HISTORY (XI)
(New Syllabus)
2014
Time : 3 hours 15 Minutes
Full Marks : 80
PART – ‘A’
1. সঠিক উত্তরটি নির্বাচন করো ( বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী) : 1×24=24
(i) ‘প্রাক ইতিহাস’ শব্দটির অর্থ কি ?
(a) প্রায় ইতিহাস ও ইতিহাস এর মধ্যবর্তী সময় কাল
(b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না
(c) যে সময় লিখিত বিবরনি ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না
(d) যে সময় মানুষ লিখন পদ্ধতি
জানতো
উত্তরঃ (b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না
(ii) ইন্ডিকার রচয়িতা ছিলেন—
(a) মেগাস্থিনিস;(b) কৌটিল্য
(c) চন্দ্রগুপ্ত মৌর্য (d) সেলুকাস
উত্তরঃ (a) মেগাস্থিনিস
(iii) সুলতানি যুগের ঐতিহাসিকরা হলেন—
(I) সন্ধ্যাকর নন্দী, (II) জিয়াউদ্দিন বরনি,
(III) আমির খসরু, (IV) আফিফ।
বিকল্পসমূহ :
(a) (I), (III), (IV) ঠিক ও (II) ভুল
(c) (I). (II), (IV) ঠিক ও (III) ভুল
(b) (I), (II), (III) ঠিক ও (IV) ভুল
(d) (II), (III), (IV) ঠিক ও (I) ভুল
উত্তরঃ (d) (II), (III), (IV) ঠিক ও (I) ভুল
(iv) এ পর্যন্ত সবচেয়ে পুরোনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে—
(a) অস্ট্রেলিয়ার, (b) উত্তর আমেরিকার
(c) দক্ষিণ আমেরিকার (d) আফ্রিকায়।
উত্তরঃ (d) আফ্রিকায়।
(v) মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সঙ্গে যুক্ত—
(a) জা ফ্রাঁসোয়া জারিজ,
(b) রমেশচন্দ্র মজুমদার,
(c) ভিনসেন্ট স্মিথ,
(d) যদুনাথ সরকার।
উত্তরঃ (a) জা ফ্রাঁসোয়া জারিজ
(vi) মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হত—
(a) জিরাত, (b) পিরামিড, (c) স্টোনহেঞ্জ, (d) মঠ
উত্তরঃ (a) জিরাত
(vii) প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল—
(i) মগধ সাম্রাজ্যের উত্থান,
(II) রামায়ণ ও মহাভারতের রচনা,
(III) জনপদের উত্থান,
(IV) মহাজনপদের উত্থান।
বিকল্পসমূহ :
(a) (I), (IV) ঠিক ও (II), (III) ভুল
(b) (1). (1) ঠিক (ii) (IV) ভুল
(e) (II), (II). (IV) ঠিক ও (1) ভুল
(d) (II), (II) ঠিক ও (I). (IV) ভুল।
উত্তরঃ (a) (I), (IV) ঠিক ও (II), (III) ভুল
(viii) অ্যাক্রোপলিস কী ?
(a) গ্রিসের নগর-রাষ্ট্র,
(b) স্পার্টার সমাধিস্থল,
(c) গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র,
(d) ইটালির একটি বিশ্ববিদ্যালয়।
উত্তরঃ (c) গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র
(ix) “দি ম্যাগনিফিসেন্ট’ নামে কোন্ অটোমান সুলতান পরিচিত ?
(a) সুলতান ওসমান,
(b) সুলতান সালাদিন,
(c) সুলতান সুলেমান,
(d) সুলতান দ্বিতীয় মহম্মদ।
উত্তরঃ (c) সুলতান সুলেমান
(x) ফতোয়া-ই-জাহান্দারির লেখক ছিলেন–
(a) বদাউনি, (b) জিয়াউদ্দিন বরনি,
(c) আবুল ফজল, (d) ইবন বতুতা।
উত্তরঃ (b) জিয়াউদ্দিন বরনি
(xi) সিসেরো ছিলেন—
(a) একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ,
(b) একজন রোমান সমাজসংস্কারক.
