WBCHSE Class 11 Geography Solved Question Paper 2022 | একাদশ শ্রেণির ভূগোল প্রশ্নপত্র ২০২২- Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2022 Geography Question Paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০২২ সালের উত্তরসহ ভূগোল বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে।

Annual Question Paper (XI)
GEOGRAPHY
(2022)
New syllabus
Time : 3 Hours 15 Minutes
Full Marks: 70

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপাত্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

GROUP – A

1. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) : 1×21=21

(i) মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম হলো—
(a) পেডোলজি (b) জিওমরফোলজি
(c) ক্লাইমেটোলজি (d) হাইড্রোলজি

উত্তরঃ (a) পেডোলজি

(ii) গ্রহ কণিকা মতবাদের প্রবক্তা হলেন—
(a) কান্ট (b) চেম্বারলিন ও মূলটন
(c) জীনস ও জেফরীজ (d) ল্যাপলাস

উত্তরঃ (b) চেম্বারলিন ও মূলটন

(iii) মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে—
(a) পাতের অভিসারী চলনের ফলে
(b) প্রতিসারী চলনের ফলে
(c) গিরিজনি আলোড়নের ফলে
(d) মহীভাবক আলোড়নের ফলে

উত্তরঃ (b) প্রতিসারী চলনের ফলে

(iv) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির ঘনত্ব সর্বাধিক ?
(a) সিয়াল (b) সিমা (c) গুরুমন্ডল
(d) কেন্দ্ৰমন্ডল

উত্তরঃ (d) কেন্দ্ৰমন্ডল

(v) ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার উত্তর অংশের নাম—
(a) স্কোশিয়া (b) আনাতোলিয়া
(c) লরেনসিয়া (d) ওকিনাওয়া

উত্তরঃ (c) লরেনসিয়া

(vi) ব্যাকটেরিয়া এক প্রকার—
(a) প্রাথমিক খাদক (b) গৌণখাদক
(c) প্রগৌণ খাদক (d) বিয়োজক

উত্তরঃ (d) বিয়োজক

(vii) বাস্তুবিদ্যা (Ecology) শব্দটি প্রবর্তন করেন—
(a) লিন্ডেম্যান (b) ট্যান্সলে (c) হেকেল
(d) ওডাম ।

উত্তরঃ (c) হেকেল

(viii) একটি পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ—
(a) 90%  (b) 50%  (c) 20%  (d) 10%

উত্তরঃ (d) 10%

(ix) ভূগোলে ‘স্থান’ শব্দটি প্রথম ব্যবহার করেন—
(a) জিমারম্যান (b) জেমস হাটন
(c) ফ্রেডরিক স্কিফার (d) এমরিস জোন্স

উত্তরঃ (d) এমরিস জোন্স

(x) নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণির খাদক ?
(a) ব্যাঙ (b) সাপ (c) খরগোশ (d) বাঘ

উত্তরঃ (c) খরগোশ

(xi) জলবায়ুভেদে উদ্ভিদ ও প্রাণির বাস্তুতান্ত্রিক বিন্যাসকে বলা হয়—
(a) হ্যাবিটেট (b) সাকসেশন (c) বায়োম
(d) জীবভর

উত্তরঃ (c) বায়োম

(xii) একটি গচ্ছিত (অ-পুনর্নবীকরণযোগ্য )
সম্পদের উদাহরণ হলো—
(a) সূর্যালোক (b) বায়ু (c) কাঠ (d) কয়লা

উত্তরঃ (d) কয়লা

(xiii) সূচালো ক্ষুদ্র পত্রযুক্ত গাছ দেখা যায় ………….. অরন্যে।
(a) সরলবর্গীয়
(b) ক্রান্তীয় পর্ণমোচী
(c) নিরক্ষীয় চিরহরিৎ
(d) নাতিশীতোষ্ণ পর্ণমোচী

উত্তরঃ (a) সরলবর্গীয়

(xiv) গভীর ও লোনাজলের বাস্তুতন্ত্রকে বলা হয়—
(a) পিলেজিক বাস্তুতন্ত্র
(b) বেনথিক বাস্তুতন্ত্র
(c) নেরেটিক বাস্তুতন্ত্র
(d) লেনটিক বাস্তুতন্ত্র

উত্তরঃ (d) লেনটিক বাস্তুতন্ত্র

(xv) জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়—
(a) ম্যানগ্রোভ অরণ্যে
(b) তৈগা বনভূমিতে
(c) নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে
(d) ক্যাকটাসে

উত্তরঃ (a) ম্যানগ্রোভ অরণ্যে

(xvi) অ্যানাড্রোমাস মাছ—
(a) সবসময় সমুদ্রে থাকে
(b) সবসময় নদীতে থাকে
(c) ডিম পাড়ার সময় নদী থেকে সমুদ্রে আসে
(d) ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে

