটি হল— Organisation of Petroleum Exporting Countries.
(n) অভ্রর দুটি আকরিকের নাম লেখো।
উত্তরঃ অভ্রর দুটি আকরিক হল— মাসকোভাইট ও বায়োটাইট।
GROUP – C
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 7× 5 = 35
3. সমুদ্র তলদেশের সম্প্রসারণের সপক্ষে যে-কোনো দুটি সাক্ষ্য দাও। ভূগোলের সংজ্ঞা দাও। 5+2
অথবা,
পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিনস ও জেফ্রির জোয়ার স্ফীতি মতবাদ সংক্ষেপে লেখো। Jig-Saw-fit কাকে বলে? 5+2
4. পাতসংস্থান তত্ত্বের সাহায্যে আগ্নেয়গিরি অগ্ন্যুগমের কারণ ব্যাখ্যা করো। প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। 4+3
অথবা,
ভূমিকম্পের ভূগাঠনিক কারণসমূহ আলোচনা করো। ডাইক ও সিল-এর মধ্যে পার্থক্য লেখো। 5+2
5. ভূমধ্যসাগরের জলে লবণতা বেশি কেন? সমুদ্রজলের উন্নতার পার্থক্যের তিনটি কারণ লেখো। প্রশান্ত মহাসাগরের একটি উম্ন ও একটি শীতল স্রোতের নাম লেখো।
2+3+2
অথবা,
খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য লেখো। দশ শতাংশ সূত্র বলতে কী বোঝ ? NPP কাকে বলে ? 3+2+2
6. লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত যে-কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য অঞ্চল কাষ্ঠ শিল্পে অনুন্নত কেন ? 3+4
অথবা,
নাতিশীতোয় অঞ্চলে সামুদ্রিক মৎস্যশিকার ক্ষেত্র গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ বিশ্লেষণ করো। পুনর্ভব সম্পদ কাকে বলে ? 5+2
7. মানচিত্রে স্থান চিহ্নিতকরণ আবশ্যিক।
(i) প্রদত্ত পৃথিবীর রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো ও তাদের নাম লেখো। 1×2
1. উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র
2. ভূমধ্যসাগরীয় অরণ্য।
(ii) দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপন্ন হওয়ার কারণ কী? 5
অথবা,
ব্রাজিলের ভূমি ব্যবহার পরিস্থিতি সম্পর্কে লেখো। 5
Pingback: WBCHSE Class 11 All Subject Question Paper | একাদশ শ্রেণি প্রশ্নপত্র - Prosnodekho -