(c) একজন রোমান সম্রাট,
(d) একজন রোমান বিচারক।
উত্তরঃ (a) একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ
(xii) ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) পারস্য | (A) ম্যান্ডারিন |
(ii) চিন সাম্রাজ্য | (B) ইস্তাদার |
(iii) দিল্লির সুলতানি | (C) মনসবদার |
(iv) মোগল সাম্রা | (D) ক্ষত্রপ |
(a) (i)- (A), (ii)- (D), (iii)- (B), (iv)- (C)
(b) (i)- (D), (ii)- (A), (iii)- (B), (iv)- (C)
(c) (i)- (D), (ii)- (C), (iii)- (A), (iv)- (B)
(d) (i)- (B), (ii)- (C), (iii)- (D), (iv)- (A)
উত্তরঃ (b) (i)- (D), (ii)- (A), (iii)- (B), (iv)- (C)
(xiii) হরপ্পার সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে—
(a) আলমগিরপুরে, (b) যোগাভিরায়,
(c) গোদালে (d) কালিবঙ্গানে।
উত্তরঃ (c) গোদালে
(xiv) প্রাচীন ভারতে তৃতীয় নগরায়ণ কবে শুরু হয় ?
(a) খ্রী: পূ: তৃতীয় শতকে,
(b) খ্রী: পু প্রথম শতকে,
(c) খ্রিস্টীয় পঞ্চম শতকে,
(d) খ্রিস্টীয় দশম শতকে।
উত্তরঃ (d) খ্রিস্টীয় দশম শতকে।
(xv) সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের দেয় টাইপ করটি ছিল—
(a) ভূমিকর, (b) ধর্মকর, (c) বেগার শ্রম,
(d) পরোক্ষ কর।
উত্তরঃ (b) ধর্মকর
(xvi) নিষাদ কাদের বলা হত ?
(a) শূদ্র, (b) অরণ্যের উপজাতি,
(c) পার্বত্য উপজাতি, (d) রাবিড় জাতি
উত্তরঃ (b) অরণ্যের উপজাতি
(xvii) প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি—
(a) পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন,
(b) মিশরের শেষ ফ্যারাও ছিলেন,
(c) আখেনাটেন শহর নির্মাণ করেন,
(d) আখেনাটেনের প্রধান মহিনী ও সংশাসক ছিলেন।
উত্তরঃ (d) আখেনাটেনের প্রধান মহিনী ও সংশাসক ছিলেন।
(xviii) স্পার্টার ক্রীতদাসদের বলা হত—
(a) হেলট (b) পেনেসটাই (c) মেটিক,
(d) পেরিওকয়।
উত্তরঃ (a) হেলট
(xix) দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান ?
(a) কুতুবউদ্দিন আইবক,
(b) নাসিরউদ্দিন কুবাচা,
(c) ইলতুৎমিস,
(d) বলবন।
উত্তরঃ (c) ইলতুৎমিস
(xx) শূন্যস্থান পূরণ করো :
পোপ তৃতীয় লিও, কে _________ রোমান সম্রাট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন—
(a) কনস্টানটাইন, (b) শার্লামেন,
(c) রোমুলাস অগাস্টাস (d) ট্রাজান
উত্তরঃ (b) শার্লামেন
(xxi) জৈন ধর্ম কী কী ভাগে বিভক্ত হয়েছিল—
(a) হীনযান মহাযান, (b) হীনযান-শ্বেতাম্বর,
(c) মহাযান- বিশ্বম্বর, (d) শ্বেতাম্বর-দিগম্বর
উত্তরঃ (d) শ্বেতাম্বর-দিগম্বর
(xxii) ‘ক’-স্তম্ভের সঙ্গে ‘খ’স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) কাগজের আবিষ্কার | (A) জাইলোগ্রাফি |
(ii) কাঠের ব্লকের যারা সুষ | (B) চিন |
(iii) জোহানেস গুটেনবার্গ | (C) পশুর চামড়া |
(iv) পার্চমেন্ট | (D) মুদ্রণযন্ত্র |
বিকল্পসমূহ:
(a) (i)- (B), (ii)- (A), (iii)- (D), (iv)- (C)
(b) (i)- (C), (ii)- (D), (iii)- (A), (iv)- (B)
(c) (i)- (C), (ii)- (A), (iii)- (D), (iv)- (B)
(d) (i)- (C), (ii)- (B), (iii)- (A), (iv)- (D)
উত্তরঃ (a) (i)- (B), (ii)- (A), (iii)- (D), (iv)- (C)
(xxiii) উড়ন্ত মাকু আবিষ্কার করেন—
(a) জেমস হারগ্রিভস, (b) হামফ্রে ডেভি
(c) জন কে. (d) জেমস ওয়াট
উত্তরঃ (c) জন কে
(xxiv) ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন—
(a) বার্থেলোমিউ দিয়াজ,
(b) ভাস্কো-দা-গামা,
(c) কলম্বাস,
(d) জন কেব্রাল
উত্তরঃ (b) ভাস্কো-দা-গামা,
GROUP-B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×16 = 16
(i) “প্রায়-ইতিহাস’ (Proto-History) কাকে বলে ?