উত্তরঃ (d) ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে।

(xvii) আসোয়ান বাঁধ রয়েছে—
(a) নীলনদে (b) ব্রহ্মপুত্র নদে
(c) মিসিসিপি নদীতে (d) ইরাবতী নদীতে

উত্তরঃ (a) নীলনদে

(xviii) ভারতে নলকূপ পদ্ধতিতে সেচকার্য হুয়—
(a) 15% জমিতে (b) 44% জমিতে
(c) 35% জমিতে (d) 66% জমিতে

উত্তরঃ (c) 35% জমিতে

(xix) তাম্র উত্তোলনে শ্রেষ্ঠ দেশ—
(a) চিলি  (b) পেরু  (c) চিন  (d) ভারত

উত্তরঃ (a) চিলি

(xx) গুজরাটের লাম্বা …………….-এর জন্য বিখ্যাত।
(a) জলবিদ্যুৎ কেন্দ্ৰ
(b) বায়ুশক্তি কেন্দ্ৰ
(c) ভূ-তাপীয় শক্তি কেন্দ্ৰ
(d) তাপবিদ্যুৎ কেন্দ্র

উত্তরঃ (b) বায়ুশক্তি কেন্দ্ৰ

(xxi) অস্ট্রেলিয়ার ভূমিভাগের অধিকাংশই হলো—
(a) বনভূমি (b) তৃণগুল্মভূমি (c) ঊষর ভূমি
(d) কৃষিভূমি ।

উত্তরঃ (c) ঊষর ভূমি

GROUP – B

2.নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 x 14 = 14

(a) পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন ?

উত্তরঃ অ্যানাক্সিম্যান্ডার।

(b) পৃথিবীর সৃষ্টির সর্বাধুনিক তত্ত্ব কোনটি ?

উত্তরঃ বিগ ব্যাং থিওরি।

অথবা,

জনবসতি ভূগোল কাকে বলে ?

উত্তরঃ পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষ যখন কোনাে অঞ্চলে দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের জন্য সম্মিলিতভাবে আশ্রয়স্থল ও যাতায়াতের পথ গড়ে তােলে, তাকে জনবসতি ভূগোল বলে।

(c) ম্যাগমা ও লাভার মধ্যে মূল পার্থক্য লেখ।

উত্তরঃ ভূগর্ভের উত্তপ্ত ও গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলে। লাভা বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপরিস্থিত উত্তপ্ত তরল গ্যাস ও বাষ্প হীন শিলার মিশ্রণ। ভূ-গর্ভে ম্যাগমার উপস্থিতি দেখা যায়। লাভা ভূপৃষ্ঠের উপরিভাগেই অবস্থান করে।

অথবা,

ভূ-ত্বক ও গুরুমন্ডলের মধ্যের বিযুক্তির নাম কী ?

উত্তরঃ মোহো বিমুক্তিরেখা।

(d) খাদ্যশৃঙ্খল ভূগোলের কোন শাখার আলোচনার বিষয় ?

উত্তরঃ জীব ভূগোল।

অথবা,

প্যানজিয়া কী ?

উত্তরঃ প্যালিওজোইক যুগের শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর মহাদেশীয় ভূখণ্ড গুলি একসঙ্গে দক্ষিণ গোলার্ধে একক ভূখণ্ড রূপে অবস্থান করতো, ওয়েগনার এই একক ভূখণ্ডের নাম দিয়েছিলেন প্যানজিয়া (Pangea)।

(e) ‘ইকোটোন’ কাকে বলে ?

উত্তরঃ বাস্তুতন্ত্রের সংযােগস্থলে যে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অন্তর্বর্তী অঞ্চল পাওয়া যায়, তাকে ইকোটোন (ecotone) বলে।

অথবা,

‘ইকোক্লাইন’ কাকে বলে ?

উত্তরঃ পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যে জীবের সংখ্যাগত বা জীববৈচিত্র্যগত পার্থক্য জনিত যে ঢাল পরিলক্ষিত হয়, তাকে ইকোক্লাইন বলে।

(f) বাস্তুতান্ত্রিক ভারসাম্য কাকে বলে ?

উত্তরঃ কোনো বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে বিয়োজক পর্যন্ত জীবগোষ্ঠীর আনুপাতিক সংখ্যার স্থিতিশীল অবস্থাই হল বাস্তুতান্ত্রিক ভারসাম্য।

(g) আংশিক বিয়োজিত জৈব পদার্থকে যেসব ছোট প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে কি বলে ?

উত্তরঃ আংশিক ভাবে বিয়োজিত জৈব পদার্থকে যে সব ছোট ছোট প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের ডেট্রিভোর বলে। যেমন – কেঁচো, উইপোকা।

অথবা,

নিরপেক্ষ উপাদান কাকে বলে ?