উত্তরঃ প্রাক্-ইতিহাস এবং ইতিহাস এই দুই বিভাগের মধ্যবর্তী সময়কাল পরিচিত ‘প্রায়-ইতিহাস’ (Proto-History) নামে।
এটি হল এমন একটি সময় যখন লিপির ব্যবহার প্রচলিত থাকলেও তার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি।
অথবা,
লেখমালা (epigraphy) বলতে কী বোঝ ?
উত্তরঃ বিভিন্ন পাথর বা পাহাড়ের গায়ে যে লিপি উৎকীর্ণ করা হয় তাকে বলা হয় লেখ বা লিপি (epigraphy। আর এই লিপি উৎকীর্ণ করার যে পদ্ধতি বা বিদ্যা তা লেখমালা (epigraphy) নামে পরিচিত।
(ii) ইতিহাস-পুরাণ’ কী ?
উত্তরঃ পুরাণ শব্দের অর্থ প্রাচীন সাহিত্য। তৎকালীন সমাজ ও ধর্ম বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই পুরাণগুলি রচনা করা হত।
স্বাভাবিকভাবে এর মধ্যে ইতিহাস বোধ ও ইতিহাস চিন্তা চেতনার অনেক উপকরণই পাওয়া গেছে। এগুলিই ইতিহাস-পুরাপ নামে অভিহিত।
(iii) ‘প্রবাহমান কাল’ বলতে কী বোঝ ?
উত্তরঃ ইতিহাস ও সভ্যতার ধারা নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত। তবে এই ধারার প্রবাহমানতার মধ্যেই সভ্যতা ও ইতিহাস এক নতুন বাঁকে মোড় নেয়। এর ফলে সভ্যতা একটি নতুন স্তরে প্রবেশ করে। ইতিহাসের এই প্রবাহিত ধারাই হল ‘প্রবাহমান কাল’।
(iv) ‘নগর রাষ্ট্র’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মধ্যে অনেকগুলি ছোটো ছোটো রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। ওই রাষ্ট্রগুলির যাবতীয় কাজকর্মে নাগরিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত। ছোটো ছোটো ওই রাষ্ট্রগুলিকে ‘নগর-রাষ্ট্রী বলা হত।
অথবা,
‘জনপদ’ কী ?
উত্তরঃ নির্দিষ্ট কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট কোনো বসতিই ‘জনপদ’ নামে পরিচিত।
(v) ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য উল্লেখ করো।
উত্তরঃ ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি প্রধান সাদৃশ্য হল, উভয় দুটি সাম্রাজ্যে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এ ছাড়া উভয় দুটি সাম্রাজ্যের আয়তন ছিল বিশাল।
(vi) অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল ?
উত্তরঃ চাণক্য বা কৌটিল্য রচিত অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু ছিল আদর্শ রাষ্ট্রনীতি বা রাষ্ট্রদর্শন। এ ছাড়া গ্রন্থটিতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনব্যবস্থা, রাজস্বব্যবস্থা, বিচারব্যবস্থা, ভারতীয় সমাজজীবনে নারীদের অবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।
(vii) ‘ইক্তা’ শব্দের অর্থ কী ?
উত্তরঃ ‘ইক্তা’ শব্দের অর্থ অংশ। দিল্লির সুলতানি আমলে সুলতান একটি নির্দিষ্ট অংশের জমি অর্থাৎ ইক্তা দিতেন ইস্তাদারকে।
অথবা,
চিনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে ?
উত্তরঃ চিনের উচ্চপদস্থ আমলাদের বলা হত ম্যান্ডারিন। স্থানীয় ভূস্বামী ও শাসক হিসেবে কাজ করতে, রাজস্ব আদায় করতে এবং জনগণ ও সম্রাটের মধ্যে যোগসূত্র রক্ষা করতে ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে।
(viii) টমাস ক্রমওয়েল কে ছিলেন ?
উত্তরঃ টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির চ্যান্সেলার ও মুখ্য উপদেষ্টা। তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের নবরাজতন্ত্র প্রসারিত ও সুপ্রতিষ্ঠিত হয়েছিল।
(ix) প্রাচীন ভারতে ‘অগ্রহার প্রথা’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ ভারতে খ্রিস্টীয় তৃতীয় শতকের পরবর্তীকালে পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণকে ও ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করার প্রথা প্রচলিত ছিল। এই প্রথা ‘অগ্রহার’ বা ‘ব্রহ্মদেয়’ নামে পরিচিত।
অথবা,
গুপ্তযুগের শেষভাগে নগরগুলির অবক্ষয়ের একটি কারণ নির্ণয় করো।
উত্তরঃ গুপ্তযুগের শেষভাগে বিভিন্ন কারণে নগরগুলির অবক্ষয় ঘটে যার মধ্যে অন্যতম ছিল—এই সময় ব্যাবসাবাণিজ্যের ক্ষেত্রে অবক্ষয়ের সূচনা হয়। এর ফলে নগরগুলির সমৃদ্ধি হ্রাস পায়।
(x) মধ্যযুগে ইউরোপে কাদের নাইট বলা হত ?
উত্তরঃ সামস্তরা ছোটোবেলা থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করত। ২১ বছর বয়সে সকল শিক্ষার শেষে তারে প্রভুর কাছে নতজানু হয়ে বিশ্বাস ও আনুগত্য ও নিয়মমাফিক জীবনযাপনের শপথ গ্রহণ করতে হত। তখন সে পরিচিত হত ‘নাইট’ বলে।
(xi) মৌর্য পরবর্তী যুগে ভারত-রোম বাণিজ্যের যে-কোনো একটি প্রভাব উল্লেখ করো।
উত্তরঃ মৌর্য পরবর্তী যুগে ভারত-রোম বাণিজ্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই বাণিজ্য হত প্রধানত রেশমপথ-এর মাধ্যমে। এর ফলে ভারতের অর্থনীতির উল্লেখযোগ্য সমৃদ্ধি ঘটেছিল।
অথবা,
মধ্যযুগে ইওরোপে গিল্ড প্রথা কী ছিল ?
উত্তরঃ মধ্যযুগে কারিগর ও বণিকরা নিজেদের গোষ্ঠী স্বার্থ রক্ষার উদ্দেশ্যে যে বিভিন্ন সমিতি বা সংঘ গড়ে তুলেছিল তা গিল্ড নামে পরিচিত। গিল্ডগুলি শহরের বাণিজ্যিক কাজকর্ম পরিচালনা করত।
(xii) প্রাচীন ভারতে ‘দ্বিজ’ নামে কারা পরিচিত ছিল ?
উত্তরঃ প্রাচীন ভারতে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা উপবীত ধারণ করতেন এবং এই সংস্কারকে তারা তাদের দ্বিতীয় জন্ম বলে। মনে করতেন। এই কারণে এই তিন শ্রেণির মানুষেরা ‘দ্বিজ’ নামে পরিচিত ছিলেন।
অথবা,
‘মেটিক’ কাদের বলা হয় ?
উত্তরঃ গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে বিশেষ করে এথেন্সে যেসকল বিদেশি নাগরিক বসবাস করত তারা পরিচিত ছিল ‘মেটিক’ নামে পরিচিত।
(xiii) রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত যে-কোনো দুটি তত্ত্বের নাম লেখো।
উত্তরঃ রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকগণ যে বিভিন্ন তত্ত্বের অবতারণা করেছেন তার মধ্যে অন্যতম হল (a) আর্যজাতি তত্ত্ব এবং (b) অগ্নিকুল তত্ত্ব।
(xiv) মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝ ?