উত্তরঃ পরিবেশ থেকে প্রাপ্ত যে সব বস্তু বা পদার্থ সম্পদ নয় আবার সম্পদ উৎপাদনে কোন বাধা বা প্রতিরােধ সৃষ্টি করে না, সেইসব সামগ্রীকেই নিরপেক্ষ উপাদান বলে।

(h) সুস্থায়ী উন্নতি বা sustainable development কাকে বলে ?

উত্তরঃ উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি সেসব উন্নয়ন কর্মকান্ড যাতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ঘাটতি বা বাধার কোন কারণ হয়ে না দাঁড়ায়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রেখে পরিকল্পিত উন্নয়নই হল সুস্থায়ী উন্নতি বা Sustainable Development।

অথবা,

পরিবেশ বান্ধব সম্পদ কি ?

উত্তরঃ যে সব সম্পদ পরিবেশ দূক্ষণ করে না।

(i) ভূ-মধ্যসাগরীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তৃতি লেখো।

উত্তরঃ ৩০° থেকে ৪০° উত্তর-দক্ষিণ।

(j) পশ্চিমবঙ্গের দুটি মৎস্যবন্দরের নাম লেখো।

উত্তরঃ ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর (দক্ষিণ চব্বিশ পরগনা), শঙ্করপুর মৎস্য বন্দর (পূর্ব মেদিনীপুর)।

অথবা,

একটি উদাহরণ সহ ডেমার্সাল মাছের সংজ্ঞা দাও।

উত্তরঃ সমুদ্রজলের গভীর অংশে যেসব মাছ বিচরণ করে, তাদের ডেমার্সাল মাছ (Demersal Fish) বলে। উদাহরণ- হ্যালিব্যুট , টুনা।

(k) মেরিনো মেষ পালনের জন্য কোন তৃণভূমি বিখ্যাত ?

উত্তরঃ ডাউন্স তৃণভূমি।

অথবা,

ইউক্রেনের অধিকাংশ জমি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় ?

উত্তরঃ কৃষিকার্যে।

(l) নিত্যবহ খাল কাকে বলে ?

উত্তরঃ বরফগলা জলে পুষ্ট নদী থেকে বা কৃত্রিম জলাশয় থেকে কাটা খালকে নিত্যবহ খাল বলে।

(m) জলসেচের সংজ্ঞা দাও।

উত্তরঃ কৃষিকাজ করার জন্য নদী, পুকুর, খাল, জলাশয় থেকে যে জল এনে কৃষি জমিতে দেওয়া হয় বা সেচন করা তাকে জলসেচ বলে।

অথবা,

পৃথিবীর কোন্ দেশে সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন হয় ?

উত্তরঃ চীন।

(n) সর্বোৎকৃষ্ট অভ্র আকরের নাম কী ?

উত্তরঃ মাসকোভাইট।

GROUP-C

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7 × 5 = 35

3. চিত্রসহ পৃথিবীর ভূ-অভ্যন্তর ভাগের গঠন বর্ণনা করো । সমস্থিতির সংজ্ঞা দাও। 5+2

অথবা,

পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের ‘নীহারিকা’ মতবাদ সংক্ষেপে লেখো । ভূগোলের পরিধি বলতে কি বোঝো ? 5+2

4.পাতসংস্থান তত্ত্ব অনুসারে পাত সঞ্চালনের দুটি কারণ ব্যাখ্যা করো। ওয়েগনারের মহীসঞ্চারণ মতবাদের সমালোচনাগুলি উল্লেখ করো। 4+3

অথবা,

সমুদ্রবক্ষ বিস্তারের স্বপক্ষে দুটি যুক্তি বর্ণনা করো। সিয়াল ও সিমার মধ্যে পার্থক্য লেখো। প্যানথালাসা কী ? 3+3+1

5.খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে তিনটি পার্থক্য লেখো। উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য লেখো। 3+4

অথবা,

বাস্তুতন্ত্র রক্ষায় বিয়োজকের ভূমিকা আলোচনা করো। খাদ্য পিরামিড কাকে বলে ? NPP কী ? 3+2+2

6.নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কাকে বলে ? নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য অঞ্চল কাষ্ঠ শিল্পে অনুন্নত কেন ? 2+5

অথবা,

নাতিশীতোষ্ণ মন্ডলে মৎসক্ষেত্রগুলি গড়ে ওঠার কারণ লেখো। প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে দুটি পার্থক্য লেখো। 5+2

7. মানচিত্রে স্থান চিহ্নিতকরণ আবশ্যিক।

(a) প্রদত্ত পৃথিবীর রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো ও তাদের নাম লেখো : 1 x 2
(i) দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য
(ii) উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র।

(b) ভারতের খনিজ তেল উত্তোলক অঞ্চলের বিবরণ দাও। 5

অথবা,

নেদারল্যান্ডের ভূমি ব্যবহার বর্ণনা করো। 5

This Post Has 2 Comments

Leave a Reply