উত্তরঃ মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে বোঝায় যে সূর্য স্থির এবং সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের সমস্ত গ্রহ, উপগ্রহ, গ্রহানুপুঞ্জ ইত্যাদি আবর্তন করছে।
অথবা,
আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় ? তিনি কোন দেশের মানুষ ছিলেন ?
উত্তরঃ নিকোলাস কোপারনিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়।
তিনি পোল্যান্ডের মানুষ ছিলেন।
(xv) ‘অপরসায়নবিদ্যা’ কী ?
উত্তরঃ প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে যুক্তি ও আধুনিক বিজ্ঞান-নির্ভরতাহীন যে রসায়নবিদ্যার চর্চা ইউরোপে জনপ্রিয়তা লাভ করেছিল তা ‘অপরসায়নবিদ্যা’ বা ‘অ্যালকেমি’ নামে পরিচিত।
(xvi) পঞ্চদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝাত ?
উত্তরঃ পাদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে আমেরিকা মহাদেশকে বোঝাত। কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেও তিনি মা করতেন যে তিনি ভারত আবিষ্কার করেছেন। পরবর্তীকালে আমেরিগো ভেসপুচি এই ভূখণ্ডটির নাম দেন ‘নতুন বিশ্ব’ (New World) ।
অথবা,
‘নাবিক হেনরি’ কে ছিলেন ?
উত্তরঃ ‘নাবিক হেনরি’ ছিলেন একজন পোর্তুগিজ নাবিক যিনি ভৌগোলিক অভিযানে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলে তিনি আফ্রিকার উপকূল অঞ্চল ও দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় অভিযান চালান এবং অ্যাডোর্স, গিনি, মাদেইরা ও অন্য কয়েকটি স্থান আবিষ্কার করেন।
GROUP-C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40
(a) মধ্য প্রস্তরযুগের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল ?
অথবা,
হরপ্পা সভ্যতার নগর জীবনের ওপর একটি টীকা লেখো। এই সভ্যতার পতনের কারণগুলি কী ছিল ? 4+4
(b) এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়। গ্রিক পলিসগুলির পতন কেন হয় ? 4+4
অথবা,
জিয়াউদ্দিন বরণি বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল? দিল্লী সুলতানি শাসন কী ধর্মাশ্রয়ী ছিল ? 4+4
(c) প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও। 8
অথবা,
মহাযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? ইউরোপীয় সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। 4+4
(d) বর্ণ প্রথার বৈশিষ্ট্য কী ? ‘বর্ণ’ ও ‘জাতি’র ধারণার মধ্যে পার্থক্য নিরুপণ করো। 5+3
অথবা,
প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের উপর একটি প্রবন্ধ রচনা করো। 8
(e) ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। 8
CLASS 11 HISTORY QUES PAPER | ||||
---|---|---|---|---|
2014 | 2015 | 2016 | 2017 | 2018 |
2019 | 2020 | NoEx | 2022 | 2023 |
Pingback: WBCHSE Class 11 All Subject Question Paper | একাদশ শ্রেণি প্রশ্নপত্র - Prosnodekho -
Pingback: WBCHSE Class 11 History Solved Question Paper 2022 | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র ২০২২ - Prosnodekho -
Pingback: WBCHSE Class 11 History Question Paper 2015 | একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্নপত্র ২০১৫ -
Pingback: WBCHSE Class 11 History Question Paper 2016 | একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্নপত্র ২০১৬ -
Pingback: WBCHSE Class 11 History Question Paper 2017 | একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্নপত্র ২০১৭ -
Pingback: WBCHSE Class 11 History Question Paper 2018 | একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্নপত্র ২০১৮ -
Pingback: WBCHSE Class 11 History Solved Question Paper 2019 | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র ২০১৯ - Prosnodekho -
Pingback: WBCHSE Class 11 History Solved Question Paper 2020 | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র ২০২০ - Prosnodekho -